নবম শ্রেণী

আবহবিকার 

ছোট প্রশ্ন ও উত্তর:-

1 . আবহবিকার কাকে বলে ?
উত্তরঃ ‘ আবহবিকার ’ শব্দটি এসেছে ‘ আবহাওয়া থেকে । কোন জায়গার বায়ুর উষ্ণতা , বায়ুর চাপ , বায়ুপ্রবাহ , আর্দ্রতা , বৃষ্টীপাত প্রভৃতির দৈনিক অবস্থাকে বলে সেই জায়গার আবহাওয়া । আবহাওয়ার এইসব উপাদানের মাধ্যমে ভূ – পৃষ্ঠের শিলাসমুহের যে ক্ষয় বা পরিবর্তন হয় , তাকে বলে আবহবিকার ।
2 . আবহবিকারের অপর নাম কী ?
উত্তরঃ বিচূর্ণীভবন ।
3 . আবহবিকার কয় প্রকার ও কী কী ?
উত্তরঃ দুইপ্রকার । যান্ত্রিক ও রাসায়নিক ।
4 . যান্ত্রিক আবহবিকার কাকে বলে ?
উত্তরঃ উষ্ণতা , বৃষ্টিপাত , তুষার প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে যান্ত্রিক বা স্বাভাবিক প্রক্রিয়ায় যখন ভূ – পৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ – বিচূর্ণ হয় , তাকে বলে যান্ত্রিক আবহবিকার ।
5 . গ্রানাইট শিলা গঠিত অঞ্চলে কোন আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ যান্ত্রিক আবহবিকার ।
6 . রাসায়নিক আবহবিকার কাকে বলে ?
উত্তরঃ যখন জলীয় বাষ্প বা জলের মাধ্যমে শিলাসমূহের খনিজ পদার্থ দ্রবীভুত , বিচ্ছিন্ন ও পরিবর্তিত হয়ে যায় , তখন তাকে রাসায়নিক আবহবিকার বলে ।
7 . রাসায়নিক আবহবিকার কয় প্রকার ও কী কী ?
উত্তরঃ চার প্রকার । কার্বোনেশান , অক্সিদেশান , হাইড্রেশান , সলিউশন বা দ্রবণ ।
8 . কী ধরণের জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ উষ্ণ মরু জলবায়ু , শীতপ্রধান জলবায়ু । এবং শুষ্ক নাতিশীতােষ্ণ জলবায়ুতে ।
9 . উষ্ণ – আর্দ্র জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ রাসায়নিক আবহবিকার ।
10 . এক্সফোলিয়েশান বা গােলাকৃতি আবহবিকার কোন শিলায় বেশি দেখা যায় ?
উত্তরঃ গ্রানাইট জাতীয় শিলায় ।
11 . চুনাপাথর গঠিত অঞ্চলে প্রকার আবহবিকারের প্রাধান্য বেশি ?
উত্তরঃ রাসায়নিক আবহবিকার ।
12 . কী ধরণের আবহবিকারের ফলে শিলার বিভিন্ন উপাদানের ধর্ম পরিবর্তিত হয় ?
উত্তরঃ রাসায়নিক আবহবিকারের ফলে ।
13 . পৃথিবীর কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ উষ্ণ – আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ।
14 . চুনাপাথর কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়ােজিত হয় ?
উত্তরঃ কার্বোনেশান ।
15 . অক্সিডেশন কী ?
উত্তরঃ যেসব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শিলা বিয়ােজিত হয় তার মধ্য অক্সিডেশান । অন্যতম শিলার খনিক পদার্থের সঙ্গে যখন অক্সিজেনের রাসায়নিক সংযােগ ঘটে এবং তার ফলে শিলার যে আবহবিকার হয় , তাকেই বলে অক্সিডেশান ।
16 . বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে কোন আবহবিকারের প্রাধান্য দেখা যায় ?
উত্তরঃ রাসায়নিক আবহবিকার ।
17 . সমপ্রকৃতির শিলায় কোন আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ যান্ত্রিক আবহবিকার ।
18 . মরুঅঞ্চলে কোন প্রকার আবহবিকার বেশি দেখা যায় ?
উত্তরঃ যান্ত্রিক আবহবিকার ।
19 . উষ্ণতার তারতম্যের জন্য যখন শিলা চুর্ণ বিচূর্ণ হয় তখন তাকে কী বলে ?
উত্তরঃ বিচূর্ণীভবন ।
20 . লােহার সঙ্গে অক্সিজেন যুক্ত হলে যে | রাসায়নিক বিক্রিয়া হয় তাকে কী বলে ?
উত্তরঃ অক্সিডেশান ।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:-

প্রশ্ন:- আবহবিকার সাধারণত কয় প্রকার ও কী কী [Types Weathering]  ?
উত্তর:- আবহবিকার সাধারণত তিন প্রকার , যথা , —(ক) যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] ও (খ) রাসায়নিক আবহবিকার [Chemical Weathering] (গ) জৈবিক আবহবিকার [Organic Weathering] ।

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] সর্বাধিক কোথায় ঘটে ?
উত্তর:- যান্ত্রিক আবহবিকার মরু অঞ্চলে সর্বাধিক ঘটে ।

প্রশ্ন:- রাসায়নিক আবহবিকার [Chemical Weathering] সর্বাধিক কোথায় ঘটে ?
উত্তর:- রাসায়নিক আবহবিকার বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলেসর্বাধিক ঘটে ।

প্রশ্ন:- কার্বনিকরণ (Carbonation) প্রক্রিয়াটি কোন আবহবিকারের দৃষ্টান্ত ?
উত্তর:- কার্বনিকরণ (Carbonation) প্রক্রিয়াটি রাসায়নিক আবহবিকারের দৃষ্টান্ত ।

প্রশ্ন:-  শল্কমোচন [Exfoliation] প্রক্রিয়াটি কোন আবহবিকারের দৃষ্টান্ত ?
উত্তর:- শল্কমোচন প্রক্রিয়াটি যান্ত্রিক আবহবিকারের দৃষ্টান্ত ।

প্রশ্ন:- শল্কমোচন [Exfoliation] প্রক্রিয়াটি মূলত কোথায় ঘটে ?
উত্তর:- শল্কমোচন প্রক্রিয়াটি মূলত গ্রানাইট শিলায় ঘটে ।

প্রশ্ন:- খনিজ থেকে অক্সিজেন বিযুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার সম্পন্ন হয় তাকে কী বলে ?
উত্তর:- খনিজ থেকে অক্সিজেন বিযুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার সম্পন্ন হয় তাকে হাইড্রোলাইসিস বলে ।

প্রশ্ন:- লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে কী বলে ?
উত্তর:- লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ (Oxidation) বলে ।

প্রশ্ন:- উষ্ণ মরু অঞ্চলে বেশি মাত্রায় কোন আবহবিকার দেখা যায় ?
উত্তর:- উষ্ণ মরু অঞ্চলে বেশি মাত্রায় যান্ত্রিক আবহবিকার(Mechanical Weathering) দেখা যায় ।

প্রশ্ন:- সর্বাধিক রাসায়নিক আবহবিকার কোন অঞ্চলে ঘটে থাকে ?
উত্তর:- সর্বাধিক রাসায়নিক আবহবিকার ক্রান্তীয় মৌসুমি অঞ্চলে ঘটে থাকে ।

প্রশ্ন:- উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে কী বলে ?
উত্তর:- উষ্ণতার তারতম্যে স্তরবিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে শল্কমোচন [Exfoliation] বলে ।

প্রশ্ন:-  কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার [Mechanical Weathering] প্রাধান্য পায় ?
উত্তর:-  উষ্ণ মরু অঞ্চলে  যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায় ।

প্রশ্ন:- কোন প্রক্রিয়ার ফলে শিলায় মরচে ধরে ?
উত্তর:- জারণ (Oxidation) প্রক্রিয়ার ফলে শিলায় মরচে ধরে ।

প্রশ্ন:- তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় কোন অঞ্চলে ?
উত্তর:- তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায় শীতল অঞ্চলে ।

প্রশ্ন:- কোনও স্থানের মাটি বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দুরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে কী মাটি বলে ?
উত্তর:- কোনও স্থানের মাটি বায়ুপ্রবাহের দ্বারা পরিবাহিত হয়ে দুরবর্তী স্থানে সঞ্চিত হলে তাকে লোয়েস মাটি বলে ।

প্রশ্ন:- যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে কী মাটি বলে ?
উত্তর:- যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে তাকে এঁটেল মাটিবলে ।

প্রশ্ন:- তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকারের ফলে কী হয় ?
উত্তর:- তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবহবিকারের ফলে ক্ষুদ্রকণা বিশরণ [Granular Disintegration] হয় ।

প্রশ্ন:- আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে কোন আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় ?
উত্তর:- আর্দ্র চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকার(Chemical Weathering) বেশি মাত্রায় দেখা যায় ।
প্রশ্ন:- ভূপৃষ্ঠস্থ চুর্নবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে কী বলে ?
উত্তর:- ভূপৃষ্ঠস্থ চুর্নবিচূর্ণ শিলাসমূহ যে প্রক্রিয়ার মাধ্যমে অপসারিত হয় তাকে ক্ষয়ীভবন বলে ।

প্রশ্ন:- জলপ্রবাহ দ্বারা পরিবাহিত মাটিকে কী মাটি বলে ?
উত্তর:- জলপ্রবাহ দ্বারা পরিবাহিত মাটিকে পলিমাটি বলে ।

প্রশ্ন:- হিমসিঁড়ির মধ্যে যে হ্রদ সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তর:- হিমসিঁড়ির মধ্যে প্যাটানস্টার হ্রদ সৃষ্টি হয় ।

প্রশ্ন:- হিমবাহের সঞ্চয়কাজের ফলে কী সৃষ্টি হয় ?
উত্তর:- হিমবাহের সঞ্চয়কাজের ফলে গ্রাবরেখা (Moraine) সৃষ্টি হয় ।

প্রশ্ন:- মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে কী বলে ?
উত্তর:- মরুভূমি অঞ্চলে সৃষ্ট হ্রদকে প্লায়া (Playa) বলে ।

প্রশ্ন:- চলমান বালিয়াড়িকে কী বলে ?
উত্তর:- চলমান বালিয়াড়িকে বার্খান (Barkhan) বলে ।

প্রশ্ন:- আবহবিকারের ফলে শিলাসমূহ চুর্ণবিচুর্ণ হয়ে একধরনের ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তর:- আবহবিকারের ফলে শিলাসমূহ চুর্ণবিচুর্ণ হয়ে একধরনের ভূ-আস্তরণের সৃষ্টি হয় তাকে রেগোলিথ বলে ।

প্রশ্ন:- উচ্চ অক্ষাংশে তুষারক্রিয়ার ফলে সৃষ্ট কোণবিশিষ্ট শিলাখন্ডের সঞ্চয়কে কী বলে ?
উত্তর:- উচ্চ অক্ষাংশে তুষারক্রিয়ার ফলে সৃষ্ট কোণবিশিষ্ট শিলাখন্ডের সঞ্চয়কে শিলাসমুদ্র বলে ।

প্রশ্ন:- যে প্রক্রিয়ার ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে তাকে কী বলে ?
উত্তর:- যে প্রক্রিয়ার ফলে মূল শিলার ভেতরের স্তর উন্মুক্ত হয়ে পড়ে তাকে নগ্নিভবন বলে ।

প্রশ্ন:- মৃত্তিকা সৃষ্টি কীভাবে হয় ?
উত্তর:- আবহবিকারের মাধ্যমে মৃত্তিকা সৃষ্টি হয় ।

প্রশ্ন:- মৃত্তিকা সৃষ্টির প্রধান উপকরণ কী  ?
উত্তর:- মৃত্তিকা সৃষ্টির প্রধান উপকরণ হল ক্ষয়িত শিলা ।

© ভূগোল শিক্ষা



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে

Download Our Android App

Subscribe Our YouTube Channel

Join Our Telegram Channel