নবম শ্ৰেণী
পশ্চিমবঙ্গ (অষ্টম অধ্যায়)

1 . পশ্চিমবঙ্গের আয়তন কত ?
উত্তরঃ ৮৭৮৫৩ বর্গ কিমি ।
2 . ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গকে প্রধানত কটি অঞ্চলে ভাগ করা যায় ? কী কী ?
উত্তরঃ তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে । যথা – উত্তরের পার্বত্য অঞ্চল , পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল ।
3 . দার্জিলিং পর্বতশ্রেণির অন্য আর এক নাম কী ?
উত্তরঃ ঘুম রেঞ্জ ।
4 . টাইগার হিলের উচ্চতা কত ?
উত্তরঃ ২ , ৫৭৩ মিটার ।
5 . ঋষিলা পর্বতের উচ্চতা কত ? এটি কোন শহরের কাছে অবস্থিত ?
উত্তরঃ ৩ , ১২১ মিটার । এটি কালিম্পং শহরের কাছে অবস্থিত ।
6 . অযােধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ? এর উচ্চতা কত ?
উত্তরঃ গােরগাবুরু । এর উচ্চতা ৬৭৭ মিটার ।
7 . বাঁকুড়া , বীরভূম ও মেদিনীপুর জেলায় অবস্থিত একটি করে পাহাড়ের নাম লেখ ।
উত্তরঃ বাঁকুড়া – বিহারীনাথ , শুশুনিয়া বীরভূম – মথুরাখালি মাদিনীপুর – বেলপাহাড়ী ।
8 . উত্তরবঙ্গের তিনটি নদীর নাম লেখ ।
উত্তরঃ তিস্তা , জলঢাকা , মহানন্দা ।
9 . সুন্দরবন অঞ্চলে অবস্থিত তিনটি নদীর নাম লেখ ।
উত্তরঃ সপ্তমুখী , মাতলা , গােসাবা , বিদ্যাধরী ।
10 . পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি বরফগলা জলে পুষ্ট , একটি বর্ষার জলে পুষ্ট ও একটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ ।
উত্তরঃ বরফগলা জলে পুষ্ট – গঙ্গা নদী । বৃষ্টির জলে পুষ্ট – অজয় জোয়ারের জলে পুষ্ট – মাতলা ।
11 . ভাগীরথী – হুগলী নদীর প্রধান উপনদীগুলির নাম লেখ ।
উত্তরঃ অজয় , দামােদর , ময়ূরাক্ষী , রূপনারায়ণ ও হলদি ।
12 . ভাগীরথী – হুগলী নদীর পূর্ব – দিক দিয়ে প্রবাহিত নদীগুলির নাম লেখ ।
উত্তরঃ জলঙ্গী , ভৈরবী , মাথাভাঙ্গা , চুর্ণী , ইছামতী , বিদ্যাধরী , কালিন্দী , মাতলা , রায়মঙ্গল , পিয়ালী ও সপ্তমুখী ।
13 . পশ্চিমবঙ্গে সারা বৎসরে কী কী ঋতু দেখা যায় ?
উত্তরঃ গ্রীষ্ম , বর্ষা , শরৎ , হেমন্ত , শীত ও বসন্ত ।
14 . পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয় ?
উত্তরঃ মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা ।
15 . পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির ?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির ।
16 . পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত ?
উত্তরঃ মৌসুমী বায়ু , বিশেষত দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয় ।
17 . পশ্চিমবঙ্গে কোন মাসে কালবৈশাখীর প্রাদুর্ভাব বেশি ?
উত্তরঃ গ্রীষ্মের শুরুতে চৈত্র – বৈশাখ মাসে ।
18 . কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ।
19 . পশ্চিমবঙ্গের কোন অংশে গ্রীষ্মকালেও পশমের বস্ত্র প্রয়ােজন হয় ?
উত্তরঃ দার্জিলিং – এর পার্বত্য অঞ্চলে ।
20 . পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী এবং উচ্চতা কত ?
উত্তরঃ সান্দাকফু ( ৩৬৩০ মিটার ) ।
21 . পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি পাহাড়ের নাম কর ।
উত্তরঃ অযােধ্যা পাহাড় ।
22 . পশ্চিমবঙ্গের কোন অংশে অনেক বালিয়াড়ি দেখা যায় ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দক্ষিণে মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরীয় উপকূলে যার আর এক নাম দীঘা কাঁথি উপকূল ।
23 . রাঢ় অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর ।
উত্তরঃ দামােদর নদ ।
24 . কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ ?
উত্তরঃ শিলাবতী ও দারকেশ্বর ।
25 . পশ্চিমবঙ্গের একটি নদীর নাম কর যাতে জোয়ার ভাটা হয় ।
উত্তরঃ হুগলী নদী ।
26 . পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম কর ।
উত্তরঃ দামােদর , অজয় , ময়ূরাক্ষী ।
27 . পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার – ভাঁটা দেখা যায় ।
উত্তরঃ হুগলী নদী ।
28 . পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখ ।
উত্তরঃ ময়ূরাক্ষী ।
29 . পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কী ?
উত্তরঃ গােরগাবুরু ।
30 . তরাই অঞ্চলে প্রবাহিত একটি নদীর নাম লেখ ।
উত্তরঃ তিস্তা ।
31 . পশ্চিমবঙ্গের কোন ভূ – প্রাকৃতিক অঞ্চলে বালিয়াড়ি দেখা যায় ?
উত্তরঃ উপকূলের বালুকাময় সমভূমিতে ।
32 . রাঢ় অঞ্চলে কোন শ্রেণির মাটি দেখা যায় ?
উত্তরঃ ল্যাটেরাইট জাতীয় লাল মাটি ।
33 . পশ্চিমবঙ্গের বরেন্দ্রভূমির মাটি কী জাতীয় ?
উত্তরঃ ল্যাটেরাইট ।
34 . সুন্দরবন অঞ্চলে কোন প্রকার মাটি দেখা যায় ?
উত্তরঃ লবণাক্ত ।
35 . পশ্চিমবঙ্গের কোন ভূ – প্রাকৃতিক অঞ্চলে মামা – ভাগ্নে পাহাড় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমের মালভূমি অঞ্চলে ।
36 . পশ্চিমবঙ্গের মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম কর ।
উত্তরঃ অযােধ্যা পাহাড় ।
37 . বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ পশ্চিমবঙ্গের কোন ভূ – প্রাকৃতিক অঞ্চলে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমের মালভূমি অঞ্চলে ।
38 . পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত একটি জলপ্রপাতের নাম লেখ ।
উত্তরঃ ব্রাহ্মণী ।
39 . দামােদর নদীর প্রধান শাখার নাম কী ?
উত্তরঃ মুণ্ডেশ্বরী ।
40 , পশ্চিমবঙ্গের কোথায় সর্বাপেক্ষা বেশী বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ দার্জিলিং – এ ।
41 . পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার কোনটি ?
উত্তরঃ পুরুলিয়া জেলা ।
42 , বাংলার দুঃখ কোন নদকে বলা হয় ?
উত্তরঃ দামােদর নদকে ।
43 . সুন্দরবন নামকরণের কারণ কী ?
উত্তরঃ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে । ওই বনভূমিতে বিভিন্ন ধরণের গাছের মধ্যে সুন্দরী নামে এক ধরণের গাছ বেশি দেখা যাউ বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন ।
46 . গঙ্গা ব – দ্বীপের সক্রিয় অংশ কোনটি ?
উত্তরঃ সুন্দরবন অঞ্চল ।
45 . কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে ?
উত্তরঃ সিঙ্গলিলা শৈলশিরা ।
46 . পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?
উত্তরঃ বক্সা দুয়ার – এ ।
47 . তিস্তা নদীটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে ?
উত্তরঃ তিস্তা নদীটি সিকিম হিমবাহের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে ।
48 . পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটি ?
উত্তরঃ গঙ্গা ব – দ্বীপ । বিশেষত এই ব – দ্বীপের দক্ষিণাংশের সুন্দরবন এলাকা ।
49 . পশ্চিমবঙ্গের কোন অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের উত্তরাংশে জলপাইগুড়ি । জেলার অরণ্যপূর্ণ তরাই অঞ্চল ডুয়ার্স নামে পরিচিত ।
50 . পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত ?
উত্তরঃ ভাগীরথী হুগলী নদী ।
51 . পশ্চিমবঙ্গের নবগঠিত দ্বীপটির নাম ও অবস্থান উল্লেখ কর ।
উত্তরঃ পূর্বাশা , এটি সুন্দরবনের দক্ষিণাংশে ভারত ও বাংলাদেশ সীমান্তে অবস্থিত ।
52 . কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী ?
উত্তরঃ কাঁসাই ও কেলেঘাই নদীর ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।