Q. Defination and characteristics of Core or Centroshpere or NIFE?
উত্তরঃ Defination – পৃথিবীর প্রবল মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূ কেন্দ্রের চারপাশে লোহা, নিকেল প্রভৃতি কেন্দ্রীভূত হয়ে সব থেকে ভারী ও ঘন সংঘবদ্ধ উপাদানে গঠিত অঞ্চল বা স্তর গঠন করেছে তাকে কেন্দ্রমন্ডল বলে। ভূতত্ত্ববিদ এডোয়ার্ড সুরেশ পৃথিবীর কেন্দ্রে 4000 মাইল বিস্তৃত ভারী ধাতব পদার্থ নিকেল (Ni) ও লোহা (Fe) দ্বারা গঠিত অঞ্চল কে NIFE বলেছেন। প্রচণ্ড তাপে ও চাপে এখানকার উপাদান গুলি ঘন ও স্থিতিস্থাপক অবস্থায় আছে।

Characteristics of core

1 . উপাদান – লোহা, নিকেল, পারদ ইত্যাদি ভারী ও ঘন সঙ্ঘবদ্ধ উপাদান দিয়ে গঠিত।
2 . গভীরতা – কেন্দ্রীয় চারপাশে 3475 কিমি জুড়ে বিস্তৃত।
3 . আপেক্ষিক গুরুত্ব – আপেক্ষিক গুরুত্ব অধিক জল থেকে 10 – 12 গুণ অধিক ভারী।
4 . ‘P’ তরঙ্গের গতি – নিফের মধ্যে ‘P’ তরঙ্গের গতি 11.2 কিমি /সেকেন্ড।
5 . ঘনত্ব – 12.6 থেকে 13.1 gm /cm3 ।
6 . উষ্ণতা – কেন্দ্রমণ্ডলে উষ্ণতা 6000 ডিগ্রী সেন্টিগ্রেট এবং অন্তঃরাষ্টি ও বহিঃরাষ্টির সিমার মধ্যে তাপমাত্রা 4300 ডিগ্রী সেন্টিগ্রেট।
7 . বিভাগ – এই দুই অংশে বিভক্ত A) অন্তকেন্দ্রমন্ডল – গভীরতা 1225 কিলোমিটার। এই অংশটি লোহা, নিকেল জাতীয় খনিজে গঠিত। B) বহিঃ কেন্দ্রমন্ডল – এর গভীরতা 2,246 কিলোমিটার।
8 . এই স্তরে বাহিত বিদ্যুতই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে।
9 . প্রচণ্ড উত্তাপ সত্ত্বেও প্রচণ্ড চাপে এখানকার উপাদানগুলি ঘন ও স্থিতিস্থাপক অবস্থায় আছে।
10 . কেন্দ্রমন্ডল পৃথিবীর আয়তনের 16 ভাগ ও ভোরের 32 ভাগ অধিকার করে।

সৌজন্যে – দেবব্রত মন্ডল (ভূগোল শিক্ষা)
Website – www.bhugolshiksha.com

Download Our Android App

Subscribe Our YouTube Channel

Join Our Telegram Channel