দশম শ্রেণি
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

1 . পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি ?
উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের কলােরাডাে নদীর গ্র্যাণ্ড ক্যানিয়ন ।
2 . পলি , কাদা প্রভৃতি হালকা পদার্থ কীভাবে বাহিত হয় ?
উঃ ভাসমান প্রক্রিয়ায় বহন করে ।
3 . পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কী ?
উঃ ভেনিজুয়েলার কারাও নদীর শাখাপথে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত ।
4 . ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
উঃ কর্ণাটক রাজ্যের অন্তর্গত সরাবতী নদীর গেরসােপ্পা বা যােগ জলপ্রপাত ।
5 . নদীর গতিপথে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম চর বা দ্বীপ কোনটি ?
উঃ অসম সমভূমিতে অবস্থিত ব্রহ্মপুত্র নদের বুকে মাজুলি দ্বীপ ।
6 . পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কী ?
উঃ নীলনদ ।
7 . পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার আকৃতি কী হয় ?
উঃ হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ‘ U ’ অক্ষরের মত , নদী উপত্যকার আকৃতি ইংরেজি ‘ I ‘ এবং ‘ V ’ অক্ষরের মত হয় ।
8 . বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মত আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কী বলে ?
উঃ গৌর ।
9 . রাজস্থানের মরুঅঞ্চলের চলমান বালিয়াড়িকে কী বলে ?
উঃ খ্রিয়ান ।
10 . পৃথিবীর কোথায় লােয়েস সমভূমি দেখা যায় ?
উঃ হােয়াংহাে নদীর অববাহিকায় ।
11 . নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয় ?
উঃ পার্বত্য প্রভাবে ।
12 . নদীপ্রবাহ পরিমাপের একককে কী বলে ?
উঃ কিউসেক ।
13 . পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কী ?
উঃ ক্ষয়কার্য ।
14 . নদীখাত খুব সঙ্কীর্ণ ও গভীর হলে তাকে কী বলে ?
উঃ গিরিখাত ।
15 . নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কী বলে ?
উঃ আঁকা – বাঁকা গতিপথ বা মিয়েণ্ডার ।
16 . হিমবাহ গলিত জল করিতে জমা হলে তাকে কী বলে ?
উঃ করিহ্রদ ।
17 . হিমবাহের দুপাশে যখন পাহাড় , নুড়ি ইত্যাদি সঞ্চিত হয় তখন তাকে কী বলে ?
উঃ পার্শ্ব গাবরেখা ।
18 . তির্যক বালিয়াড়ির আর এক নাম কী ?
উঃ বাখান ।
19 . পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত ?
উঃ উত্তর আফ্রিকার আলজিরিয়ায় অবস্থিত ।
20 . বায়ু বাহিত পলি নিম্নভূমিতে সঞ্চিত হয়ে যে সমতলভূমির সৃষ্টি করে তাকে কী বলে ?
উঃ লােয়েস সমভূমি ।
21 . গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত ?
উঃ গঙ্গোত্রী হিমবাহের গােমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত ।
22 . নদীর গতিপথের কোন অংশে সঞ্চয়কার্য বেশি হয় ?
উঃ তৃতীয় অংশ অর্থাৎ নিম্নগতিতে ।
23 . হিমরেখা কী ?
উঃ পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারাবছর তুষার বা বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে ।
24 . উপনদী কাকে বলে ?
উঃ প্রধান নদীর গতিপথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছােট ছােট নদী এসে প্রধান নদীতে মেশে , এদের উপনদী বলে । যেমন গঙ্গার উপনদী যমুনা ।
25 . বালিয়াড়ি কাকে বলে ?
উঃ বালিপূর্ণ বায়ুর গতিপথে গাছপালা , প্রস্তরখন্ড , ঝােপঝার বা অন্য কোন বাধা থাকলে তাতে প্রতিহত হয়ে বায়ুবাহিত বালির কিছু অংশ সেখানে সঞ্চিত হয় এবং উঁচু ঢিবির মত অবস্থান করে , একে বালিয়ারি বলে ।
26 . হিমশৈল কাকে বলে ?
উঃ সমুদ্রে ভাসমান বিশাল আকৃতি বরফের স্তুপকে বলে হিমশৈল ।
27 . ভারতের একটি আদর্শ নদীর নাম লেখ ।
উঃ গঙ্গা ।
28 . হিমবাহ বলতে কী বােঝ ?
উঃ স্থলভাগের তুষার ও জমাট বাঁধা কঠিন বরফের স্তুপ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীরগতিতে উচ্চভূমি থেকে নিম্নভূমিতে নেমে আসে তখন তাকে বলে হিমবাহ ।
27 . মন্থকূপ কী ?
উঃ পার্বত্য অঞ্চলে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় পাথর ও নদীখাতের সংঘর্ষের ফলে নদীর বুকে মাঝে মাঝে গর্ত সৃষ্টি হয় , এগুলিকে বলে মন্থকূপ ।
30 . আহরণ ক্ষেত্র কাকে বলে ?
উঃ একটি নদী এবং তার বিভিন্ন উপনদী সমূহ যে সব অঞ্চলের জল সংগ্রহ করে সেইসব অঞ্চলকে একসঙ্গে প্রধান নদীটির আহরণ ক্ষেত্র বলে ।
31 . কিউসেক কী ?
উঃ নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকেই বলে কিউসেক । সুতরাং নদীপ্রবাহ পরিমাপের একককে বলে কিউসেক ।
32 . বাখান কী ?
উঃ যেসব বালিয়াড়ি প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে একেবারে আধখানা চাঁদের মত গড়ে ওঠে সেগুলিকে বলে বাখান ।
33 . লােয়েস সমভূমির একটি উদাহরণ দাও ।
উঃ চীনের উত্তরাংশে অবস্থিত হােয়াংহাে অববাহিকার মধ্যভাগে লােয়েস সমভূমির সৃষ্টি হয়েছে ।
34 . হামাদা কী ?
উঃ কোন কোন সময় মরুভূমির যেসব স্থান বন্ধুর ও শিলাগঠিত বা পাথুরে সেখানে বায়ুপ্রবাহ অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের জন্য স্থানটি সমতল ও মসৃণাকার ধারণ করে । সাহারা মরুভূমিতে এই ধরনের শিলাগঠিত সমতলভূমিকে হামাদা বলে ।
35 . ইনসেল বার্জ কী ?
উঃ অনেক সময় প্রায় সমতল মরুভূমির মধ্যে স্বল্প উচ্চতা বিশিষ্ট কিছু টিলাকে বিক্ষিপ্ত ভাবে অবস্থান করতে দেখা যায় , এগুলিকে বলে ইনসেল বার্জ ।
36 . হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন হয় ?
উঃ ইংরেজি অক্ষর ‘ U ‘ এর মত হয় ।
37 . কোন কোন অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় ?
উঃ উষ্ণ মরু অঞ্চলে , শুষ্ক অঞ্চলে এবং সমুদ্র উপকূলে ।
38 . বায়ু কয়টি পদ্ধতিতে ক্ষয়কার্য করে ?
উঃ তিনটি পদ্ধটিতে ক্ষয়সাধন , অপসারণ এবং অবক্ষেপণ ।
39 . বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখ ।
উঃ গৌর , জিউগেন , ইনসেল বার্জ , ইয়ার্দাঙ প্রভৃতি ।
40 . ভারতের কোথায় ধান্দ দেখা যায় ?
উঃ রাজস্থানের মরুঅঞ্চলে ।
41 . বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখ ।
উঃ বালিয়াড়ি , বাখান ।
42 . ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ সিয়াচেন ।
43 . পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কী ?
উঃ গ্রীণল্যাণ্ডের জ্যাকোভসাভোঁ ইসব্রে ।
46 . পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কী ?
উঃ ল্যামবার্ট ।
45 . হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখ ।
উঃ গাবরেখা , কেম , এসকার , ড্রামলিন ।
46 . হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখ ।
উঃ ক) সার্ক (Cirque) বা করি , খ) হিমশিরা বা এরিটি , গ) পিরামিড চূড়া , ঘ) U-আকৃতির উপত্যকা , ঙ) রসে মতানে , চ) ঝুলন্ত উপত্যকা ,ছ) ক্র্যাগ ও টেল , জ) কর্তিত শৈলশিরা বা কর্তিত স্পার ,ঞ) ফিয়র্ড , ট) হিমসিঁড়ি বা হিমসোপান , ঠ) কুঁজ প্রভৃতি ।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:-
প্রশ্ন:- নদী (River) কাকে বলে ?
উত্তর:- বৃষ্টির জল, তুষার-গলা জল, হ্রদ বা ঝর্ণার জল ভূমির ঢাল অনুসারে গড়িয়ে এসে স্বাভাবিক যে জলধারা বা জলস্রোতের সৃষ্টি করে তাকে নদী বলে ।
প্রশ্ন:- শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকাকে কী বলে ?
উত্তর:- শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকাকে ক্যানিয়ন (Canyon) বলে ।
প্রশ্ন:- একটি পৃথিবী বিখ্যাত ক্যানিয়নের (Canyon) নাম কী ?
উত্তর:- উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নএকটি পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন ।
প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ (Delta) কোনটি ?
উত্তর:- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হল গঙ্গা নদীর মোহনা ।
প্রশ্ন:- সঞ্চয় কাজ সর্বাধিক হয় নদীর কোন গতিতে ?
উত্তর:- সঞ্চয় কাজ সর্বাধিক হয় নদীর নিম্নগতিতে ।
প্রশ্ন:- ড্রামলীন (Drumlin) কী ?
উত্তর:- ড্রামলীন (Drumlin) হল হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট একপ্রকার ভূমিরূপ । ভূ-পৃষ্ঠের ওপর এদের দেখতে অনেকটা উলটানো চামচের মত ।
প্রশ্ন:- হিমবাহ কী ?
উত্তর:- চলমান বরফের স্তুপকে হিমবাহ (Glacier) বলে ।
প্রশ্ন:- ধ্রিয়ান কী ?
উত্তর:- চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে ।
প্রশ্ন:- গিরিখাত কাকে বলে ?
উত্তর:- নদী উপত্যকা গভীর হলে তাকে গিরিখাত বলে ।
প্রশ্ন:- নদীর কোন স্থলে পলিশঙ্কু গঠিত হয় ?
উত্তর:- নদীর উচ্চ ও মধ্যগতির সংযোগ স্থলে পলিশঙ্কু গঠিত হয় ।
প্রশ্ন:- রসে মোতানে (Roche Moutonne) কী ?
উত্তর:- রসে মোতানে (Roche Moutonne) হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একপ্রকার ভূমিরূপ ।
প্রশ্ন:- বায়ুপ্রবাহের দ্বারা সুক্ষ্ম বালিকণা বহুদুরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে কী বলে ?
উত্তর:- বায়ুপ্রবাহের দ্বারা সুক্ষ্ম বালিকণা বহুদুরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে লোয়েস (Loess) বলে ।
প্রশ্ন:- প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে (Sandune) কী বলে ?
উত্তর:- প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি (Longitudinal Dune) বলে ।
প্রশ্ন:- মন্থকূপ সৃষ্টি হয় কীভাবে ?
উত্তর:- নদীর ক্ষয়কার্যের ফলে মন্থকূপ সৃষ্টি হয় ।
প্রশ্ন:- এরিটি (Arete) বা অ্যারেৎ কী ?
উত্তর:- এরিটি বা অ্যারেৎ হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একপ্রকার ভূমিরূপ ।
প্রশ্ন:- পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার দু’পাশে থাকা ধাপযুক্ত ভুমিরূপকে কী বলা হয় ?
উত্তর:- পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার দু’পাশে থাকা ধাপযুক্ত ভুমিরূপকে নদীমঞ্চ বলা হয় ।
প্রশ্ন:- পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে তাকে কী বলে ?
উত্তর:- পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে তাকে হিমরেখা (Snow Line) বলে ।
প্রশ্ন:- বহিঃবিধৌত সমভূমি (Out-wash-Plain) হিমবাহের কোন কাজের ফলে গঠিত হয় ?
উত্তর:- বহিঃবিধৌত সমভূমি (Out-wash-Plain) হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত হয় ।
প্রশ্ন:- হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে কী বলে ?
উত্তর:- হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে সমস্ত পলি সঞ্চিত হয় তাকে ভ্যালি ট্রেন বলে ।
প্রশ্ন:- বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে কী গঠিত হয় ?
উত্তর:- বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে পেডিমেন্ট (Pediment) গঠিত হয় ।
প্রশ্ন:- প্রায়-সমতল মরুভুমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকে কঠিন শিলা গঠিত টিলাগুলিকে কী বলে ?
উত্তর:- প্রায়-সমতল মরুভুমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকে কঠিন শিলা গঠিত টিলাগুলিকে ইনসেলবার্জ(Inselberg) বলে ।
প্রশ্ন:- বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলের নদী উপত্যকা যখন খুব গভীর হয় তখন তাকে কী বলে ?
উত্তর:- বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলের নদী উপত্যকা যখন খুব গভীর হয় তখন তাকে ক্যানিয়ন (Canyon) বলে ।
প্রশ্ন:- হিমবাহে ঢাকা নদীখাতে হিমবাহ বাহিত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে দীর্ঘ, স্বল্প উঁচু আঁকাবাঁকা শৈলশিরার মত ভূমিরূপ গঠিত হয় তাকে কী বলে ?
উত্তর:- হিমবাহে ঢাকা নদীখাতে হিমবাহ বাহিত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে দীর্ঘ, স্বল্প উঁচু আঁকাবাঁকা শৈলশিরার মত ভূমিরূপ গঠিত হয় তাকে এসকার (Esker) বলে ।
প্রশ্ন:- হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় (Terminal Moraine) সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে কী বলে ?
উত্তর:- হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় (Terminal Moraine) সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে কেম (Kame) বলে ।
প্রশ্ন:- রাজস্থানের মরুভূমি অঞ্চলে চলন্ত বালিয়াড়িকে (Sabdune) কী বলে ?
উত্তর:- রাজস্থানের মরুভূমি অঞ্চলে চলন্ত বালিয়াড়িকে (Sabdune) ধ্রিয়ান বলে ।
প্রশ্ন:- উচ্চগতিতে নদীর প্রধান কাজ কী ?
উত্তর:- উচ্চগতিতে নদীর প্রধান কাজ হল ক্ষয় ।
প্রশ্ন:- উচ্চগতিতে নদীর প্রধান কাজ কী ?
উত্তর:- উচ্চগতিতে নদীর প্রধান কাজ হল ক্ষয় ।
প্রশ্ন:- ইয়ার্দাং ভূমিরূপ কোথায় দেখা যায় ?
উত্তর:- ইয়ার্দাং ভূমিরূপ দেখা যায় শুষ্ক অঞ্চলে ।
প্রশ্ন:- সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে কী বলে ?
উত্তর:- সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে মোনাডন্ক বলে ।
প্রশ্ন গৌর ভূমিরূপটি কিসের তরঙ্গের দ্বারা গঠিত হয় ?
উত্তর:- গৌর ভূমিরূপটি বায়ুর তরঙ্গের দ্বারা গঠিত হয় ।
প্রশ্ন:- পার্বত্যপ্রবাহে নদী উপত্যকার আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো হয় ?
উত্তর:- পার্বত্যপ্রবাহে নদী উপত্যকার আকৃতি ইংরেজি ‘ V ‘ অক্ষরের মতো হয় ।
প্রশ্ন:- পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো হয় ?
উত্তর:- পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ‘U’অক্ষরের মতো হয় ।
প্রশ্ন:- হিমশৈল কাকে বলে ?
উত্তর:- সমুদ্রে ভাসমান বিশালাকৃতি হিমবাহকে হিমশৈল বলে ।
প্রশ্ন:- ফিয়র্ড কী ?
উত্তর:- সমুদ্রোপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে ফিয়র্ড বলে ।
প্রশ্ন:- প্যাটানস্টার কিভাবে সৃষ্টি হয় ?
উত্তর:- হিমসিঁড়ির মধ্যে হিমবাহ-গলা জল জমে প্যাটানস্টারসৃষ্টি হয় ।
প্রশ্ন:- ক্রেভাসেস কী ?
উত্তর:- হিমবাহের উপরের পৃষ্ঠের ফাটলগুলিকে ক্রেভাসেসবলে ।
প্রশ্ন:- হামাদা কী ?
উত্তর:- প্রস্তরময় অমসৃণ মরুভুমিকে হামাদা বলে ।
প্রশ্ন:- বার্খান (Barkhan) কী ?
উত্তর:- তির্যক বালিয়াড়িকে বার্খান বলে ।
প্রশ্ন:- বায়ুর কোন কাজের ফলে বার্খান (Barkhan) সৃষ্টি হয় ?
উত্তর:- বায়ুর সঞ্চয় কাজের ফলে বার্খান সৃষ্টি হয় ।
প্রশ্ন:- রাপিড কী ?
উত্তর:- কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছোটো ছোটো জলপ্রপাতকে রাপিড বলে ।
প্রশ্ন:- প্লায়া কাকে বলে ?
উত্তর:- মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে প্লায়া বলে ।
প্রশ্ন:- মোহানা কালে বলে ?
উত্তর:- নদী যেখানে এসে সমুদ্রে মেশে তাকে নদীর মোহানাবলে ।
প্রশ্ন:- জলপ্রপাত কোথায় বেশি দেখা যায় ?
উত্তর:- নদীর পার্বত্যগতিতে জলপ্রপাত বেশি দেখা যায় ।
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Bohirjato Prokriya Chapter 1 Question and Answer
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।