জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 253
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 253

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 253 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 253 পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 253 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 253

  1. ২০১৬ সালে সরকারি বাসভবনে আত্মহত্যা করেন কালিখাে পুল । তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন?

Ans :  অরুণাচল প্রদেশ ।

  1. ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বর্ষ উদযাপনে কোন রাজ্য ‘ কুইট ইন্ডিয়া ২-ফ্রম স্বরাজ টু সুরজ প্রকল্প চালু করেছে?

Ans :  মহারাষ্ট্র । 

  1. ২০১৬ সালে কোন শহরে দেশের গােয়েন্দা সংস্থাগুলির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ?

Ans :  নিউদিল্লি ।

  1. ভারতের ৭০ – তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাকে সংবর্ধিত করা হয় ?

Ans :  এম এস সুবুলক্ষ্মী । 

  1. প্রথম যুৰ সাংসদ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় ? 

Ans :  পাকিস্তান ।

  1. প্রথম যুব সাংসদ সম্মেলনের মূল বিষয় কী ছিল ?

Ans :  উন্নয়নের জন্য শান্তি ও সম্প্রীতি ।

  1. কোন রাজ্য তন্তুবায়দের জন্য বরিষ্ঠ্য বনাকর সহায়তা যােজনা চালু করেছে?

Ans :  ওডিশা ।

  1. কোন দেশে উগ্রপন্থা প্রতিরােধ প্রথম আন্তর্জাতিক মিটিং অনুষ্ঠিত হয় ?

Ans :  ইন্দোনেশিয়া ।

  1. কেন্দ্রের কোন মন্ত্রক ‘স্বচ্ছ সুভেক্ষণ’ প্রকল্প চালু করেছে ?

Ans :  নগর উন্নয়ন । 

  1. ১৯০৫ সালের বিদেশি পণ্য বয়কট আন্দোলন স্মরণে ভারতে কোন দিনটি হ্যান্ডলুম দিবস হিসেবে পালিত হয় ?

Ans :  ৭ আগস্ট । 

  1. জল সম্পদের তথ্য ব্যবস্থা গড়ে তুলতে কোন রাজ্য ইসরাের সঙ্গে মেী ( MOU ) স্বাক্ষর করেছে ?

Ans :  তেলেঙ্গানা । 

  1. ২০১৬ সালে কে গুজরাতের মুখ্যমন্ত্রী হন ?

Ans :  বিজয় রুপালি ।

  1. কোন দেশ সম্প্রতি ( ২০১৬ ) তাদের প্রথম মােবাইল টেলিকম উপগ্রহ ‘ তিয়াতং -০১ ‘ মহাকাশে পাঠিয়েছে । 

Ans :  চীন । 

  1. ২০১৬ সালের রিও অলিম্পিক্সের থিম কী ছিল ?

Ans :  উত্তর বিশ্ব শান্তি ও পরিবেশ । 

  1. ২০১৫ সালের রাজৰ গান্ধী সন্তাননা পুরস্কার পান কে ? 

Ans :  শুভা মুদগল ।

  1. ইন্টার ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম ভারতীয় মহিলা সদস্য কে ?

Ans :  নীতা আম্বানি ।

  1. কোন আইআইটির সঙ্গে সাইবার সিকিউরিটি বিষয়ে মউ ( NOU ) স্বাক্ষর করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ ? 

Ans :  আইআইটি কানপুর ।

  1. গৃহস্থের অর্থ ব্যবস্থা খতিয়ে দেখতে রিজার্ভ ব্যাঙ্ক কোন কমিটি গঠন করেছে?

Ans :  তরুণ রামাদোরাই কমিটি ।

  1. ২০১৬ সালে চালু হওয়া দেশের প্রথম ভূগর্ভস্থ মিউজিয়ামটি কোথায় অবস্থিত ?

Ans :  রাষ্ট্রপতি ভবন , নিউদিল্লি । 

  1. বিশ্বের উচ্চতম গার্ডার রেলসেতু কোথায় গড়ে উঠবে ?

Ans :  মণিপুরে জিরিবাম – টুপুল – ইম্ফল নতুন ব্রড গেজ রেল লাইনে । 

  1. ২০১৬ সালে কোন ভারতীয় ওয়র্ল্ড মার্শাল আর্টস চ্যাম্পিয়ন হন ? 

Ans :  চেরুপালি বিবেক তেজা ।

  1. টেলিকম ও ডাক ব্যবস্থার বিরুদ্ধে অভিযােগ জানাতে যােগযােগ মন্ত্রক কোন পরিষেবা চালু করেছে ?

Ans :  টুইটার সেবা ।

  1. রেলের কামরায় খাবারের দাম ই – ক্যাশে মেটানাের জন্য ভারতীয় রেল কোন মােবাইল ওয়ালেটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ?

Ans :  Mobikwik । 

  1. ২০১৬ সালে কে মােহনবাগান রত্ন পান ?

Ans :  সৈয়দ নইমুদ্দিন । 

  1. ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সচিব পদে কাকে নিয়ােগ করা হয় ?

Ans :  ভাস্কর খুলবে ।

 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 253

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 253” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।