Higher Secondary Geography Suggestion 2019

PHYSICAL GEOGRAPHY ( 35 Marks )
1 . ভাদোস স্তর কাকে বলে ? টম্বোলা কি ? সার্ফ কাকে বলে ? প্রবাল প্রাচীর গড়ে ওঠার করন লেখ । অ্যাকুইফার কি ? বিভিন্ন ধরনের সমুদ্র তরাঙ্গের শ্রেণীবিভাগ করা । প্রবাল প্রাচীর কাকে বলে ?
2 . পার্থক্য লেখ , সামুদ্রিক বধ ও স্পিট , অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড , বিয়া ও ফিয়র্ড উপকূল , মােনাডনক্ ও ইনসেলবার্জ , কেন্দ্রবিমুখ ও কেন্দ্রমুখী জলনির্গম প্ৰণালী , অলিফা বৈচিত্র ও বিটা বৈচিত্র ।
3 . ‘ নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত ‘ বলতে কী বােঝায় ? ডেভিস – এর শুষ্কতার ক্ষয়চক্রের যৌবনাবস্থার বৈশিষ্ট্য গুলি লেখে । স্বাভাবিক ক্ষয় চক্র বলতে কী বােঝায় ? পুনর্যোবল লাভের ফলে নদীর তিনটি প্রধান ভূমিরূপ চিত্ৰসহ আলোচনা করাে ।
4 . টেরারোসা কী ? বিশ্বের দীর্ঘতম চুনাপাথরের গুহা নাম কি ? পুরাদেশীয় বাঁধ কী ? বাজদা বা টর কাকে বলে ? সমপ্রায় ভুমি কাকে বলে ? চিত্র সহ বিভিন্ন প্রকার জলনিৰ্গম প্রণালী আলােচনা কর । নদী নকশা গঠনের প্রধান ভূগাঠনিক নিয়ন্ত্রক গুলি কি কি ?
5 . জলনিৰ্গম প্রণালী গগে তার নীচস্থ ভূতাত্বিক গঠনের সম্পর্ক আলােচনা করাে । পরবর্তী ও বিপরা নদী কাকে বলে ? কোন কোন ধরনের ভূমিরূপ এর উপর কেন্দ্রবিমুখ ও সমান্তরাল জলনির্গম প্রণালী গড়ে ওঠে ? জীববৈচিত্র্য দিন আসে মানুষের ভূমিকা আলোচনা করো ? রেড ডাটা ও গ্রীন ডাটা বুক কি ?
6 . জীববৈচিত্র্য গুরুত্ব আলোচনা করো । ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্য সমৃদ্ধ কেন ? বায়ােস্ফিয়ার রিজার্ভ কাকে বলে ? ইনসিটু জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি লেখ ? মৃত্তিকার উৎপত্তিতে উলবায়ু ও আদি শিলার প্রভাব সংক্ষেপে আলোচনা করা ।
7 . মাটির উর্বরতা উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য লেখ । বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি উল্লেখ করা৷ ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো । নিরক্ষীয় অঞ্চলে সারাবছর বৃষ্টিপাত হয় কেন ? ভারতীয় মৌসুমী বাড়িতে এল নিনাের প্রভাব আলোচনা করো ।
8 . মৃত্তিকা পরিলেখ কাকে বলে ? মাটির স্তর ও পরিলেখের মধ্যে পার্থক্য লেখা ? পেডলফার ও পেডোক্যাল মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো । বিপর্যয়ের ব্যবস্থাপনায় বিভিন্ন পর্যায়ে গুলি আলোচনা করা ? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখাে ।
9 . হড়পা বান কি ? PMR কাকে বলে ? সুনামি প্রতিরোধ কী ব্যবস্থা নেয়া যায় ? বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় গুলির শ্রেণীবিভাগ করো । চারটি প্রধান বিলুপ্তপ্রবণ প্রজাতির প্রকার আলােচনা করো । ঘূর্ণবাত এ প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থ লেখাে । ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীত্তোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে তুলনা করো ।
10. টর্নেডো কাকে বলে ? ওয়াকার সংবহন কাকে বলে ? বিশ্ব জলবায়ু পরিবর্তনে এল – নিনাের প্রভাব আলোচনা করো । লবণাম্বু উদ্ভিদের অভিযােজনগত বৈশিষ্ট্য লেখো । আঞ্চলিক মাটি কাকে বলে ? মাটি সৃষ্টিতে আবহবিকার এর ভুমিকা লেখো ।
11 . ভৌত শুষ্ক মাটি কাকে বলে ? Eluviation কাকে বলে ? সোলাম কী ? তাপ ধ্রুবক কাকে বলে ? আয়ন বায়ু কাকে বলে ? বাণিজ্যে বায়ুর মিলনস্থল কি নামে পরিচিত ? কোন ধরনের প্রাকৃতিক অবস্থা হেলিওফাইট পছন্দ করে ? প্রাকৃতিক সৌর পর্দা কি ? চির গােধূলির দেশ কাকে বলে ? বিলুপ্ত প্রজাতি কাকে বলে ? ভারতের বৃহতম সিংহ প্রকল্প কোনটি ? ক্লড কি ?
ECONOMIC GEOGRAPHY ( 35 Marks )
1 . ভারতের নীল বিলবের সুবিধা কি ? শ্রীলঙ্কায় চা ও নারিকেল উৎপাদক অঞ্চল বিবরণ দাও । ভারতের উত্তর – পঞ্চিমাংশে গম চাষের কেন্দ্রীভবনের কারণ কি ? ভারতের নীল বিপ্লব বলতে কি বােঝায় ? সবুজ বিপ্লবের প্রধান উপাদান গুলি কি কি ?
2 . দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ গুলি কিকি ? আধুনিক কৃষি যাত্রিকীকরণ এর দুটি সুফল ও কুফল লেখাে । যুক্তরাষ্ট্রে গমবলয় স্থানান্তরিত হয়েছে কেন ? স্থানান্তর কৃষি পরিবেশ এর পক্ষে ক্ষতিকর কেন ? ব্রাজিলে আখ চাষের উন্নতি লাভের কারণগুলি লেখো । মিশরে উচ্চমানের কার্পাস চাষের উন্নতি গুলি লেখ ।
3 . শস্যাবর্তন কাকে বলে এবং এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখাে । ভূমধ্যসাগরীয় অঞ্চল কে ফলের ঝুড়ি বলা হয় কেন ? পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখাে । ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বর্ণনা দাও । কাগজ শিল্পের কাঁচামাল গুলি কি কি ?
4 . মালয়েশিয়া রাবার শিল্প উন্নত কেন ? ভারতে মােটরগাড়ি শিল্প উন্নতির কারণ ? পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখাে । ল্যাটেক্স ও বােলাচা কি ? হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী ? শিল্প স্থাপনের চারটি প্রধান প্রাকৃতিক অবস্থার বিবরণ দাও ।
5 . ভারতের ছােটনাগপুর মালভূমি অঞ্চলে লােহা ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলােচনা করাে । আইসােডাপেন কী ? জনজীবনে রেলপথের গুরুত্ব আলােচনা করাে । ইন্টারনেটের গুরুত্ব কি ? সােনালী চতুর্ভুজ কাকে বলে ? কোয়ার্টারনারীও কুইনারী অর্থনৈতিক কার্যাবলি বৈশিষ্ট্য লেখাে ।
6 . পরিবহন ও যােগাযােগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখাে । পরিকল্পনা অঞ্চলে দুটি বৈশিষ্ট্য লেখাে । ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য কি ? অঞ্চলের সংজ্ঞা দাও । ছত্তিশগড় অঞ্চলের কৃষির পরিচয় দাও এবং এখানে শিল্পোন্নতির কারণগুলি লেখাে ।
7 . বেঙ্গালুরুতে বিভিন্ন প্রকার বৈদ্যুতিন শিল্পীর পরিচয় দাও । পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য লেখাে । ভারতের বয়স – লিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লেখাে । ইমিগ্রেশন ও এমিগ্রেশন এর মধ্যে পার্থক্য কি ? ভূমি রাজস্ব ম্যাপ কাকে বলে ? আদমশুমারি কালে ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি বিশ্লেষণ করাে ।
8 . স্বর্ণ তন্তু কাকে বলে ? কেরালা স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি ? ভারতের ডেট্রয়েট কাকে বলে ? অনুসারী শিল্প কাকে বলে ? কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ? কাগজ শিল্পের কাঁচামালের নাম লেখ ? পৃথিবীর রাসায়নিক রাজধানী কাকে বলে ? বিশ্বের তথ্য প্রযুক্তি রাজধানী কাকে বলে ? মানুষ – জমি অনুপাত কাকে বলে ?