ভারতের শিল্প (আঞ্চলিক ভূগোল সপ্তম অধ্যায়) WBBSE

1. ভারতের কোন শিল্পকে সব শিল্পের মূল বলা হয়?
উত্তরঃ লৌহ-ইস্পাত শিল্পকে।

2. লোহা-ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল কী?
উত্তরঃ কয়লা, আকরিক লোহা।

3. লোহা-ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ প্রয়োজন হয় কেন?
উত্তরঃ কঠিন ও ক্ষয়রোধকারী ইস্পাত উৎপাদনের জন্য লৌহ-ইস্পাত শিল্পে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়।

4. ভারতের একটি লোহা-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম বল।
উত্তরঃ পশ্চিমবঙ্গের দুর্গাপুর।

5. ভারতের একটি মিশ্র ইস্পাত উৎপাদন কেন্দ্রের কর।
উত্তরঃ তামিলনাড়ুর সালেম।

6. উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লোহা-ইস্পাত কারখানার নাম কী?
উত্তরঃ বোকারো।

7. কোন নদীর তীরে রাউরকেল্লা লোহা-ইস্পাত কেন্দ্রটি অবস্থিত?
উত্তরঃ ব্রাহ্মণী নদীর তীরে।

8. ভারতের বৃহত্তম বেসরকারী লোহা-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কর।
উত্তরঃ বিহারের জামশেদপুর।

9. দক্ষিণ ভারতের একটি বৃহদায়তন লোহা-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ কর্ণাটকের ভদ্রাবতী।

10. ভারতের বৃহত্তম লোহা-ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশের ভিলাই।

11. ভারতের রূঢ় কাকে বলে?
উত্তরঃ দুর্গাপুরকে।

12. পশ্চিমবঙ্গের দুটি লোহা-ইস্পাত কারখানার নাম কর।
উত্তরঃ কুলটি-বার্নপুর ও বোকারো।

13. ভারতের একটি ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ মধ্যপ্রদেশের ভূপাল।

14. ইঞ্জিনিয়ারিং শিল্পকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ দুই ভাগে। যথা – ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প ও হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প।

15. ভারতের একটি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নির্মাণ কেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ কর্ণাটকের ব্যাঙ্গালোর।

16. ভারতের একটি মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ কলকাতার কাছে অবস্থিত হিন্দমোটর।

17. ভারতের একটি রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চিত্তরঞ্জন।

18. ভারতে প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ কর্ণাটকের ব্যাঙ্গালোর।

19. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্রের নাম লেখ।
উত্তরঃ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।

20. একটি সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরির কারখানার নাম লেখ।
উত্তরঃ কলকাতার যাদবপুরের ন্যাশানাল ইনস্ট্রুমেন্টস লিমিটেড।

21. কার্পাস বয়ন শিল্পের প্রধান প্রধান কাঁচামাল কী?
উত্তরঃ কার্পাস বা তুলো।

22. ভারতে কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র কোনটি?
উত্তরঃ আমেদাবাদ।

23. ভারতের ম্যাঞ্চেষ্টার কাকে বলে?
উত্তরঃ আমেদাবাদকে।

24. ভারতের যেকোন দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম কর।
উত্তরঃ মুম্বাই ও কোয়েম্বাটুর।

25. দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন শিল্পকেন্দ্রের নাম কী?
উত্তরঃ কোয়েম্বাটুর।

26. সুতি বস্ত্র উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ দ্বিতীয়।

27. সুতি বস্ত্র রপ্তানীতে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ দ্বিতীয়।

28. ভারত কোন কোন দেশে সুতি বস্ত্র রপ্তানি করে?
উত্তরঃ রাশিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য, ইরাক, ইরান, জার্মানী, ইতালি, বেলজিয়াম প্রভৃতি দেশে।

29. ভারতে কার্পাস বয়ন শিল্পের একটি সমস্যা উল্লেখ কর।
উত্তরঃ উৎকৃষ্ট শ্রেণির দীর্ঘ আঁশযুক্ত তুলোর অভাব।

30. ভারতের প্রধান দুটি কার্পাস বয়ন শিল্প অঞ্চলের নাম কর।
উত্তরঃ পশ্চিমাঞ্চল-মহারাষ্ট্র ও গুজরাট,

দক্ষিণাঞ্চল-তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও কেরালা।

31. পাট শিল্পে বিশ্বে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ প্রথম।

32. পাট শিল্পের প্রধান কাঁচামাল কী?
উত্তরঃ কাঁচা পাট, রাসায়নিক দ্রব্য, মোম।

33. পাটজাত দ্রব্যের রপ্তানীতে বিশ্বে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ প্রথম।

34. পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি?
উত্তরঃ হুগলী শিল্পাঞ্চল।

35. পশ্চিমবঙ্গের কোথায় পাটশিল্পের একদেশীভবন ঘটেছে?
উত্তরঃ হুগলী শিল্পাঞ্চলে।

36. ভারত কোন কোন দেশে পাট রপ্তানি করে?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে।

37. ন্যাশানাল ইনস্ট্রুমেণ্ট কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতার যাদবপুরে।

38. ভারতের কোথায় ডিজেল ইঞ্জিন নির্মাণের কারখানা আছে?
উত্তরঃ উত্তরপ্রদেশের বারাণসীতে।

মাধ্যমিক ভূগোল সিলেবাস বা পাঠ্যসূচি – Madhyamik Geography Syllabus

(অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর পেতে নিচের বটনে ক্লিক করুন)

বিষয় – ভূগোল ( Geography )

■ প্রাকৃতিক ভূগোল (Physical Geography)

◆ প্রথম অধ্যায় – বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Click here

◆ দ্বিতীয় অধ্যায় – বায়ুমণ্ডল Click here

◆ তৃতীয় অধ্যায় – বারিমন্ডল Click here

■ পরিবেশ ভূগোল (Environment Geography)

বর্জ্য ব্যবস্থাপনা Click here

■ আঞ্চলিক ভূগোল (Regional Geography)

◆ প্রথম অধ্যায় – ভারতের ভূ-প্রকৃতি Click here

◆ দ্বিতীয় অধ্যায় – ভারতের নদনদী Click here

◆ তৃতীয় অধ্যায় – ভারতের আবহাওয়া ও জলবায়ু Click here

◆ চতুর্থ অধ্যায় – ভারতের স্বাভাবিক উদ্ভিদ Click here

◆ পঞ্চম অধ্যায় – ভারতের জলসেচ ব্যবস্থা Click here

◆ ষষ্ঠ অধ্যায় – ভারতের খনিজ সম্পদ Click here

◆ সপ্তম অধ্যায় – ভারতের শিল্প Click here

◆ অষ্টম অধ্যায় – ভারতের জনবণ্টন ও জনঘনত্ব Click here

◆ নবম অধ্যায় – ভারতের নগর ও বন্দর Click here

◆ দশম অধ্যায় – ভারতের প্রতিবেশী দেশসমূহ Click here

■ উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্রসূচক মানচিত্র 

সৌজন্যে:- ভূগোল শিক্ষা       
www.Bhugolshiksha.com

Download Our Android App

Subscribe Our YouTube Channel

Join Our Telegram Channel