Daily GK – General knowledge

ভাইরাস ও ব্যাকটেরিয়া – Viruses and Bacteria


1 . ডেঙ্গু মশার বাহক — এডিস মশা।
2 . ব্যাকটেরিয়া সংক্রমণে — যক্ষ্মা রোগ হয়।
3 . নিউক্লিয়াস এবং সাইট্রোপ্লাজম নেই — ভাইরাস দেহে।
4 . পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে — দুষিত খাদ্য, জল দ্বারা।
5 . HIV সংক্রমণের শেষ পর্যায় হলো – এইডস।
6 . এইডস রোগের ভাইরাস – HIV
7 . ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে –তামাক  গাছে।
8 . চা গাছে রোগ সৃষ্টি করে — ব্যাকটেরিয়া
9 . এইডস সংক্রমণের জন্য ঝুকিপূর্ণ — অল্পবয়সী ছেলেমেয়েরা।
10 . এইডস প্রতিরোধের ক্ষেত্রে অধিকতর কাযর্করী — সচেতনতা সৃষ্টি।
11 . জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো — ভাইরাস।
12 . যক্ষ্মার টিকা — বিসিজি।
13 . পেনিসিলিন অাবিস্কার করেন — অালেকজান্ডার ফ্লেমিং।
14 . ব্যাকটেরিয়াজনিত রোগ নয় — পোলিও।
15 . অ্যানথ্রাক্স রোগের টিকা
অাবিষ্কার করেন — লুই পাস্তুর।
16 . ভাইরাস একটি – কোষহীন জীব।
17 . ব্যাকটেরিয়া একটি -প্রাক-কেন্দ্রিক।
18 . AIDS – এর অভিব্যক্তি – Acquired Immune Deficiency Syndrome.
19 . বার্ড ফ্লু এর উৎস — মুরগী।
20 . ডিফথেরিয়া রোগে অাক্রান্ত হয় – গলা।
21 . যে সব ভাইরাস ব্যাকটেরিয়াকে
অাক্রমণ করে, তাদেরকে বলা হয় — ব্যাকটেরিওফাজ।
22 . হেপাটাইটিস রোগের প্রধান কারণ — ভাইরাস।
23 . যে সকল প্রাণী এক মানবদেহ অন্য
মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে — ভেক্টর।
24 . বিসিজি টিকা ব্যবহার করা হয় — যক্ষা প্রতিরোধের জন্য।
25 . পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় — দুধকে।
26 . Viral Disease হলো – Influenza
27 . এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে — এইডস রোগে দেহের প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
28 . প্রাণী দেহে জীবাণুজাত বিষ
নিষ্ক্রিয়কারী পদার্থের নাম– অ্যান্টিবডি।
29 . কোনটি রক্ত অামাশয়ের জীবাণু — সিগেলা।
30 . এক ধরণের প্রচুর ব্যাকটেরিয়া অামরা পাই — দইয়ের সাথে।
31 . ডেঙ্গুজ্বরের বাহক — মশা।
32 . রাইজোবিয়াম হলো — ব্যাকটেরিয়া।
33 . যেটি কলেরা, টাইফয়েড এবং যক্ষা রোগ সৃষ্টি করে — ব্যাকটেরিয়া।

34 . যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় — প্যাথজেনিক।
35 . প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম — Yersina pestis
36 . জলবসন্তের রোগ জীবাণুর নাম — Varicella
37 . স্ট্রিট ভাইরাস জীবাণু হলো — রেবিস রোগের।
38 . বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় — ইনফ্লুয়েঞ্জা।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha


         ” জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে । 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে