ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer : ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBCHSE Class 11th Geography Bharater Prakritik Durjog Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th Eleven XI Geography Examination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBCHSE, West Bengal |
শ্রেণী (Class) | একাদশ শ্রেণী (WB Class 11th) |
বিষয় (Subject) | একাদশ শ্রেণীর ভূগোল (Class 11 Geography) |
ভারতের ভূগোল (Indian Geography) | ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (Bharater Prakritik Durjog) |
[একাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBCHSE Class 11th Geography Bharater Prakritik Durjog Question and Answer
সংক্ষিপ্ত | ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 11 Geography Bharater Prakritik Durjog SAQ Question and Answer:
- ভূমিধস কী?
Ans: প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের ঢাল বরাবর অভিকর্ষের টানে শিলাস্তূপ বা শিলাচূর্ণের আকস্মিক নীচের দিকে নেমে আসাকে বলে ভূমিধস। পার্বত্য ঢালে ভূমিধস বেশি ঘটে। উদাহরণ: পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভূমিধস বেশি দেখা যায়। 2024 সালের 31 জুলাই কেরল রাজ্যের ওয়েনাড় অঞ্চলে ধসের কবলে 300-এর বেশি মানুষ মারা যায়।
- তুষারঝড় বা ব্লিজার্ড কী?
Ans: আবহাওয়া বিজ্ঞানীদের মতে, ব্লিজার্ড (Blizzard) হল একধরনের অতিশীতল বায়ুপ্রবাহ, যার মধ্যে অতি শুষ্ক তুষারকণা থাকে এবং বরফাবৃত ভূভাগের ওপর দিয়ে তা প্রবল বেগে বয়ে যায়। প্রধানত শীতপ্রধান দেশে নাতিশীতোয় ঘূর্ণবাতের সঙ্গে সঙ্গে এই তুষারঝড় বা ব্লিজার্ড প্রবাহিত হয়। ভারতে শীতকালে কারাকোরামের সিয়াচেন হিমবাহে তুষারঝড় ঘটে থাকে।
- বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝ?
Ans: প্রাকৃতিক বা মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী বা ক্ষণস্থায়ী যে-সকল ঘটনাবলি মানবজীবনের স্বাভাবিক অবস্থাকে বিপন্ন করে তোলে এবং অপরের সাহায্য ছাড়া যা প্রতিরোধযোগ্য নয়, তা হল বিপর্যয়। বিপর্যয় প্রতিরোধ করা অথবা বিপর্যয় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা বা ব্যাপকতা হ্রাস করার পরিকল্পিত উপায়সমূহ ও কর্মকাণ্ডকে বলে বিপর্যয় ব্যবস্থাপনা।
- মেঘভাঙা বৃষ্টি কী?
Ans: পার্বত্য অঞ্চলে প্রতিবাত ঢালে আর্দ্র বায়ুর দ্বারা কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হয়ে অল্প (Cloud burst) সময়ের মধ্যে অতিভারী বৃষ্টিপাত সংঘটিত হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলে। এটি হড়পা বান (flash flood) সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে এটি অতি বিধ্বংসী হয়ে পড়ে। 2010 সালে কেদারনাথে সংঘটিত বন্যার কারণে এইরূপ মেঘভাঙা বৃষ্টি ঘটেছিল।
- আধাপ্রাকৃতিক দুর্যোগ কী?
Ans: প্রাকৃতিক কারণ ও মানুষের বিভিন্ন কার্যকলাপ যখন যৌথভাবে ক্রিয়াশীল হয়ে কোনো দুর্যোগ ঘটায় তখন সেগুলিকে আধাপ্রাকৃতিক দুর্যোগ বলা হয়। উদাহরণ: ধস একটি আধাপ্রাকৃতিক দুর্যোগ (কারণ পর্বতের ঢালে অবিবেচনাপ্রসূত বৃক্ষচ্ছেদন ও অবৈজ্ঞানিক প্রথায় কৃষিকাজ করা হলে সেখানে অধিক বৃষ্টিপাতে ধস নামে)।
- আচমকা বা হড়পা বান কী?
Ans: হড়পা বান বলতে নদীতে আচমকা বা হঠাৎ আসা বানকে বোঝায়। পার্বত্যভূমি ও পাহাড়ি অঞ্চলে এটি বেশি দেখা যায়। সাধারণত খুব অল্প সময়ে নদীখাতে খুব বেশি পরিমাণে জল দ্রুতগতিতে চলে এলে তা দু-কূল ছাপিয়ে সংলগ্ন এলাকায় হঠাৎই প্রবল বন্যার সৃষ্টি করে, যাকে হড়পা বান নামে অভিহিত করা হয়। প্রধানত নদী অববাহিকার উচ্চ অংশেই হড়পা বান দেখা যায়। উদাহরণ: 2013 সালে উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হড়পা বানের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। 2023 সালের 4 অক্টোবর সিকিমও এইরূপ হড়পা বানের ভয়াবহতা দেখেছে।
- ঘূর্ণিঝড় কী?
Ans: যেসব প্রবল ঝড়ের কেন্দ্রে থাকে নিম্নচাপ এবং ঝড়ের মধ্যে বায়ুর ঘূর্ণন গতি দেখা যায়, তাদের ঘূর্ণিঝড় বলে। যেহেতু চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু একসঙ্গে নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে যায়, তাই কেন্দ্রের চারপাশের বায়ুমণ্ডলে ঘূর্ণি সৃষ্টি হয় অর্থাৎ বায়ু কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে প্রবাহিত হয়। উদাহরণ: সাইক্লোন, টর্নেডো প্রভৃতি উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়।
রচনাধর্মী | ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer:
1. পার্বত্য এলাকা ধসপ্রবণ কেন?
Ans: পার্বত্য এলাকা ধসপ্রবণ হওয়ার কারণ: বিভিন্ন প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে, ঢালুভূমির কিছুটা অংশ আকস্মিকভাবে ভূপৃষ্ঠের ঢাল বরাবর অভিকর্ষের টানে নীচের দিকে নেমে এলে তাকে ধস বলে। পার্বত্য অঞ্চলসমূহ অধিক ধসপ্রবণ, কারণ –
[1] ভূমিরূপগত ও ভূতাত্ত্বিক কারণ: পার্বত্যভূমির বেশিরভাগ অংশেই ভূমি অত্যন্ত ঢালু, যা ধসের পক্ষে বিশেষ অনুকূল। এ ছাড়া, বহু স্থলেই শিলাস্তরে দারণ, চ্যুতি, ফাটল প্রভৃতি থাকায় ভূগঠন দুর্বল হয়ে যায়। ওইসব অংশে স্বাভাবিকভাবেই ধসের সম্ভাবনা বেশি। পর্বতের ঢালে সঞ্চিত আবহবিকারজাত শিলাচূর্ণও ঢাল বেয়ে ধসের আকার নেমে আসে।
[2] জলবায়ুগত কারণ: পার্বত্য অঞ্চলে অধিক বৃষ্টিপাত এবং তুষারগলা জল শিলাস্তরে প্রবেশ করলে শিলা শিথিল হয়ে যায় এবং ধসের প্রবণতা বাড়ে।
[3] মানুষের ভূমিকা: পাহাড়ি ঢালে বৃক্ষচ্ছেদন, বাসগৃহ নির্মাণ, রাস্তা তৈরি প্রভৃতির কারণে শিলাস্তর শিথিল হয়ে যায়। ফলে সেখানে ধসের প্রবণতা বৃদ্ধি পায়।
2. অগ্ন্যুৎপাতের কারণগুলি ব্যাখ্যা করো।
Ans: অগ্ন্যুৎপাতের কারণসমূহ: অগ্ন্যুৎপাতের কারণগুলি হল-
[1] পাত সঞ্চলন: পাতসংস্থান মতবাদ অনুসারে, ভূত্বক কতকগুলি ছোটো-বড়ো পাতের সমন্বয়ে গঠিত। এই পাতগুলি ভূ-অভ্যন্তরীণ পরিচলন তাপস্রোতের জন্য সঞ্চরণশীল। এগুলি কোথাও পরস্পরের দিকে এগিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কোথাও পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, আবার কোথাও পরস্পরের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এই প্রতিটি ক্ষেত্রেই পাতসীমান্তে অগ্ন্যুপাতের সৃষ্টি হয়ে থাকে।
[2] ভূত্বকীয় গঠন: ভূত্বক সর্বত্র সমান পুরু নয়। কোথাও ভূত্বক বেশ পুরু বা মোটা, আবার কোথাও বেশ পাতলা। পাতলা ভূত্বক অপেক্ষাকৃত দুর্বল হয় বলে সেখানে বিভিন্ন ভূ-আলোড়ন সংঘটিত হলে গভীর ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। অনেক সময় ওই ফাটল বরাবর ভূগর্ভস্থ উত্তপ্ত তরল পদার্থ বা ম্যাগমা বেরিয়ে আসে অর্থাৎ অগ্ন্যুৎপাত হয়।
[3] ভূ-অভ্যন্তরীণ গ্যাস ও বাষ্পচাপ: ভূত্বকের কোনো ফাটল বরাবর যেমন সমুদ্র তলদেশের সুদীর্ঘ পাতসীমানায় জল প্রবেশ করলে তা প্রচণ্ড তাপের প্রভাবে বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প বাইরে বেরিয়ে আসার জন্য ঊর্ধ্বমুখী চাপ দেয়। ফলে ফাটল বাড়তে থাকে এবং একসময় সেখানে বিস্ফোরণের মাধ্যমে অগ্ন্যুৎপাত ঘটায়।
3. ঘূর্ণিঝড়ের প্রভাব বা ফলাফলসমূহ সংক্ষেপে লেখো।
Ans: ঘূর্ণিঝড়ের প্রভাব বা ফলাফলসমূহ: ঘূর্ণিঝড়ের প্রভাব বা ফলাফলগুলি হল-
[1] প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব: (i) বাস্তুতন্ত্রের ক্ষতি: ঘূর্ণিঝড়ের ফলে গাছপালা ও জীবজন্তুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হয়। (ii) বন্যা: অনেকসময় ঘূর্ণিঝড়ের ফলে কোনো এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়, যার ফলে বন্যা দেখা দেয়।
[2] মানুষের ওপর প্রভাব: (i) জীবন ও সম্পত্তিহানি: ঘূর্ণিঝড়ের ফলে যেমন জীবনহানি ঘটে তেমন ধনসম্পত্তির ব্যাপক ক্ষতি হয়। পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যায়। ঘরবাড়ি ভেঙে পড়ে ও জনজীবন ব্যাহত হয়। (ii) রোগের প্রকোপ বৃদ্ধি: ঘূর্ণিঝড়ের ফলে জল দূষিত হয়ে যায় বলে কলেরা-সহ বিভিন্ন জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
4. দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো।
Ans: দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য: দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি হল-
বিষয় | দুর্যোগ | বিপর্যয় |
উৎপত্তি | প্রকৃতি ও মানুষের বিভিন্ন প্রকার নেতিবাচক কাজের প্রাথমিক অবস্থায় দুর্যোগের উৎপত্তি হয়। | দুর্যোগের তীব্রতা ও ব্যাপকতা বাড়লে বিপর্যয় সৃষ্টি হয়। |
আয়তন ও বিস্তৃতি | দুর্যোগ ক্ষুদ্র এলাকায় কম পরিসরে ঘটে থাকে। | বিপর্যয় বহু জায়গায় অনেক বড় আকারে ঘটে থাকে। |
কার্যকারণ সম্পর্ক | দুর্যোগ হল বিপর্যয়ের কারণ। | বিপর্যয় হল দুর্যোগের ফল। |
স্থায়িত্বকাল | দুর্যোগের স্থায়িত্বকাল খুবই সীমিত কয়েক ঘন্টা থেকে কয়েকদিন। | বিপর্যয়ের স্থায়িত্বকাল স্বল্প থেকে বেশি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ। |
পুনঃপুনিকতা | কোনো অঞ্চলে দুর্যোগ বারবার ঘটতে পারে। | একই অঞ্চলে বিপর্যয় সাধারণত বারবার ঘটে না। |
ক্ষয়ক্ষতি | দুর্যোগের ফলে জীবন ও ধনসম্পত্তির ক্ষতির পরিমাণ কম হয়। | বিপর্যয়ের ফলে জীবন ও ধনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। |
মোকাবিলা | স্থানীয় স্তরেই দুর্যোগের মোকাবিলা করা যায়। | বিপর্যয় মোকাবিলায় বাইরের অঞ্চলের মানুষজনের, এমনকি আন্তর্জাতিক সাহায্যের দরকার হয়। |
4. বিপর্যয়কালীন ব্যবস্থাপনাগুলি কী?
অথবা, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো।
Ans: বিপর্যয়কালীন ব্যবস্থাপনাসমূহ: বিপর্যয় চলাকালীন তিন ধরনের ব্যবস্থাপনা নেওয়া যেতে পারে। সেগুলি এখানে আলোচনা করা হল।
[1] উদ্ধারকার্য: বিপর্যয়ের সময় জরুরিকালীন তৎপরতায় ও দ্রুততার সাথে বিপর্যয়গ্রস্ত মানুষ ও অন্যান্য প্রাণীদের উদ্ধারের ব্যবস্থা করতে হবে।
[2] ত্রাণ পরিসেবা: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে এবং বিভিন্ন NGO-র সহযোগিতায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পরিসেবা যেমন খাদ্য, পানীয় জল, পোশাক, ওষুধ প্রভৃতি পৌঁছে দিতে হবে।
[3] নিরাপদ স্থানে স্থানান্তর: যদি বোঝা যায় বিপদের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তবে বিপর্যয়পীড়িত মানুষকে ওই উপদ্রুত স্থান থেকে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া উপদ্রুত স্থানে চুরি, লুটপাট ইত্যাদি প্রতিরোধের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তবে সকল বিপর্যয় চলাকালীন এইভাবে ব্যবস্থাপনা করা যায় না। যেমন-অগ্ন্যুৎপাত, ভূমিকম্প প্রভৃতির মতো ভয়ংকরতম বিপর্যয়ে কেবল বিপর্যয়ের পূর্ববর্তী এবং পরবর্তী ব্যবস্থাপনাই সম্ভব।
5. ভূমিকম্পের পূর্বে এবং ভূমিকম্প চলাকালীন গ্রহণীয় ব্যবস্থাসমূহ ব্যাখ্যা করো।
Ans: ভূমিকম্পের পূর্বে গ্রহণীয় ব্যবস্থাসমূহ: [1] ভূমিকম্পপ্রবণ এলাকায় ভূমিকম্পরোধক বাড়ি তৈরি করে তাতেই বসবাস করতে হবে। [2] ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষদের অত্যাবশ্যকীয় জিনিসপত্র যেমন-পানীয় জল, খাদ্যসামগ্রী, টর্চ, মোমবাতি, হেলমেট ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করে রাখা দরকার। [3] ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছে কোথায় প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, ফায়ার স্টেশন আছে সে বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজনীয়।
ভূমিকম্প চলাকালীন গ্রহণীয় ব্যবস্থাসমূহ: ভূমিকম্পের সময় ঘরের ভিতর থাকলে – [1] ঘরবাড়ি থেকে বেরিয়ে দূরে ফাঁকা জায়গায় চলে যেতে হবে। [2] ঘরের মধ্যে থাকলে খাট, টেবিল ইত্যাদি শক্ত কোনো বস্তুর নীচে আশ্রয় নেওয়া অধিক যুক্তিযুক্ত। [3] মোমবাতি, দেশলাই, গ্যাস বা অন্যান্য কোনোভাবে আগুন জ্বালানো উচিত নয়। [4] বিদ্যুৎ পরিবাহী তার ও বৈদ্যুতিক সরঞ্জামগুলি থেকে দূরে থাকতে হবে। আবার, ভূমিকম্পের সময় বাড়ির বাইরে থাকলে – [5] বহুতল বাড়ি, গাছ ইলেকট্রিক তার থেকে তৎক্ষণাৎ দূরে সরে গিয়ে মাঠ বা কোনো ফাঁকা স্থানে চলে যেতে হবে।
6. জৈব বিপর্যয় হিসেবে COVID-19 বা করোনা মহামারি সম্পর্কে লেখো।
Ans: জৈব বিপর্যয় হিসেবে COVID-19: পৃথিবীর ইতিহাসের অন্যতম জৈব বিপর্যয় হল করোনা মহামারি বা COVID-191 2020 সালের 30 জানুয়ারি WHO দ্বারা একটি ঘোষণায় একে বিশ্বজনীন মহামারি বলা হয়। করোনা মহামারি আসলে একটি ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ।
[1] প্রাথমিক সূচনা: চিনের উহান প্রদেশে সর্বপ্রথম এটি শনাক্ত করা হয় এবং ধীরে ধীরে এটি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এর উৎপত্তি হিসেবে অনেকেই একে কৃত্রিমভাবে পরীক্ষাগারে তৈরি ভাইরাসের অসতর্কতাজনিত কারণে ছড়িয়ে পড়া, আবার অনেকে বাদুর বা প্যাঙ্গোলিন থেকে ছড়িয়ে পড়াকে চিহ্নিত করেন।
[2] সংক্রমণের লক্ষণ: কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি, হাঁচি, শুকনো কাশি, শ্বাসকষ্ট, দুর্বলতা, স্বাদ এবং গন্ধের অনুভূতি হারিয়ে ফেলা এই সকল প্রাথমিক লক্ষণ ফুটে ওঠে। মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীরা এর সংক্রমণের শিকার হয়েছিল। লালারস বা সোয়াব পরীক্ষা এবং RTPCR দ্বারা এর শনাক্তকরণ করা হয়।
[3] সংক্রমণের পদ্ধতি: মূলত হাঁচি, কাশি, সর্দি ও থুতুর কণা (droplet)-এর মাধ্যমে খুবই দ্রুত এই রোগ সংক্রমিত হয়।
[4] প্রতিরোধ: প্রাথমিক পর্বে দূরত্ব রাখা, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার এবং সাবান দ্বারা হাত ধোয়ার মাধ্যমে এই রোগ প্রতিরোধের চেষ্টা করা হয়। সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন ঘোষণা করা হয়। তবে টীকাকরণের দ্বারা একে ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়েছে।
[5] প্রভাব: করোনা মহামারি পৃথিবীকে থমকে দিয়েছিল। পৃথিবীর মোট কতজন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়, তার সঠিক হিসাব পাওয়া মুশকিল। তবে প্রাথমিক, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ সম্মিলিতভাবে প্রায় 40 লক্ষ প্রাণ কেড়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনীতি অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
7. দুর্যোগ ও বিপর্যয় বলতে কী বোঝ?
Ans: দুর্যোগ: প্রাকৃতিক কারণে অথবা মানুষের ক্রিয়াকলাপের জন্য অথবা উভয়ের সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট যেসব চরম ঘটনাবলি মানুষের স্বাভাবিক ক্রিয়াকলাপে বাধার সৃষ্টি করে এবং তার দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটায়, তাকে দুর্যোগ বলে।
বিপর্যয়: ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী যেসকল ঘটনাবলি প্রাকৃতিক কারণে বা মানুষের ক্রিয়াকলাপের জন্য সৃষ্টি হয়ে মানবজীবনকে বিপন্ন করে জীবন ও ধনসম্পত্তির প্রভূত ক্ষতিসাধন করে এবং পরিবেশের গুণগতমানের অবনমন ঘটায় ও তা দীর্ঘসময় বজায় থাকে, তাকে বিপর্যয় বলে। বিপর্যয় হল দুর্যোগের পরিণতি। উদাহরণ: জনবসতিহীন পার্বত্য ঢালে ধস নামলে তা দুর্যোগ কিন্তু বসতিপূর্ণ অঞ্চলে ধস নামলে এবং সেটি যদি বহু প্রাণ ও সম্পত্তিহানি ঘটায়, তখন তা বিপর্যয়ে পরিণত হয়।
8. বিভিন্ন প্রকার দুর্যোগের শ্রেণিবিভাগ করো ও ব্যাখ্যা দাও।
Ans: বিভিন্ন প্রকার দুর্যোগের শ্রেণিবিভাগ: দুর্যোগকে সাধারণভাবে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা –
[1] প্রাকৃতিক দুর্যোগ: যেসকল দুর্যোগ সম্পূর্ণভাবে প্রাকৃতিক কারণে ঘটে থাকে, যেগুলিতে মানুষের কোনোরকম হস্তক্ষেপ থাকে না, সেগুলিকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। উদাহরণ: ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি ইত্যাদি।
[2] মনুষ্যসৃষ্ট দুর্যোগ: যেসকল দুর্যোগ মানুষের নানাবিধ কাজকর্ম যথা-অজ্ঞতা, অসচেতনতা, কুসংস্কার, অবৈজ্ঞানিক চিন্তাভাবনা, হিংসা ইত্যাদির প্রভাবে ঘটে, সেগুলিকে মনুষ্যসৃষ্ট দুর্যোগ বলা হয়।
উদাহরণ: পরমাণু শক্তিকেন্দ্র থেকে অসাবধানতাবশত ঘটা তেজস্ক্রিয় বিকিরণ, সাম্প্রদায়িক দাঙ্গা, রাসায়নিক দুর্ঘটনা, শিল্প দুর্ঘটনা ইত্যাদি।
[3] আধাপ্রাকৃতিক দুর্যোগ: প্রাকৃতিক কারণ ও মানুষের বিভিন্ন কার্যকলাপ যখন যৌথভাবে ক্রিয়াশীল হয়ে কোনো দুর্যোগ ঘটায় তখন সেগুলিকে আধাপ্রাকৃতিক দুর্যোগ বলা হয়। উদাহরণ: নদী-পাড় ভাঙন, ভূমিক্ষয়, বন্যা, ভূমিধস, দাবানল প্রভৃতি।
9. দুর্যোগের মনুষ্যসৃষ্ট কারণগুলি আলোচনা করো।
Ans: দুর্যোগের মনুষ্যসৃষ্ট কারণসমূহ: দুর্যোগের মনুষ্যসৃষ্ট কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল –
[1] অবৈজ্ঞানিক কার্যকলাপ: মানুষের অবৈজ্ঞানিক কার্যকলাপ অনেকসময় দুর্যোগের সৃষ্টি করে। যেমন-পাহাড়ের ঢালে বাড়ি নির্মাণ অথবা পাহাড় কেটে রাস্তা নির্মাণ করলে ভূমিধসের প্রবণতা বৃদ্ধি পায়।
[2] অশিক্ষা: অশিক্ষা মানুষের চিন্তার ক্ষেত্রকে সীমিত করে। শিক্ষার অভাব ও অজ্ঞতার কারণে মানুষ অবিবেচনাপ্রসূত এমন কিছু করে যা পরবর্তীকালে প্রকৃতি এবং প্রাণীজগৎ উভয়ের কাছেই দুর্যোগস্বরূপ হয়ে দাঁড়ায়।
[3] দাঙ্গা-হাঙ্গামা বা বিবাদ: কুসংস্কার, ধর্মান্ধতা প্রভৃতির কারণে সৃষ্ট জাতিগত বিরোধ বা সাম্প্রদায়িক দাঙ্গা দুর্যোগের সৃষ্টি করে। এর ফলে প্রচুর সম্পত্তি ও প্রাণহানি ঘটে যা মানুষের সাময়িক ও অর্থনৈতিক জীবনকে বিপর্যস্ত করে।
[4] অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি: জনসংখ্যার মাত্রাতিরিক্ত বৃদ্ধিও অনেকসময় দুর্যোগ সৃষ্টি করতে পারে। যেমন-কোনো অঞ্চলে জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পেলে খাদ্যসমস্যার সৃষ্টি হয় যা পরবর্তীকালে দুর্যোগের আকার ধারণ করে। আবার অল্প স্থানে অতিরিক্ত জনসংখ্যা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করে, যার ফলে বহু মানুষের মৃত্যুও হয়।
10. বন্যা সৃষ্টির প্রাকৃতিক কারণগুলি লেখো।
Ans: বন্যা সৃষ্টির প্রাকৃতিক কারণসমূহ: বন্যা সৃষ্টি প্রাকৃতিক কারণগুলি হল –
[1] দীর্ঘস্থায়ী অধিক বৃষ্টি: কোনো অঞ্চলে দীর্ঘসময় ধরে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর জলধারণ ক্ষমতা অতিক্রান্ত হলে বন্যার সৃষ্টি হয়।
[2] অগভীর নদীখাত: দীর্ঘদিন ধরে পলি সঞ্চয়ের ফলে নদীখাত অগভীর হয়ে গেলে তার জলধারণ ও বহনক্ষমতা হ্রাস পায়। এর ফলে স্বাভাবিক বৃষ্টিপাতেই সেই নদীতে বন্যা দেখা দেয়।
[3] নদীর গতিপথের আকৃতি: নদীর গতিপথ অপেক্ষাকৃত সোজা হলে দ্রুত জলনিকাশ হয়। কিন্তু অতি বাঁকযুক্ত বা সর্পিলাকার প্রবাহযুক্ত নদীখাতের মধ্যে দিয়ে প্রবাহিত জলধারা বাধাপ্রাপ্ত হয় বলে নদী থেকে দ্রুত জলনিকাশ হয় না। এর ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
[4] নদীর গতিপথের ভূমির ঢাল: নদীর গতিপথের ঢাল একটু স্বল্প বা মৃদু হলে জলনিকাশ বাধাপ্রাপ্ত হয় ও বন্যা সৃষ্টি করে।
[5] ঝড়ঝঞ্ঝা ও জোয়ারের প্রাবল্য: সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সামুদ্রিক ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস ও বন্যা সৃষ্টি হয়। আবার অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ারের জল নদীর বিপরীত দিকে সবেগে প্রবেশ করে বন্যা সৃষ্টি করতে পারে।
11. বন্যার প্রতিকূল প্রভাবগুলি আলোচনা করো।
Ans: বন্যার প্রতিকূল প্রভাবসমূহ: বন্যার প্রতিকূল বা কুপ্রভাবগুলি হল –
[1] প্রাকৃতিক পরিবেশের ওপর প্রভাব: (i) বন্যার ফলে জলদূষণ ঘটে, (ii) পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়, (iii) মৃত্তিকাদূষণ ঘটে এবং অনেকসময় মৃত্তিকার উর্বরাশক্তি কমে যায়।
[2] বাস্তুতন্ত্রের ওপর প্রভাব: (i) প্রবল বন্যার স্রোতে ছোটো গাছপালা, ধান, শাকসবজির বিপুল ক্ষতি হয়, (ii খাদ্যশৃঙ্খল ব্যাহত হয়, (iii) তৃণভোজী প্রাণীদের খাদ্যাভাব ঘটে, (iv) বন্যার জলস্রোতে অসংখ্য পশুপাখির প্রাণহানি ঘটে ফলে বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়।
[3] মানুষের ওপর প্রভাব: (i) বন্যার প্রভাবে কৃষিকার্যের ব্যাপক ক্ষতি হয়, (ii) বহু মানুষের প্রাণহানি ও সম্পত্তিহানি ঘটে, (iii) জলবাহিত রোগের (যেমন-কলেরা, টাইফয়েড ইত্যাদি) প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, (iv) বাসগৃহ, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন পরিসেবাক্ষেত্র ইত্যাদির বিঘ্ন ঘটে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
12. ভূমিকম্প সৃষ্টির অপ্রাকৃতিক বা মানবীয় কারণ সম্পর্কে লেখো।
Ans: ভূমিকম্প সৃষ্টির অপ্রাকৃতিক বা মানবীয় কারণসমূহ: ভূমিকম্প সৃষ্টির অপ্রাকৃতিক বা মানবীয় কারণগুলি হল-
[1] বাঁধ নির্মাণ: বহুমুখী উদ্দেশ্য সাধনের লক্ষ্যে নদীর পার্বত্য প্রবাহপথে বাঁধ ও কৃত্রিম হ্রদ তথা জলাধার নির্মাণ করা হলে সঞ্চিত জলরাশির প্রবল চাপেও ভূমিকম্পের সৃষ্টি হয়। যেমন-1967 সালে মহারাষ্ট্রের কয়না বাঁধে সঞ্চিত জলের চাপে সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছিল।
[2] পারমাণবিক বিস্ফোরণ: পরীক্ষামূলকভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণের সময়ও ভূমিকম্প হয়। যেমন-1999 সালে রাজস্থানের পোখরানে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে ভূমিকম্প হয়েছিল।
[3] খনির ছাদ ধসে পড়া: খনি গর্ভ থেকে খনিজ দ্রব্য তোলার পর বালি দিয়ে সঠিকভাবে ভরাট না করলে খনির ছাদ ধসে পড়ে স্থানীয়ভাবে ভূমিকম্প হতে পারে। যেমন-রানিগঞ্জে প্রায়ই এরকম ভূমিকম্প হয়।
13. হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ-এর কারণ ব্যাখ্যা করো।
Ans: হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ার কারণ: হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ। এর কারণগুলি হল –
[1] পাতের সংঘর্ষ: হিমালয় পর্বতমালা ভারতীয় উপদ্বীপীয় পাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষ সীমান্তে অবস্থিত। এই সীমান্তে ভারতীয় উপদ্বীপীয় পাতটি অপেক্ষাকৃত দ্রুতগতিতে ইউরেশীয় পাতের দিকে অগ্রসর হওয়ার কারণে প্রবল চাপে উভয়ের সংযোগস্থলে অবস্থিত হিমালয়ের উত্থান ঘটে চলেছে। আর এরই ফলস্বরূপ সমগ্র হিমালয় পার্বত্য অঞ্চল জুড়ে কখনও মৃদু, কখনও মাঝারি, আবার কখনও প্রবল ভূমিকম্প হয়। পাতদুটি এখনও পরস্পরের দিকে এগিয়ে আসছে বলে তাদের সংযোগস্থলে ভূমিকম্প অনুভূত হয়।
[2] চ্যুতির সৃষ্টি: হিমালয় পার্বত্য অঞ্চলের শিলাস্তরের ওপর প্রচণ্ড পার্শ্বচাপ ও পীড়নের ফলে শিলাস্তরে ছোটো-বড়ো-মাঝারি নানা ধরনের চ্যুতির সৃষ্টি হয়, যা ভূমিকম্পের অন্যতম কারণ।
[3] ভূমিধস: ভূমিধসের কারণেও হিমালয় পার্বত্য অঞ্চলের বিভিন্ন অংশে স্থানীয়ভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়। এইসব কারণেই হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প বেশি ঘটে।
Class 11 First (1st) Unit Test Question and Answer :
- Class 11 Bengali 1st Semester Question Click here
- Class 11 English 1st Semester Question Click here
- Class 11 Geography 1st Semester Question Click here
- Class 11 History 1st Semester Question Click here
- Class 11 Education 1st Semester Question Click here
- Class 11 Political Science 1st Semester Question Click here
- Class 11 Philosophy 1st Semester Question Click here
- Class 11 Sociology 1st Semester Question Click here
- Class 11 Sanskrit 1st Semester Question Click here
- Class 11 All Subjects First Semester Question Click here
Class 11 Second (2nd) Unit Test Question and Answer :
- Class 11 Bengali 2nd Semester Question Click here
- Class 11 English 2nd Semester Question Click here
- Class 11 Geography 2nd Semester Question Click here
- Class 11 History 2nd Semester Question Click here
- Class 11 Education 2nd Semester Question Click here
- Class 11 Political Science 2nd Semester Question Click here
- Class 11 Philosophy 2nd Semester Question Click here
- Class 11 Sociology 2nd Semester Question Click here
- Class 11 Sanskrit 2nd Semester Question Click here
- Class 11 All Subjects 2nd Semester Question Click here
Class 11 Suggestion 2025 – একাদশ শ্রেণীর সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
Class 11 Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Political Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Philosophy Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Sociology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Sanskrit Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 All Subjects Suggestion 2025 Click here
◆ একাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি, বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
Class 11 WhatsApp Groups | Click Here to Join |
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 11th Geography Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
একাদশ শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
FILE INFO : ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link | Click Here To Download |
Download PDF | Click Here To Download |
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
Info : ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Suggestion | West Bengal WBCHSE Class Eleven XI (Class 11th) Geography Question and Answer Suggestion
” ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eleven XI / WB Class 11 / WBCHSE / Class 11 Exam / West Bengal Council of Higher Secondary Education – WB Class 11 Exam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন / একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class-11 Geography Suggestion / Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer / Class 11 Geography Suggestion / Class-11 Pariksha Geography Suggestion / Geography Class 11 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 11 Geography Suggestion / West Bengal Eleven XI Question and Answer, Suggestion / WBCHSE Class 11th Geography Suggestion / Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer / Class 11 Geography Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Geography Exam Guide / Class 11 Geography Suggestion 2025, 2026, 2027, 2028, 2029, 2030 / Class 11 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class-11 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর | ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর।
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণীর ভূগোল
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন উত্তর।
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির ভূগোল
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি ভূগোল | Class 11 Geography Bharater Prakritik Durjog
একাদশ শ্রেণি ভূগোল (Class 11 Geography Bharater Prakritik Durjog) – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর | ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) | Class 11 Geography Bharater Prakritik Durjog Suggestion একাদশ শ্রেণি ভূগোল – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Question and Answer, Suggestion
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) | একাদশ শ্রেণীর ভূগোল সহায়ক – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর । Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer, Suggestion | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Suggestion | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Notes | West Bengal Class 11th Geography Question and Answer Suggestion.
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 11 Geography Question and Answer, Suggestion
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) । Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Suggestion.
WBCHSE Class 11th Geography Bharater Prakritik Durjog Suggestion | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল)
WBCHSE Class 11 Geography Bharater Prakritik Durjog Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) | Class 11 Geography Bharater Prakritik Durjog Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Geography Bharater Prakritik Durjog Suggestion | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 11 Geography Suggestion Download WBCHSE Class 11th Geography short question suggestion . Class 11 Geography Bharater Prakritik Durjog Suggestion download Class 11th Question Paper Geography. WB Class 11 Geography suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer by Bhugol Shiksha .com
Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer prepared by expert subject teachers. WB Class 11 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Eleven XI Geography Bharater Prakritik Durjog Suggestion | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 Exam
Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer, Suggestion Download PDF: West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 Eleven XI Geography Suggestion is provided here. Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Prakritik Durjog Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।