ভারতের নগর ও বন্দর (নবম অধ্যায়)

1. ভারতের বৃহত্তম শহরটির নাম কী? এর লোকসংখ্যা কত?
উত্তরঃ মুম্বাই। লোকসংখ্যা – ১২,৪৪২,৩৭৩ জন (২০১১)।
2. কাণ্ডালা শহরের পশ্চাৎভূমিতে অবস্থিত দুটি রাজ্যের নাম লেখ।
উত্তরঃ গুজরাত, রাজস্থান।
3. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হুগলী নদীর তীরে।
4. মার্মাগাঁও বন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ আরবসাগরের তীরে জুয়ারি নদীর মোহনায়।
5. ভারতের গভীরতম বন্দরটির নাম কী?
উত্তরঃ বিশাখাপত্তনম।
6. পূর্ব ভারতের বৃহত্তম তথা সর্বাধিক গুরুত্বপুর্ণ বন্দরটির নাম কী?
উত্তরঃ কলকাতা।
7. পূর্ব উপকূলে অবস্থিত যেকোন দুটি প্রধান বন্দরের নাম কর।
উত্তরঃ বিশাখাপত্তনম, চেন্নাই।
8. মহারাষ্ট্রের দুটি উল্লেখযোগ্য বন্দরের নাম কর।
উত্তরঃ মুম্বাই ও জওহরলাল নেহেরু বন্দর।
9. ভারতের পশ্চিম উপকূলের কোন বন্দরটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?
উত্তরঃ মুম্বাই।
10. কোন বন্দরকে ভারতের প্রবেশ বন্দর বলা হয়?
উত্তরঃ মুম্বাই বন্দরকে।
11. মাদ্রাজ বন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু রাজ্যে।
12. নগর কাকে বলে?
উত্তরঃ যেসব শহরের লোকসংখ্যা ১ লক্ষের বেশি।
13. ভারতের বৃহত্তম নগরটির নাম কী?
উত্তরঃ মুম্বাই।
14. মহানগর কাকে বলে?
উত্তরঃ যেসব শহরের লোকসংখ্যা ১০ লক্ষের বেশি।
15. ভারতে কয়টি মহানগর আছে?
উত্তরঃ ২৩ টি।
16. ভারতের দ্বিতীয় বৃহত্তম শহরটির নাম কী?
উত্তরঃ কলকাতা।
17. কোন শহরকে ভারতের রোম বলা হয়?
উত্তরঃ দিল্লীকে।
18. কোন শহরকে হ্রদের শহর বলা হয়?
উত্তরঃ হায়দ্রাবাদকে।
19. ভারতের বৃহত্তম বা শ্রেষ্ঠ সামুদ্রিক বন্দরের নাম লেখ।
উত্তরঃ মুম্বাই।
20. ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয়?
উত্তরঃ আমেদাবাদকে।
21. কোন শহরকে গোলাপী শহর বলা হয়?
উত্তরঃ জয়পুরকে।
22. উদ্যান নগরী কোন শহরকে বলা হয়?
উত্তরঃ ব্যাঙ্গালোরকে।
23. কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে?
উত্তরঃ মুম্বাইকে।
24. ভারতের উচ্চতম শহর কোনটি?
উত্তরঃ লে বা লেহ।
25. প্রাচ্যের ভেনিস কাকে বলে?
উত্তরঃ কেরালার আলেপ্পী।
26. কেরালার রাজধানীর নাম কী?
উত্তরঃ তিরুবন্তপুরম।
27. ভূপাল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনার উপনদী বেতোয়ার তীরে।
28. ভারতের কোন শহরের আর এক নাম সবুজ নগর?
উত্তরঃ চেন্নাই-এর।
29. ভারতের কেন্দ্রীয় ভেষজ গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ লক্ষনৌ।
30. দক্ষিণ ভারতের কাশী কোন শহরকে বলা হয়?
উত্তরঃ মাদুরাইকে।
31. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম কী?
উত্তরঃ পোর্টব্লেয়ার।
32. পারাদীপ বন্দরের প্রধান রপ্তানি দ্রব্য কোনটি?
উত্তরঃ লৌহ আকরিক।
33. নিউ ম্যাঙ্গালোর বন্দর কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক রাজ্যে।
34. ভারতে মোট কয়টি প্রধান বন্দর আছে?
উত্তরঃ ১১টি।
35. ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দরের নাম কর।
উত্তরঃ বিশাখাপত্তনম।
36. ভারতের পূর্ব উপকূলের একটি কৃত্তিম পোতাশ্রয় এর নাম কর।
উত্তরঃ চেন্নাই।
37. ভারতের শুল্কমুক্ত বন্দরটির নাম লেখ।
উত্তরঃ কাণ্ডালা।
38. ভারতের একটি সামরিক শহরের নাম লেখ।
উত্তরঃ মীরাট।
39. হুগলী শিল্পাঞ্চলের অপর নাম কী?
উত্তরঃ কলকাতা শিল্পাঞ্চল।
40. হুগলী শিল্পাঞ্চল পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বিস্তার লাভ করেছে?
উত্তরঃ কলকাতা, ২৪ পরগণা, হাওড়া, হুগলী, নদীয়া জেলায়।
41. হুগলী শিল্পাঞ্চলের প্রধান শিল্পটির নাম কী?
উত্তরঃ পাট শিল্প।
42. হুগলী শিল্পাঞ্চলের কোথায় জাহাজ নির্মাণ কারখানা আছে?
উত্তরঃ গার্ডেন রীচ।
43. ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত?
উত্তরঃ কাগজ শিল্প।
44. হুগলী শিল্পাঞ্চলের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম কর।
উত্তরঃ বেলঘরিয়া।
45. হুগলী শিল্পাঞ্চলের কোথায় অ্যালুমিনিয়াম কারখানা আছে?
উত্তরঃ বেলুড়-এ।
46. হুগলী শিল্পাঞ্চলের কোথায় মোটরগাড়ি নির্মাণ কারখানা আছে?
উত্তরঃ হিন্দমোটরে।
47. হুগলী শিল্পাঞ্চলের প্রধান দুটি শিল্পের নাম কর।
উত্তরঃ পাটশিল্প ও ইঞ্জিনিয়ারিং শিল্প।
48. হুগলী শিল্পাঞ্চল কোথায় অবস্থিত?
উত্তরঃ নিম্ন গঙ্গা সমভূমির দক্ষিণাংশে হুগলী শিল্পাঞ্চল অবস্থিত।
49. পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া অবস্থিত?
উত্তরঃ পূর্ব মেদিনীপুর জেলায়।
50. হলদিয়া শিল্পাঞ্চল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হুগলী ও হলদি নদীর সংযোগস্থলে।
51. বর্তমানে হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্পটির নাম কী?
উত্তরঃ খনিজতেল শোধন।
52. হলদিয়া ছাড়া পশ্চিমবঙ্গের অন্য একটি শিল্পাঞ্চলের নাম কর।
উত্তরঃ হুগলী শিল্পাঞ্চল।
53. কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে।
54. ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কী?
উত্তরঃ পরেশনাথ পাহাড় ১৩৬৬ মিটার)।
55. পশ্চিমবঙ্গের কোন অংশ ভূ-গঠনের দিক দিয়ে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত?
উত্তরঃ পুরুলিয়া জেলার মালভূমি।
56. ছোটোনাগপুর মালভূমির মোট আয়তন কত?
উত্তরঃ ৮৭,০০০ বর্গ কিমি।
57. করণপুরা কেন বিখ্যাত?
উত্তরঃ কয়লাখনির জন্য বিখ্যাত।
58. ছোটনাগপুর মালভূমির শ্রেষ্ঠ অভ্র উত্তোলন ক্ষেত্রটির নাম কী?
উত্তরঃ হাজারিবাগ কেলার কোডার্মা।
59. জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সুবর্ণরেখা ও করখাই নদীর মিলনস্থলে।
60. ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ বোকারো ও চন্দ্রপুরা।
61. ছোটনাগপুর মালভূমিতে অবস্থিত দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ তিলাইয়া ও মাইথন।
62. ছোটনাগপুর মালভূমির কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়?
উত্তরঃ সিংভূম জেলার যদুগোডায়।
63. ছোটনাগপুর মালভূমির কোথায় তামা পাওয়া যায়?
উত্তরঃ সিংভূম জেলার মোসাবনি, ধোবানি, রাকায়।
64. ছোটনাগপুর মালভূমির দুটি আকরিক লৌহ উত্তোলন কেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ সিংভুম জেলার গুয়া ও নোয়ামুণ্ডি।
65. ছোটনাগপুর মালভূমির কোথায় বক্সাইট উত্তোলিত হয়?
উত্তরঃ বিহারের রাঁচির কাছে লোহারডাগা ও পালামৌ জেলায়।
66. বিহারের ছোটনাগপুর মালভূমির বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কী?
উত্তরঃ সিন্ধ্রি।
67. ছোটনাগপুর মালভূমিতে জন্মায় এরকম কয়েকটি মূল্যবান গাছের নাম কর।
উত্তরঃ শাল, শিমূল, পলাশ, মহুয়া, সেগুন, খয়ের, কুসুম প্রভৃতি।
68. ছোটনাগপুর মালভূমির কয়েকটি গুরুত্বপূর্ণ লৌহ-ইস্পাত কেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ জামশেদপুর।
69. ছোটনাগপুর মালভূমির বনভূমি কী উৎপাদনের জন্য ভারত বিখ্যাত?
উত্তরঃ লাক্ষা।
70. গুজরাজ্যের মোট আয়তন কত?
উত্তরঃ ১,৯৬,০২৪ বর্গ কিমি।
71. গুজরাট রাজ্যে মোট কয়টি জেলা আছে?
উত্তরঃ ৩৩টি জেলা আছে।
72. কত সালে গুজরাট রাজ্যটি গঠিত হয়?
উত্তরঃ ১লা মে ১৯৬০ সালে।
73. গুজরাটের সর্বোচ্চ গিরি শৃঙ্গের নাম কী? এর উচ্চতা কত?
উত্তরঃ গিরনাথ পাহাড়ের গোরকনাথ শৃঙ্গ। উচ্চতা- ১১১৭ মিটার।
74. নর্মদা ও তাপ্তী নদী কোথায় পড়েছে?
উত্তরঃ খাম্বাত উপসাগরে।
75. সবরমতী ও মাহী নদী কোথায় পড়েছে?
উত্তরঃ খাম্বার উপসাগরে।
76. গুজরাটের একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নাম কর।
উত্তরঃ খনিজতেল।
77. গুজরাটের দুটি সেচ প্রকল্পের নাম লেখ।
উত্তরঃ উকাই ও মাহী প্রকল্প।
78. গুজরাটের দুটি উল্লেখযোগ্য বস্ত্র শিল্পকেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ আমেদাবাদ ও সুরাট।
79. গুজরাটের দুটি বন্দরের নাম লেখ।
উত্তরঃ কান্ডালা ও পোরবন্দর।
80. গুজরাটের রাজধানীর নাম কী?
উত্তরঃ গান্ধীনগর।
81. গুজরাটের বৃহত্তম শহরটির নাম কী?
উত্তরঃ আমেদাবাদ।
82. ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায়?
উত্তরঃ গুজরাটের গির অরণ্যে।
83. গুজরাটের একটি প্রধান কৃষিজ ফসলের নাম কর।
উত্তরঃ তুলো।
84. বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম কর।
উত্তরঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।
85. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কী?
উত্তরঃ পোর্টব্লেয়ার।
86. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তরঃ স্যাডেল পিক।
87. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপজাতিদের প্রধান উপজীবিকা কী?
উত্তরঃ মৎস্য শিকার, পশুশিকার।
88. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কী জাতীয় বনভূমি দেখা যায়?
উত্তরঃ ক্রান্তীয় চিরসবুজ বনভূমি।
89. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একটি শিল্পের নাম লেখ।
উত্তরঃ কাঠ শিল্প।
90. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দুটি আগ্নেয়গিরির নাম লেখ।
উত্তরঃ ব্যারেন ও নারকোন্দাম।
91. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দরটির নাম কী?
উত্তরঃ পোর্টব্লেয়ার।
92. ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কী?
উত্তরঃ পিগম্যালিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট।
93. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের মোট আয়তন কত?
উত্তরঃ প্রায় ৩ লক্ষ বর্গ কিমি।
94. দাক্ষিণাত্যের লাভা অঞ্চলকে কী বলে?
উত্তরঃ ডেকান ট্র্যাপ।
95. দাক্ষিণাত্যের লাভা অঞ্চলটি কী জাতীয় শিলা দিয়ে গঠিত?
উত্তরঃ ব্যাসল্ট জাতীয় শিলায়।
96. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ।
উত্তরঃ গোদাবরী।
97. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের পশ্চিমসীমায় কোন পর্বত শ্রেণি অবস্থিত?
উত্তরঃ পশ্চিমঘাট পর্বতশ্রেণি।
98. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের দুটি জলবিদ্যুৎ প্রকল্পের নাম লেখ।
উত্তরঃ কয়না ও খোপালি।
99. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের দুটি তাপবিদ্যুৎ প্রকল্পের নাম লেখ।
উত্তরঃ বল্লারপুর ও ভুসোয়াল।
100. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের দুটি উল্লেখযোগ্য কৃষিজ ফসলের নাম লেখ।
উত্তরঃ তুল এবং আখ।
101. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের দুটি উল্লেখযোগ্য শিল্পের নাম লেখ।
উত্তরঃ বস্ত্রশিল্প, চিনি শিল্প।
102. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের দুটি উল্লেখযোগ্য খনিজ দ্রব্যের নাম লেখ।
উত্তরঃ আকরিক লোহা ও ম্যাঙ্গানিজ।
103. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের সবচেয়ে বড় শহরটির নাম কী?
উত্তরঃ পুণা।
104. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একটি ইঞ্জিনিয়ারিং ও একটি বস্ত্র শিল্প কেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র – নাসিক
বস্ত্রশিল্পকেন্দ্র – শোলাপুর।
105. ভারতীয় পাটজাত দ্রব্যের একটি প্রধান আমদানীকারক দেশের নাম কর।
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।
106. ভারতের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয়?
উত্তরঃ আমেদাবাদকে।
107. কোন সামুদ্রিক প্রণালী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে বিভাজন রেখা হিসাবে চিহ্নিত?
উত্তরঃ টেন (১০) ডিগ্রী চ্যানেল।
108. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপে সম্প্রতি অগ্ন্যুৎপাত হয়েছে?
উত্তরঃ ব্যারেন দ্বীপে।