নবম শ্রেণী

পৃথিবীর গতিসমূহ 

1 . পৃথিবীর কটি গতি এবং কী কী ?

উঃ দুটি গতি । আহ্নিক গতি ও বার্ষিক গতি ।
2 . কে প্রথম প্রমাণ করেন যে , পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ?
উঃ কোপারনিকাস ।
3 . আহ্নিক গতি কাকে বলে ?
উঃ সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের অক্ষ বা মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে । নিজের অক্ষকেন্দ্রিক পৃথিবীর এই ধরণের ঘূর্ণনকে বলে আবর্তন গতি ।
6 . বার্ষিক গতি কাকে বলে ?
উঃ পৃথিবী নিজের মেরুদণ্ডের চারিদিকে অবিরাম আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে অনবরত সূর্যকে প্রদক্ষিণ বা পরিক্রমা করে । সূর্যকেন্দ্রিক এই ধরণের গতিকে পৃথিবীর পরিক্রমণ গতি বলে ।
5 . সৌরদিন ও নাক্ষত্রদিন কাকে বলে ?
উঃ পৃথিবীর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে সময় লাগে সূর্যের হিসাবে ২৪ ঘণ্টা , কিন্তু নক্ষত্রের হিসাবে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেণ্ড । এজন্য ২৪ ঘণ্টাতে একটি সৌরদিন এবং এর থেকে ৩ মিনিট ৩৬ সেকেণ্ড কম সময়ে একটি নক্ষত্রদিন ধরা হয় ।
6 . পৃথিবীর মেরুদণ্ড বা অক্ষরেখা কাকে বলে ?
উঃ পৃথিবীর উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ মেরু বা কুমেরু যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয় , তাকে অক্ষরেখা বা মেরুদণ্ড বলে ।
7 . পৃথিবীর কোন গতির জন্য ভূ – পৃষ্ঠে দিন রাত্রি হয় ?
উঃ আহ্নিক গতির জন্য ।
৪ . আবর্তন বা আহ্নিক গতির ফলে পৃথিবীতে কী কী পরিবর্তন হয় ?
উঃ দিন – রাত্রি হয় , সূর্যোদয় ও সূর্যাস্ত হয় , সময় নির্ধারণ করা যায় , নিয়ত বায়ুপ্রবাহের ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ হয় , জোয়ার ভাঁটা । হয় , উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি হয়েছে ।
9 . ফেরেলের সূত্র কী ?
উঃ পৃথিবীর আবর্তনের জন্য ভূ – পৃষ্ঠের সঙ্গে সংশ্লিষ্ট যে – কোন গতিশীল পদার্থের উত্তর গােলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গােলার্ধে বামদিকে গতিবিক্ষেপ হয় বা বেঁকে যায় । এই সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী ফেরেল । তাই ফেরেলের নাম অনুসারে সুত্রটিকে ফেরেলের সূত্র বলা হয় ।
10 . বার্ষিক গতির ফলে ভু – পৃষ্ঠে কী কী পরিবর্তন হয় ?
উঃ বছর বা সময়কাল নির্ধারণ করা যায় , দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস – বৃদ্ধি হয় , ঋতু পরিবর্তন হয় ।
11 . মেরুজ্যোতি বা মেরুপ্রভা কী ?
উঃ মেরু অঞ্চলে যখন একটানা ৬ মাস রাত্রি থাকে তখন ওখাঙ্কার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মত এক অপূর্ব সুন্দর আলাের জ্যোতি দেখা যায় । একেই মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলে ।
12 . পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির মধ্যে পার্থক্যগুলি উল্লেখ কর ।
উঃ ১) আহ্নিক গতিতে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘােরে । বার্ষিক গতিতে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে । ২) একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা । আর একবার সম্পূর্ণ পরিক্রমণে সময় লাগে | প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা । ৩) আবর্তন গতির জন্য ভূ – পৃষ্ঠে দিন – রাত্রি হয় । আর পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে ঋতুপরিবর্তন ঘটে । ৪) আবর্তন গতির জন্য ভূ – পৃষ্ঠের ওপর যেকোন চলমান বস্তুর গতিবিক্ষেপ ঘটে । আর পরিক্রমণ গতির জন্য ভূ – পৃষ্ঠে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস – বৃদ্ধি হয় ।
13 . আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে | কোন দিকে ঘােরে ?
উঃ পশ্চিম থেকে পূর্বদিকে ।
16 . পৃথিবীর কক্ষ বা কক্ষপথ কাকে বলে ?
উঃ বার্ষিক গতি ।
17 . ‘ অহ্ন ‘ কথাটির অর্থ কী ?
উঃ দিন ।
18 . নিজের মেরুদণ্ডের চারিদিকে সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে ?
উঃ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেণ্ড অর্থাৎ ২৪ ঘণ্টা ।
19 . নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ কত ?
উঃ ১৬৩০ কিমি ।
20 . ৬০ ডিগ্রী উত্তর ও দক্ষিণ অক্ষাংশে পৃথিবীর গতিবেগ কত ?
উঃ ৯৯০ কিমি ( ঘণ্টায় ) ।
21 . কোথায় পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি ?
উঃ নিরক্ষরেখায় ।
22 . সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়াে ?
উঃ ১৩ লক্ষ গুণ বড়াে ।
23 . ছায়াবৃত্ত কী ?
উঃ ভূপৃষ্ঠের আলােকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের সীমারেখাকে বলে ছায়াবৃত্ত ।
24 . সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে ?
উঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড ।
25 . সৌরবছর কাকে বলে ?
উঃ সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড । এই সময়কালকে বলে সৌরবছর ।
26 . কক্ষপথের আকৃতি কেমন ?
উঃ উপবৃত্তাকার ।
27 . কক্ষপথের পরিধি কত ?
উঃ ৯৬ কিমি ।
28 . অপসূর অবস্থান কী ?
উঃ ৪ ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দুরত্ব বছরের মধ্যে সবচেয়ে বেশি থাকে প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি । কক্ষপথের এই অবস্থানের নাম পৃথিবীর অপসূর অবস্থান ।
29 . অনুসূর অবস্থান কী ?
উঃ ৩রা জানুয়ারি সুর্য থেকে পৃথিবীর দুরত্ব বছরের মধ্যে সবচেয়ে কম থাকে প্রায় । ১৪ কোটি ৭০ লক্ষ কিমি । কক্ষপথের এই অবস্থানের নাম পৃথিবীর অনুসূর অবস্থান ।
30 . সূর্যকে পরিক্রমণ করার সময় পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে ?
উঃ ৬৬ . ৫ ( সাড়ে ৬৬ ) ডিগ্রী কোণে হেলে থাকে ।
31 . মহাবিষুব ও জলবিষুব কী ?
উঃ ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর সুর্য ঠিক পূর্বদিকে ওঠে এবং ঠিক পশ্চিমদিকে অস্ত যায় । বছরে মাত্র এই দুটি দিন পৃথিবীর সর্বত্র দিন – রাত্রির দৈর্ঘ্য সমান হয় । ২১ শে মার্চ দিনটিকে উত্তর গােলার্ধে মহাবিষুব বলে । আর ২৩ শে সেপ্টেম্বর দিনটিকে বলে জলবিষুব ।
32 . উত্তরগােলার্ধে কোন দিনটি কর্কটসংক্রান্তি ? উঃ ২১ শে জুন ।
33 . উত্তরগােলার্ধে কোন দিনটি মকরসংক্রান্তি ?
উঃ ২২ শে ডিসেম্বর ।
34 . নিশীথ সূর্যের দেশ কাকে বলে?
উঃ নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে।

© ভূগোল শিক্ষা



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে

Download Our Android App

Subscribe Our YouTube Channel

Join Our Telegram Channel