জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 260
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 260

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 260  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 260  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 260  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 260 

  1. চীন থেকে দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানির উপর কোন সময় পর্যন্ত কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করেছে ? 

Ans :  জুন , ২০১৭ । 

  1. কোন দেশ ২০১৬ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়?

Ans :  চিলি ।

  1. ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটেওরােলজি ( IITM ) – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

Ans :  পুণে । 

  1. পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

Ans :  দাজিলিং , পশ্চিমবঙ্গ ।

  1. ২০১৬ সালে কে ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হন ? 

Ans :  অনিল কুম্বলে ।

  1. কোন দিনটি বিশ্ব অলিম্পিক দিবস হিসাবে পালিত হয় ?

Ans :  ২৩ জুন ।

  1. পরিযায়ী পাখির জন্য বিখ্যাত পবিতােরা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

Ans :  অসম ।

  1. ইরাকের কোন শহর সরকারি ভাবে প্রথম আইএস জঙ্গিদের হাত থেকে সম্পূর্ণ দখল মুক্ত করা গেছে ?

Ans :  ফালুজা । 

  1. কমপ্রেসড ন্যাচারাল গ্যাস ( CNG ) চালিত দু চাকার গাড়ির পাইলট প্রকল্প কোন শহরে প্রথম চালু হয় ? 

Ans :  নিউ দিল্লি ।

  1. ২০১৬ সালে ২৫ – তম জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক রিসার্চ পুরস্কার কে পান ?

Ans :  সঞ্জয় মিত্তল , আইআইটি , কানপুর ।

  1. সানওয়ে তাইহু লাইট ’ ( Sunway Taihu Light ) বিশ্বের দ্রুততম কম্পিউটারের স্বীকৃতি পেয়েছে । এটি কোন দেশে তৈরি ?

Ans :  চীন । 

  1. ২০১৬-১৭ সালের জন্য কোন ঐতিহাসিক স্থানকে সার্কের ( SARRC ) সাস্কৃেতিক রাজধানী ঘােষণা করা হয়েছে?

Ans :  মহাস্থানগড় , বাংলাদেশ । 

  1. ২০১৬ সালে কোন শহরে আন্তর্জাতিক মােগ সম্মেলন অনুষ্ঠিত হয় ? 

Ans :  নিউ দিল্লি । 

  1. ক্যান্সারের কারণে কেন্দ্রীয় সরকার পাউরুটি ও অন্যান্য খাদ্য সামগ্রীতে কোন রাসায়নিকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ? 

Ans :  পটাশিয়াম ব্রোমেট । 

  1. ২০১৬ সালে কোন লঞ্চ ভেলিকেল থেকে ভারত সফল ভাবে রেকর্ড ২০ টি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ?

Ans :  পিএসলভি -৩৪ ।

  1. পশ্চিমবঙ্গের পর কোন রাজ্য ইহুদিদের সংখ্যালঘুর স্বীকৃতি দিয়েছে ?

Ans :  মহারাষ্ট্র ।

  1. ২০১৬ সালের ইউএনসিটিএডি ( UNCTAD ) – এর ওয়র্ল্ড ইনভেস্টমেন্ট রিপাের্ট অনুযায়ী দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়ােগ ( FDI ) আসার বিচারে ভারত কততম স্থান পেয়েছে ?

Ans :   দশম।

  1. ২০১৬ সাল পর্যন্ত নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য কটি দেশ?

Ans :  ৪৮ । 

  1. মৈত্রী এক ঞ্জন যােজনা ‘ প্রকল্পে প্রাথমিক স্কুলকে হাই স্কুল এবং হাইস্কুলকে কলেজের সঙ্গে যুক্ত করা হয়েছে । এতে হাইস্কুলের শিক্ষকেরা প্রাথমিক স্কুলে এবং কলেজ শিক্ষকরা হাইস্কুলে ক্লাস নেবেন । কোন রাজ্যে এই প্রকল্প চালু হয়েছে ?

Ans :  শিবসাগর জেলা , অসম । 

  1. ভারতের প্রথম কোন তিন মহিলাকে ফাইটার বিমান চালকের মর্ধাদা দেওয়া হয়?

Ans :  মােহনা সিং , রাজস্থান , ভাবনা কান্ত , বিহার , অবনি চতুর্বেদী , মধ্যপ্রদেশ ।

  1. আয়ুর্বেদ , যােগ , ন্যাচারােপ্যাথি , ইউনানি , সিদ্ধ এবং হােমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় আয়ুষ ’ প্রথম কোন রাজ্যে গড়ে উঠবে?

Ans :  হরিয়ানা । 

  1. বিমানের টিকিট কেনার জন্য কোন অ্যানড্রয়েড মােবাইল অ্যাপ ( app ) চালু করেছে ভারতীয় রেলওয়ে ? 

Ans :  আইআরসিটিসি এয়ার ( IRCTC Air ) । 

  1. ভারতের কোন রাজ্য সরকার হেপাটাইটিস – সি রােগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রকল্প প্রথম গ্রহণ করে ?

Ans : পাঞ্জাবি । 

  1. পােল্যান্ডে পর্যটন শিল্প ও ইকোলজি বিষয়ক আন্তর্জাতিক ফিল্মঅ্যাটি ( FilmAT ) চলচ্চিত্র উৎসবে কোন রাজ্যের পর্যটন দপ্তর চারটি পুরস্কার পেয়েছে?

Ans :  কেরালা।

  1. যৌথ উদ্যোগ সাম্পুর ( Sampoor ) বিদ্যুৎ প্রকল্পের এক অংশীদার ভারতের এনটিপিসি ( NTPC ) । অন্যটি কোন সংস্থা ? 

Ans :  সিলােন ইনেক্ট্রিসিটি বাের্ড ( CEB ) , শ্রীলঙ্কা ।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 260 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 260 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।