জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer
জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer : জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Life Science Jibon O Tar Boichitra Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Life Science Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান (Class 9 Life Science)
প্রথম অধ্যায় (Chapter 1) জীবন ও তার বৈচিত্র্য (Jibon O Tar Boichitra)

[নবম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th Life Science Jibon O Tar Boichitra Question and Answer 

MCQ | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. ব্যালানোগ্নসাস (Balanoglossus sp.) নামক প্রাণীটি কোন্ পর্বের অন্তর্গত? –

(A) হেমিকর্ডাটা 

(B) স্টোমোকর্ডাটা 

(C) কর্ডাটা 

(D) A ও B

Ans: (A) হেমিকর্ডাটা

  1. জীববৈচিত্র্য বা biodiversity কথাটি প্রথম ব্যবহার করেন—

(A) লিনিয়াস 

(B) হ্যালডেন 

(C) ওয়ালটার রোজেন 

(D) ওপারিন

Ans: (C) ওয়ালটার রোজেন

  1. পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন্ গ্যাসটি ছিল না? –

(A) অক্সিজেন 

(B) হাইড্রোজেন সায়ানাইড 

(C) অ্যামোনিয়া 

(D) মিথেন

Ans: (A) অক্সিজেন

  1. পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলে—

(A) ছন্দবদ্ধতা 

(B) পুষ্টি 

(C) উত্তেজিতা 

(D) বিপাক

Ans: (C) উত্তেজিতা

  1. চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন্ শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য –

(A) রেপটিলিয়া 

(B) অ্যাভিস 

(C) ম্যামেলিয়া 

(D) পিসিস

Ans: (B) অ্যাভিস

  1. নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? –

(A) ল্যামপ্রে

(B) হ্যাগফিশ 

(C) A ও B উভয়ই 

(D) কোনোটিই নয়

Ans: (C) A ও B উভয়ই

  1. 55 ফ্লেমকোশের কাজ হল—

(A) রেচনে সাহায্য করা 

(B) পরিপাকে সাহায্য করা 

(C) সংবহনে সাহায্য করা 

(D) শ্বসনে সাহায্য করা

Ans: (A) রেচনে সাহায্য করা

  1. কোন্ পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিল দেখা যায়?

(A) আথ্রোপোডা বা সন্ধিপদী 

(B) অ্যানিলিডা বা অঙ্গুরীমাল 

(C) নিডেরিয়া 

(D) টিনোফোরা

Ans: (A) আথ্রোপোডা বা সন্ধিপদী

  1. হিমোসিল (রক্তপূর্ণ দেহগহ্বর) দেখা যায়—

(A) আথ্রোপোডা পর্বে 

(B) পরিফেরা পর্বে 

(C) প্লাটিহেলমিনথিস পর্বে 

(D) নিডেরিয়া পর্বে

Ans: (A) আথ্রোপোডা পর্বে

  1. প্রোবোসিস, কলার ও দেহকাণ্ড থাকে—

(A) হেমিকর্ডাটাতে 

(B) কর্ডাটাতে 

(C) ইউরোকর্ডাটাতে 

(D) কোনোটিই নয়

Ans: (A) হেমিকর্ডাটাতে

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

অতি সংক্ষিপ্ত | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. দ্বিপদ নামকরনের প্রবক্তা কে?

Ans: লিনিয়াস

  1. বিজ্ঞানী সিম্পসন প্রবর্তিত হায়ারার্কতে মোট ধাপের সংখ্যা কটি?

Ans: ২১ টি

  1. একটি ট্যাক্সোনমিক বিভাগ বা র‍্যাংকের নাম লেখ।

Ans: বর্গ

  1. আমের বৈজ্ঞানিক নাম কি?

Ans: ম্যাঙ্গিফেরা ইন্ডিকা

  1. হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্নর একক কি?

Ans: প্রজাপতি

  1. ICBN এর পুরো নাম কি?

Ans: International Code Of Botanical Nomenclature

  1. লিনিয়াস রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখ।

Ans: সিস্টোমো ন্যাচুরি

  1. পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল?

Ans: ৫০০০-৬০০০ ডিগ্রী

  1. গরম তরল স্যুপ নামকরণটি কি করেছিলেন?

Ans: হ্যালডেন

  1. উত্তেজনায় সাড়া দেবার ধর্মকে কি বলা হয়?

Ans: উত্তেজিতা

  1. কোয়াসারভেট কি গঠন করতে সাহায্য করে?

Ans: কোলয়েড

  1. জীবনের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

Ans: বৃদ্ধি ও ক্ষতিপূরণ

  1. কোষের গঠনগত উপাদানকে কি বলা হয়?

Ans: প্রোটোপ্লাজম

  1. বায়োলজি শব্দের প্রবক্তা কে ছিলেন?

Ans: ল্যামার্ক

  1. জীবদেহের গঠন সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায় তাকে কি বলে?

Ans: এমব্রায়োলজি

  1. জীব বৈচিত্রের একটি কারণ লেখ।

Ans: প্রকরন

  1. মানুষের দ্বিপদ নাম কি?

Ans: হোমো স্যাপিয়েন্স

  1. জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তক কে ছিলেন?

Ans: হুইটেকার

  1. প্রোক্যারিওটিক কোষ সংগঠন দেখা যায় কোন্‌ গোষ্ঠীতে?

Ans: মোনেরা

  1. এককোষী দেহ সংগঠন দেখা যায় এই রকম একটি জীব গোষ্ঠীর নাম লেখ।

Ans: প্রোটিস্টা/মোনেরা

  1. বিপাকীয় কাজ ও শারীরিক প্রক্রিয়া সম্বন্ধে জানা যায় কোন্‌ জীববিদ্যার শাখা?

Ans: শারীরবিদ্যা

  1. একটি জীবগোষ্টির নাম লেখো যেটি বিয়োজকের কাজ করে।

Ans: মোনেরা/ফাংজি

  1. পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের পাঁচটি গোষ্ঠীর নাম লেখ।

Ans: মোনেরা,প্রোটিস্টা, ফাংজি প্ল্যান্টি ও অ্যানিমালিয়া

  1. ফল বিহীন বীজযুক্ত একটি উদ্ভিদের নাম লেখ।

Ans: সাইকাস

  1. উভচর উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ দাও।

Ans: মস

সংক্ষিপ্ত | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. হট ডাইলুট সুপ কি?

Ans: বিজ্ঞানী হ্যাল্ডেন গরম সমুদ্রের জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ ও জৈব যৌগ গুলির মিশ্রণকে একত্রে বলেন ’গরম তরল স্যুপ’।

  1. মাইক্রোস্ফিয়ার কাকে বলে?

Ans: অর্ধভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত স্ব-বিভাজনশীল প্রোটিনের একক গঠনকে মাইক্রস্ফিয়ার বলা হয়।

  1. মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম কে বলেন?

উত্তরঃ সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম বলেন।

  1. প্রোটোসেল কি?

Ans: কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে কোশ তৈরি হয়েছিল তাকে প্রথম আদি কোশ বা প্রোটোসেল বলে

  1. জীবনের দুটি বৈশিষ্ট্য কি?

Ans: জীবনের দুটি বৈশিষ্ট্য হল বৃদ্ধি ও জনন।

  1. জীবনের ভৌত ভিত্তি কি?

Ans: হাক্সলের মতে জীবনের ভৌত ভিত্তি হল প্রোটোপ্লাজম।

  1. লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুজে যায়- এটি জীবের কোন ধর্মকে নির্দেশ করে?

Ans: লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বুজে যায়- এটি জীবের উত্তেজনায় সাড়া দেওয়া বা উত্তেজিতা ধর্মকে নির্দেশ করে।

  1. পৃথিবী সৃষ্টি হয়েছিল কবে ?

Ans: পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 400 কোটি থেকে 450 কোটি বছর আগে।

  1. পৃথিবী সৃষ্টির সময় বাতাসে কি কি গ্যাস ছিল?

পৃথিবী সৃষ্টির সময় বাতাসে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প ছিল।

  1. ওপারিনের লেখা বই এর নাম কি?

Ans: ওপারিনের লেখা বই এর নাম’ দি অরিজিন অফ লাইফ অন আর্থ’।

  1. কোন জার্নালে হ্যাল্ডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়?

Ans: রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে হ্যাল্ডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়।

  1. ওপারিন প্রকল্প কাকে বলে?

Ans: ওপারিন জীবনের উৎপত্তি সংক্রান্ত যে প্রকল্পটি প্রণয়ন করেন তাকে ওপারিন প্রকল্প বলে। তার এই প্রকল্পটি তিনি ‘ দি লাইফ অন আর্থ’ নামক বইয়ে প্রকাশিত করেন ।

  1. কোয়াসারভাস কথার অর্থ কি?

Ans: কোয়াসারভাস কথার অর্থ হল দলা বা পিন্ডি।

  1. কোন কোশকে পৃথিবীর আদি কোশ বলা হয়?

Ans: নগ্ন জিন যুক্ত অবায়ুজীবী ব্যাকটেরিয়া কে আদি কোশ বলা হয়।

  1. কেমোজেনি কাকে বলে?

Ans: সমুদ্রের উষ্ণ জলে মিথেন, কার্বন মনো অক্সাইড, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি সরল রাসায়নিক যৌগ গুলি উচ্চ তাপ ও অতি বেগুনী রশ্মির প্রভাবে একক শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য জৈব যৌগ সৃষ্টি করে। সরল অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি কে ওপারিন রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বলেন।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. মাইক্রোস্ফিয়ার কি?

Ans: প্রটিনয়েড অনুগুলির সংযুক্তির ফলে মাইক্রোস্ফিয়ার গঠিত হয়। এটি লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। এটি কোষ পর্দার মতো দ্বিস্তরী আবরণ থাকে। বিজ্ঞানী ফক্স এর নাম দেন মাইক্রোস্ফিয়ার।

  1. জীব-বৈচিত্র বলতে কী বোঝো?

Ans: বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থানে জীবের যে বিভিন্নতা দেখা যায় তাকে এককথায় জীব-বৈচিত্র বলে।

  1. মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখার কারণ কি?

Ans: জীব বিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল রাখেন। এই শৈবাল সালোকসংশ্লেষ চালানোর সময় মহাকাশযান থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। ফলে মহাকাশযানে অক্সিজেন সরবরাহ বজায় থাকে।

  1. ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের তিনটি পার্থক্য লেখ।

Ans: ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের তিনটি প্রধান পার্থক্য নিচে আলোচনা করা হল –

  • প্রথমত, ব্যক্তবীজী উদ্ভিদ দীর্ঘ, কাষ্ঠল, বহুবর্ষজীবী, চিরহরিৎ বৃক্ষ জাতীয় হয় আর গুপ্তবীজী উদ্ভিদ বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়।
  • দ্বিতীয়ত, ব্যক্তবীজী উদ্ভিদের কোন ফল গঠিত হয় না, কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয়।
  • তৃতীয়ত, ব্যক্তবীজী উদ্ভিদের বীজ একাধিক বীজপত্র দিয়ে গঠিত, তবে গুল্মবীজী উদ্ভিদের বীজ একটি বা দুটি বীজপত্র দিয়ে গঠিত হয়।
  1. একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান তিনটি পার্থক্য লেখ।

Ans: একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান তিনটি পার্থক্য নিচে আলোচনা করা হল –

  • প্রথমত, একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বিরুৎ জাতীয় ও একবর্ষজীবী হয়, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষজাতীয় এবং বহুবর্ষজীবী হয়।
  • দ্বিতীয়ত, একবীজপত্রী উদ্ভিদের কান্ড গুলি শাখা-প্রশাখা হীন হয়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ড শাখা প্রশাখা যুক্ত হয়।
  • তৃতীয়ত, একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হল ধান, গম, ভুট্টা আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হল আম, জাম।
  1. নিডারিয়া প্রাণী গোষ্টির দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।

Ans: নিডারিয়া প্রাণীর দুটি প্রধান বৈশিষ্ট্য হলো –

  • দেহ ত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে।
  • মুখ ছিদ্র কষির্কা বেষ্টিত থাকে।

উদাহরণ : হাইড্রা

  1. সন্ধিপদ প্রাণীর গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।

Ans: সন্ধিপদ প্রাণীর গোষ্ঠীর বৈশিষ্ট্য :

  • দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত।
  • সন্ধিল উপাঙ্গ অবস্থিত।

উদাহরণ : আরশোলা

  1. আম্ফিবিয়া বা উভচর প্রাণী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও।

Ans: আম্ফিবিয়া বা উভচর প্রাণী গোষ্ঠীর বৈশিষ্ট্য : 

  • চর্ম সিক্ত ও নগ্ন প্রকৃতির হয়।
  • অগ্রবাদ এ চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি নখরবিহীন আঙুল থেকে।

উদাহরণ : ব্যাঙ

  1. কর্ডাটা পর্বে দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।

Ans: কর্ডাটা পর্বে বৈশিষ্ট্য :

  • ভ্রুণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে।
  • জীবনের যে কোন দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে।

উদাহরণ : রুই মাছ

  1. একাইনোডার্মাটা বা কন্টকত্বকী প্রাণী গোষ্টির দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও।

Ans: একাইনোডার্মাটা বা কন্টকত্বকী প্রাণী গোষ্টির বৈশিষ্ট্য :

  • দেহ কন্টকময় ত্বক দিয়ে আবৃত।
  • দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত থাকে।

উদাহরণ : তারা মাছ

  1. জীবন চক্র বলতে কী বোঝো?

Ans: জীবের জন্মের পর জীবদেহ বৃদ্ধিতে পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপর বার্ধক্য আসে এবং অবশেষে জীবের মৃত্যু হয়। জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য ও মৃত্যু – ইত্যাদি পর্যায়ক্রমিক ঘটনাগুলিকে জীবের জীবন চক্র বলে।

  1. কোয়াসারভেট বলতে কী বোঝো?

Ans: আদিম পৃথিবীতে সমুদ্রের জলে এমাইনো এসিড, শর্করা, লিপিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল। প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে কলয়েড জাতীয় পদার্থ গঠন করে যাকে কোয়াসারভেট বলে।

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেছিলেন? প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্যসহ নাম লেখ।

Ans: হুইটেকার 1769 খ্রিস্টাব্দে জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন।

প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্যসহ নাম : বিজ্ঞানী হুইটেকার পাঁচ রাজ্য ও তাদের উদাহরণগুলির নিচে আলোচনা করা হল –

(1) মনেরা : এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –

  • এরা এককোশী ও প্রোক্যারিওটিক, কোশ আনুবীক্ষণিক, কোশপ্রাচীরে পেপটাইডোগ্লাইক্যান থাকে।
  • এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী। পরভোজী পুষ্টি মৃতজীবী, পরজীবী ও মিথোজীবী প্রকারের হয়।

উদাহরণ : ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, নীলাভ সবুজ শৈবাল।

(2) প্রোটষ্টা :এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –

  • এরা এককোশী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির।
  • বেশিরভাগই জলজ ও প্ল্যাংকটন গঠনকারী।

উদাহরণ : ইউগ্লিনা, অ্যামিবা প‍্যারামিজিয়াম।

(3) ফানজি : এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –

  • এরা এককোশী, বহুকোশী, অনুসূত্রাকার হয়।
  • এদের সঞ্চিত খাদ্য হল গ্লাইকোজেন।

উদাহরণ : ইস্ট, মিউকর পেনিসিলিয়াম

(4) প্লান্টি : এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –

  • বহুকোশী, ইউক্যারিওটিক প্রকৃতির।
  • কোশপ্রাচীর সেলুলোজ নির্মিত।

উদাহরণ : স্পাইরোগাইরা পোগোনেটাম ড্রায়োপটেরিস।

(5) অ্যানিমালিয়া : এর দুটি প্রধান বৈশিষ্ট্য হল –

  • বহুকোশী এবং ইউক্যারিওটিক প্রকৃতির।
  • কোশে কোশপ্রাচীর থাকে না এবং বড়ো ভ্যাকুওল থাকে না।

উদাহরণ : পরিফেরা, অঙ্গুরীমাল, সন্ধিপদ।

2. ট্যাক্সোনমির সংজ্ঞা লেখ। ট্যাক্সোনমির উপাদান গুলি কি কি? ট্যাক্সোনমির গুরুত্ব লেখ।

Ans: ট্যাক্সোনমির সংজ্ঞা : বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ ও শ্রেণিবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে।

ট্যাক্সোনমির উপাদান : ট্যাক্সোনমির মুখ্য উপাদান গুলি সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। যথা (এক) সনাক্ত করুন, (দুই) নামকরন এবং (তিন) শ্রেণীবিন্যাস।

ট্যাক্সোনমির গুরুত্ব : ট্যাক্সোনমির প্রধান গুরুত্ব গুলি হল –

  • বৈচিত্র্যময় জীবজগতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়
  • ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়।

3. দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? দ্বিপদ নামকরণ কে প্রথম প্রচলন করেন? দ্বিপদ নামকরণের তিনটি নিয়ম লেখো।

Ans: দ্বিপদ নামকরণ : গন এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে।

দ্বিপদ নামকরনের প্রবক্তা : দ্বিপদ নামকরনের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, তিনি উদ্ভিদের জন্য 1753 সালে লেখা স্পিসিজ পান্টেরাম এবং প্রাণীদের জন্য সেস্টোমত্ত ন্যাচুরি 1758 সালে বইটি লিখেছিলে।

দ্বিপদ নামকরণের নিয়মাবলী : দ্বিপদ নামকরণ এর অনেক নিয়ম আছে, এখানে প্রধান কয়েকটি উল্লেখ করা হলো –

  • কোন গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একাধিক গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে।
  • এই দ্বিপদ নামকরণের কেবলমাত্র ল্যাটিন ভাষায় করতে হবে।
  • কোন একটি প্রজাতির নামে দ্বিপদ যুক্ত হবে এবং উপজাতি টির নামপদ যুক্ত হবে।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Life Science Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 Life Science Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Life Science Question and Answer Suggestion 

” জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন / নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 9 Life Science Suggestion / Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer / Class 9 Life Science Suggestion / Class 9 Pariksha Life Science Suggestion / Life Science Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Life Science Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Life Science Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Life Science Suggestion / Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer / Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Life Science Jibon O Tar Boichitra Exam Guide / Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion FREE PDF Download) সফল হবে।

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান 

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান 

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি জীবন বিজ্ঞান | Class 9 Life Science Jibon O Tar Boichitra 

নবম শ্রেণি জীবন বিজ্ঞান (Class 9 Life Science Jibon O Tar Boichitra) – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) | Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion নবম শ্রেণি জীবন বিজ্ঞান – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সহায়ক – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer, Suggestion | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestion | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Notes | West Bengal Class 9th Life Science Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Life Science Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) । Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestion.

WBBSE Class 9th Life Science Jibon O Tar Boichitra Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) সত্যজিৎ রায়

WBBSE Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) | Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestions | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর 

Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestion নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 Life Science Suggestion Download WBBSE Class 9th Life Science short question suggestion . Class 9 Life Science Jibon O Tar Boichitra Suggestion download Class 9th Question Paper Life Science. WB Class 9 Life Science suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Life Science Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX Life Science Jibon O Tar Boichitra Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Life Science Suggestion is provided here. Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer with FREE PDF Download Link

PDF File Name জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জীবন ও তার বৈচিত্র্য (প্রথম অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life Science Jibon O Tar Boichitra Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।