নবম শ্রেণী
গ্রহরূপে পৃথিবী – সৌরজগৎ

1 . সৌরজগৎ কাকে বলে ?
উঃ সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য । পৃথিবীসহ মােট ৮ টি গ্রহ , এদের বিভিন্ন উপগ্রহ , ধূমকেতু , উল্কা , গ্রহাণু এবং আরও । অনেক ছােট ছােট জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে । সূর্যকে নিয়ে এই যে জগৎ তাকে সৌরজগৎ বলে ।
2 . জ্যোতিষ্ক কাকে বলে ?
উঃ সূর্য , চাঁদ এবং অন্যান্য যেসব আলােকিত বিন্দু রাতের আকাশের গায়ে দেখা যায় তাদের সাধারণভাবে জ্যোতিষ্ক বলে ।
3 . গ্রহ কাকে বলে ?
উঃ যারা নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যের চারিদিকে ঘােরে এবং যাদের নিজস্ব আলাে বা উত্তাপ নেই , তাদের গ্রহ বলে । যেমন – পৃথিবী , মঙ্গল প্রভৃতি ।
4 . উপগ্ৰহ কাকে বলে ?
উঃ যারা গ্রহের চারিদিকে ঘােরে তাদের উপগ্রহ বলে । যেমন – চাঁদ ।
5 . হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ?
উঃ ৭৬ বছর অন্তর ।
6 . সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কী ?
উঃ বুধ ।
7 . সূর্য থেকে বুধের দূরত্ব কত ?
উঃ প্রায় ৫ কোটি ২৭ লক্ষ কিমি ।
৪ . বুধের নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ৪৮২৮ কিমি ।
9 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বুধের কত সময় লাগে ?
উঃ ৫৮ দিন ১৭ ঘণ্টা ।
10 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে ?
উঃ ৮৮ দিন ।
11 . পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি ?
উঃ শুক্র ।
12 . সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ১০ কোটি ৭৮ লক্ষ কিমি ।
13 , শুক্রের নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ১২৭৫৭ কিমি ।
14 . সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ২২ কোটি ৮০ লক্ষ কিমি ।
15 . মঙ্গলের নিরক্ষীয় ব্যাস কত ?উঃ প্রায় ৬৭৯০ কিমি ।
16 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে মঙ্গলের কত সময় লাগে ?
উঃ ২৪ ঘণ্টা ৩৭ মিনিট ।
17 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে মঙ্গলের কত সময় লাগে ?
উঃ ৬৮৭ দিন ।
18 . মঙ্গলের কটি উপগ্রহ ? কী কী ?
উঃ দুটি উপগ্রহ । ফোবােস ও ডাইমােস ।
19 . সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি ?
উঃ বৃহস্পতি ।
20 . সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ৭৭ কোটি ৯১ লক্ষ কিমি ।
21 . বৃহস্পতির নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ ১ লক্ষ ৪২ হাজার ৭৪৫ কিমি ।
22 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বৃহস্পতির কত সময় লাগে ?
উঃ ৯ ঘণ্টা ৫০ মিনিট ।
23 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতির কত সময় লাগে ?
উঃ ১২ বছর ।
20 . বৃহস্পতির কটি উপগ্রহ আছে ?
উঃ ১৬ টি ।
25 . বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী ?
উঃ গ্যানিমিড ।
26 , সূর্য থেকে শনির গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ১৪২ কোটি ৬০ লক্ষ কিমি ।
27 . শনির নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ১ লক্ষ ২০ হাজার ৮৫৮ কিমি ।
28 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শনির কত সময় লাগে ?
উঃ ১০ ঘণ্টা ১৪ মিনিট ।
29 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শনির কত সময় লাগে ?
উঃ ২৯ বছর ৬ মাস ।
30 . শনির কটি উপগ্রহ আছে ?
উঃ ১৮ টি ।
31 . শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী ?
উঃ টাইটান ।
32 . সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী ?
উঃ টাইটান ।
33 . সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ২৮৭ কোটি কিমি ।
34 . ইউরেনাসের নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ৪৯ হাজার ১৫২ কিমি ।
35 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে ইউরেনাসের কত সময় লাগে ?
উঃ ১০ ঘণ্টা ৪২ মিনিট ।
36 . সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে ইউরেনাসের কত সময় লাগে ?
উঃ ৮৪ বছর ১ মাস ।
37 . ইউরেনাসের কটি উপগ্রহ আছে ?
উঃ ১৫ টি ।
38 . সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ৪৪৯ কোটি ৩০ লক্ষ কিমি ।
39 . নেপচুনের নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ ৪৪ হাজার ৮০০ কিমি ।
40 . নিজের চারিদিকে একবার আবর্তন করতে নেপচুনের কত সময় লাগে ?
উঃ ১৫ ঘণ্টা ৪৮ মিনিট ।
41 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে নেপচুনের কত সময় লাগে ?
উঃ ১৬৫ বছর ।
42 . নেপচুনের কটি উপগ্রহ আছে ?
উঃ ৮টি ।
43 . সূর্য থেকে প্লুটোর গড় দুরত্ব কত ?
উঃ প্রায় ৫৮৯ কোটি ৮০ লক্ষ কিমি ।
46 . প্লটোর নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ৬৪০০ কিমি ।
45 . নিজের চারিদিকে একবার আবর্তন করতে প্লুটোর কত সময় লাগে ?
উঃ ৬ দিন ।
46 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে প্লটোর কত সময় লাগে ?
উঃ ২৪৮ বছর ।
47 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শুক্রের কত সময় লাগে ?
উঃ ২৪৩ দিন ।
48 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে ?
উঃ ২২৪ দিন ।
49 . ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত ?
উঃ ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কিমি ।
50 . কলকাতায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত ?
উঃ ১৫৩৬ কিমি ( ঘণ্টায় ) ।
51 . সূর্য থেকে দুরত্ব অনুসারে পৃথিবী কততম গ্রহ ?
উঃ তৃতীয় গ্রহ ।
52 . আয়তন অনুসারে সূর্য পৃথিবীর কত নং গ্রহ ?
উঃ পঞ্চম গ্রহ । ( প্রথম – বৃহস্পতি , দ্বিতীয় – শনি , তৃতীয় – ইউরেনাস , চতুর্থ নেপচুন ) ।
53 . পৃথিবীর গড় পরিধি কত ?
উঃ প্রায় ৪০০০০ কিমি ।
54 . ইরাসথেনিসের মতে পৃথিবীর পরিধি কত ?
উঃ ৪৬ হাজার ২৫০ কিমি ।
55 . পৃথিবীর ওজন কত ?
উঃ প্রায় ৫৯৭৬ মিলিয়ন মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন ।
56 . পৃথিবীর কটি গতি ? কী কী ?
উঃ দুটি গতি । আহ্নিক গতি ও বার্ষিক গতি ।
57 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে ?
উঃ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২ সেকেণ্ড ।
58 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে ?
উঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড ।
59 . পৃথিবীর উপগ্রহের নাম কী ?
উঃ চাঁদ ।
60 . চাঁদের ব্যাস কত ?
উঃ প্রায় ৩৪৭৬ কিমি ।
61 . পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত ?
উঃ প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি ।
62 . নিজের মেরুদণ্ডের চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে ?
উঃ ২৭ . ৩ দিন ।
63 . পৃথিবী থেকে সূর্যের দুরত্ব কত ?
উঃ প্রায় ১৫ কোটি কিমি ।
66 . সূর্য থেকে পৃথিবীতে আলাে আসতে কত সময় লাগে ?
উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড ।
65 . আলাের গতিবেগ কত ?
উঃ সেকেণ্ডে প্রায় ৩ লক্ষ কিমি ( ১ লক্ষ ৮৬ হাজার মাইল ) ।
66 . প্রথম মহাকাশযানের নাম কী ? সেটি কবে মহাকাশে যাত্রা করে ?
উঃ শুৎনিক । ১৯৫৭ সালের ৪ঠা অক্টোবর ।
67 . প্রথম মহাকাশচারীর নাম কী ? তিনি কবে কোন মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করে ?
উঃ ইউরী গ্যাগারিন । ১৯৬১ সালের ১২ ই এপ্রিল ভস্টক – ১ নামে মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করে ।
68 . মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে ?
উঃ উজ্জ্বল নীল গােলক বলে মনে হয় ।
69 . পৃথিবীর মেরুব্যাস কত ?
উঃ ১২৭১৪ কিমি ।
70 . পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ ১২৭৫৭ কিমি ।
71 . পৃথিবীর মেরুব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত ?
উঃ ৪৩ কিমি ।
72 . পৃথিবীর গড় ব্যাস কত ?
উঃ ১২৭৩৫ কিমি ।
73 . পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ?
উঃ ৬৩৬৮ কিমি ।
76 . এরাটস্থনিস পৃথিবীর ব্যাসার্ধ কত নির্ণয় করেছিলেন ?
উঃ ৬৪০০ কিমি ।
ছোট প্রশ্ন ও উত্তর:-
সৌর জগৎ
✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী?
➦ উঃ ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল
(৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন।
✪ প্রশ্নঃ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়?
➦ উঃ প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।
✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
➦ উঃ ৪৯টি।
✪ প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
➦ উঃ বৃহস্পতি।
✪ প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
➦ উঃ শুক্র।
✪ প্রশ্নঃ সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
➦ উঃ বুধ ও শুক্র গ্রহের।
✪ প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
➦ উঃ শনির (২২টি)।
✪ প্রশ্নঃ বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৮৮ দিনে।
✪ প্রশ্নঃ বুধের ব্যাস কত?
➦ উঃ ৪৮৫০ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ শুক্রের ব্যাস কত?
➦ উঃ ১২,১০৪ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ২২৫ দিনে।
✪ প্রশ্নঃ শুক্র কী নামে পরিচিত?
➦ উঃ শুকতারা বা সন্ধ্যা তারা।
✪ প্রশ্নঃ পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।
✪ প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?
➦ উঃ প্রায় ১২,৬৬৭ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
➦ উঃ চাঁদ।
✪ প্রশ্নঃ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?
➦ উঃ ৩,৮৪,০০০ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ চাঁদের ব্যাস কত?
➦ উঃ ২,১৬০ মাইল।
✪ প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
➦ উঃ৭.৭ কোটি কিলোমিটার ।
✪ প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?
➦ উঃ ২১ জুন।
✪ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?
➦ উঃ ২২ ডিসেম্বর।
✪ কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে?
➦ উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✪ বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৪,৩৩৩ দিনে।
✪ বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে?
➦ উঃ ১৬ টি।
✪ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
➦ উঃ প্রায় ১৪ কোটি ৮৮ লাখ বর্গ কিলোমিটার ।
✪ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
➦ উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।
✪ ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়?
➦ উঃ ১৭৮১ সালে।
✪ ইউরেনাস কে আবিষ্কার করেন?
➦ উঃ উইলিয়াম হার্শেল।
✪ ইউরেনাস গ্রহের ব্যাস কত?
➦ উঃ ৪৯,০০০ কিলোমিটার প্রায়।
✪ সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত?
➦ উঃ ২৮৭ কোটি কিলোমিটার ।
✪ সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে?
➦ উঃ ৮৪ বছর।
✪ ইউরেনাসের উপগ্রহ কয়টি?
➦ উঃ ৫ টি।
✪ কত সালে নেপচুন আবিষ্কার করা হয়?
➦ উঃ ১৮৪৬ সালে।
✪ নেপচুন কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ১৬৫ বছরে।
✪ নেপচুনের উপগ্রহ কয়টি?
➦ উঃ ২ টি।
✪ সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?
➦ উঃ প্লুটো।
✪ প্লুটোর ব্যাস কত?
➦ উঃ ৫৯১০ কিলোমিটার ।
✪ প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ২৮৪ বছরে।
✪ প্লুটো আবিষ্কৃত হয় কত সালে?
➦ উঃ ১৯৩১ সালে।
✪ প্লুটোর কয়টি উপগ্রহ আছে?
➦ উঃ ১ টি।
✪ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
➦ উঃ লুব্ধক।
✪ সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
➦ উঃ পিস্টল স্টার।
✪ সবুজ গ্রহ কাকে বলা হয়?
➦ উঃ ইউরেনাসকে।
✪ শান্ত সাগর কোথায় অবস্থিত?
➦ উঃ চাঁদে।
✪ হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল?
➦ উঃ ১৯৮৬ সালে।
✪ কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
➦ উঃ ৭৬ বছর।
✪ গ্যালাক্সির বাংলা নাম কী?
➦ উঃ ছায়াপথ।
✪ পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
➦ উঃ সাড়ে ২৯ দিন।
✪ সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
➦ উঃ ২৮ গুণ।
✪ পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
➦ উঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
✪ কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়?
➦ উঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
✪ সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
➦ উঃ দুবার।
✪ বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে?
➦ উঃ ৫ ঘন্টা।
✪ লাল গ্রহ কাকে বলা হয়?
➦ উঃ মঙ্গল গ্রহকে।
✪ সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
➦ উঃ মিউ সাকাই।
✪ সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?
➦ উঃ ইটা ক্যারিনি।
✪ সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?
➦ উঃ ১৭৫৯ সালে।
✪ সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
➦ উঃ প্রক্সিমা সেন্টরাই।
পৃথিবী (তথ্য)
✪ মোট সার্ফেস এশিয়া: ৫১০,১০০,৫০০ বর্গকিমি।
✪ মোট জমির পরিমাণ: ১৪৮,৯৫০,৮০০ বর্গকিমি।
✪ মোট জলের পরিমাণ: ৩৬১,১৪৯,৭০০ বর্গকিমি।
✪ রাসায়নিক সংগঠন: অক্সিজেন ৪৬.৫%, সিলিকন ২৭.৭২%, অ্যালুমিনিয়াম ৮.১৩%, লোহা ৫.০১%, ক্যালসিয়াম ৩.৬৩%, সোডিয়াম ২.৮৫%, পটাশিয়াম ২.৬২%, ম্যাগনেসিয়াম ২.০৯%।
✪ একনজরে পৃথিবীর ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলা জানুন এখানেঃ
✪ পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন
✪ আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি
✪ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য)
✪ (প্রকৃতপক্ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড)
✪ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি
✪ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি
✪ মোট মহাসাগর- ৫টি
✪ মোট মহাদেশ- ৭টি
✪ মোট রাষ্ট্র- ২০৪টি
✪ মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)
✪ সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান
✪ দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া
✪ দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল
✪ যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন
সূর্য(তথ্য)
✪ পৃথিবী থেকে গড় দূরত্ব: ১৪৯৫৮৯০০০কিমি।
✪ তাপমাত্রা(আউটার সার্ফেস): ৬০০০ডিগ্রি সেন্টিগ্রেড।
✪ ডায়ামিটার: ১৩৯১৯৮০কিমি।
✪ সূর্যকিরণের গতিমাত্র: ৩০০০০০কিমি/সে।
✪ সূর্যকিরণ পৃথিবীতে এসে পৌছায়: ৪৯৯ সেকেন্ডে।
✪ বয়স: আনুমানিক ৫ বিলিয়ন বছর।
✪ আয়ু: আনুমানিক ১০ বিলিয়ন বছর।
✪ রাসায়নিক সংগঠন: হাইড্রোজেন ৭১%, হিলিয়াম ২৬.৫%, অন্যান্য ২.৫%।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।