General knowledge in Bengali



1. কোন নদীকে “পীত নদী” বলা হয় – হোয়াং হো ৷


2. বেঙ্গুয়েলা স্রোত একটি – শীতল স্রোত ৷

3. চীনের সরকারী ভাষা কী – মান্দারিন ৷


4. “সততাই উত্তম পন্থা” কার উক্তি – ফ্রাঙ্কলিন ৷


5. কোন দ্বীপে নেলসন ম্যান্ডেলাকে বন্দী করে রাখা হয়েছিল – ব্যারেন দ্বীপে ৷


6. “বিগবেন” কোথায় অবস্থিত – লন্ডন ৷


7. “ব্রাউন হাউস” কোথায় অবস্থিত – জার্মানি (Barlin) ।


8. নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন – 1739 সালে ৷


9. জওহরলাল নেহেরু বন্দরের নতুন নাম কী – নভোসেবা ।


10. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি – গ্রিনল্যান্ড ৷


11. ইজরায়েল এর সংসদের নাম কী – নেসেট ।


12. কাঠমাণ্ডু কোন নদীর তীরে অবস্থিত – কালীগন্ডক ।


13. পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন এর নাম কী – টাঙ্গুল (চীন)


14. করাচি শহর কোন নদীর তীরে অবস্থিত – সিন্ধু নদ ৷


15. হলুদ গাছের কোন অংশ – কান্ড ।

16. KYC – know your customer । *


17. ‘জার্মান হাম’ নামে পরিচিত – রুবেলা ।


18. মৃত্তিকার ph কোন বিষয়ের উপর নির্ভর করে – দ্রবণ ।


19. সিরোজেম মৃত্তিকার বর্ণ কী – হলদে-বাদামী ।


20. আন্তর্জাতিক যোগ দিবস কবে উদযাপন করা হয় – 21 জুন ।

21. C4 উদ্ভিদের উদাহরণ – ভুট্টা ।

22. প্রজেস্টেরন কী জাতীয় হরমোন – স্টেরয়েড ।

23. জীবন সৃষ্টির উল্লেখযোগ্য উপাদান কী – নিউক্লিক ।

24. প্রাণী ও উদ্ভিদ কোষ আলাদা হয় – সিন্ত্রীওল এর জন্য ।

25. উদ্ভিদের বুলিফর্ম কোষের কাজ কী – জল সঞ্চয় করা ।

26. সুপারির বিজপত্রের সংখ্যা কটি – 1 টি ।

27. 1 অনু ATP = 7.3 kcal শক্তি ধারণ করে ৷


28. ক্যান্সার কোষে কোন বিভাজন ঘটে – মাইটোসিস ।


29. জোঁকের গমন অঙ্গের নাম কী – সিটা ।


30. সোয়ান কোষ কোথায় থাকে – স্নায়ু কোষে ।


© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



General knowledge in Bengali for All Comparative Examination or West Bengal Govt Job Exam


        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।


       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে