জিকে প্রশ্ন ও উত্তর
GK Question and Answer in bengali
জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 252 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 252 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 252 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 252
- ২০১৬ সালে কোন শহরে ব্রিক্স ( BRICS ) – এর মহিলা সাংসদদের সম্মেলন হয়?
Ans : জয়পুর।
- ২০১৬ সালের রিও অলিম্পিক্সে কোন ভারতীয় প্রথম পদক জেতেন?
Ans : সাক্ষি মালিক ।
- ২০১৬ সালের বিশ্বের বৃহত্তম বিমান ‘এয়ারল্যান্ডার ১০ ’ প্রথম সফল উড়ান পাড়ি দেয় । বিমানটি কোন দেশের ?
Ans : যুক্তরাজ্য ।
- কোন দেশ বিশ্বের দীর্ঘতম উচ্চতম কারে সেতু বানিয়েছে ?
Ans : চীন ।
- কোন শহরে ২০১৬ সালের মাউন্টেন ইকোস লিটায়ারি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় ?
Ans : থিম্পু , ভুটান ।
- ২০১৬ সালে কে মণিপুরের রাজ্যপালন হন ?
Ans : নাজমা হেপাতুল্লা ।
- ২০১৬ সালে কোন অসমের রাজ্যপাল হন ?
Ans : বনওয়ারিলাল পুরােহিত ।
- ২০১৬ সালে কোন রাজ্যে প্রথম বায়াে – সিএনজি জ্বালানি প্রকল্প শুরু হয় ?
Ans : মহারাষ্ট্র ।
- ২০১৬ সালের স্বাধীন দিবসে কাকে মরণােত্তর অশােক চক্র দেওয়া হয় ?
Ans : হাবিলদার হাঙ্গপান দাদা ।
- দৃষ্টিহীনদের জন্য ভারতের কোন রাজ্যে প্রথম স্পর্শানুভূতির সুযোেগ সমৃদ্ধ উদ্যনি গড়া হয় ?
Ans : কালিকট বিশ্ববিদ্যালয় চত্বর , কেরালা ।
- ২০১৬ সালে ভারতের কোন রাজ্যে প্রথম নিকেল উৎপাদন কেন্দ্র গড়ে তােলা হয় ?
Ans : ঘাটশিলা , ঝাড়খণ্ড ।
- ২০১৬ সালে কে পিএসএ অস্ট্রেলিয়ান ওপেন জেতেন ?
Ans : দীপিকা পাল্লিকাল ।
- বোম্বে হাইকোর্টের দ্বিতীয় মহিলা প্রধান বিচারপতি কে ?
Ans : মঞ্জুলা চেল্লুর।
- কোন দিনটিতে বিশ্ব হস্তী দিবস পালিত হয় ?
Ans : ১২ আগস্ট ।
- ডিএসটি সংবিধান সংশােধনটি কোন রাজ্য প্রথম গ্রহণ করে?
Ans : অসম।
- অন্ধ্র প্রদেশ , কর্ণাটক তেলেঙ্গানার কৃষ্ণা নদীর উপর পালিত কৃষ্ণা পুষ্কার উৎসৰ ( ২০১৬ ) কত বছর অন্তর অনুষ্ঠিত হয় ?
Ans : ১২ বছর।
- আন্তজাতিক বায়োডিজেল দিবস কোন দিনটিতে পালন করা হয় ?
Ans : ১০ আগস্ট ।
- ২০১৬ সালে প্রয়াত হানিফ মহম্মদ কোন দেশের ক্রিকেট খেলােয়াড় ছিলেন?
Ans : পাকিস্তান ।
- প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন সম্ভাবনা দিবস হিসেবে পালিত হয় । কোন দিনটি ?
Ans : ২০ আগস্ট ।
- রাজস্থানের রণথম্বাের জাতীয় উদ্যানের বাঘের রানি নামে পরিচিত বাঘিনীটির মৃত্যু হয় ২০১৬ সালে । তার নাম কী ?
Ans : মছলি ।
- সাংসদ আদর্শ গ্রাম যােজনায় শচীন তেন্ডুলকর মহারাষ্ট্রের কোন গ্রামকে দত্তক নিয়েছেন ?
Ans : দোনজা।
- ভারতের কোন শহরে দেশের বিভিন্ন অভয়ারণ্যের বাঘেদের তথ্য ( repository ) গড়ে তােলা হচ্ছে ?
Ans : দেরাদুন , উত্তরাখণ্ড ।
- রক্ষণাবেক্ষণমুক্ত জাতীয় সড়ক গড়ার প্রযুক্তি তৈরির জন ন্যাশনাল অথরিটি অব ইন্ডিয়া কোন আইআইটি’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ?
Ans : আইআইটি , খড়্গপুর ।
- ই – কমার্স আইন খতিয়ে দেখতে কোন কমিটি গড়া হবে ?
Ans : অমিতাভ কান্ত কমিটি ।
- কোন দেশ পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ‘ গ্যাওফেনত ২০১৬ সালে মহাকাশে পাঠায় ?
Ans : চীন ।
আরোও দেখুন:-
জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here
আরোও দেখুন:-
কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here
Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali / GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।
Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 252
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 252” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।