Madhyamik Mathematics Suggestion- চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর - মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন
Madhyamik Mathematics Suggestion- চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর - মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

Madhyamik Mathematics Suggestion

মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এই Madhyamik Mathematics Suggestion (মাধ্যমিক  অঙ্ক / গণিত সাজেশন) – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) MCQ, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর  গুলি আগামী West Bengal Madhyamik Mathematics Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক অঙ্ক / গণিত  সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর অঙ্ক / গণিত পরীক্ষার সাজেশন খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারেন। এই পরীক্ষা তে কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর | Madhyamik Mathematics Suggestion – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. বার্ষিক 5% গড় হারে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে

(a) 512.50 টাকা (b) 515.50 টাকা (c) 510.50 টাকা (d) 52050 টাকা

Ans. (a)

  1. চক্রবৃদ্ধি ঘুদের ক্ষেত্রে প্রতি বছরের সুদের হার হবে

(a) সর্বদা সমান (b) সর্বদাই অসমান (c) সমান বা অসমান দুই-ই হতে পারে (d) কোনোটিই নয়

Ans. (a)

  1. কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে, সুদের হার হবে

(a) 5% (b) 8% (c) 9% (d) 10%

Ans. (d)

  1. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে-

(a) প্রতি বছর আসলের কোনো পরিবর্তন হয় না

(b) প্রতি বছর আসল পরিবর্তিত হয়

(c) প্রতি বছর আসল এক থাকতে পারে অথবা নাও থাকতে পারে

(d) এদের কোনোটিই নয়

Ans. (b)

  1. নিদিষ্ট আসলের ওপর 2 বছরের সরল সুদ, এবং এক বছর পর্বর্বিশিষ্ট 2 বছরের চক্রবৃদ্ধি সুদ

সত্য অথবা মিথ্যা নির্ণয় করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের ওপর সুদ দেওয়া হয়। [T]
  2. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে সংযুক্ত হওয়ার দরুন আসল ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। [T]
  3. সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত কমবে । [T]
  4. ব্যাংক সাধারণত সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দুটিই দিয়ে থাকে। [F]
  5. কোনো নির্দিষ্ট সময়ে সরল সুদের পরিমাপ চক্রবৃদ্ধি সুদের থেকে বেশি হয়। [F]
  6. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিটি পর্বের সুদের হার সর্বদা একই হতে হয়। [F]

শূন্যস্থান পূরন করো : (মান – 1) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. কোনো যন্ত্র বেশিদিন চললে তার মূল্য বাড়ে।

Ans. অবচয়

  1. বার্ষিক ______% হার সুদে 1000 টাকার 2 বছরের সুদমূল 1210 টাকা।

Ans. 10%

  1. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছরে বার্ষিক সুদের হার ________ হয় ।

Ans. সমান বা অসমান উভয়ই

  1. সুদের হার যত বাড়বে চক্রবৃদ্ধি সুত তত________ ।

Ans. কমবে

  1. সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে কমে যাওয়াকে ________ বলে।

Ans. সমহার হ্রাস বা অবচয়

  1. সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে ।

Ans. সমহার

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : (মান – 2) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

  1. চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 6%এবং দ্বিতীয় বছর ৪% হলে 22000 টাকার2 বছরের সবৃদ্ধিমূল কত হবে ?

  1. বার্ষিক 10% হার সুদে 50000 টাকার 22 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?

  1. 6 মাস অন্তর s হার 20000 দেয় বার্ষিক % সুদে টাকার বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো।

  1. একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। বর্তমান মূল্য 162000 টাকা হলে 2 বছর আগে মূল্য কত ছিল?

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নোত্তর: (মান – 5) Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন

 

  1. বার্ষিক নিদিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, কত বছরে 4 গুণ হবে তা লিখি ।

  1. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 30 টাকা হয়, তবে ঐ টাকার পরিমাণ কত হিসাব করে লিখি ।

  1. 3 মাস অন্তর দেয় বার্ষিক 8 চক্রবৃদ্ধি সুদের হারে 10000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো

  1. 40000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখন প্রথম,দ্বিতীয় ও তৃ্তীয় বছরের বার্ষিক সুদের হার যথাক্রমে 4%,5% ও 6% ?

  1. 6 মাস অন্তর দেয় এ সুদে টাকার বাৰ্ষিক 4% কত সময়ে 250 চক্রবৃদ্ধি সুদমূল। 6632.55 টাকা হাৰে ?

  1. বার্ষিক 8% চক্ৰবৃদ্ধি হার সুদে কত বছরে 40000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে, তা নির্ণয় করি ।

  1. কোনো মূলধনের দুই বছরের ও তিন বছরের শেষে চক্রবৃদ্ধি যথাক্রমে 880 টাকা এবং 968 টাকা। মূলধনের পরিমাণ কত তা নির্ণয় করো ।

Madhyamik Suggestion 2024 | মাধ্যমিক সাজেশন ২০২৪

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Madhyamik Suggestion 2024 Click here

Info : Madhyamik Mathematics Suggestion | West Bengal WBBSE Madhyamik Mathematics Qustion and Answer Suggestion

মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন | দশম শ্রেণীর অঙ্ক / গণিত – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্ন উত্তর সাজেশন  

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Madhyamik Mathematics Suggestion – চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস (অধ্যায়-৬) প্রশ্ন উত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।