ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর
Indian Geography – GK Question and Answer
ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর | Indian Geography – GK Question and Answer in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর – Indian Geography – GK Question and Answer in Bengali Part-324 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জেনারেল নলেজ বা জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ভারতীয় ভূগোল – জিকে বা ভারতীয় ভূগোল – জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর বা ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর | Indian Geography – GK or Indian Geography – General Knowledge Question and Answer in Bengali Part-324 পড়লেই নিশ্চিত কমন পাবেন।
আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর বা জেনারেল নলেজ ভূগোল বা ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Indian Geography – GK Part-324 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
ভারতীয় ভূগোল – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | Indian Geography – General Knowledge Question and Answer | Part-324
- বোরোরা কোথাকার বাসিন্দা ?
Ans. গারো পাহাড় ।
- ভারতের কোন উপকূলীয় অঞ্চল ‘হুদহুদ সাইক্লোন’ দ্বারা প্রভাবিত হয়েছিল ?
Ans. অন্ধ্র প্রদেশ উপকূল ।
- ভারতের কোন অংশে খনিজ সম্পদের বৃহত্তম মজুদ পাওয়া যায় ?
Ans. দক্ষিণ পূর্ব ।
- ভারতীয় খনিজগুলির হৃদয়-স্থান কোথায়?
Ans. ছোট নাগপুর মালভূমি, দন্ডকারণ্য মালভূমি এবং ওড়িশার মালভূমি এই অঞ্চলে অবস্থিত যা বৃহত্তম খনিজ সম্পদ উপদ্বীপ অঞ্চলে অবস্থিত। এটি ভারতীয় খনিজগুলির হৃদয়-স্থান হিসাবে পরিচিত।
- ভারতীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত –
Ans. কটক ।
- সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (সি.আর.আর.আই) কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
Ans. সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (সি.আর.আর.আই) 1946 সালে বিধিধরপুর, ওডিশার কটকের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল।
- UP-308 প্রকার বিশেষ কি?
Ans. গম ।
- U.P. 308 বা মেক্সিকান বামন গম কোথায় চাষ করা হয়?
Ans. U.P. 308 বা মেক্সিকান বামন গম বিহারের দারভাঙ্গা জেলায় চাষ করা হয়।
- সকাল 5 টায় (অরুণাচল প্রদেশ) তিরপে যদি সূর্য ওঠে তবে গুজরাটের কান্দলায় সূর্যটি কোন সময় (আই.এস.টি) উঠবে ?
Ans. সকাল 7: 00 টায়।।
- এলাচ পাহাড় কোন রাজ্যের সীমান্তে অবস্থিত?
Ans. কেরল ও তামিলনাড়ু ।
- এলাচ পাহাড়ের নামকরণের কারণ কি?
Ans. এলাচ পাহাড়ের নামটি এলাচ মশলার থেকে আসে যা এই পাহাড়ে প্রচুর পরিমাণে জন্মে।
- শ্রীহরিকোটা দ্বীপটি অবস্থিত ?
Ans. অন্ধ্র প্রদেশের পুলিকট হ্রদের কাছে অবস্থিত।
- সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত?
Ans. সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহারিকোটায় অবস্থিত।
- পুলিকট হ্রদটিকে …….… থেকে আলাদা করেছে।
Ans. বঙ্গোপসাগর ।
- ভারতের কোন অংশে দন্ডকারণ্য অবস্থিত ?
Ans. দন্ডকারণ্য দক্ষিণ ভারতের উপদ্বীপ মালভূমির অংশ।
- ঝুম চাষ কারা করে ?
Ans. খাসী ।
- খাসী উপজাতি কোথায় দেখা যায়?
Ans. উত্তর পূর্বে মেঘালয় রাজ্যে।
- স্থানান্তর চাষ কারা করে ?
Ans. খাসী উপজাতিরা।
- ভারতের কোন অংশে প্রতিদিনের তাপমাত্রার পরিমাণ সর্বোচ্চ ?
Ans. রাজস্থানের মরুভূমি ।
- কোন নদী একটি ভগ্ন উপত্যকা দিয়ে যায় ?
Ans. তাপী ।
- মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কোন ফসল চাষ করা হয় ?
Ans. মাসকলাই ডাল ।
- সোনালী চতুর্ভুজটি কী ?
Ans. জাতীয় হাইওয়ে প্রকল্প ।
- ভারতের কোন বিমানবন্দরটি পাবলিক লিমিটেড সংস্থার মালিকানাধীন ?
Ans. কোচিন বিমানবন্দর ।
- সবুজ হাইওয়ে পলিসির উদ্দেশ্য কী ?
Ans. বৃক্ষরোপণ ।
- আমাদের সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ কোনটি?
Ans. বৃহস্পতি গ্রহ ।
আরোও দেখুন:-
পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here
আরোও দেখুন:-
দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here
আরোও দেখুন:-
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here
আরোও দেখুন:-
সমস্ত জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর – General Knowledge Click Here
আরোও দেখুন:-
কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here
Important GK For All Competitive Exam | Indian Geography – GK | জেনারেল নলেজ ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর | ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর
” জেনারেল নলেজ জিকে (GK) – ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর / ভারতীয় ভূগোল – জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / ভারতীয় ভূগোল – জিকে কুইজ / ভারতীয় ভূগোল – সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / ভারতীয় ভূগোল – জিকে কুইজ / ভারতীয় ভূগোল – জিকে 2021 / জিকে ২০২১ / ভারতীয় ভূগোল – জিকে MCQ / ভারতীয় ভূগোল – জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / ভারতীয় ভূগোল – জিকে চাকরির পরীক্ষার জন্য / ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর / ভারতীয় ভূগোল – জেনারেল নলেজ কোশ্চেন / ভারতীয় ভূগোল – জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / ভারতীয় ভূগোল – জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / ভারতীয় ভূগোল – জেনারেল নলেজ (Indian Geography – – GK / Indian Geography – GK / Indian Geography – GK / Indian Geography – General Knowledge / Indian Geography – GK in Bengali / Indian Geography – GK in Bangla / GK 2021 / Indian Geography – GK quiz / common Indian Geography – GK questions and answers / Indian Geography – GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / Indian Geography – GK questions in Bengali ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর | Indian Geography – GK Part-324) সফল হবে।
Info : ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – Indian Geography – GK Part-324
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “ভারতীয় ভূগোল – জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – Indian Geography – GK Part-324 ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।