Daily GK – General knowledge


1. ‘ বাংলার ঘরে যত ভাই- বোন এক হউক , হে ভগবান ‘ কে বলেছিলেন ?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
2. ” The Argumentive Indian ” বইটি কে লেখেন ?
উঃ- অমর্ত্য সেন ।
3. ” In the line of fire ”  বইটি কে লিখেছেন ?
উঃ- পারভেজ মুশারেফ।
4. ” আকবরনামা ” কে লিখেছেন ?
উঃ- আবুল ফজল।
5. ” মহাযাত্রা ” কে রচনা করেছিলেন ?
উঃ- রাধনাথ রায়।
6. ” New lamps for old ” প্রবন্ধটি কে লিখেছেন ?
উঃ- শ্রী অরবিন্দ ঘোষ।
7. ‘ We shall make the settled fact unsettled ‘  কথাটি কে বলেছিলেন ?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
8. ” We have nothing to fear , but fear itself ”  উক্তিটি কে করেছিলেন ?
উঃ- জহরলাল নেহেরু।
9. ” কিতাব উর রাহেলাব ” বইটি কে লিখেছিলেন ?
উঃ- ইবন বতুতা।
10. ‘ শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় ‘ উক্তিটি কার ?
উঃ- বল গঙ্গাধর তিলোকের।
11. ‘ আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় ,তবে আমি অপরাধী ‘ কথাটি কে বলেছিলেন ?
উঃ- শ্রী আরবিন্দ।
12. ” ফো- কিও- কিং ” কে রচনা করেছেন ?
উঃ- ফা – হিয়েন।
13. ” Geography of purana ”  বইটির রচয়িতা কে ?
উঃ- স্বামী বিবেকানন্দ।
14. ” The songs of India ”   কে লিখেছেন ?
উঃ- সরোজিনী নাইডু।
15. ” ভারত – আত্মা ” বইটির লেখক কে ?
উঃ- বিপিনচন্দ্র পাল ।
16. ‘ What India needs today is bomb ‘ উক্তিটি কার ?
উঃ- নেতাজি সুভাসচন্দ্র বসু।
17. ” Shadow of the world ” আত্মজীবনীমূলক বইটি কার ?
উঃ- অমৃতা প্রীতম এর ।
18. ” Cricket in our blood ” আত্মজীবনীমূলক বইটি কার ?
উঃ- ইয়ান চ্যাপেল এর ।
19. ” Now or never ”  পুস্তকটি কে রচনা করেন ?
উঃ- চৌধুরী রহমত আলি ।
20. ” সির্ধান্ত শিরোমনি ” গ্রন্থটির লেখক কে ?
উঃ- দ্বিতীয় ভাস্কর।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে