নবম শ্রেণী

 গ্রহরূপে পৃথিবী – সৌরজগৎ


1 . সৌরজগৎ কাকে বলে ?
উঃ সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য । পৃথিবীসহ মােট ৮ টি গ্রহ , এদের বিভিন্ন উপগ্রহ , ধূমকেতু , উল্কা , গ্রহাণু এবং আরও । অনেক ছােট ছােট জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে । সূর্যকে নিয়ে এই যে জগৎ তাকে সৌরজগৎ বলে ।
2 . জ্যোতিষ্ক কাকে বলে ?
উঃ সূর্য , চাঁদ এবং অন্যান্য যেসব আলােকিত বিন্দু রাতের আকাশের গায়ে দেখা যায় তাদের সাধারণভাবে জ্যোতিষ্ক বলে ।
3 . গ্রহ কাকে বলে ?
উঃ যারা নির্দিষ্ট কক্ষপথে থেকে সূর্যের চারিদিকে ঘােরে এবং যাদের নিজস্ব আলাে বা উত্তাপ নেই , তাদের গ্রহ বলে । যেমন – পৃথিবী , মঙ্গল প্রভৃতি ।

4 . উপগ্ৰহ কাকে বলে ?
উঃ যারা গ্রহের চারিদিকে ঘােরে তাদের উপগ্রহ বলে । যেমন – চাঁদ ।
5 . হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ?
উঃ ৭৬ বছর অন্তর ।
6 . সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কী ?
উঃ বুধ ।
7 . সূর্য থেকে বুধের দূরত্ব কত ?
উঃ প্রায় ৫ কোটি ২৭ লক্ষ কিমি ।
৪ . বুধের নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ৪৮২৮ কিমি ।
9 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বুধের কত সময় লাগে ?
উঃ ৫৮ দিন ১৭ ঘণ্টা ।
10 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বুধের কত সময় লাগে ?
উঃ ৮৮ দিন ।
11 . পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি ?
উঃ শুক্র ।
12 . সূর্য থেকে শুক্রের গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ১০ কোটি ৭৮ লক্ষ কিমি ।
13 , শুক্রের নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ১২৭৫৭ কিমি ।
14 . সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ২২ কোটি ৮০ লক্ষ কিমি ।
15 . মঙ্গলের নিরক্ষীয় ব্যাস কত ?উঃ প্রায় ৬৭৯০ কিমি ।
16 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে মঙ্গলের কত সময় লাগে ?
উঃ ২৪ ঘণ্টা ৩৭ মিনিট ।
17 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে মঙ্গলের কত সময় লাগে ?
উঃ ৬৮৭ দিন ।
18 . মঙ্গলের কটি উপগ্রহ ? কী কী ?
উঃ দুটি উপগ্রহ । ফোবােস ও ডাইমােস ।
19 . সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি ?
উঃ বৃহস্পতি ।
20 . সূর্য থেকে বৃহস্পতির গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ৭৭ কোটি ৯১ লক্ষ কিমি ।
21 . বৃহস্পতির নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ ১ লক্ষ ৪২ হাজার ৭৪৫ কিমি ।
22 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে বৃহস্পতির কত সময় লাগে ?
উঃ ৯ ঘণ্টা ৫০ মিনিট ।
23 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতির কত সময় লাগে ?
উঃ ১২ বছর ।
20 . বৃহস্পতির কটি উপগ্রহ আছে ?
উঃ ১৬ টি ।
25 . বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী ?
উঃ গ্যানিমিড ।


26 , সূর্য থেকে শনির গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ১৪২ কোটি ৬০ লক্ষ কিমি ।
27 . শনির নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ১ লক্ষ ২০ হাজার ৮৫৮ কিমি ।
28 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শনির কত সময় লাগে ?
উঃ ১০ ঘণ্টা ১৪ মিনিট ।
29 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শনির কত সময় লাগে ?
উঃ ২৯ বছর ৬ মাস ।
30 . শনির কটি উপগ্রহ আছে ?
উঃ ১৮ টি ।
31 . শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী ?
উঃ টাইটান ।
32 . সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী ?
উঃ টাইটান ।
33 . সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ২৮৭ কোটি কিমি ।
34 . ইউরেনাসের নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ৪৯ হাজার ১৫২ কিমি ।
35 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে ইউরেনাসের কত সময় লাগে ?
উঃ ১০ ঘণ্টা ৪২ মিনিট ।
36 . সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে ইউরেনাসের কত সময় লাগে ?
উঃ ৮৪ বছর ১ মাস ।
37 . ইউরেনাসের কটি উপগ্রহ আছে ?
উঃ ১৫ টি ।
38 . সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব কত ?
উঃ প্রায় ৪৪৯ কোটি ৩০ লক্ষ কিমি ।
39 . নেপচুনের নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ ৪৪ হাজার ৮০০ কিমি ।
40 . নিজের চারিদিকে একবার আবর্তন করতে নেপচুনের কত সময় লাগে ?
উঃ ১৫ ঘণ্টা ৪৮ মিনিট ।
41 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে নেপচুনের কত সময় লাগে ?
উঃ ১৬৫ বছর ।
42 . নেপচুনের কটি উপগ্রহ আছে ?
উঃ ৮টি ।
43 . সূর্য থেকে প্লুটোর গড় দুরত্ব কত ?
উঃ প্রায় ৫৮৯ কোটি ৮০ লক্ষ কিমি ।
46 . প্লটোর নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ প্রায় ৬৪০০ কিমি ।
45 . নিজের চারিদিকে একবার আবর্তন করতে প্লুটোর কত সময় লাগে ?
উঃ ৬ দিন ।
46 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে প্লটোর কত সময় লাগে ?
উঃ ২৪৮ বছর ।
47 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে শুক্রের কত সময় লাগে ?
উঃ ২৪৩ দিন ।
48 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শুক্রের কত সময় লাগে ?
উঃ ২২৪ দিন ।
49 . ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত ?
উঃ ৫১ কোটি ৬৬ হাজার বর্গ কিমি ।
50 . কলকাতায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত ?
উঃ ১৫৩৬ কিমি ( ঘণ্টায় ) ।
51 . সূর্য থেকে দুরত্ব অনুসারে পৃথিবী কততম গ্রহ ?
উঃ তৃতীয় গ্রহ ।
52 . আয়তন অনুসারে সূর্য পৃথিবীর কত নং গ্রহ ?
উঃ পঞ্চম গ্রহ । ( প্রথম – বৃহস্পতি , দ্বিতীয় – শনি , তৃতীয় – ইউরেনাস , চতুর্থ নেপচুন ) ।
53 . পৃথিবীর গড় পরিধি কত ?
উঃ প্রায় ৪০০০০ কিমি ।
54 . ইরাসথেনিসের মতে পৃথিবীর পরিধি কত ?
উঃ ৪৬ হাজার ২৫০ কিমি ।
55 . পৃথিবীর ওজন কত ?
উঃ প্রায় ৫৯৭৬ মিলিয়ন মিলিয়ন মিলিয়ন মেট্রিক টন ।
56 . পৃথিবীর কটি গতি ? কী কী ?
উঃ দুটি গতি । আহ্নিক গতি ও বার্ষিক গতি ।
57 . নিজের মেরুদণ্ডের চারিদিকে একবার আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে ?
উঃ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২ সেকেণ্ড ।
58 . সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে ?
উঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড ।
59 . পৃথিবীর উপগ্রহের নাম কী ?
উঃ চাঁদ ।
60 . চাঁদের ব্যাস কত ?
উঃ প্রায় ৩৪৭৬ কিমি ।
61 . পৃথিবী থেকে চাঁদের দুরত্ব কত ?
উঃ প্রায় ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি ।
62 . নিজের মেরুদণ্ডের চারিদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে ?
উঃ ২৭ . ৩ দিন ।
63 . পৃথিবী থেকে সূর্যের দুরত্ব কত ?
উঃ প্রায় ১৫ কোটি কিমি ।
66 . সূর্য থেকে পৃথিবীতে আলাে আসতে কত সময় লাগে ?
উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড ।
65 . আলাের গতিবেগ কত ?
উঃ সেকেণ্ডে প্রায় ৩ লক্ষ কিমি ( ১ লক্ষ ৮৬ হাজার মাইল ) ।
66 . প্রথম মহাকাশযানের নাম কী ? সেটি কবে মহাকাশে যাত্রা করে ?
উঃ শুৎনিক । ১৯৫৭ সালের ৪ঠা অক্টোবর ।
67 . প্রথম মহাকাশচারীর নাম কী ? তিনি কবে কোন মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করে ?
উঃ ইউরী গ্যাগারিন । ১৯৬১ সালের ১২ ই এপ্রিল ভস্টক – ১ নামে মহাকাশযানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করে ।
68 . মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগে ?
উঃ উজ্জ্বল নীল গােলক বলে মনে হয় ।
69 . পৃথিবীর মেরুব্যাস কত ?
উঃ ১২৭১৪ কিমি ।
70 . পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ?
উঃ ১২৭৫৭ কিমি ।
71 . পৃথিবীর মেরুব্যাস ও নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত ?
উঃ ৪৩ কিমি ।
72 . পৃথিবীর গড় ব্যাস কত ?
উঃ ১২৭৩৫ কিমি ।
73 . পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ?
উঃ ৬৩৬৮ কিমি ।
76 . এরাটস্থনিস পৃথিবীর ব্যাসার্ধ কত নির্ণয় করেছিলেন ?
উঃ ৬৪০০ কিমি ।

ছোট প্রশ্ন ও উত্তর:-

সৌর জগৎ

✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী?
➦ উঃ ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল
   (৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন।
✪ প্রশ্নঃ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়?
➦ উঃ প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।
✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
➦ উঃ ৪৯টি।
✪ প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
➦ উঃ বৃহস্পতি।
✪ প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
➦ উঃ শুক্র।
✪ প্রশ্নঃ সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
➦ উঃ বুধ ও শুক্র গ্রহের।
✪ প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
➦ উঃ শনির (২২টি)।
✪ প্রশ্নঃ বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৮৮ দিনে।
✪ প্রশ্নঃ বুধের ব্যাস কত?
➦ উঃ ৪৮৫০ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ শুক্রের ব্যাস কত?
➦ উঃ ১২,১০৪ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ২২৫ দিনে।
✪ প্রশ্নঃ শুক্র কী নামে পরিচিত?
➦ উঃ শুকতারা বা সন্ধ্যা তারা।
✪ প্রশ্নঃ পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।
✪ প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?
➦ উঃ প্রায় ১২,৬৬৭ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
➦ উঃ চাঁদ।
✪ প্রশ্নঃ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?
➦ উঃ ৩,৮৪,০০০ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ চাঁদের ব্যাস কত?
➦ উঃ ২,১৬০ মাইল।
✪ প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
➦ উঃ৭.৭ কোটি কিলোমিটার ।
✪ প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?
➦ উঃ ২১ জুন।
✪ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?
➦ উঃ ২২ ডিসেম্বর।
✪ কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে?
➦ উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✪ বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৪,৩৩৩ দিনে।
✪ বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে?
➦ উঃ ১৬ টি।
✪ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
➦ উঃ প্রায় ১৪ কোটি ৮৮ লাখ বর্গ কিলোমিটার ।
✪ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
➦ উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।
✪ ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়?
➦ উঃ ১৭৮১ সালে।
✪ ইউরেনাস কে আবিষ্কার করেন?
➦ উঃ উইলিয়াম হার্শেল।
✪ ইউরেনাস গ্রহের ব্যাস কত?
➦ উঃ ৪৯,০০০ কিলোমিটার  প্রায়।
✪ সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত?
➦ উঃ ২৮৭ কোটি কিলোমিটার ।
✪ সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে?
➦ উঃ ৮৪ বছর।
✪ ইউরেনাসের উপগ্রহ কয়টি?
➦ উঃ ৫ টি।
✪ কত সালে নেপচুন আবিষ্কার করা হয়?
➦ উঃ ১৮৪৬ সালে।
✪ নেপচুন কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ১৬৫ বছরে।
✪ নেপচুনের উপগ্রহ কয়টি?
➦ উঃ ২ টি।
✪ সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?
➦ উঃ প্লুটো।
✪ প্লুটোর ব্যাস কত?
➦ উঃ ৫৯১০ কিলোমিটার ।
✪ প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ২৮৪ বছরে।
✪ প্লুটো আবিষ্কৃত হয় কত সালে?
➦ উঃ ১৯৩১ সালে।
✪ প্লুটোর কয়টি উপগ্রহ আছে?
➦ উঃ ১ টি।
✪ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
➦ উঃ লুব্ধক।
✪ সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
➦ উঃ পিস্টল স্টার।
✪ সবুজ গ্রহ কাকে বলা হয়?
➦ উঃ ইউরেনাসকে।
✪ শান্ত সাগর কোথায় অবস্থিত?
➦ উঃ চাঁদে।
✪ হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল?
➦ উঃ ১৯৮৬ সালে।
✪ কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
➦ উঃ ৭৬ বছর।
✪ গ্যালাক্সির বাংলা নাম কী?
➦ উঃ ছায়াপথ।
✪ পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
➦ উঃ সাড়ে ২৯ দিন।
✪ সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
➦ উঃ ২৮ গুণ।
✪ পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
➦ উঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
✪ কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়?
➦ উঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
✪ সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
➦ উঃ দুবার।
✪ বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে?
➦ উঃ ৫ ঘন্টা।
✪ লাল গ্রহ কাকে বলা হয়?
➦ উঃ মঙ্গল গ্রহকে।
✪ সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
➦ উঃ মিউ সাকাই।
✪ সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?
➦ উঃ ইটা ক্যারিনি।
✪ সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?
➦ উঃ ১৭৫৯ সালে।
✪ সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
➦ উঃ প্রক্সিমা সেন্টরাই।

পৃথিবী (তথ্য) 

✪ মোট সার্ফেস এশিয়া: ৫১০,১০০,৫০০ বর্গকিমি।
✪ মোট জমির পরিমাণ: ১৪৮,৯৫০,৮০০ বর্গকিমি।
✪ মোট জলের পরিমাণ: ৩৬১,১৪৯,৭০০ বর্গকিমি।
✪ রাসায়নিক সংগঠন: অক্সিজেন ৪৬.৫%, সিলিকন ২৭.৭২%, অ্যালুমিনিয়াম ৮.১৩%, লোহা ৫.০১%, ক্যালসিয়াম ৩.৬৩%, সোডিয়াম ২.৮৫%, পটাশিয়াম ২.৬২%, ম্যাগনেসিয়াম ২.০৯%।
✪ একনজরে পৃথিবীর ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলা জানুন এখানেঃ

✪ পৃথিবীর বয়স- আনুমানিক ৪,৫০০ মিলিয়ন

✪ আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গকিমি

✪ সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে গড়ে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড (প্রচলিত তথ্য)

✪ (প্রকৃতপক্ষে- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড)

✪ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব- ১৪,৯৫,০০,০০০ কিমি

✪ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব- ৩,৮৪,৪০০ কিমি

✪ মোট মহাসাগর- ৫টি

✪ মোট মহাদেশ- ৭টি

✪ মোট রাষ্ট্র- ২০৪টি

✪ মোট স্বাধীন রাষ্ট্র- ১৯৩টি (জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র)

✪ সর্বশেষ স্বাধীন রাষ্ট্র- দক্ষিণ সুদান

✪ দু’টি মহাদেশে অবস্থিত রাষ্ট্র- তুরস্ক, রাশিয়া

✪ দু’টি মহাদেশে অবস্থিত শহর- ইস্তাম্বুল

✪ যে দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমান্ত আছে- চীন

 সূর্য(তথ্য)

✪ পৃথিবী থেকে গড় দূরত্ব: ১৪৯৫৮৯০০০কিমি।
✪ তাপমাত্রা(আউটার সার্ফেস): ৬০০০ডিগ্রি সেন্টিগ্রেড।
✪ ডায়ামিটার: ১৩৯১৯৮০কিমি।
✪ সূর্যকিরণের গতিমাত্র: ৩০০০০০কিমি/সে।
✪ সূর্যকিরণ পৃথিবীতে এসে পৌছায়: ৪৯৯ সেকেন্ডে।
✪ বয়স: আনুমানিক ৫ বিলিয়ন বছর।
✪ আয়ু: আনুমানিক ১০ বিলিয়ন বছর।
✪ রাসায়নিক সংগঠন: হাইড্রোজেন ৭১%, হিলিয়াম ২৬.৫%, অন্যান্য ২.৫%।

© ভূগোল শিক্ষা



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে