নবম শ্ৰেণী

পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়)


1 . পশ্চিমবঙ্গের আয়তন কত ?
উত্তরঃ ৮৭৮৫৩ বর্গ কিমি ।
2 . ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করা যায় ? কী কী ?
উত্তরঃ তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে । যথা – উত্তরের পার্বত্য অঞ্চল , পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল ।
3 . দার্জিলিং পর্বতশ্রেণির অন্য আর এক নাম কী ?
উত্তরঃ ঘুম রেঞ্জ ।
4 . টাইগার হিলের উচ্চতা কত ?
উত্তরঃ ২ , ৫৭৩ মিটার ।
5 . ঋষিলা পর্বতের উচ্চতা কত ? এটি কোন শহরের কাছে অবস্থিত ?
উত্তরঃ ৩ , ১২১ মিটার । এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত ।
6 . অযােধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? এর উচ্চতা কত ?
উত্তরঃ গােরগাবুরু । এর উচ্চতা ৬৭৭ মিটার ।
7 . বাঁকুড়া , বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখ ।
উত্তরঃ বাঁকুড়া – বিহারীনাথ , শুশুনিয়া বীরভূম – মথুরাখালি মাদিনীপুর – বেলপাহাড়ী ।
8 . উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখ ।
উত্তরঃ তিস্তা , জলঢাকা , মহানন্দা ।
9 . সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখ ।
উত্তরঃ সপ্তমুখী , মাতলা , গােসাবা , বিদ্যাধরী ।
10 . পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফগলা জলে পুষ্ট , একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ ।
উত্তরঃ বরফগলা জলে পুষ্ট – গঙ্গা নদী । বৃষ্টির জলে পুষ্ট – অজয় জোয়ারের জলে পুষ্ট – মাতলা ।
11 . ভাগীরথী – হুগলী নদীর প্রধান উপনদীগুলির নাম লেখ ।
উত্তরঃ অজয় , দামােদর , ময়ূরাক্ষী , রূপনারায়ণ ও হলদি ।
12 . ভাগীরথী – হুগলী নদীর পূর্ব – দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখ ।
উত্তরঃ জলঙ্গী , ভৈরবী , মাথাভাঙ্গা , চুর্ণী , ইছামতী , বিদ্যাধরী , কালিন্দী , মাতলা , রায়মঙ্গল , পিয়ালী ও সপ্তমুখী ।
13 . পশ্চিমবঙ্গে সারা বৎসরে কী কী ঋতু দেখা যায় ?
উত্তরঃ গ্রীষ্ম , বর্ষা , শরৎ , হেমন্ত , শীত ও বসন্ত ।
14 . পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয় ?
উত্তরঃ মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা ।
15 . পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির ?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির ।
16 . পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত ?
উত্তরঃ মৌসুমী বায়ু , বিশেষত দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয় ।
17 . পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি ?
উত্তরঃ গ্রীষ্মের শুরুতে চৈত্র – বৈশাখ মাসে ।
18 . কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ।
19 . পশ্চিমবঙ্গের কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়ােজন হয় ?
উত্তরঃ দার্জিলিং – এর পার্বত্য অঞ্চলে ।
20 . পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত ?
উত্তরঃ সান্দাকফু ( ৩৬৩০ মিটার ) ।
21 . পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম কর ।
উত্তরঃ অযােধ্যা পাহাড় ।
22 . পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়াড়ি দেখা যায় ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁথি উপকূল ।
23 . রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর ।
উত্তরঃ দামােদর নদ ।
24 . কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ ?
উত্তরঃ শিলাবতী ও দারকেশ্বর ।
25 . পশ্চিমবঙ্গের একটি নদীর নাম কর যাতে জোয়ার ভাটা হয় ।
উত্তরঃ হুগলী নদী ।
26 . পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কর ।
উত্তরঃ দামােদর , অজয় , ময়ূরাক্ষী ।
27 . পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার – ভাঁটা দেখা যায় ।
উত্তরঃ হুগলী নদী ।
28 . পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ ।
উত্তরঃ ময়ূরাক্ষী ।
29 . পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উত্তরঃ গােরগাবুরু ।
30 . তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখ ।
উত্তরঃ তিস্তা ।
31 . পশ্চিমবঙ্গের কোন ভূ – প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় ?
উত্তরঃ উপকূলের বালুকাময় সমভূমিতে ।
32 . রাঢ় অঞ্চলে কোন শ্রেণির মাটি দেখা যায় ?
উত্তরঃ ল্যাটেরাইট জাতীয় লাল মাটি ।
33 . পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয় ?
উত্তরঃ ল্যাটেরাইট ।
34 . সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায় ?
উত্তরঃ লবণাক্ত ।
35 . পশ্চিমবঙ্গের কোন ভূ – প্রাকৃতিক অঞ্চলে মামা – ভাগ্নে পাহাড় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমের মালভূমি অঞ্চলে ।
36 . পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম কর ।
উত্তরঃ অযােধ্যা পাহাড় ।
37 . বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন ভূ – প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমের মালভূমি অঞ্চলে ।
38 . পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখ ।
উত্তরঃ ব্রাহ্মণী ।
39 . দামােদর নদীর প্রধান শাখার নাম কী ?
উত্তরঃ মুণ্ডেশ্বরী ।
40 , পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ দার্জিলিং – এ ।
41 . পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি ?
উত্তরঃ পুরুলিয়া জেলা ।
42 , বাংলার দুঃখ কোন নদকে বলা হয় ?
উত্তরঃ দামােদর নদকে ।
43 . সুন্দরবন নামকরণের কারণ কী ?
উত্তরঃ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে । ওই বনভূমিতে বিভিন্ন ধরণের গাছের মধ্যে সুন্দরী নামে এক ধরণের গাছ বেশি দেখা যাউ বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন ।
46 . গঙ্গা ব – দ্বীপের সক্রিয় অংশ কোনটি ?
উত্তরঃ সুন্দরবন অঞ্চল ।
45 . কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে ?
উত্তরঃ সিঙ্গলিলা শৈলশিরা ।
46 . পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ বক্সা দুয়ার – এ ।
47 . তিস্তা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ?
উত্তরঃ তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে ।
48 . পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি ?
উত্তরঃ গঙ্গা ব – দ্বীপ । বিশেষত এই ব – দ্বীপের দক্ষিণাংশের সুন্দরবন এলাকা ।
49 . পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি । জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত ।
50 . পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত ?
উত্তরঃ ভাগীরথী হুগলী নদী ।
51 . পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম ও অবস্থান উল্লেখ কর ।
উত্তরঃ পূর্বাশা , এটি সুন্দরবনের দক্ষিণাংশে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত ।
52 . কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী ?
উত্তরঃ কাঁসাই ও কেলেঘাই নদীর ।

© ভূগোল শিক্ষা



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে

Download Our Android App

Subscribe Our YouTube Channel

Join Our Telegram Channel