Class 8 Geography First Unit Test Question 2024

অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪

Class 8 Geography First Unit Test Question 2024 : অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ : Class 8 Geography First Unit Test Question 2024 | অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ নিচে দেওয়া হলো। এই WBBSE Class 8 Geography First Unit Test Question 2024 with Answer, Notes, Suggestion | Class 8 Geography First Unit Test Question 2024 – অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8 Geography 1st Unit Test 2024 – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে ভূগোল ২০২৪ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা Class 8 Geography First Unit Test Question 2024অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

West Bengal WBBSE Class 8 Geography First Unit Test Question 2024 | Class Eight Geography 1st Unit Test 2024| অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪

Class 8 Geography First Unit Test Question 2024 – এখানে অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।

শ্রেণী (Class) পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণী (West Bengal Class 8th)
পরীক্ষা (Exam) প্রথম ইউনিট টেস্ট ২০২৪ (1st / First Unit Test 2024)
বিষয় (Subject) ভূগোল (Geography)
পূর্ণমান (Marks) ৪০ নম্বর (40)
সময় (Time) ৯০ মিনিট (90 Minute)

 

সিলেবাস (Syllabus)

পৃথিবীর অন্দরমহল
অস্থিত পৃথিবী
শিলা
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক।

Class 8 Geography First Unit Test Question Mark-1

(A) সঠিক উত্তরটি নির্বাচন করো। 1×3=3

  1. মহাসাগরীয় ভূত্বক—

(i) গ্র্যানাইট দ্বারা গঠিত

(ii) ব্যাসল্ট দ্বারা গঠিত

(iii) বেলেপাথর দ্বারা গঠিত

(iv) মার্বেল দ্বারা গঠিত

উত্তরঃ (ii) ব্যাসল্ট দ্বারা গঠিত

  1. পৃথিবীর গড় ঘনত্ব হল—

(i) 2.6 গ্রাম/ঘনসেমি

(ii) 5.5 গ্রাম/ঘনসেমি

(iii) 14 গ্রাম/ঘনসেমি

(iv) 7.5 গ্রাম/ঘনসেমি

উত্তরঃ (ii) 5.5 গ্রাম/ঘনসেমি

  1. ভূত্বকে সর্বপ্রধান উপাদান হল—

(i) অক্সিজেন

(ii) সিলিকা

(iii) অ্যালুমিনিয়াম

(iv) লোহা

উত্তরঃ (i) অক্সিজেন

(B) এককথায় উত্তর দাও. 1×2=2

  1. ক্যারেজ প্রথা অনুসৃত হয় কোন্ দেশে?

উত্তরঃ ক্যারেজ প্রথা অনুসৃত হয় পাকিস্তানে।

  1. শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কী?

উত্তরঃ শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ গ্রাফাইট।

Class 8 Geography First Unit Test Question Mark-2

  1. SAARC এর পুরো নাম কি? এর সদর দপ্তর কোথায়?

উত্তর: SAARC এর পুরো নাম South Asian Association for Regional Co-operation.

SAARC এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে।

  1. SAARC সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তরঃ  ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন  বা সংক্ষেপে SAARC বলা হয়।

  1. নেপালের শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তরঃ নেপালের বৃহত্তম শিল্প হলো পর্যটন শিল্প। এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। এছাড়া, কাগজ, পাট, চিনি, চর্ম, শুতিবস্ত্র, দেশলাই প্রভৃতি তৈরির কারখানা আছে।

  1. কাকে ও কেন ‘দারুচিনির দ্বীপ’ বলা হয়?

উত্তর: শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। কারণ এখানে প্রচুর পরিমাণে দারুচিনি উৎপাদিত হওয়ায় সারা বিশ্বে তা রপ্তানি করা হয়।

  1. কাকে ‘বজ্রপাতের দেশ’ বলা হয় কেন?

উত্তর: ভুটানকে ‘বজ্রপাতের দেশ’ বলা হয়। কারণ ভুটানে বজ্রপাতসহ প্রবল বৃষ্টি হয় বলে এই দেশকে ‘বজ্রপাতের দেশ’ বলা হয়।

  1. অপসারী পাত সীমানা কে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন?

উত্তর : অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় বলে ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটল বরাবর ভূ-গর্ভস্থ ম্যাগমা বাইরে বেরিয়ে এসে নতুন ভূমিরূপ গঠিত হয় বলে, অপসারী পাত সীমানা কে গঠনকারী পাত সীমানা বলা হয়।

  1. অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন?

উত্তর: অভিসারী পাত সীমানা বরাবর দুটি পাত সংঘর্ষে লিপ্ত হলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পরবর্তীকালে ভারী পাতটি ভূগর্ভের উষ্ণতার সংস্পর্শে এসে গলে ম্যাগমায় পরিনত হয় অর্থাৎ বিলুপ্ত হয়। তাই অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়।

  1. নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে?

উত্তর: যে সীমানা বরাবর দুটি পাত পাশাপাশি অগ্রসর হয় কিন্তু তাদের মধ্যে কোন সংঘর্ষ হয় না, তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে। ক্যালিফোর্নিয়ার উত্তর-দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিজ চ্যুতি এরকম পাত সীমানার উদাহরণ।

  1. প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কী বোঝ?

উত্তর: প্রশান্ত মহাসাগরের উভয় উপকূলে অভিসারী পাত সীমানা বরাবর পৃথিবীর বেশির ভাগ আগ্নেয়গিরি অবস্থিত বলে, একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলা হয়ে থাকে। এই অঞ্চলটি আবার পৃথিবীর অন্যতম প্রধান ভূমিকম্প প্রবন অঞ্চল কারণ এখানে পৃথিবীর প্রায় ৭০% ভূমিকম্প হয়ে থাকে।

Class 8 Geography First Unit Test Question Mark-3

  1. ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো।

উত্তরঃ ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হলো-

১. পাতের  চলন জনিত ভূমিকম্পঃ পৃথিবীর ভূত্বক কতগুলি ছোটো-বড়ো চলনশীল পাতের সমন্বয়ে  গঠিত। এই রকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে।

২. অগ্ন্যুৎপাত জনিত ভূমিকম্পঃ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় ভূমিকম্প অনুভূত হয়।

৩. ধ্বসঃ ভূপৃষ্ঠের উপরভাগে, বিশেষত পার্বত্য অঞ্চলে যখন ধ্বস নামে এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবলবেগে নিচে পতিত হয়, তখন তার প্রভাবে ভূকম্পন অনুভূত হয়।

  1. অপসারি পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়—ব্যাখ্যা করো।

উত্তরঃ অপসারি পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। এ কারণে এই ধরনের অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে।

  1. ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য লেখো।

উত্তর:

বিষয় ম্যাগমা লাভা
(i) সংজ্ঞা অভ্যন্তরের তরল ও গ্যাসীয় খনিজের মিশ্রণ। ভূ-ভূ-পৃষ্ঠের উপরে নির্গত কঠিন, তরল পদার্থের মিশ্রণ।
(ii) প্রকৃতি তরল প্রকৃতির হয়। সান্দ্র বা অর্ধতরল প্রকৃতির হয়।
(iii) অবস্থান উদবেধী আগ্নেয়শিলায় ম্যাগমা লক্ষ করা যায়। নিঃসারী আগ্নেয়শিলায় লাভা লক্ষ করা যায়।
(iv) ঘনত্ব ২.১৮ — ২.৪০ গ্রাম/ঘনসেমি। ২.৪ — ৩.০ গ্রাম/ঘনসেমি।
  1. ভূমিকম্পের P ও S তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর:

P তরঙ্গ S তরঙ্গ
(i) এই তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয়-এই তিন প্রকার মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে। এই তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে; তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না।
(ii) যে মাধ্যমের ভেতর দিয়ে প্রাথমিক তরঙ্গ প্রবাহিত হয় সেই মাধ্যমের কণাগুলি তরঙ্গ প্রবাহের দিকে সোজাসুজি কাঁপতে থাকে। যে মাধ্যমের মধ্য দিয়ে এই তরঙ্গ অগ্রসর হয় সেই মাধ্যমের কণাগুলি উলম্বভাবে কাঁপতে থাকে।
(iii) এই তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে ক্রমশ উপরের দিকে সংকুচিত হয় বলে এই তরঙ্গের অপর নাম সংনমন তরঙ্গ। এই তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে বলে একে Body Wave বা দেহ তরঙ্গ বলে।
  1. অপসারী ও অভিসারী পাত সীমানার মধ্যে পার্থক্য লেখো।

উত্তর:

অপসারী পাত সীমানা অভিসারী পাত সীমানা
(i) যে সীমানা বরাবর দুটি ভূত্বকীয় পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায়, তাকে অপসারী পাত সীমানা বলে। যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর মুখােমুখি এগিয়ে আসে, তাকে অভিসারী পাত সীমানা বলে।
(ii) এই পাত সীমানায় সামুদ্রিক শৈলশিরা, গ্রস্থ উপত্যকা ইত্যাদি ভূমিরূপ সৃষ্টি হয়। এই পাত সীমানায় সমুদ্রের পলিরাশিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়।
(iii) অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়।
  1. সিয়াল ও সিমার মধ্যে পার্থক্য লেখো।

উত্তর:

সিয়াল সিমা
(i) ভূত্বকের উপরি অংশে লঘু গ্রানাইট জাতীয় আম্লিক শিলা গঠিত স্তরকে সিয়াল বলে। ভূত্বকের নিচের অংশে ভারী ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা গঠিত স্তরকে সিমা বলে।
(ii) সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) এই স্তরের প্রধান উপাদান বলে এর নাম হয়েছে সিয়াল (Sial)। সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) এই স্তরের প্রধান উপাদান বলে এর নাম হয়েছে সিমা (Sima)।
(iii) সিয়াল স্তরটি মহাদেশের নিচে গড়ে 60 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। সিমা স্তরটি মহাসাগরের নিচে গড়ে 5 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত।

Class 8 Geography First Unit Test Question Mark-5

  1. আগ্নেয় শিলা কাকে বলে? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো।

উত্তর: ভূ-গর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূ-পৃষ্ঠের কোন দুর্বল স্থান ভেদ করে বা ফাটল পথে ভূ-গর্ভের বাইরে বেরিয়ে এসে ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে শীতল ও সঞ্চিত হয়ে যে কঠিন শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। উত্তপ্ত গলিত ম্যাগমা বা আগ্নেয় পদার্থ থেকে সৃষ্টি হয় বলে এই শিলাকে আগ্নেয় শিলা বলা হয়।

উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা দুরকম। যথা-

(i) নিঃসারী আগ্নেয় শিলা:

ভূ-অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে।

যেমন- ব্যাসল্ট, অবসিডিয়ান।

(ii) উদবেধী আগ্নেয় শিলা:

ভূ-অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ-অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে উদবেধী আগ্নেয় শিলা বলে।

যেমন- গ্রানাইট, ডোলেরাইট।

উদবেধী আগ্নেয় শিলাকে আবার দুভাগে ভাগ করা যায়। যথা- পাতালিক শিলা (যেমন- গ্রানাইট) ও উপপাতালিক শিলা (যেমন- ডোলেরাইট) ।

  1. পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। জীবাশ্ম কী?

উত্তর: পলি জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয়, তাকে সাধারণভাবে পাললিক শিলা বলে।

পাললিক শিলার বৈশিষ্ট্য-

(১) জলস্রোতে পরিবাহিত দ্রবীভূত নুড়ি, কাঁকড়, বালি, খনিজ লবণ ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক মাধ্যম দ্বারা বাহিত হয় সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত ও জমাটবদ্ধ হয়ে পাললিক শিলার সৃষ্টি হয়।

(২) স্তরে স্তরে পলি রাশি সঞ্চিত হয়ে পাললিক শিলার সৃষ্টি হয় বলে এই শিলার মধ্যে স্তর লক্ষ্য করা যায়।

(৩) সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে পলি রাশি সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হওয়ার সময় পলি রাশির মধ্যে উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাংশ চাপা পড়ে গিয়ে কালক্রমে তা অবিকৃত অবস্থায় জীবাশ্মে পরিণত হয় বলে এই শিলায় জীবাশ্ম দেখা যায়।

(৪) পলি দ্বারা গঠিত হয় বলে পাললিক শিলা আগ্নেয় ও রূপান্তরিত শিলার থেকে নরম ও হালকা। তাই এই শিলা সহজেই ক্ষয়প্রাপ্ত হয়।

জীবাশ্ম:

অনেক সময় উদ্ভিদ বা প্রাণীর দেহ পলির মধ্যে চাপা পড়ে ধীরে ধীরে প্রস্তরীভূত হয় এবং পাথরের মধ্যে তার ছাপ থেকে যায় । উদ্ভিদ বা প্রাণীর ছাপ যুক্ত সেই প্রস্তরকে জীবাশ্ম বলে । পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়।

  1. ভূমিকম্পের ফলাফল সম্বন্ধে যা জান লেখাে।

উত্তর: ভূমিকম্পের ফলাফল বা প্রভাবগুলি হল—

(1) জীবন ও সম্পত্তিহানি: ভূমিকম্প ঘটার ফলে অনেকসময় বাড়িঘর চাপা পড়ে বা ভেঙে যায়। এর ফলে অনেক মানুষ ও গৃহপালিত জন্তুর মৃত্যু হয় এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি নষ্ট হয়।

(2) পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়া: ভূমিকম্পের ফলে রাস্তাঘাট, রেললাইন বেঁকে যাওয়া, বসে যাওয়া এবং ধসের জন্য ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে পরিবহণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

(3) জলাধার ভেঙে হঠাৎ বন্যার সম্ভাবনা: বড়াে জলাধারের বিপুল জলরাশির চাপে ভূমিকম্প হলে বাঁধ ভেঙে হঠাৎই বন্যা ঘটতে পারে। যেমন—মহারাষ্ট্রের কয়নাতে 1967 সালে এইভাবে ভূমিকম্প ও তার ফলে বন্যা হয়েছিল।

(4) সুনামির সৃষ্টি: সমুদ্র তলদেশে সৃষ্ট ভূমিকম্প প্রবল সামুদ্রিক ঢেউ সৃষ্টি করে। ওই ঢেউ উপকূলভাগে আছড়ে পড়ে উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক জীবন ও সম্পত্তি হানি ঘটায়। যেমন- -2004 সালে। ভারত মহাসাগরের তলদেশে (সুমাত্রার নিকট) সৃষ্ট ভূমিকম্পে যে সুনামি সৃষ্টি হয়েছিল, তাতে 11 টি দেশ ক্ষতিগ্রস্থ হয় এবং প্রায় 3 লক্ষ মানুষের প্রাণহানি হয়।

(5) নতুন ভূভাগ সৃষ্টি: অনেকসময় আন্তঃসাগরীয় এলাকা ভেসে উঠে নতুন ভূভাগ তৈরি করে। যেমন—সম্প্রতি 2013 সালে করাচির নিকট এরূপ একটি কাদার দ্বীপ তৈরি হয়েছে। :

(6) বন্দর গঠনে সহায়তা: ভূমিকম্পের ফলে উপকূলবর্তী ভূমিভাগ নিমজ্জিত হয়ে বন্দর গঠনের পক্ষে সাহায্য . অনেকসময় করে।

  1. উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণিবিভাগ করো।

উত্তরঃ সৃষ্টির বিভিন্নতা অনুসারে আগ্নেয় শিলাকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়, যথা : (১) নিঃসারী ও (২) উদবেধী আগ্নেয় শিলা ।

(১) নিঃসারী আগ্নেয় শিলা: ভূ – গর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূ – পৃষ্ঠের ওপর লাভারূপে প্রবাহিত হবার সময় ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে।

(২) উদ্‌বেধী আগ্নেয় শিলা: ভূ – গর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অনেক সময় ভূ – পৃষ্ঠে পৌঁছুতে না পেরে ভূ – গর্ভের ভেতরেই বহু বছর ধরে ধীরে ধীরে জমে শীতল হয়ে কঠিন শিলায় পরিণত হয় , এই শিলাকে উদ্‌বেধী আগ্নেয় শিলা বলে।

উদ্‌বেধী শিলার শ্রেণীবিভাগ : উদ্‌বেধী শিলা আবার দু’ধরনের হয় , যথা : (i) পাতালিক এবং (ii) উপপাতালিক উদ্‌বেধী শিলা ।

(i) পাতালিক শিলা : উত্তপ্ত গলিত পদার্থ ভূ – পৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল , কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। গ্রানাইট উদ্‌বেধী পাতালিক শিলার উদাহরণ।

(ii) উপপাতালিক শিলা : উত্তপ্ত গলিত পদার্থ ভূ – পৃষ্ঠে পৌঁছুতে না পেরে ভূ – ত্বকের অল্প নীচে বা ভূ – ত্বকের ফাটলের মধ্যেই শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হলে তাকে উপপাতালিক শিলা বলে ।

উদাহরণ : ডোলেরাইট এবং পরফাইরি এই শিলার উদাহরণ ।

  1. পৃথিবীর অভ্যন্তরভাগের প্রধান তিনটি স্তরের নাম উল্লেখ করে যে-কোনো একটি স্তরের বিবরণ দাও।

উত্তরঃ পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা- (1) কেন্দ্রমণ্ডল (2) গুরুমণ্ডল (3) শিলামণ্ডল।

কেন্দ্রমণ্ডলঃ গুরুমণ্ডলের নীচে এবং পৃথিবীর কেন্দ্রের চারদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে।

কেন্দ্রমণ্ডল এরবৈশিষ্ট্য:

গভীরতা :  গুরুমণ্ডলের নীচে 2,900 কিমি থেকে পৃথিবীর কেন্দ্র 6,370 কিমি গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। এই স্তরটি প্রায় 3,470 কিমি পুরু।

উপাদান : এই স্তর অত্যন্ত ভারী নিকেল (Ni) ও লোহা (Fe) দিয়ে গঠিত বলে একে নিফে (Nife) বলে।

উষ্ণতা : এই স্তরের গড় উষ্ণতা প্রায় 5000°C

ঘনত্ব : এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি। গড় ঘনত্ব প্রায় 9.1-13.1 গ্রাম/ঘনসেমি

বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে ভাগ করেছেন-

বহিঃকেন্দ্রমণ্ডল : 2,900–5,100 কিমি গভীরতায় রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হওয়ায় এখানে পদার্থ অর্ধেক কঠিন অবস্থায় আছে।

অন্তঃকেন্দ্রমণ্ডল : পৃথিবীর কেন্দ্রের চারদিকে বেষ্টন করে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর গভীরতা 5,100–6,370 কিমি। এই স্তরের চাপ, তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যধিক চাপে পদার্থগুলি এখানে কঠিন অবস্থায় আছে।

WB Class 8th All Subjects First Unit Test Question 2024 and Answer – অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র ২০২৪

আরোও দেখুন:-

Class 8 Bengali 1st Unit Test Question 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 English 1st Unit Test Question 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography 1st Unit Test Question 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 History 1st Unit Test Question 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Science 1st Unit Test Question 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics 1st Unit Test Question 2024 Click here

WB Class 8th All Subjects Suggestion – অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন 

আরোও দেখুন:-

Class 8 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 All Subjects Suggestion 2024 Click here

Info : Class 8 Geography First Unit Test Question 2024  | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Geography Question and Answer First Unit Test Question 

অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ প্রশ্ন ও উত্তর   

” Class 8 Geography First Unit Test Question 2024 | অষ্টম শ্রেণীর  ভূগোল – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII First Unit Test Question / WB Class 8  First Unit Test Question / WBBSE  / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8 First Unit Test Question / Class 8th First Unit Test Question / WB Class VIII First Unit Test Question / Class 8 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography First Unit Test Question / Class 8 Geography Question and Answer / Class VIII Geography First Unit Test Question / Class 8 Pariksha Geography First Unit Test Question  / Geography Class 8 Exam Guide  / Class 8th Geography MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 8 Geography First Unit Test Question  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography First Unit Test Question / Class 8 Geography 1st Unit Test Question / West Bengal Eight VIII Question and Answer, First Unit Test Question / WBBSE Class 8th Geography First Unit Test Question / Class 8 Geography Question and Answer  / Class VIII Geography First Unit Test Question  / Class 8 Pariksha First Unit Test Question  / Class 8 Geography Exam Guide  / Class 8 Geography First Unit Test Question 2024, 2024, 2025 / Class 8 Geography First Unit Test Question  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 8 Geography First Unit Test Question  FREE PDF Download) সফল হবে।

Get the Class 8 Geography First Unit Test Question 2024 by BhugolShiksha.com

West Bengal Class 8 Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 8  Geography First Unit Test Question with 100% Common in the Examination .

Class 8th Geography Syllabus

West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8th Geography Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 8th Geography Syllabus and Question Paper. Questions on the Geography exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

WB Class 8th Geography Syllabus Free Download Link Click Here

Class Eight VIII Geography First Unit Test Question | West Bengal WBBSE Class 8 Exam First Unit Test Question

Class 8 Geography Question and Answer, First Unit Test Question Download PDF: WBBSE Class 8 Eight VIII Geography First Unit Test Question  is provided here. Class 8 Geography First Unit Test Questions Answers PDF Download Link in Free has been given below.

Class 8 Geography First Unit Test Question 2024 PDF Download

Class 8 Geography First Unit Test Question 2024 Question and Answer free pdf download | West Bengal WBBSE Class 8 Geography Question and Answer First Unit Test Question  Class 8 Geography First Unit Test Question 2024 with pdf file free download.

Class 8 Geography First Unit Test Question 2024  | West Bengal Class 8th Geography Board Model Question Paper and Answer

Class 8 Geography First Unit Test Question 2024 West Bengal Class 8 Geography Board Model Question Paper and Answer । Class 8 Geography First Unit Test Question 2024 Question and Answer. Class 8 Geography First Unit Test Question 2024.

West Bengal Class 8  Geography First Unit Test Question  Download. WBBSE Class 8th Geography short question 1st Unit Test Question 2024 . Class 8 Geography First Unit Test Question download. Class 8th Question Paper  Geography. WB Class 8  Geography First Unit Test Question and important question and answer. Class 8 First Unit Test Question pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর  ভূগোল পরীক্ষার সম্ভাব্য প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Class 8 Geography First Unit Test Question 2024 – অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ MCQ প্রশ্ন ও উত্তর

Class 8 Geography First Unit Test Question 2024 – অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ MCQ প্রশ্ন ও উত্তর | Class 8 Geography First Unit Test Question MCQ or Multiple Choice Question and Answer |  অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ MCQ প্রশ্ন উত্তর।

Class 8 Geography First Unit Test Question – অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 8 Geography First Unit Test Question – অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 8 Geography First Unit Test Question Short Question and Answer |  Class 8 Geography First Unit Test Question 2024  – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

Class 8th Geography First Unit Test Question – অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণী ভূগোল প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র 

Class 8th Geography First Unit Test Question – অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 8th Geography First Unit Test Question  West Bengal Class 8th Geography First Unit Test Question  – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।

Class 8 Geography First Unit Test Question 2024, 2024, 2025 | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণির ভূগোল  প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ইউনিট টেস্টের প্রশ্নপত্র  

Class 8 Geography First Unit Test Question 2024, 2025, 2026 | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর | Class 8 Geography First Unit Test Question 2024 – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণির ভূগোল  প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন উত্তর। অষ্টম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন । অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৪ ভূগোল সাজেশন।

Class 8 Geography First Unit Test Question 2024 | West Bengal Class 8 Geography Question and Answer, 1st Unit Test Question – অষ্টম শ্রেণি ভূগোল প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 8 Geography First Unit Test Question 2024 – | Class 8 Geography 1st Unit Test Question 2024 – | পশ্চিমবঙ্গ Class 8 Geography First Unit Test Question 2024 – | অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Question and Answer, First Unit Test Question | Class 8 Geography 1st Unit Test Question 2024  | Class 8 Geography Question and Answer Notes  | West Bengal Class 8th Geography Question and Answer First Unit Test Question. Class-8 Geography First-Unit-Test Question 2024 | Class 8 First Unit Test Geography Question Paper Class 8 First Unit Test Geography Suggestion Class 8 Unit Test Geography Question Paper Class-8 Geography First-Unit-Test Suggestion WBBSE Class 8 Model Question Paper Unit Test Question Paper Geography Class VIII Geography First Unit Test Question Paper pdf Download Class Eight Geography Suggestion Class-8 Geography First Unit Test Suggestion Class-8 Geography First-Unit-Test Question-2024

Class 8 Geography First Unit Test Question 2024 | অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪ 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Class 8 Geography First Unit Test Question 2024 | অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৪  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।