নবম শ্রেণী
আবহবিকার

ছোট প্রশ্ন ও উত্তর:-
1 . আবহবিকার কাকে বলে ?
উত্তরঃ ‘ আবহবিকার ’ শব্দটি এসেছে ‘ আবহাওয়া থেকে । কোন জায়গার বায়ুর উষ্ণতা , বায়ুর চাপ , বায়ুপ্রবাহ , আর্দ্রতা , বৃষ্টীপাত প্রভৃতির দৈনিক অবস্থাকে বলে সেই জায়গার আবহাওয়া । আবহাওয়ার এইসব উপাদানের মাধ্যমে ভূ – পৃষ্ঠের শিলাসমুহের যে ক্ষয় বা পরিবর্তন হয় , তাকে বলে আবহবিকার ।
2 . আবহবিকারের অপর নাম কী ?
উত্তরঃ বিচূর্ণীভবন ।
3 . আবহবিকার কয় প্রকার ও কী কী ?
উত্তরঃ দুইপ্রকার । যান্ত্রিক ও রাসায়নিক ।
4 . যান্ত্রিক আবহবিকার কাকে বলে ?
উত্তরঃ উষ্ণতা , বৃষ্টিপাত , তুষার প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে যান্ত্রিক বা স্বাভাবিক প্রক্রিয়ায় যখন ভূ – পৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ – বিচূর্ণ হয় , তাকে বলে যান্ত্রিক আবহবিকার ।
5 . গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে কোন আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ যান্ত্রিক আবহবিকার ।
6 . রাসায়নিক আবহবিকার কাকে বলে ?
উত্তরঃ যখন জলীয় বাষ্প বা জলের মাধ্যমে শিলাসমূহের খনিজ পদার্থ দ্রবীভুত , বিচ্ছিন্ন ও পরিবর্তিত হয়ে যায় , তখন তাকে রাসায়নিক আবহবিকার বলে ।
7 . রাসায়নিক আবহবিকার কয় প্রকার ও কী কী ?
উত্তরঃ চার প্রকার । কার্বোনেশান , অক্সিদেশান , হাইড্রেশান , সলিউশন বা দ্রবণ ।
8 . কী ধরণের জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ উষ্ণ মরু জলবায়ু , শীতপ্রধান জলবায়ু । এবং শুষ্ক নাতিশীতােষ্ণ জলবায়ুতে ।
9 . উষ্ণ – আর্দ্র জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ রাসায়নিক আবহবিকার ।
10 . এক্সফোলিয়েশান বা গােলাকৃতি আবহবিকার কোন শিলায় বেশি দেখা যায় ?
উত্তরঃ গ্রানাইট জাতীয় শিলায় ।
11 . চুনাপাথর গঠিত অঞ্চলে প্রকার আবহবিকারের প্রাধান্য বেশি ?
উত্তরঃ রাসায়নিক আবহবিকার ।
12 . কী ধরণের আবহবিকারের ফলে শিলার বিভিন্ন উপাদানের ধর্ম পরিবর্তিত হয় ?
উত্তরঃ রাসায়নিক আবহবিকারের ফলে ।
13 . পৃথিবীর কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ উষ্ণ – আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ।
14 . চুনাপাথর কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়ােজিত হয় ?
উত্তরঃ কার্বোনেশান ।
15 . অক্সিডেশন কী ?
উত্তরঃ যেসব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা বিয়ােজিত হয় তার মধ্য অক্সিডেশান । অন্যতম শিলার খনিক পদার্থের সঙ্গে যখন অক্সিজেনের রাসায়নিক সংযােগ ঘটে এবং তার ফলে শিলার যে আবহবিকার হয় , তাকেই বলে অক্সিডেশান ।
16 . বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন আবহবিকারের প্রাধান্য দেখা যায় ?
উত্তরঃ রাসায়নিক আবহবিকার ।
17 . সমপ্রকৃতির শিলায় কোন আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ যান্ত্রিক আবহবিকার ।
18 . মরুঅঞ্চলে কোন প্রকার আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ যান্ত্রিক আবহবিকার ।
19 . উষ্ণতার তারতম্যের জন্য যখন শিলা চুর্ণ বিচূর্ণ হয় তখন তাকে কী বলে ?
উত্তরঃ বিচূর্ণীভবন ।
20 . লােহার সঙ্গে অক্সিজেন যুক্ত হলে যে | রাসায়নিক বিক্রিয়া হয় তাকে কী বলে ?
উত্তরঃ অক্সিডেশান ।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:-
প্রশ্ন:- আবহবিকার সাধারণত কয় প্রকার ও কী কী [Types Weathering] ?
উত্তর:- আবহবিকার সাধারণত তিন প্রকার , যথা , —(ক) যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] ও (খ) রাসায়নিক আবহবিকার [Chemical Weathering] (গ) জৈবিক আবহবিকার [Organic Weathering] ।
প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] সর্বাধিক কোথায় ঘটে ?
উত্তর:- যান্ত্রিক আবহবিকার মরু অঞ্চলে সর্বাধিক ঘটে ।
প্রশ্ন:- রাসায়নিক আবহবিকার [Chemical Weathering] সর্বাধিক কোথায় ঘটে ?
উত্তর:- রাসায়নিক আবহবিকার বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলেসর্বাধিক ঘটে ।
প্রশ্ন:- কার্বনিকরণ (Carbonation) প্রক্রিয়াটি কোন আবহবিকারের দৃষ্টান্ত ?
উত্তর:- কার্বনিকরণ (Carbonation) প্রক্রিয়াটি রাসায়নিক আবহবিকারের দৃষ্টান্ত ।
প্রশ্ন:- শল্কমোচন [Exfoliation] প্রক্রিয়াটি কোন আবহবিকারের দৃষ্টান্ত ?
উত্তর:- শল্কমোচন প্রক্রিয়াটি যান্ত্রিক আবহবিকারের দৃষ্টান্ত ।
প্রশ্ন:- শল্কমোচন [Exfoliation] প্রক্রিয়াটি মূলত কোথায় ঘটে ?
উত্তর:- শল্কমোচন প্রক্রিয়াটি মূলত গ্রানাইট শিলায় ঘটে ।
প্রশ্ন:- খনিজ থেকে অক্সিজেন বিযুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার সম্পন্ন হয় তাকে কী বলে ?
উত্তর:- খনিজ থেকে অক্সিজেন বিযুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার সম্পন্ন হয় তাকে হাইড্রোলাইসিস বলে ।
প্রশ্ন:- লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে কী বলে ?
উত্তর:- লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ (Oxidation) বলে ।
প্রশ্ন:- উষ্ণ মরু অঞ্চলে বেশি মাত্রায় কোন আবহবিকার দেখা যায় ?
উত্তর:- উষ্ণ মরু অঞ্চলে বেশি মাত্রায় যান্ত্রিক আবহবিকার(Mechanical Weathering) দেখা যায় ।
প্রশ্ন:- সর্বাধিক রাসায়নিক আবহবিকার কোন অঞ্চলে ঘটে থাকে ?
উত্তর:- সর্বাধিক রাসায়নিক আবহবিকার ক্রান্তীয় মৌসুমি অঞ্চলে ঘটে থাকে ।
প্রশ্ন:- উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে কী বলে ?
উত্তর:- উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে শল্কমোচন [Exfoliation] বলে ।
প্রশ্ন:- কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] প্রাধান্য পায় ?
উত্তর:- উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায় ।
প্রশ্ন:- কোন প্রক্রিয়ার ফলে শিলায় মরচে ধরে ?
উত্তর:- জারণ (Oxidation) প্রক্রিয়ার ফলে শিলায় মরচে ধরে ।
প্রশ্ন:- তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কোন অঞ্চলে ?
উত্তর:- তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় শীতল অঞ্চলে ।
প্রশ্ন:- কোনও স্থানের মাটি বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দুরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে কী মাটি বলে ?
উত্তর:- কোনও স্থানের মাটি বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দুরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে লোয়েস মাটি বলে ।
প্রশ্ন:- যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে কী মাটি বলে ?
উত্তর:- যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে এঁটেল মাটিবলে ।
প্রশ্ন:- তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকারের ফলে কী হয় ?
উত্তর:- তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকারের ফলে ক্ষুদ্রকণা বিশরণ [Granular Disintegration] হয় ।
প্রশ্ন:- আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে কোন আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় ?
উত্তর:- আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকার(Chemical Weathering) বেশি মাত্রায় দেখা যায় ।
প্রশ্ন:- ভূপৃষ্ঠস্থ চুর্নবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে কী বলে ?
উত্তর:- ভূপৃষ্ঠস্থ চুর্নবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে ক্ষয়ীভবন বলে ।
প্রশ্ন:- জলপ্রবাহ দ্বারা পরিবাহিত মাটিকে কী মাটি বলে ?
উত্তর:- জলপ্রবাহ দ্বারা পরিবাহিত মাটিকে পলিমাটি বলে ।
প্রশ্ন:- হিমসিঁড়ির মধ্যে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তর:- হিমসিঁড়ির মধ্যে প্যাটানস্টার হ্রদ সৃষ্টি হয় ।
প্রশ্ন:- হিমবাহের সঞ্চয়কাজের ফলে কী সৃষ্টি হয় ?
উত্তর:- হিমবাহের সঞ্চয়কাজের ফলে গ্রাবরেখা (Moraine) সৃষ্টি হয় ।
প্রশ্ন:- মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে কী বলে ?
উত্তর:- মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে প্লায়া (Playa) বলে ।
প্রশ্ন:- চলমান বালিয়াড়িকে কী বলে ?
উত্তর:- চলমান বালিয়াড়িকে বার্খান (Barkhan) বলে ।
প্রশ্ন:- আবহবিকারের ফলে শিলাসমূহ চুর্ণবিচুর্ণ হয়ে একধরনের ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তর:- আবহবিকারের ফলে শিলাসমূহ চুর্ণবিচুর্ণ হয়ে একধরনের ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে ।
প্রশ্ন:- উচ্চ অক্ষাংশে তুষারক্রিয়ার ফলে সৃষ্ট কোণবিশিষ্ট শিলাখন্ডের সঞ্চয়কে কী বলে ?
উত্তর:- উচ্চ অক্ষাংশে তুষারক্রিয়ার ফলে সৃষ্ট কোণবিশিষ্ট শিলাখন্ডের সঞ্চয়কে শিলাসমুদ্র বলে ।
প্রশ্ন:- যে প্রক্রিয়ার ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে তাকে কী বলে ?
উত্তর:- যে প্রক্রিয়ার ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে তাকে নগ্নিভবন বলে ।
প্রশ্ন:- মৃত্তিকা সৃষ্টি কীভাবে হয় ?
উত্তর:- আবহবিকারের মাধ্যমে মৃত্তিকা সৃষ্টি হয় ।
প্রশ্ন:- মৃত্তিকা সৃষ্টির প্রধান উপকরণ কী ?
উত্তর:- মৃত্তিকা সৃষ্টির প্রধান উপকরণ হল ক্ষয়িত শিলা ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।