ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali
ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর

The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Question and Answer  নিচে দেওয়া হল। এই ” ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali ” প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali থেকে বিভিন্ন রকম ভাবে উপকৃত হবে।

 তোমরা যারা ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer / SAQ ) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali

  1. গঙ্গা সমভূমি নতুন পলিগঠিত অংশকে কি বলে?

Ans: গঙ্গা সমভূমি নতুন পলিগঠিত অংশকে বলে খাদার।

  1. মালাই শব্দের অর্থ কি?

Ans: মালাই শব্দের অর্থ পাহাড়।

  1. ভারতের একটি শীতল মরুভূমির নাম কি?

Ans: ভারতের একটি শীতল মরুভূমির নাম হল লাদাখ।

  1. পৃথিবীর উচ্চতম সেতু কোন গিরিপথে

 তৈরি হয়েছে?

Ans: পৃথিবীর উচ্চতম সেতু খারদুংলা গিরিপথে

 তৈরি হয়েছে।

  1. পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans: পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম।

  1. মালাবার উপকূল কোথায় পর্যন্ত বিস্তৃত?

Ans: মালাবার উপকূল গোয়া থেকে কন্যাকুমারী অংশ পর্যন্ত বিস্তৃত।

  1. করমন্ডল উপকূল কোথায় পর্যন্ত বিস্তৃত?

Ans: করমন্ডল উপকূল কৃষ্ণা নদীর মোহনা থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত।

  1. কন্নড় ভাষায় মালনাদ শব্দের অর্থ কি?

Ans: কন্নড় ভাষায় মালনাদ শব্দের অর্থ পাহাড়ি দেশ।

  1. প্যাংগং হ্রদ কোন অঞ্চলে অবস্থিত?

Ans: প্যাংগং হ্রদ জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত।

  1. আন্দামানের দুটি আগ্নেয় দ্বীপের নাম কি?

Ans: ব্যারেন ও নারকোন্ডাম আন্দামানের দুটি আগ্নেয় দ্বীপের নাম।

  1. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি?

Ans: ভারতের সর্বোচ্চ গিরিপথ ডুংরিলা বা মানা গিরিপথ।

  1. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans: পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাভা।

  1. ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু অংশ কোনটি?

Ans: ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু অংশ প্যাট অঞ্চল।

  1. বিন্ধ্য পর্বত এর পূর্ব দিকের মালভূমির নাম কি?

Ans: বিন্ধ্য পর্বত এর পূর্ব দিকের মালভূমির নাম রেওয়া মালভূমি।

  1. ভারতের উচ্চতম হ্রদের নাম কি?

Ans: ভারতের উচ্চতম হ্রদের নাম লাদাখের প্যাংগং।

  1. ভারতের মরু অঞ্চলে কি ধরনের খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে?

Ans: ভারতের মরু অঞ্চলে খনিজ তেল ধরনের খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

  1. কুমায়ুন হিমালয় এর হ্রদ গুলিকে কি বলে?

Ans: কুমায়ুন হিমালয় এর হ্রদ গুলিকে বলে তাল।

  1. ভারতের বিখ্যাত চার ধাম কোন রাজ্যে অবস্থিত?

Ans: ভারতের বিখ্যাত চার ধাম (গঙ্গোত্রী যমুনোত্রী ,কেদারনাথ, বদ্রিনাথ) উত্তরাখান্ড রাজ্যে অবস্থিত।

  1. থর মরুভূমির বৃহত্তম হ্রদ কি?

Ans: থর মরুভূমির বৃহত্তম হ্রদ সম্বর।

  1. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি?

Ans: নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা।

  1. পাঞ্জাবে নিচু প্লাবনভূমি কে স্থানীয় ভাষায় কি বলে?

Ans: পাঞ্জাবে নিচু প্লাবনভূমি কে স্থানীয় ভাষায় ধায়া বলে।

  1. ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় কোনটি?

Ans: ছোটনাগপুরের সর্বোচ্চ পাহাড় হলো পরেশনাথ।

  1. রাজস্থানে বালিয়াড়ি ঘেরা হ্রদগুলিকে কি বলে?

Ans: রাজস্থানে বালিয়াড়ি ঘেরা হ্রদগুলিকে বলে ধান্দ।

  1. ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans: কুলাকাংড়ি ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।

  1. ভারতের সাতপুরা এক ধরনের কোন পর্বত?

Ans: ভারতের সাতপুরা এক ধরনের স্তুপ পর্বত।

  1. পশ্চিম উপকূলের উপহ্রদ গুলি হল?

Ans: পশ্চিম উপকূলের উপহ্রদ গুলি হল কয়াল।

  1. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল?

Ans: পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিপথ হল কারাকোরাম।

  1. রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম কি?

Ans: রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম হামাদা।

  1. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans: আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ টি হল স্যাডল পিক।

  1. হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণ এর নাম কি?

Ans: হিমালয়ের একটি উষ্ণ প্রস্রবণ মণিকরণ হিমাচল প্রদেশ এ অবস্থিত।

  1. কাশ্মীর উপত্যকা কোন পর্বতের মাঝে অবস্থিত?

Ans: কাশ্মীর উপত্যকা পিরপাঞ্জাল ও জাসকর পর্বতের মাঝে অবস্থিত।

  1. কাশ্মীর উপত্যকায় অবস্থিত দুটি বিখ্যাত হ্রদ গুলোর নাম কি?

Ans: ডাল ও উলার কাশ্মীর উপত্যকায় অবস্থিত দুটি বিখ্যাত হ্রদ।

  1. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কি?

Ans: ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিং অফ কারাকোরাম।

  1. অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

Ans: অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল কাংটো।

  1. লাদাখ ও জাসকার পর্বতের মাঝের উপত্যকায় প্রবাহিত নদীর নাম কি?

Ans: লাদাখ ও জাসকার পর্বতের মাঝের উপত্যকায় প্রবাহিত নদীর নাম সিন্ধু।

  1. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ কোনটি?

Ans: ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ চিল্কা।

  1. কয়াল বা লেগুন দেখা যায় কোন উপকূলে?

Ans: কয়াল বা লেগুন দেখা যায় মালাবার উপকূলে।

  1. মেঘালয়ের গারো পাহাড় কোন ধরনের পাহাড়?

Ans: মেঘালয়ের গারো পাহাড় এক ধরনের ক্ষয়জাত পাহাড়।

  1. মহারাষ্ট্র মালভূমি কোন শিলা দ্বারা গঠিত?

Ans: মহারাষ্ট্র মালভূমি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।

  1. ভারতের একমাত্র অন্তবাহিনী কোন নদী রাজস্থান রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে?

Ans: ভারতের একমাত্র অন্তবাহিনী নদী লুনি রাজস্থান রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে।

  1. পূর্বঘাট পর্বতের অন্য নাম কি?

Ans: পূর্বঘাট পর্বতের অন্য নাম মলয়াদ্রি।

  1. পশ্চিমঘাটের থলঘাট গিরিপথ কোথায় অবস্থিত?

Ans: পশ্চিমঘাটের থলঘাট গিরিপথ অবস্থিত নাসিকের কাছে।

  1. বাবাবুদান পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত?

Ans: বাবাবুদান পাহাড়টি কর্ণাটক রাজ্যে অবস্থিত।

  1. আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে প্লাবনভূমি কে কি বলে?

Ans: আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে প্লাবনভূমি কে বলে রোহি।

  1. ভারতের একমাত্র মরুস্থলীয় নদী কোনটি?

Ans: ভারতের একমাত্র মরুস্থলীয় নদী লুনি।

  1. বিন্ধ্য পর্বত একটি _______ পর্বত।

Ans: বিন্ধ্য পর্বত একটি স্তুপ পর্বত।

  1. কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে _______ নদী।

Ans: কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা নদী।

  1. ভারতের উত্তরতম সীমা কোনটি?

Ans: ভারতের উত্তরতম সীমা হলো কারাকোরাম পর্বত। 

  1. মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত?

Ans: মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাথা নামে পরিচিত।

  1. এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ কোনটি?

Ans: এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথ হলো জহর ট্যানেল।

  1. পিরপাঞ্জাল এবং ধঁওলাধরের মধ্যে রয়েছে?

Ans: পিরপাঞ্জাল এবং ধঁওলাধরের মধ্যে রয়েছে কুলুভ্যালি।

  1. গারো পাহাড়ের সর্বোচ্চ অংশ কোনটি?

Ans: গারো পাহাড়ের সর্বোচ্চ অংশ নকরেক।

  1. মরুস্থলি কথার অর্থ কি?

Ans: মরুস্থলি কথার অর্থ মৃতের দেশ।

  1. দাক্ষিণাত্য মালভূমির অংশ ______ মালভূমি।

Ans: দাক্ষিণাত্য মালভূমির অংশ মেঘালয় মালভূমি।

  1. নীলগিরি পর্বতের দক্ষিণে রয়েছে কোন গিরিপথ?

Ans: নীলগিরি পর্বতের দক্ষিণে রয়েছে পালঘাট গিরিপথ।

  1. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans: সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়।

  1. কর্ণাটক মালভূমির উত্তর-পূর্ব দিকে অনুচ্চ মালভূমিকে কি বলে?

Ans: কর্ণাটক মালভূমির উত্তর-পূর্ব দিকে অনুচ্চ মালভূমিকে বলে ময়দান।

  1. তেলেঙ্গানা মালভূমি কোন রাজ্যে অবস্থিত?

Ans: তেলেঙ্গানা মালভূমি অবস্থিত তেলেঙ্গানা রাজ্যে।

  1. কার্ডামম পর্বতের কাছে রয়েছে কোন গিরিপথ?

Ans: কার্ডামম পর্বতের কাছে রয়েছে পালঘাট গিরিপথ।

  1. মালাবার উপকূলের বালিয়াড়ি কে কি বলে?

Ans: মালাবার উপকূলের বালিয়াড়ি কে বলে ধান্দ।

  1. ভারতের কঙ্কন উপকূল ভাগটি কেমন প্রকৃতির?

Ans: ভারতের কঙ্কন উপকূল ভাগটি বেশি ভগ্ন প্রকৃতির।

  1. উপসাগরীয় দ্বীপ কোন দ্বীপপুঞ্জ কে বলে?

Ans: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কে বলে উপসাগরীয় দ্বীপ।

  1. ব্যারেন দ্বীপ এক ধরনের ______ আগ্নেয়গিরি।

Ans: ব্যারেন দ্বীপ এক ধরনের জীবন্ত আগ্নেয়গিরি।

  1. লাক্ষাদ্বীপ এক ধরনের ________ দ্বীপ।

Ans: লাক্ষাদ্বীপ এক ধরনের উপসাগরীয় দ্বীপ।

  1. লা শব্দের অর্থ কি?

Ans: লা শব্দের অর্থ গিরিপথ।

  1. মালাই শব্দের অর্থ কি?

Ans: মালাই শব্দের অর্থ পাহাড়।

  1. গিরনার পাহাড়ের সর্বোচ্চ অংশ কোনটি?

Ans: গিরনার পাহাড়ের সর্বোচ্চ অংশ গোরখনাথ।

  1. ভারতের দক্ষিণতম পর্বত কোনটি?

Ans: ভারতের দক্ষিণতম পর্বত হল কার্ডামম।

  1. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

Ans: পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল মহেন্দ্রগিরি।

  1. পশ্চিম উপকূলের সমভূমি দক্ষিণাংশের নাম কি?

Ans: পশ্চিম উপকূলের সমভূমি দক্ষিণাংশের নাম মালাবার উপকূল।

  1. মহারাষ্ট্রের উপকূল কে কি বলা হয়?

Ans: মহারাষ্ট্রের উপকূল কে বলা হয় কঙ্কন উপকূল।

  1. লুনি নদীর উত্তর অংশে অবস্থিত উপত্যকাকে কি বলে?

Ans: লুনি নদীর উত্তর অংশে অবস্থিত উপত্যকাকে বলে থালি।

  1. কচ্ছের রান অঞ্চলের একটি দ্বীপের নাম কি?

Ans: কচ্ছের রান অঞ্চলের একটি দ্বীপের নাম পাচ্চাম।

  1. লাক্ষা দ্বীপের দ্বীপপুঞ্জের সংখ্যা কয়টি?

Ans: লাক্ষা দ্বীপের দ্বীপপুঞ্জের সংখ্যা 36 টি।

  1. শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে কোন সমভূমি গড়ে উঠেছে?

Ans: শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে ভাবর সমভূমি গড়ে উঠেছে।

  1. যমুনা নদীর পশ্চিমে নিচু মালভূমির নাম কি?

Ans: যমুনা নদীর পশ্চিমে নিচু মালভূমির নাম বুন্দেলখন্ডের উচ্চভূমি।

  1. ছোটনাগপুর মালভূমির একটি জলপ্রপাতের নাম কি?

Ans: রাজরাপ্পা ছোটনাগপুর মালভূমির একটি জলপ্রপাত।

  1. কর্ণাটক উপকূলে _______ তৈরি হয়েছে।

Ans: কর্ণাটক উপকূলে রিয়া উপকূল তৈরি হয়েছে।

  1. হিমালয় যেখানে অবস্থিত তার আগে সেখানে কি ছিল?

Ans: হিমালয় যেখানে অবস্থিত তার আগে সেখানে টেথিস সাগর ছিল।

  1. কোন যুগে হিমালয়ের উৎপত্তি হয়?

Ans: টারশিয়ারী যুগে হিমালয়ের উৎপত্তি হয়।

81.সিঙ্গলিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans: সিঙ্গলিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু।

  1. হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

Ans: হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট।

  1. পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে কোন পর্বত অবস্থিত?

Ans: পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে সিঙ্গালিলা পর্বত অবস্থিত।

  1. ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি কোন রাজ্যে অবস্থিত?

Ans: ভারতের একমাত্র উষ্ণ মরুভূমি রাজস্থান রাজ্যে অবস্থিত।

  1. ভারতের মরুভূমির পশ্চিম অংশের নাম কি?

Ans: ভারতের মরুভূমির পশ্চিম অংশের নাম মরুস্থলি।

  1. ভারতের বৃহত্তম নদী চর কোনটি?

Ans: ব্রহ্মপুত্র নদের মাজুলী দ্বীপ ভারতের বৃহত্তম নদী চর।

  1. মধ্য ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণী কোনটি?

Ans: মধ্য ভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণী বিন্ধ্য।

  1. তামিলনাড়ুর উপকূলের নাম কি?

Ans: তামিলনাড়ুর উপকূলের নাম করমন্ডল উপকূল।

  1. ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কি?

Ans: ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম জাম্পুইটাং‌।

  1. হিমালয় সর্বদক্ষিণের পর্বত শ্রেণীর নাম কি?

Ans: হিমালয় সর্বদক্ষিণের পর্বত শ্রেণীর নাম শিবালিক।

  1. হিমালয়ের উত্তর পশ্চিম প্রান্তে কোন পর্বত অবস্থিত?

Ans: হিমালয়ের উত্তর পশ্চিম প্রান্তে নাঙ্গা পর্বত অবস্থিত।

  1. পাঞ্জাব সমভূমির নতুন পলি গঠিত ভূমি কে কি বলে?

Ans: পাঞ্জাব সমভূমির নতুন পলি গঠিত ভূমি কে বেট বলে।

  1. মহানদী অববাহিকার মধ্যভাগের নাম কি?

Ans: মহানদী অববাহিকার মধ্যভাগের নাম ছত্রিশগড় সমতল ক্ষেত্র।

  1. মধ্য ভারতের মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

Ans: মধ্য ভারতের মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম অমরকন্টক।

  1. করমন্ডল উপকূলে অবস্থিত উপহ্রদ এর নাম কি?

Ans: করমন্ডল উপকূলে অবস্থিত উপহ্রদ এর নাম পুলিকট।

  1. নীলগিরির সর্বোচ্চ উচ্চতা কত?

Ans: নীলগিরির সর্বোচ্চ উচ্চতা 2637 মিটার।

  1. গুজরাটের লবণাক্ত হ্রদ গুলোকে স্থানীয় ভাষায় কি বলে?

Ans: গুজরাটের লবণাক্ত হ্রদ গুলোকে স্থানীয় ভাষায় রান বলে।

  1. নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত রয়েছে?

Ans: নর্মদা ও তাপ্তি নদীর মাঝে সাতপুরা ও মহাদেব পর্বত রয়েছে।

  1. কারাকোরাম এর অন্য নাম কি?

Ans: কারাকোরাম এর অন্য নাম কৃষ্ণগিরি।

  1. কোহিমা পাহাড়ের সর্বোচ্চ অংশ কি?

Ans: কোহিমা পাহাড়ের সর্বোচ্চ অংশ জাপভো।

  1. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ অংশ কোনটি?

Ans: আরাবল্লী পর্বতের সর্বোচ্চ অংশ গুরুশিখর।

  1. শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অংশকে কি বলে?

Ans: শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী অংশকে দুন বলে।

  1. কাশ্মীর হিমালয়ের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়?

Ans: সিন্ধু নদী প্রবাহিত হয় কাশ্মীর হিমালয়ের মধ্য দিয়ে।

  1. পশ্চিমঘাট একটি ______ পর্বত।

Ans: পশ্চিমঘাট একটি স্তুপ পর্বত।

  1. হিমালয় ______ গ্রন্থি থেকে এসেছে।

Ans: হিমালয় পামির গ্রন্থি থেকে এসেছে।

  1. কাশ্মীর উপত্যকা কারেওরা মাটি কোন চাষ বিখ্যাত?

Ans: কাশ্মীর উপত্যকা কারেওরা মাটি জাফরান চাষ বিখ্যাত।

  1. কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

Ans: কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ টি ভারতের সিকিম রাজ্যে অবস্থিত।

  1. সিনট্যাক্সিয়াল বাঁক কাকে বলে?

Ans: পূর্ব হিমালয় চুলের কাটার মত বাঁক সিনট্যাক্সিয়াল বাঁক বলে।

  1. কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ এর মাঝখানে কি রয়েছে?

Ans: কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ এর মাঝখানে রয়েছে কোলেরু হ্রদ।

  1. বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে কোন উপত্যকা রয়েছে?

Ans: বিন্ধ্য এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা।

  1. মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ কোনটি?

Ans: মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ শিলং।

  1. মেঘালয় মালভূমি কোন মালভূমির সম্প্রসারিত অংশ?

Ans: মেঘালয় মালভূমি আসলে ছোটনাগপুর মালভূমির সম্প্রসারিত অংশ।

  1. ধ্রিয়ান কাকে বলে?

Ans: থর মরুভূমির চলমান বালিয়াড়ি গুলিকে ধ্রিয়ান বলে।

  1. দুন কাকে বলে?

Ans: শিবালিক হিমালয়ের উত্তরাংশের ঢাল উপত্যকাকে দুন বলে।

  1. শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ কোনটি?

Ans: শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথ টি হল বানিহাল।

  1. কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করে কোন গিরিপথ?

Ans: কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে যোগাযোগ রক্ষা করে জোজিলা গিরিপথ।

  1. যমুনোত্রী হিমবাহ টি _______ হিমালয় এর অংশবিশেষ।

Ans: যমুনোত্রী হিমবাহ টি কুমায়ুন হিমালয় এর অংশবিশেষ।

  1. নেপাল ও সিকিম সীমান্তে অবস্থিত পর্বত শ্রেণীর নাম কি?

Ans: নেপাল ও সিকিম সীমান্তে অবস্থিত পর্বত শ্রেণীর নাম কাঞ্চনজঙ্ঘা।

  1. কারাকোরাম পর্বত এর উত্তরে ভারত চীন সীমান্তের পর্বত শ্রেণীর নাম কি?

Ans: কারাকোরাম পর্বত এর উত্তরে ভারত চীন সীমান্তের পর্বত শ্রেণীর নাম আগিল পর্বত।

  1. পৃথিবীর উচ্চতম গিরিপথ কোনটি?

Ans: পৃথিবীর উচ্চতম গিরিপথ কারাকোরাম গিরিপথ।

  1. পূর্বাঞ্চল ________ পর্বত এর অন্তর্গত।

Ans: পূর্বাঞ্চল পাটকই পর্বত এর অন্তর্গত।

  1. মিষ্টি জলের হ্রদের নাম কি?

Ans: ডাল হলো মিষ্টি জলের হ্রদ।

  1. মনিপুর ______ উপত্যকায় অবস্থিত।

Ans: মনিপুর ইম্ফল উপত্যকায় অবস্থিত।

  1. দুন কাকে বলে?

Ans: পশ্চিমবাংলায় অঞ্চলের মধ্যে হিমালয় পর্বত শ্রেণী এবং শ্রেণী মধ্যবর্তী অংশে যেসব দীর্ঘ কিন্তু কিন্তু অপরিকল্পিত প্রায় সমতল উপত্যাকা আছে  সেগুলো বলা হয় দুন। দেরাদুন (উত্তরাখণ্ড) উধমপুর(জম্মু-কাশ্মীর)।

  1. ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন কাকে বলে?

Ans: অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের জন্য কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয়।

  1. ব্যাকওয়াটার্স কাকে বলে?

Ans: কেরালা রাজ্যের মালাবার উপকূলে বহু উপহার লেগুন আছে এগুলোকে ব্যাকওয়াটার্স বলা হয় । এগুলির স্থানীয় নাম কয়াল । উদাহরণ- ভেম্বানাদ, অষ্টমুদি, পোনমুদি

  1. রান কাকে বলে?

Ans: গুজরাটে কচ্ছ উপদ্বীপের বিস্তীর্ণ অগভীর লবণাক্ত জলাভূমিকে রান বলে । এর উত্তর ভাগের নাম বৃহৎ রান এবং দক্ষিণ ভাগের নাম ক্ষুদ্র রান।

  1. জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর-পূর্ব ভাগের নাম _______ চীন অঞ্চল।

Ans: জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর-পূর্ব ভাগের নাম আকসাই চীন অঞ্চল।

  1. কয়াল কাকে বলে?

Ans: কয়াল : মালাবার উপকূলের অভ্যন্তরস্থ জলাভূমি ও উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। প্রকৃতপক্ষে, ভুআন্দোলনজনিত কারণে মালাবার উপকূলের বারবার উত্থান ও নিমজ্জন ঘটেছে। এই উত্থান ও নিমজ্জনের চিহ্ন স্বরূপ এখানে অসংখ্য জলাভূমির সৃষ্টি হয়েছে যা স্থানীয় ভাষায় কয়াল নামে পরিচিত। কেরল রাজ্যের মালাবার উপকূলের দুটি বিখ্যাত কয়াল হল ভেমবানাদ ও অষ্টমুদি। কয়ালুলি যােগাযােগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

  1. খাদার কাকে বলে?

Ans: খাদার : উত্তর ভারতে গঙ্গা এবং তার বিভিন্ন উপনদী বাহিত পলি নদী উপত্যকার দুই ধারে ধীরে ধীরে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়েছে তার মধ্যে যেসব এলাকা নতুন পলিগঠিত সেগুলিকে বলে খাদার। নদী উপত্যকা থেকে দূরবর্তী যেসব অঞ্চল প্রাচীন পলি দারা গঠিত তাদের বলে ভাঙ্গর। নতুন পলিগঠিত বলে ভাঙ্গরের তুলনায় খাদার বেশি উর্বর হয়।

  1. ভাবর কাকে বলে?

Ans: ভাবর : গঙ্গা সমভূমি অঞ্চলের উত্তর প্রান্তের নাম ভাবর। এলাকাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। এখানকার মাটি বালি ও নুড়িপূর্ণ এবং সচ্ছিদ্র। হিমালয়ের খরস্রোতা নদীগুলি নুড়ি, বালি কাঁকর প্রভৃতি বয়ে এনে এই ভূমি গঠন করেছে।

  1. তাল কাকে বলে?

Ans: তাল : কুমায়ুন হিমালয়ে হিমবাহের ক্ষ়কার্যের মাধ্যমে অসংখ্য নীচু জায়গা তৈরি হয়। পরবর্তীকালে ওইসব জায়গাগুলি জল জমে গিয়ে হ্রদের সৃষ্টি করে। ওই হ্রদদুলিকে স্থানীয় ভাষায় তাল বলে। সাততাল, ভীমতাল,নৈনিতাল এধরনের তাল।

  1. কারেওয়া কাকে বলে?

Ans: কারেওয়া : কাশ্মীর উপত্যকা অঞ্চলের 100-200 মিটার উচ্চ হ্রদের চারপাশে যে ধাপযুক্ত উর্বর পলিস্তরের সৃষ্টি হয়েছে, তাকে স্থানীয় ভাষায় কারেওয়া নামে ডাকা হয়। কারেওয়ার মধ্যে দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হচ্ছে। এই পলিমাটি এবং হিমবাহের ক্ষযজাত পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে। কারেওয়া মাটিতে খুব ভালাে জাফরান চাষ হয়।

অবস্থান: কাশ্মীর উপত্যকা অঞ্চল।

  1. ধান্দ কাকে বলে?

Ans: ধান্দ : ভারতের রাজস্থান মরুভূমিতে দুটি সমান্তরাল বালিয়াড়ির মধ্যে অনেক সময় হ্রদ দেখা যায় যেগুলি বছরের বেশিরভাগ সময়ে শুকনো থাকে এইসব শুকনাে হ্রদগুলিকে স্থানীয়ভাবে ধান্দ বলে।

  1. হামাদা কাকে বলে?

Ans: হামাদা : ভারতীয় মরুভূমি রােহি এবং ক্ষুদ্র মরু অঞ্চলের পশ্চিমদিকে বালি যুক্ত নরম শিলা দিয়ে গঠিত পাথুরে ভূমিভাগকে হামাদা বলে। এটি সম্পূর্ণ কৃষি অনুন্নত ভূমিভাগ।

  1. মালনাদ কাকে বলে?

Ans: মালনাদ : ক্ণাটক মালভূমির পশ্চিমদিকের অংশ মালনাদ নামে পরিচিত। এই পশ্চিমঘাট পর্বতের পূর্বদিকে অবস্থিত। অঞ্চলটি উত্তর-পশ্চিম থেকে দক্ষিপ-পূর্বে ঢালু। এখানকার পাহাড়গুলাের চূড়া গােলাকার। এটি প্রধানত গ্রানাইট ও নিস শিলা গঠিত ।

  1. শিবালিক পর্বত কি কি নামে পরিচিত?

Ans: শিবালিক পর্বত বিভিন্ন নামে পরিচিত জম্মুতে জম্মু পাহাড়, অরুণাচল প্রদেশে ‘ডাফলা’, ‘মিরি’, ‘মিশমি পাহাড়’,’অ্যাবোর’ উত্তরাখণ্ডে ‘ধ্যাং’ ধুনধা পর্বতশ্রেণী নামে পরিচিত।

  1. কুলু উপত্যকা কাকে বলে?

Ans: কুলু উপত্যকা : হিমাচল প্রদেশের অপর একটি বিখ্যাত উপত্যকা হল কুলু । ইরাবতী নদীর উচ্চ উপত্যকা হল এই তীর্যক উপত্যকা।

  1. চো কাকে বলে?

Ans: চো : পাঞ্জাব হরিয়ানা সমভূমির উত্তরের শিবালিক পর্বত সংলগ্ন অঞ্চলে নদীর ধারা ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চো বলে। এইগুলি পরবর্তীকালে গালি সৃষ্টি করে। এই ধরনের ক্ষয় পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় লক্ষ্য করা যায়।

  1. ভুর কাকে বলে?

Ans: ভুর : সমভূমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় তাকে ভুর বলে। উচ্চ গঙ্গা দোয়াবে বছরের শুষ্ক মাসগুলিতে ভুর দেখা যায়।

  1. রেহ, কালার বা ঊষর কাকে বলে?

Ans: রেহ, কালার বা ঊষর : সমভূমি অঞ্চলে কৃষিকাজের জন্য ব্যাপক জলসেচের ফলে অনেক জায়গায় লবণাক্ত মাটির সৃষ্টি হয়। স্থানীয় এই মাটি রেহ , কালার বা ঊষর নামে পরিচিত। উত্তর প্রদেশ ও পাঞ্জাবে  এরূপ মাটি দেখা যায়। 

  1. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি?

Ans: ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ।

  1. ভারতের দীর্ঘতম হিমাবাহ কোনটি?

Ans: ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন (76 কিমি)।

  1. ভারতের উচ্চতম পর্বত কোনটি?

Ans: ভারতের উচ্চতম পর্বত কারাকোরাম এর উচ্চতম পর্বত শৃঙ্গ গডউইন অস্টিন বা k2(8611 metre)।

  1. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

Ans: ভারতের উচ্চতম জলপ্রপাত হল সরাবতী নদীর গেরসোপ্পা (275 মিটার)।

  1. ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?

Ans: ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত হল আরাবল্লী।

  1. ভারতের নবীন ভঙ্গিল পর্বত কোনটি?

Ans: ভারতের নবীন ভঙ্গিল পর্বত হল হিমালয়।

  1. ব্যাসল্ট শিলা গঠিত ভারতের কয়েকটি পাহাড়ের উদাহরণ দাও?

Ans: ব্যাসল্ট শিলা গঠিত ভারতের কয়েকটি পাহাড় হল দলমা নেতারহাট এবং রাজমহল।

  1. ভারতের একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও?

Ans: ভারতের একটি লাভা গঠিত মালভূমি হল মহারাষ্ট্রের ডেকান ট্রাপ।

  1. ভারতের একটি প্রবাল গঠিত দ্বীপপুঞ্জ এর উদাহরণ দাও?

Ans: ভারতের একটি প্রবাল গঠিত দ্বীপপুঞ্জ হলো লাক্ষা, মিনিকয় ও আমিনদিভি।

  1. পশ্চিমঘাট পর্বতমালার দুটি গিরিপথের নাম কি?

Ans: পশ্চিমঘাট পর্বতমালার দুটি গিরিপথের নাম :- ১) নাসিকের কাছে থলঘাট গিরিপথ, ২) পুনের কাছে ভোরঘাট গিরিপথ।

  1. পূর্বঘাট পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী কোনটি?

Ans: পূর্বঘাট পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী : গোদাবরী।

  1. হিমালয় পর্বতমালার একটি গিরিপথ এর নাম কি?

Ans: হিমালয় পর্বতমালার একটি গিরিপথ এর নাম: পূর্ব হিমালয় সিকিমের নাথুলা গিরিপথ।

  1. দক্ষিণ ভারতের একটি গিরিপথের নাম কি?

Ans: দক্ষিণ ভারতের একটি গিরিপথের নাম: নাসিকের কাছে থলঘাট গিরিপথ।

  1. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?

Ans: পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ আলাস্কার হাবার্ড।

  1. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি?

Ans: পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ আন্টাকর্টিকার ল্যাম্বার্ট।

  1. পৃথিবীর মহাদেশীয় দ্রুততম হিমবাহ কোনটি?

Ans: পৃথিবীর মহাদেশীয় দ্রুততম হিমবাহ গ্রীনল্যান্ডের কোয়ারেয়াক।

  1. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি?

Ans: পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আলাস্কার মালাসর্পিনা।

  1. ভারতের সর্বনিম্ন বিন্দু হলো কোনটি?

Ans: ভারতের সর্বনিম্ন বিন্দু হলো কেরালার কুট্টানাড়ু।

  1. হিমালয় পর্বত এর অন্তর্গত কোন পর্বত পৃথিবীর সর্বাধিক দ্রুত গঠিত পর্বত?

Ans: হিমালয় পর্বত এর অন্তর্গত নাঙ্গা পর্বত পৃথিবীর সর্বাধিক দ্রুত গঠিত পর্বত বিশেষ।

  1. বিশ্বের অন্যতম বৃহৎ নদী দ্বীপ কোনটি?

Ans: অসমের যোরহাটে ব্রহ্মপুত্র ও লোহিত নদীর সংযোগস্থলে অবস্থিত মাজুলী বিশ্বের অন্যতম বৃহৎ নদী দ্বীপ । 

  1. 2004 সালে _______ কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল।

Ans: 2004 সালে মাজুলী কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল।

  1. এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের লেগুন কোনটি?

Ans: এশিয়ার বৃহত্তম লবণাক্ত জলের লেগুন হল চিল্কা । জীব বৈচিত্র ভরপুর ও আর্থসামাজিক গুরুত্বের কারণে চিল্কা লেগুন রামসার সাইট এর মর্যাদা পেয়েছে।

  1. সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপের নাম কি দিয়েছিলেন?

Ans: আন্দামান নিকোবর দ্বীপের নাম শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ রেখেছিলেন সুভাষচন্দ্র বসু।

  1. নেগ্রিটো শ্রেণীভুক্ত উপজাতিরা কোথায় বসবাস করে?

Ans: নেগ্রিটো শ্রেণীভুক্ত উপজাতিরা আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে।

  1. বসুধার ধবল শীর্ষ বলা হয় কোন পর্বতকে?

Ans: বসুধার ধবল শীর্ষ বলা হয় কারাকোরাম পর্বত কে।

  1. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি?

Ans: দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল আনাইমুদি।

  1. প্রাচ্যের নন্দনকানন বলা হয় কাকে?

Ans: প্রাচ্যের নন্দনকানন বলা হয় কাশ্মীর উপত্যকাকে।

  1. সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণী তে অবস্থিত?

Ans: সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বত শ্রেণী তে অবস্থিত।

  1. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?

Ans: শোন নদীকে বিহারের দুঃখ বলা হয়।

Geography SAQ Short Question and Answer in Bengali

3000 Geography SAQ Short Question and Answer in Bengali Click Here

INFO : ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali

 ” ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, 10, Madhyamik, Class 11, 12, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WB Govt Job, Central Job, UPSC, WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী। সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস  [ ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ | The Physiography of India (Geography) SAQ / Short Question and Answer / ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) কুইজ | The Physiography of India (Geography) Quiz / ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali QNA / ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali FREE PDF Download ] পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali PDF FREE Download

File Details: 

PDF File Name ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link Click Here To Download

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর : ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali  – ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali 

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali : ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) with Question and Answer in Bengali  | ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali. ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali দেওয়া হয়েছে।

ভারতের ভূপ্রকৃতি – ভূগোল প্রশ্নউত্তর | The Physiography of India – Geography SAQ in Bengali 

ভারতের ভূপ্রকৃতি – ভূগোল প্রশ্নউত্তর | The Physiography of India – Geography SAQ : ভারতের ভূপ্রকৃতি – ভূগোল SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) with SAQ in Bengali  | ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) SAQ in Bengali. ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন ও উত্তর | The Physiography of India Question and Answer in Bengali 

ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন ও উত্তর | The Physiography of India Question and Answer in Bengali : ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন ও উত্তর | The Physiography of India Question and Answer in Bengali  | ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন ও উত্তর | The Physiography of India Question and Answer in Bengali. ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Question and Answer in Bengali ।

The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর 

The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর  – The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর – The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali | ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর ।

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali PDF

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Shot Question and Answer in Bengali PDF : স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিকউচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে  সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা। 

ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের ভূপ্রকৃতি (ভূগোল) SAQ প্রশ্ন ও উত্তর | The Physiography of India (Geography) Short Question and Answer in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।