Daily GK – General knowledge

নাম ও উপাধি


● শ্রেনিক-বিম্বিসার
●কুনিক-অজাতশত্রু
●অগ্রসেন-মহাপদ্মনন্দ
●স্যান্ড্রোকোট্টাস-চন্রগুপ্ত মৌর্য
●দেবনামপ্রিয় প্রিয়দর্শী-অশোক
●অমিত্রঘাত-বিন্দুসার
●বিক্রমাদিত্য-দ্বিতীয় চন্দ্রগুপ্ত
●বাতাপিকোন্ডা–প্রথম নরসিংহ বর্মন
●শিলাদিত্য-হর্ষবর্ধন
●লাখ বক্স-কুতুবউদ্দিন আইবক
●দেবপুত্র- কনিষ্ক
●গোঙ্গাইকোন্ডা-রাজেন্দ্র চোল
●অন্ধ্রভোজ-কৃষ্ণদেব রায়
●প্রিন্স অফ পিলগ্রিম-হিউয়েনসাং
●সকলোত্তরপথনাথ-হর্ষবর্ধন
●উত্তরাপথস্বামী-দেবপাল
●আলমগীর- ঔরঙ্গজেব
●দ্বিতীয় অশোক-কনিষ্ক
●মহাপরাক্রমাঙ্ক–সমুদ্রগুপ্ত
●শকারি-দ্বিতীয় চন্দ্রগুপ্ত
●দ্বিতীয় শিবাজী–বাসুদেববলবন্ত ফাড়কে
●নেপোলিয়নের ক্ষুদ্র সংষ্করণ-রনজিৎ সিংহ
●ব্রহ্মানন্দ-কেশবচন্দ্র সেন
●আঙ্কেল হো-হো চি মিন
●প্রাচ্যের বুলবুল-সরোজিনী নাইডু
●ম্যান অফ ডেস্টিনি-নেপোলিওন
●জিন্দাপীর- ঔরঙ্গজেব
●সুলতান ই আজম-ইলতুতমিস
●ভগবানের নিপীড়নযন্ত্র-চেঙ্গিজ খা
●তেমুচিন-চেঙ্গিজ খাঁ
●লোকমান্য-বাল গঙ্গাধর তিলক
●মহামান্য-মদনমোহন মালব্য
●প্রিন্স অব বেগার-মদন মোহন মালব্য
●গুনরাজ খাঁ-মালাধর বসু
●জাতির জনক/মহাত্মা-করমচাঁদ গান্ধী
●নেতাজি/প্রিন্স অব প্যাট্রিয়ট-সুভাষচন্দ্র বোস
●গান্ধীবুড়ি-মাতঙ্গিনী হাজরা
●সীমান্ত গান্ধী-খান আব্দুর গফফর খান
●গ্রান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া-দাদাভা ইনৌরজি
●গ্রান্ড ওল্ড ম্যান অব ইংল্যান্ড-গ্লাডস্টোন
●বাংলার বাঘ-আশুতোষ মুখার্জী
●বাংলার নানাসাহেব-রামরতন মল্লিক
●শের ই বঙ্গাল-ফজলুল হক
●আধুনিক পাঞ্জাবের জনক-ডালহৌসি
●পার্বত্য মুষিক-শিবাজী
●লায়ন অফ কাশ্মির-মহঃ আবদুল্লাহ
●কাশ্মিরের আকবর-জয়নাল আবেদিন
●সুলতানি যুগের আকবর-ফিরোজ শাহ তুঘলক
●বাংলার আকবর-হুসেন শাহ
●দেশবন্ধু-চিত্তরঞ্জন দাশ
●দেশপ্রিয়-যতীন্দ্রমোহন সেনগুপ্ত
●দেশনায়ক-সুরেন্দ্রনাথ
●দেশপ্রান-বীরেন্দ্রকৃষ্ণ শাসমল
●ভারতের এটিলা-মিহিরকুল
●এশিয়ার আলো-গৌতম বুদ্ধ
●দ্বিতীয় পরশুরাম–মহাপদ্মনন্দ
●দক্ষিণাপথপতি-প্রথম সাতকর্নী
● সকলদক্ষিনাপথনাম-দ্বিতীয় পুলকেশী
●ভারতের ফ্রান্সিস বেকন-আবুল ফজল
●ভারতের নেপোলিয়ন-সমুদ্রগুপ্ত
●ভারতের সেক্সপীয়ার-কালিদাস
●ভারতের নিউটন-নাগার্জুন
●ভারতের তোতাপাখি-আমীর খসরু
●ভারতের বিসমার্ক-বল্লভভাই প্যাটেল
●ভারতের ডিমিস্থিমিস-রাম গোপাল ঘোষ
●পল্লবমল্ল-প্রথম মহেন্দ্র বর্মন
●বীরবল-মহেশ দাস
●তানসেন-রামতনু পান্ডে
●ফুয়েরার-হিটলার
●শেরশাহ-ফরিদ খাঁ
●বিহারের গান্ধী-রাজেন্দ্র প্রসাদ
●মুকুটহীন রাজা-সুরেন্দ্রনাথ ব্যানার্জি
●স্যারেন্ডারনট-সুরেন্দ্রনাথ
●বঙগবন্ধু-মুজিবর রহমান
●দীনবন্ধু-সি এফ অ্যান্ড্রুজ
●সাচ্চা বাদশাহ-গুরু হরগোবিন্দ
●সিকান্দার ই সানি/দ্বিতীয় আলেকজান্ডার-আলাউদ্দিন খিলজি
●পি এন ঠাকুর(ছদ্মনাম)-রাসবিহারি বোস
●হুমায়ুন-নাসিরউদ্দিন মহম্মদ
●জাহাঙ্গীর-সেলিম
●বলবন-উলুগ খাঁ
●শাহজাহান-খুররম
●নানাসাহেব-বালাজী বাজিরাও
●কিং মেকিং-সৈয়দ ব্রাদারস
●অন্ধ্র কবিতার পিতামহ-পেদ্দন
●মহম্মদ বিন তুঘলক-জুনা খাঁ
●লোকহিতবাদী-গুপালহরি দেশমুখ
●লৌহপুরুষ-লালকৃষ্ণ আদবানী
●লৌহমানব-সর্দারবল্লভভাই প্যাটেল
●কবিরাজ/লিচ্ছবি দৌহিত্র-সমুদ্রগুপ্ত
●সিকান্দার লোদী-নিজাম খাঁ
●মুর্শিদকুলি খাঁ-মহম্মদ হাদি
●গিয়াসউদ্দিন তুঘলক-গাজী মালিক
●স্বামী বিবেকানন্দ-নরেন্দ্রনাথ দত্ত
●অতীশ দিপঙ্কর-আদিনাথ চন্দ্রগর্ভ
●আলবিরুনি-আবুরিহান
●তিতুমীর-মীর নিশার আলী
●দয়ানন্দ সরস্বতী-মূলাশংকর
●ধুধুপান্থ-নানাসাহেব
●M N Roy-নরেন্দ্রনাথভট্টাচার্য
●বাবর-জহিরউদ্দিন মহম্মদ
●প্রিন্স অফ বিল্ডারস-শাহাজাহান
●ভারতের রক্ষাকর্তা-স্কন্দগুপ্ত
●গো ব্রাহ্মন পালক-শিবাজী
●বাংলার রুপকার-বিধানচন্দ্র রায়
●পাঞ্জাব কেশরী-লালা লাজপত রায়
●শের ই পাঞ্জাব-রঞ্জিত সিং
●নূরজাহান-মেহেরউন্নেসা
●চানক্য বা কৌটিল্য-বিষ্ণুগুপ্ত
●বাঘাযতীন-যতীন্দ্রমোহন মুখার্জী
●ভারতের প্রথম আধুনিক মানুষ-রাজা রামমোহন রায়
●আধুনিক মনু-বি আর আম্বেদকর
●চাচাজি-জহরলাল নেহেরু
●রাজাজি-চক্রবর্তী রাজা গোপালাচারী
●প্রিয়দর্শিনী-ইন্দিরা গান্ধী



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে