1 . বায়ুমণ্ডল কাকে বলে ?
উঃ ভুপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে যে গ্যাসীয় আরবণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকেই বলে বায়ুমণ্ডল ।
2 . বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে ?
উঃ ৭৮ . ০৮৪ ভাগ ।
3 . বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ অক্সিজেন থাকে ?
উঃ ২০ . ৯৪৬ ভাগ ।
4 . বায়ুমণ্ডলে প্রধান গ্যাসীয় উপাদানটির নাম কী ?
উঃ নাইট্রোজেন ।
5 . ট্রপােস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম কী ?
উঃ ট্রপােপজ ।
6 . বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ , ঝড় | ঝা ইত্যাদি সৃষ্টি হয় ?
উঃ স্ট্রাটোস্ফিয়ারে ।
7 . রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কী কী ভাগে ভাগ করা যায় ?
উঃ দুই ভাগে । হােমােস্ফিয়ার ও হেটরােস্ফিয়ার ।
৪ . ট্রপােস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কী ?
উঃ স্ট্রাটোস্ফিয়ার ।
9 . ওজোন গ্যাসের স্তর কোথায় দেখতে পাওয়া যায় ?
উঃ স্ট্রাটোস্ফিয়ার – এ ।
10 . স্ট্রাটোস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কী ?
উঃ মেসােস্ফিয়ার ।
11 . মেসস্ফিয়ারের ওপরে বায়ুর যে স্তর আছে তার নাম কী ?
উঃ থার্মোস্ফিয়ার ।
12 . মেরু অঞ্চলে ট্রপােস্ফিয়ারের বিস্তৃতি কতদূর পর্যন্ত বিস্তৃত ?
উঃ ৮ কিমি ।
13 . গ্যাসীয় উপাদান ছাড়া বায়ুমণ্ডলের অপর একটি উল্লেখযােগ্য উপাদানের নাম কর ।
উঃ ধূলিকণা ।
14 . বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম কী ?
উঃ এক্সোস্ফিয়ার ।
15 . বায়ুমণ্ডল ভূ – পৃষ্ঠ থেকে ওপরের দিকে কতদূর পর্যন্ত বিস্তৃত ?
উঃ ওপরের দিকে প্রায় ১০ , ০০০ কিমি ।
প্রশ্ন:- ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত ?
উত্তর:- ভূ-পৃষ্ঠে (সমুদ্রপৃষ্ঠে) বায়ুর চাপ, প্রতি বর্গ সেন্টিমিটারে ১.০৩ বা ১ কিলোগ্রাম ওজনের সমান । অর্থাৎ ভূ-পৃষ্ঠে বায়ুর চাপ ৭৬০ মিলিমিটার বা ১,০১৩.২ মিলিবার ।
প্রশ্ন:- একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ দাও ।
উত্তর:- স্থলবায়ু অথবা সমুদ্রবায়ু অথবা মৌসুমি বায়ু হল সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ ।
প্রশ্ন:- কোন পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌছায় ?
উত্তর:- বিকিরণ পদ্ধতিতে সৌরতাপ ভূ-পৃষ্ঠে পৌঁছায় ।
প্রশ্ন:- কোন যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয় ?
উত্তর:- গরিষ্ঠ ও লঘিষ্ঠ তাপমান যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয় ।
প্রশ্ন:- বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক কী কী ?
উত্তর:- সেন্টিগ্রেড ও ফারেনহাইট হল বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক ।
প্রশ্ন:- ৩২০ ফারেনহাইট উষ্ণতার সঙ্গে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান হয় ?
উত্তর:- ৩২০ ফারেনহাইট উষ্ণতার সমান হয় ০০ সেন্টিগ্রেড ।
প্রশ্ন:- কোন গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি ?
উত্তর:- উত্তর গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি ।
প্রশ্ন:- কোন গোলার্ধে সমোষ্ণ রেখাগুলির বক্রতা কম ?
উত্তর:- দক্ষিণ গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা কম ।
প্রশ্ন:- সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ কত ?
উত্তর:- সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ হল ৭৬০ মিলিমিটার বা ১০১৩.২ মিলিবার ।
প্রশ্ন:- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কত হ্রাস পায় ?
উত্তর:- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ ১ সেমি. হ্রাস পায় ।
প্রশ্ন:- অ্যানিমোমিটার কী ?
উত্তর:- বায়ুপ্রবাহের বেগ নির্ণয়ের যন্ত্রকে অ্যানিমোমিটারবলা হয় ।
প্রশ্ন:- কোন অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে ?
উত্তর:- ৪০০- ৫০০ দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকেগর্জনশীল চল্লিশা বলা হয় ।
প্রশ্ন:- সমুদ্র বায়ু কোন সময়ে প্রবাহিত হয় ?
উত্তর:- সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় ।
প্রশ্ন:- স্থলবায়ু কোন সময়ে প্রবাহিত হয় ?
উত্তর:- স্থলবায়ু রাত্রে প্রবাহিত হয় ।
প্রশ্ন:- কোন মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টি হয় না ?
উত্তর:- শীতকালীন মৌসুমি বাতাসের দ্বারা বৃষ্টি হয় না ।
প্রশ্ন:- কোন বায়ু সমুদ্র বায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ ?
উত্তর:- মৌসুমিবায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ ।
প্রশ্ন:- চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় ?
উত্তর:- চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় ।
প্রশ্ন:- টাইফুন কি ?
উত্তর:- চিন সাগরের ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত ।
প্রশ্ন:- হ্যারিকেন কি ?
উত্তর:- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত ।
প্রশ্ন:- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কী কী নামে পরিচিত ?
উত্তর:- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কালবৈশাখী ও আশ্বিনের ঝড় নামে পরিচিত ।
প্রশ্ন:- সিরক্কো কি ?
উত্তরঃ সিসিলিতে প্রবাহিত এক প্রকার স্থানীয় বায়ুপ্রবাহের নাম হল সিরক্কো ।
প্রশ্ন:- লু বাতাস কোন সময়ে প্রবাহিত হয় ।
উত্তর:- লু বাতাস গ্রীষ্মকালে প্রবাহিত হয় ।
প্রশ্ন:- বায়ুর আদ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয় ?
উত্তর:- বায়ুর আদ্রতা শুষ্ক ও আদ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে নিরূপণ করা হয় ।
প্রশ্ন:- নিয়ত বায়ু কাকে বলে ?
উত্তর:- ভূ-পৃষ্ঠে সারাবছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে আর একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু প্রবাহ বলে ।
প্রশ্ন:- ফন কি ?
উত্তর:- রাইন নদীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে ফন বলে ।
প্রশ্ন:- খামসিন কি ?
উত্তর:- মিশরের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে খামসিন বলে ।
প্রশ্ন:- প্রতি ১ হাজার মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায় ?
উত্তর:- প্রতি ১ হাজার মিটার উচ্চতায় ৬.৪o ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় ।
প্রশ্ন:- নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় মেরুর দিকে সাধারণত প্রতি ১o অক্ষাংশের ব্যবধানে কত ডিগ্রী তাপমাত্রার পার্থক্য ঘটে ?
উত্তর:- নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় মেরুর দিকে সাধারণত প্রতি ১o অক্ষাংশের ব্যবধানে ০.২৮o সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য ঘটে ।
প্রশ্ন:- পৃথিবীতে আগত সূর্যরশ্মির কত শতাংশ বায়ুমন্ডলকে উত্তপ্ত করে ?
উত্তর:- পৃথিবীতে আগত সূর্যরশ্মির ৬৬% বায়ুমন্ডলকে উত্তপ্ত করে ।
প্রশ্ন:- অ্যালবেডো কি ?
উত্তর:- সূর্যকিরণ থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার ৩৪% উত্তাপ মেঘ, ধুলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, — এই ঘটনাকে অ্যালবেডো বলে ।
প্রশ্ন:- কোন অঞ্চলে সূর্য প্রায় সারাবছর লম্বভাবে কিরণ দেয় ?
উত্তর:- নিরক্ষীয় অঞ্চলে সূর্য প্রায় সারাবছর লম্বভাবে কিরণ দেয় ।
প্রশ্ন:- কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ?
উত্তর:- ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ।
প্রশ্ন:- ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয়ের সংখ্যা কয়টি ?
উত্তর:- ভূপৃষ্ঠে বায়ুচাপ বলয়ের সংখ্যা ৭টি ।
প্রশ্ন:- বায়ুমণ্ডলের ঊর্ধসীমা কত ?
উত্তর:- বায়ুমণ্ডলের ঊর্ধসীমা হল ১০,০০০ কি.মি. ।
প্রশ্ন:- হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর উচ্চতা পর্যন্ত বিস্তৃত ?
উত্তর:- হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে ৯০ কি.মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।
প্রশ্ন:- হেটেরোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ?
উত্তর:- হেটেরোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে ৯০ কিমি উপরে ও ১০,০০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।
প্রশ্ন:- ট্রপোস্ফিয়ার বায়ুস্তরটির ঊর্ধসীমা ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ?
উত্তর:- ট্রপোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে ১৮ কিমি.উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।
প্রশ্ন:- উভয় মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত ?
উত্তর:- উভয় মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হল ৮ কিমি. ।
প্রশ্ন:- ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত ?
উত্তর:- ভূ-পৃষ্ঠে (সমুদ্রপৃষ্ঠে) বায়ুর চাপ, প্রতি বর্গ সেন্টিমিটারে ১.০৩ বা ১ কিলোগ্রাম ওজনের সমান । অর্থাৎ ভূ-পৃষ্ঠে বায়ুর চাপ ৭৬০ মিলিমিটার বা ১,০১৩.২ মিলিবার ।
প্রশ্ন:- একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ দাও ।
উত্তর:- স্থলবায়ু অথবা সমুদ্রবায়ু অথবা মৌসুমি বায়ু হল সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ ।
প্রশ্ন:- কোন পদ্ধতিতে সৌরতাপ ভূপৃষ্ঠে পৌছায় ?
উত্তর:- বিকিরণ পদ্ধতিতে সৌরতাপ ভূ-পৃষ্ঠে পৌঁছায় ।
প্রশ্ন:- কোন যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয় ?
উত্তর:- গরিষ্ঠ ও লঘিষ্ঠ তাপমান যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয় ।
প্রশ্ন:- বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক কী কী ?
উত্তর:- সেন্টিগ্রেড ও ফারেনহাইট হল বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক ।
প্রশ্ন:- ৩২০ ফারেনহাইট উষ্ণতার সঙ্গে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সমান হয় ?
উত্তর:- ৩২০ ফারেনহাইট উষ্ণতার সমান হয় ০০ সেন্টিগ্রেড ।
প্রশ্ন:- কোন গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি ?
উত্তর:- উত্তর গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি ।
প্রশ্ন:- কোন গোলার্ধে সমোষ্ণ রেখাগুলির বক্রতা কম ?
উত্তর:- দক্ষিণ গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা কম ।
প্রশ্ন:- সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ কত ?
উত্তর:- সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুচাপ হল ৭৬০ মিলিমিটার বা ১০১৩.২ মিলিবার ।
প্রশ্ন:- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কত হ্রাস পায় ?
উত্তর:- সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ ১ সেমি. হ্রাস পায় ।
প্রশ্ন:- অ্যানিমোমিটার কী ?
উত্তর:- বায়ুপ্রবাহের বেগ নির্ণয়ের যন্ত্রকে অ্যানিমোমিটারবলা হয় ।
প্রশ্ন:- কোন অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে ?
উত্তর:- ৪০০- ৫০০ দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকেগর্জনশীল চল্লিশা বলা হয় ।
প্রশ্ন:- সমুদ্র বায়ু কোন সময়ে প্রবাহিত হয় ?
উত্তর:- সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় ।
প্রশ্ন:- স্থলবায়ু কোন সময়ে প্রবাহিত হয় ?
উত্তর:- স্থলবায়ু রাত্রে প্রবাহিত হয় ।
প্রশ্ন:- কোন মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টি হয় না ?
উত্তর:- শীতকালীন মৌসুমি বাতাসের দ্বারা বৃষ্টি হয় না ।
প্রশ্ন:- কোন বায়ু সমুদ্র বায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ ?
উত্তর:- মৌসুমিবায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ ।
প্রশ্ন:- চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় ?
উত্তর:- চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় ।
প্রশ্ন:- টাইফুন কি ?
উত্তর:- চিন সাগরের ঘূর্ণবাত টাইফুন নামে পরিচিত ।
প্রশ্ন:- হ্যারিকেন কি ?
উত্তর:- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত ।
প্রশ্ন:- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কী কী নামে পরিচিত ?
উত্তর:- বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কালবৈশাখী ও আশ্বিনের ঝড় নামে পরিচিত ।
প্রশ্ন:- সিরক্কো কি ?
উত্তরঃ সিসিলিতে প্রবাহিত এক প্রকার স্থানীয় বায়ুপ্রবাহের নাম হল সিরক্কো ।
প্রশ্ন:- লু বাতাস কোন সময়ে প্রবাহিত হয় ।
উত্তর:- লু বাতাস গ্রীষ্মকালে প্রবাহিত হয় ।
প্রশ্ন:- বায়ুর আদ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয় ?
উত্তর:- বায়ুর আদ্রতা শুষ্ক ও আদ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে নিরূপণ করা হয় ।
প্রশ্ন:- নিয়ত বায়ু কাকে বলে ?
উত্তর:- ভূ-পৃষ্ঠে সারাবছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে আর একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু প্রবাহ বলে ।
প্রশ্ন:- ফন কি ?
উত্তর:- রাইন নদীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে ফন বলে ।
প্রশ্ন:- খামসিন কি ?
উত্তর:- মিশরের উপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুপ্রবাহকে খামসিন বলে ।
প্রশ্ন:- নিরক্ষরেখার উপরে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত ?
উত্তর:- নিরক্ষরেখার উপরে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হল ১৮ কিমি. ।
প্রশ্ন:- ট্রপোপজের অবস্থান বায়ুমন্ডলের কোথায় ?
উত্তর:- বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল হল ট্রপোপজের অবস্থান ।
প্রশ্ন:- হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর কোনটি ?
উত্তর:- হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটি হল হাইড্রোজেন স্তর ।
প্রশ্ন:- বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তর কোনটি ?
উত্তর:- বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটি হল ম্যাগনেটোস্ফিয়ার ।
প্রশ্ন:- বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি ?
উত্তর:- বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটি হল নাইট্রোজেন ।
প্রশ্ন:- বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত ?
উত্তর:- বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ হল ২০.৯ % ।
প্রশ্ন:- বায়ুমন্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তর:- বায়ুমন্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হল ৭৮.১ % ।
প্রশ্ন:- বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তর:- বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ হল ০.০০৩ % ।
প্রশ্ন:- পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বায়ুমণ্ডলের যে স্তরে ঘটে থাকে তার নাম কী ?
উত্তর:- পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ঘটে থাকে ।
প্রশ্ন:- স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় ?
উত্তর:- স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারস্তরে দেখা যায় ।
প্রশ্ন:- ওজোন গ্যাসের স্তর বায়ুমন্ডলের কোন স্তরে রয়েছে ?
উত্তর:- ওজোন গ্যাসের স্তর বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে রয়েছে ।
প্রশ্ন:- পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে ?
উত্তর:- পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে ।
প্রশ্ন:- আকাশকে নীল দেখায় কেন ?
উত্তর:- বায়ুমন্ডলে ধুলিকণার অবস্থিতির জন্য আকাশকে নীল দেখায় ।
প্রশ্ন:- বায়ুমন্ডলের কোন গ্যাস সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ?
উত্তর:- বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড গ্যাস সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।
প্রশ্ন:- জেট বিমানগুলি বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে যাতায়াত করে ?
উত্তর:- জেট বিমানগুলি বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে যাতায়াত করে ।
প্রশ্ন:- বায়ুদূষণকারী পদার্থগুলি প্রধানত বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থান করে ?
উত্তর:- বায়ুদূষণকারী পদার্থগুলি প্রধানত বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে অবস্থান করে ।
প্রশ্ন:- বায়ুমন্ডলের কোন স্তর মূলত সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় ?
উত্তর:- বায়ুমন্ডলের জলীয় বাস্পের স্তর মূলত সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় ।
প্রশ্ন:- বায়ুমন্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় ?
উত্তর:- বায়ুমন্ডলের ওজোন গ্যাসের স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় ।
প্রশ্ন:- বায়ুমন্ডলের কোন গ্যাস জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করে ?
উত্তর:- বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইড গ্যাস জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করে ।
Madhyamik Suggestion 2023 | মাধ্যমিক সাজেশন ২০২৩
আরোও দেখুন:-
Madhyamik Bengali Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Madhyamik English Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Madhyamik History Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Madhyamik Geography Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Madhyamik Physical Science Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Madhyamik Life Science Suggestion 2023 Click here
আরোও দেখুন:-
Madhyamik Suggestion 2023 Click here
বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Bayumondal Question and Answer
© ভূগোল শিক্ষা
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে