জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 267
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 267

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 267  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 267  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 267  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 267 

  1. আতসবাজিতে কোন রাসায়নিকের কারণে সবুজ আলাে হয় ?

Ans :  বেরিয়াম ।

  1. মার্শ গ্যাস কী ? 

Ans :  নিথেন । 

  1. এলপিজি’তে প্রধানত কী থাকে ?

Ans :  মিথেন , বুটেন ও প্রােপেন ।

  1. বাতাস কী ধরনের পদার্থ ? 

Ans :  মিশ্রণ । 

  1. পেরেকে মরচে ধরলে তার ওজনে কী পরিবর্তন হয় ?

Ans :  বেড়ে যায় ।

  1. গ্যালভানাইজড লােহার পাতে কীসের আস্তরণ থাকে ? 

Ans :   জিঙ্ক । 

  1. কার্বনের অ্যালােট্রপে সবচেয়ে শক্ত ও নরম গঠন কী ?

Ans :  হিরে ও গ্রাফাইট ।

  1. ভারী জল কী ?

Ans :  ডিউটেরিয়াম অক্সাইড । 

  1. শব্দের মাত্রা মাপার একক কী ? 

Ans :  ডেসিবেল । 

  1. এক ফ্যাদম কত ফুট ?

Ans :  ৬ ফুট ।

  1. অত্যন্ত কম সময়ের পার্থক্য কী ধরনের ঘড়িতে মাপা হয় ?

Ans :  আণবিক ঘড়ি । 

  1. কিলাে হ্যর্থজ’এ কী মাপা হয় ? 

Ans :  বিদ্যুৎ চৌম্বকীয় রেডিও তরঙ্গের ফ্রিকোয়েন্সি ।

  1. এক হর্সপাওয়ারে কত ওয়াট ?

Ans :  ৭৪৬ ওয়াট।

  1. ‘বার’ এককে কী মাপা হয় ?

Ans :  বায়ুমণ্ডলের চাপ ।

  1. ক্রোনােমিটারে কী মাপা হয় ?

Ans :  সময়।

  1. নটিক্যাল মাইলে কী মাপা হয় ? 

Ans :  জলপথে দূরত্ব ।

  1. কীসের গতিবেগ মাপতে ‘ নট ’ একক ব্যবহৃত হয় ? 

Ans :  জাহাজের ।

  1. রেডিও অ্যাকটিভ পদার্থ কী বিকিরণ করে ?

Ans :  আলফা রশ্মি ।

  1. পরমাণু কীসে গঠিত ?

Ans :  ইলেক্ট্রন ও নিউক্লেই ।

  1. পারমাণবিক বিস্ফোরণে কী ধরনের পরিবর্তনের ফলে বিপুল পরিমাণ শক্তি উৎসারিত হয় ?

Ans :  পদার্থের শক্তিতে পরিবর্তন । 

  1. এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য কত ? 

Ans :  ১ অ্যাংস্ট্রম । 

  1. কোন ধরনের রশ্মিতে মেসন পাওয়া যায় ?

Ans :  কসনিক রশ্মি । 

  1. দৃশমান আলাের তরঙ্গ দৈর্ঘ্য কত ?

Ans :  ৩,৯০০-৭,৬০০ অ্যাগংস্ট্রম । 

  1. কোন ধরনের রশ্মি সবচেয়ে গভীরে যেতে পারে ? 

Ans :  গামা রশ্মি । 

  1. সূর্য রশ্মিতে কতগুলি বর্ণের রশ্মি থাকে ? 

Ans :  7টি ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 267 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 267 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।