জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 289
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 289

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 289  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 289  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 289  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : General Knowledge Question and Answer | Part – 289 

 

  1. অ্যালভিওলাই কোথায় পাওয়া যায় ? 

Ans :  অ্যালভিওলাই ফুসফুসে পাওয়া যায় ।

  1. প্রাপ্ত বয়স্ক স্ত্রীলােকের রক্তের গড় পরিমাণ কত ?

Ans :  ৪.৫ লিটার । 

  1. ডি এন এ কোথায় বিদ্যমান থাকে ? 

Ans :  নিউক্লিয়াসে ।

  1. ফুসফুসে মােট বায়ুধারণ ক্ষমতা কত ? 

Ans :  ৬০০০ মি . লি .।

  1. কোনটিকে কোষের জ্বালানি ঘর বলা হয় ?

Ans :  মাইটোকন্ড্রিয়া ।

  1. দেহকোষ নয় কোনটি?

Ans :  শুক্রাণু।

  1. বিপাকীয় বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কী বলা হয় ?

Ans :  রেচন।

  1. মানবদেহে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমােজোমের সংখ্যা কত ?

Ans :  একজোড়া । 

  1. জীনের রাসায়নিক উপাদান কোনটি ?

Ans :  ডি এন এ ।

  1. শুক্রাণুতে ক্রোমােজোমের সংখ্যা কত ?

Ans :  ২৩ টি ।

  1. সর্দিকাশি হলে চিকিৎসকরা যে ওষুধ ব্যবহারের পরামর্শ দেন সেটি কি ? 

Ans :  এফিড্রিন । 

  1. কেঁচোর হিমােগ্লোনি কোথায় থাকে ? 

Ans :  রক্ত রসে।

  1. ভিটামিন ডি এর অভাবে বয়স্ক মানুষদের যে রােগ হয় সেটি কি ? 

Ans :  অস্টিও ম্যালেসিয়া ।

  1. মানুষের সুষম খাদ্যে কার্বোহাইড্রেট , প্রােটিন ও চর্বি জাতীয় খাদ্যের ওজনের অনুপাত কত ?

Ans :  ৪ : ১ : ১ ।

  1. মানুষের ১০০ মি . লি . রক্তে হিমােগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত ? 

Ans :  ১৪.৫ গ্রাম । 

  1. সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম কি ?

Ans :  ব্যাসিলাস বুটসচিক্রি । 

  1. কুকুরের ঘাম নিঃসরণ গ্রন্থিটি কি ?

Ans :  জিহ্বা । 

  1. স্নেহ পদার্থের ক্যালােরি মূল্য কত ?

Ans :  ৯.৩ গ্রাম ।

  1. বাদুর ওড়ার সময় যে শব্দ করে তা কেমন?

Ans :  আলট্রাসােনিক । 

  1. উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় , তার নাম কি ? 

Ans :  তাপ বৈদ্যুতিক পাইরােমিটার । 

  1. শুষ্ক বরফকে কি বলা হয় ?

Ans :  হিমায়ত কার্বন ডাইঅক্সাইড ।

  1. কোন পরমাণুর ভর বলতে কি বােঝানাে হয়?

Ans :  নিউট্রন ও প্রােটনের ভর ।

  1. পানীয় জলে ক্লোরিন মেশানাে হয় কেন ?

Ans :  ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করা যায় । 

  1. সাধারণ লােহা থেকে ইস্পাত ভিন্ন হওয়ার কারণ কি ? 

Ans :  নির্দিষ্ট পরিমাণ কার্বনের উপস্থিতি ।

  1. কোন্ ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয় ।

Ans :  দস্তা।

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 289 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 289 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।