নোঙর (কবিতা) অজিত দত্ত
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer
নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer : নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Bengali Nongor Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Bengali Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBBSE |
শ্রেণী (Class) | নবম শ্রেণী (WB Class 9) |
বিষয় (Subject) | নবম শ্রেণীর বাংলা (Class 9 Bengali) |
কবিতা (Kobita) | নোঙর (Nongor) |
লেখক (Writer) | অজিত দত্ত |
নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Bengali Nongor Question and Answer
MCQ | নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer :
- তরী ভরা পণ্য’ শব্দবন্ধটি প্রতীকায়িত করে—
(A) ধনসম্পদকে
(B) সওদাগরি নৌকাকে
(C) জীবনের সঞ্চয়কে
(D) বাণিজ্যিক মনোভাবকে
Ans: (C) জীবনের সঞ্চয়কে।
- দাঁড় টানার মূল কারণ হল —
(A) নৌকাকে স্থির রাখা
(B) নৌকাকে ভাসিয়ে রাখা
(C) নৌকার অগ্রগমন অব্যাহত রাখা
(D) নৌকার দিক পরিবর্তন করা
Ans: (C) নৌকার অগ্রগমন অব্যাহত রাখা।
- ‘নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। এখানে নোঙর পড়ে গেছে কথকের —
(A) ঘুমের সময়
(B) জ্ঞাতে
(C) অজ্ঞাতে
(D) মধ্যরাতে
Ans: (C) অজ্ঞাতে।
- ‘নোঙর’ কবিতাটিতে নোঙর হল —
(A) লোহার তৈরি যন্ত্র মাত্র
(B) নৌকার অবিচ্ছেদ্য অংশ
(C) কথকের প্রিয় বিষয়
(D) মানবজীবনের অলঙ্ঘ্য বন্ধনের প্রতিভূ
Ans: (D) মানবজীবনের অলঙ্ঘ্য বন্ধনের প্রতিভূ।
- “সারারাত তবু দাঁড় টানি” —এ খানে ‘সারারাত’এর অর্থ —
(A) দিনরাত
(B) সন্ধে থেকে ভোর
(C) মধ্যরাত
(D) সমগ্র জীবন
Ans: (D) সমগ্র জীবন।
- ‘নোঙর’ কবিতাটির রচয়িতা হলেন —
(A) সঞ্চয় ভট্টাচার্য
(B) অজিত দত্ত
(C) মানিক বন্দ্যোপাধ্যায়
(D) অর্ঘকুসুম দত্ত গুপ্ত
Ans: (B) অজিত দত্ত।
- ‘নোঙর’ কবিতাটি যে-কাব্যগ্রন্থ থেকে গৃহীত, তা হল-
(A) কুসুমের মান
(B) ছায়ার আলপনা
(C) নষ্টচাদ
(D) শাদা মেঘ কালো পাহাড়
Ans: (D) শাদা মেঘ কালো পাহাড়।
- ‘নোঙর’ শব্দের অর্থ কী?
(A) বড়শি আকৃতির লৌহনির্মিত যন্ত্র
(B) পাল
(C) দাঁড়
(D) কাছি
Ans: (A) বড়শি আকৃতির লৌহনির্মিত যন্ত্র।
- কবি যা পার হচ্ছিলেন, তা হলো
(A) মহাকাশ
(B) খাল
(C) সিন্ধু
(D) বিল
Ans: (C) সিন্ধু।
- কবির যেখানে পাড়ি দিতে হবে,—
(A) দূর দেশে
(B) বনাঞ্চলে
(C) সিন্ধুপারে
(D) পদ্মাপারে
Ans: (C) সিন্ধুপারে।
- কবির নোঙর যেখানে পড়ে গিয়েছে, তা হলো —
(A) বালিয়াড়িতে
(B) তটের কিনারে
(C) সমুদ্রের মাঝে
(D) সমুদ্রের গভীরে
Ans: (B) তটের কিনারে।
- কবির তাঁর দাঁড় টানাকে মনে করেছেন—
(A) বাস্তব
(B) কঠিন
(C) মিছে
(D) অহেতুক
Ans: (C) মিছে।
- কথক মিছে দাঁড় টানেন-
(A) সারাদিন
(B) সারারাত
(C) দিনরাত
(D) সারাসকাল
Ans: (B) সারারাত।
- ‘মিছে দাঁড় টানি’-র অন্তর্নিহিত অর্থ হল —
(A) দাঁড় টানার ভান
(B) নিষ্ফল প্রচেষ্টা
(C) স্রোতে দাঁড় টানা
(D) কোনোটিই নয়
Ans: (B) নিষ্ফল প্রচেষ্টা।
- ঢেউগুলি যেখানে মাথা ঠুকছে —
(A) তটে
(B) দাঁড়ে
(C) কাছিতে
(D) তরিতে
Ans: (D) তরিতে।
- জোয়ারভাটায় যা বাঁধা আছে, তা হলো —
(A) বাণিজ্যতরি
(B) তরি
(C) তট
(D) মান্ডুল
Ans: (A) বাণিজ্যতরি।
- “জোয়ার-ভাঁটায় বাঁধা এ-তটের কাছে” – এখানে ‘জোয়ার-ভাঁটা’ হল —
(A) জীবনের উত্থানপতনের প্রতীক
(B) জলের হ্রাসবৃদ্ধির প্রতীক
(C) সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস
(D) কোনোটিই নয়
Ans: (A) জীবনের উত্থানপতনের প্রতীক।
- আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে।’—কোথায় বাঁধা পরে আছে?-
(A) তটের কাছে
(B) সমুদ্রের কাছে
(C) নোঙরের কাছে
(D) নদীর কাছে
Ans: (A) তটের কাছে।
- ‘নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল।’ — ‘কাছি’ বলতে বোঝানো হয় —
(A) ধুতির কাছা
(B) কচ্ছপ
(C) কাছাকাছি থাকা
(D) মোটা দড়ির গুচ্ছ
Ans: (D) মোটা দড়ির গুচ্ছ।
- “ততই বিরামহীন এই দাঁড় টানা।” — এই বিরামহীনতার কারণ কি?
(A) মাঝিদের ছুটি থাকে না
(B) দাঁড় বন্ধ করার উপায় নেই
(C) পাল টাঙানো যায়নি
(D) বন্ধনমুক্তির অনিঃশেষ আকুতি
Ans: (D) বন্ধনমুক্তির অনিঃশেষ আকুতি।
অতি সংক্ষিপ্ত | নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer :
- ‘নোঙর’কবিতায় ‘নোঙর’ ও ‘নৌকা’ কীসের প্রতীক?
Ans: কবিতাটিতে নৌকা গতিশীল জীবন এবং নোঙর বন্ধন বা আবদ্ধতার প্রতীক।
- নৌকায় দাঁড় ও পালের কার্যকারিতা কী?
Ans: পাল বাতাসের গতিকে কাজে লাগিয়ে আর দাঁড় জল কেটে নৌকাকে এগিয়ে নিয়ে চলে।
- ‘নোঙর’ কবিতায় কবিতার কথকের কোন মূল মনোভাবটি ফুটে উঠেছে?
Ans: ‘নোঙর’ কবিতায় গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার বিপরীতে মুক্তির আকাঙ্ক্ষার আকুতি প্রকাশিত হয়েছে।
- ‘নোঙর’ কবিতাটি কার লেখা?
Ans: ‘নোঙর’ কবিতাটি কবি অজিত দত্তের লেখা।
- ‘নোঙর’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ans: ‘নোঙর’ কবিতাটি কবি অজিত দত্তের ‘শাদা মেঘ কালো পাহাড়’ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
- ‘ততই বিরামহীন দাঁড় টানা’—দাঁড় টানা বিরামহীন কেন?
Ans: নৌকাকে নোঙরের কাছি থেকে মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশায় কথকের দাঁড় টানা বিরামহীন হয়।
- কবি কীভাবে সপ্তসিন্ধুপারে পাড়ি দিতে চান?
Ans: কবি তরিভরা পণ্য নিয়ে সপ্তসিন্ধুপারে পাড়ি দিতে চান।
- ‘নোঙর’ শব্দের অর্থ কী?
Ans: বড়শি আকৃতির লোহার তৈরি যন্ত্র, যা নৌকাকে তটের কিনারে আটকে রাখে, তাকেই নোঙর বলে।
- ‘নোঙর’ কবিতায় নোঙর কীসের রূপক?
Ans: ‘নোঙর’ কবিতায় নোঙর গণ্ডিবদ্ধ জীবনের আবদ্ধতার রূপক।
- ‘নোঙর’ কবিতায় কথক কোথায় পাড়ি দিতে চেয়েছেন?
Ans: নোঙ্গর কবিতায় কথক সুদূর সিন্ধুপারে পাড়ি দিতে চেয়েছেন।
- কবি সিন্ধুতীরে পাড়ি দিতে পারছেন না কেন?
Ans: কবির নোঙ্গর তটের কিনারে পড়ে যাওয়ায় কবি সিন্ধুতীরে পাড়ি দিতে পারছেন না।
- কবি সিন্ধুতীরে সিন্ধুতীরে পাড়ি দিতে চান কেন?
Ans: কবি তার জীবনের সংকীর্ণতাকে ভাঙার জন্য বাণিজ্যতরী নিয়ে সিন্ধুতীরে পাড়ি দিতে চান।
- ‘সারারাত মিছে দাঁড় টানি।—সারারাত মিছে দাঁড় টেনেছেন কেন?
Ans: তটের কিনারে নৌকার নোঙর পড়ে গিয়েছে, তাই কবি সারারাত মিছে দাঁড় টেনেছেন।
- কবিতার কথক কীভাবে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন?
Ans: কবিতার কথক আকাশের তারার পানে চেয়ে দিকের নিশানা ঠিক করার চেষ্টা করেন।
- ‘নোঙর’ কবিতায় কীসের বিরাম নেই?
Ans: নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশায় দাঁড় টানার বিরাম নেই।
ব্যাখ্যাভিত্তিক | নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer :
- “আমার বাণিজ্য-তরী বাঁধা পড়ে আছে।”— কথাটির তাৎপর্য লেখাে।
Ans: কবি তার রচিত সাহিত্যকীর্তিগুলি নিয়ে ভেসে যেতে চান দূরে- দূরান্তরে। সাতসমুদ্রের পাড়ের সেই সুদূর জগতে কবি মেতে উঠবেন সৃষ্টিশীল কাব্যরচনায়। সংসারের বাঁধন ছিন্ন করে কবি চলে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন৷ কিন্তু, পরমুহূর্তেই তার মনে পড়ে যায়, বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনােদিনই গন্তব্যে যেতে পারবেন না । তাই গভীর হতাশার সাথে কবি আলােচ্য উক্তিটি করেছেন।
- “স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে” — ‘স্রোতের বিদ্রুপ’ বলতে কবি কী বােঝাতে চেয়েছেন?
Ans: কবি নৌকা নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান। কিন্তু তার সেই নৌকো। তটের কিনারে নােঙরে বাঁধা পড়ে গেছে। কবির মন বাধা অগ্রাহ্য করে দাঁড় টেনে চলে। প্রতিবার দাঁড় টানলে যে শব্দ ওঠে তা যেন স্রোতের ঠাট্টা-উপহাস। স্রোত গতিশীল, কিন্তু কবির জীবনতরি আটকা পড়ে আছে। কবি চাইলেও সাংসারিক বন্ধন ছিন্ন করে সুদূরের আহ্বানে নৌকা ভাসাতে পারছেন না। তাই স্রোত কবির এই থমকে থাকাকে ব্যঙ্গবিদ্রুপে বিদ্ধ করে চলে।
- “নােঙর গিয়েছে পড়ে তটের কিনারে।”—মন্তব্যটির তাৎপর্য।
Ans: কবি সুদূরের পিয়াসি৷ তার মধ্যে একটি চঞ্চল মন আছে, যেটি অজানা-অচেনার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্রপারে। কিন্তু ব্যক্তিজীবনে তিনি নানা কর্মের বন্ধনে বাঁধা পড়ে আছেন। সংসারের বিভিন্ন দায়িত্ব- কর্তব্যে তার দৈনন্দিন জীবন বাঁধা। কবির রােমান্টিক মন সমস্ত বন্ধন থেকে মুক্তি চায়, ছুটে যেতে চায় স্বপ্ন-কল্পনার মায়াবী জগতে। কিন্তু মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব নয়।
- “সারারাত মিছে দাঁড় টানি”—দাঁড় টানাকে কবি মছে বলেছেন কেন?
Ans: যে স্বপ্নময় রূপকথার দেশের কল্পনা কবির মনকে প্রতি মুহূর্তে চঞ্চল করে তােলে, বাস্তবে কবির পক্ষে সেখানে পৌঁছােনাে সম্ভব হয় না। তবু কবির সুদূর পিয়াসি মন আশায় বুক বেঁধে সারারাত ধরে কল্পনার জাল বুনে চলে। কিন্তু কবির সচেতন সত্তা জানে, ‘নােঙর গিয়েছে পড়ে তটের কিনারে’। অর্থাৎ জীবনের নৌকা দায়দায়িত্বপূর্ণ কর্মমুখর সংসারে বাঁধা পড়েছে। সে নৌকা আর চলবে না। তাই দাড় টানা বৃথা।
বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer :
1.নােঙর’ একটি প্রতীকী কবিতা-আলােচনা করাে।
Ans: প্রতীককে ইংরেজিতে বলে Symbol টিহ। যখন মনের ভাবকে প্রকাশ করে, তখন তাকে বলে প্রতীক।
কবি অজিত দত্তর ‘ নােঙর’ কবিতায় নানা প্রতীকে হৃদয়ের অনুভূতির ব্যঞ্জনা ধরা পড়েছে। ‘নােঙর’-কে তিনি বন্ধনের প্রতীকরূপে আর পরিচিত বাস্তবজগৎকে নদীর তটের প্রতীকরূপে ব্যবহার করেছেন। বাস্তব প্রয়ােজনের জগতের বাইরের জগৎকে তিনি ‘দূর সিন্ধুপার’ বা ‘সপ্তসিন্ধুপার’ বলে অভিহিত করেছেন। সেই বহুদূর কায়নিক জগতে পাড়ি দিতে চেয়েও কবির জীবন-নৌকা নােঙরে বাঁধা পড়েছে। জোয়ারের ঢেউগুলি কবির জীবনের স্বপ্ন-আশা-আকাঙ্ক্ষার প্রতীক নৌকায় মাথা ঠুকে অর্থাৎ কবির মনের দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয়ে তারা সমুদ্রের দিকে ছুটে যায়। সেই দূর সমুদ্রে পাড়ি দিতে চেয়েছিলেন কবিও। কাছি যেন বাস্তবজীবনের নানা সম্পর্কের সূত্র। জোয়ারভাটা হল জীবনের উত্থানপতন, আশা-নিরাশার প্রতীক। নােঙর যেমন স্থিতি বা বন্ধন, তেমনি স্রোত হল। গতির প্রতীক। ‘বাণিজ্য’, ‘পণ্য’ এগুলি হল লাভক্ষতিময় জীবন-জীবিকা ও সৃষ্টিসম্পদের প্রতীক। এভাবেই প্রতীকের সাহায্যে তৈরি করা হয়েছে কবিতার ব্যঞ্জনা। তাই সবদিক বিচার করে নােঙর’-কে একটি আদর্শ প্রতীকী কবিতা বলা যায়।
2. ‘নোঙর’ কবিতাটির নামকরণের তাৎপর্য আলোচনা করো।
Ans: ‘নোঙর শব্দটিএসেছে ফারসি ‘লঙ্গর’ শব্দ থেকে। নৌকাকে জলের মধ্যে বেঁধে রাখার ভারী বস্তুবিশেষকে নোঙর বলা হয়। শিকল বা কাছির সঙ্গে লোহার এই নোঙর বেঁধে জলের নীচে ফেলে কাছির অন্য প্রান্ত দিয়ে নৌকা বেঁধে রাখা হয়।
কবি অজিত দত্তের আলোচ্য কবিতা ‘নোঙর’-এর মাধ্যমে মানবজীবনের বন্ধনের কথা বলা হয়েছে। মানুষের জীবনও নৌকার মতো – সম্পর্কের, কর্মের, দায়িত্ব-কর্তব্যবোধের নোঙরে তা বাঁধা পড়ে থাকে। যারা ভাবুক, সৃষ্টিশীল ও রোমান্টিক মনের মানুষ, তাঁরা জীবনের সমস্ত বন্ধন ছিন্ন করে বাস্তব থেকে দূরে চলে যেতে চান মাঝে মাঝে। তাঁদের মনের স্বপ্ন-কল্পনার জগৎ ও কথিন বাস্তব জগতের মধ্যে সংঘাত দেখা দেয়। কবির সৃষ্টিশীল মনেও এমনই সংঘাত চলে। সুদূরের আহ্বানকে তিনি উপেক্ষা করতে পারেন না, আবার দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা থেকে বেরোতেও পারেন না। তাঁর জীবন যেন নোঙরে বাঁধা পড়া এক নৌকা। তাই এ কবিতায় নোঙর হল বন্ধনেরই প্রতিশব্দ। সেদিক থেকে বিচার করলে আলোচ্য কবিতাটির ‘নোঙর’ নামটি সার্থক ও যথাযথ।
3. ‘নোঙর’ কবিতায় স্থিতি ও গতির চিত্র কীভাবে ধরা পড়েছে বুঝিয়ে দাও।
Ans: কবি অজিত দত্ত রচিত ‘নোঙর’ কবিতায় স্থিতি ও গতির চিত্র সুচারুভাবে আঁকা হয়েছে। সমগ্র কবিতায় ছড়িয়ে আছে স্থিতি ও গতির নানা অনুষঙ্গ। স্থিতি ও গতির দ্বন্দ্বে ক্ষতবিক্ষত মানবহৃদয়ের চিত্র তুলে ধরা আলোচ্য কবিতার অন্যতম ভাববস্তু। বাস্তব জগতের পরিচিত জগতের সীমানায় কবির মন আবদ্ধ থাকতে চায় না। তরি নিয়ে তিনি সাতসমুদ্রপারে যাত্রা করতে চান। কিন্তু অজান্তেই কখন যেন সেই তরি স্থিতিশীলতা নোঙরের কাছিতে বাঁধা পড়ে গেছে—‘নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর আর তটের উল্লেখের মাধ্যমে কবি বাস্তবজগতের স্থিতিশীলতার চিত্র তুলে ধরেছেন। নিশ্চল নৌকাও স্থিতিকেই চিহ্নিত করে। অন্যদিকে জোয়ারের ঢেউগুলি গতির বার্তা নিয়ে আসে। কবির নিশ্চল জীবনে অভিঘাত হেনে তাকে সচল করতে চায়। তরি তবু চলে না। বদ্ধ তরিতে মাথা ঠুকে অভিমানী ঢেউগুলি ফিরে যায় গতির জগতে। জোয়ারভাটা আসে যায়। নদী আর সমুদ্রের স্রোত চিরচল, গতিশীল তেমন, কবির রোমান্টিক মনও গতিশীল। কিন্তু বাস্তবতার স্থবির পটভূমিতে কবি অসংখ্য বন্ধনে বন্দি, তাঁর জীবনতরি গতিহারা। রাতের নিস্তব্ধ নিঃসঙ্গ মুহূর্তগুলি কবির জীবনে গতির আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। সারারাত তিনি অবিরাম নিক্ষেপ করে চলেন দাঁড়। কিন্তু তাঁর ব্যর্থ প্রচেষ্টাকে বিদ্রুপ করে স্রোত—“নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরগর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে।” দাঁড় টেনে টেনে, পাল তুলে, তারার দিকে চেয়ে নিশানা স্থির গতির বার্তা করেও কবি দূর সমুদ্রপারে পাড়ি দিতে ব্যর্থ হন। এই ব্যর্থতার বেদনায় বিষণ্ণ কবি গতিশীল জীবনধর্মে দীক্ষিত বলেই জীবনের কাঙ্খিত গন্তব্যে পৌঁছনোর আশায় তবু দাঁড় টেনে যান। এভাবেই ‘নোঙর’ কবিতার চিরকালীন গতিময়তার কথা ব্যঞ্জিত হয়েছে।
4. ‘নোঙর’ কবিতা অবলম্বনে কবির সমুদ্রযাত্রার উদ্যোগ এবং ব্যর্থতার পরিচয় দাও।
Ans: ‘নোঙর’ কবিতায় রোমান্টিক কবি অজিত দত্তের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছোনোর অভীপ্সা প্রকাশিত হয়েছে। পারিপার্শ্বিক বন্ধনের সীমানা পেরিয়ে তিনি চলে যেতে চান সমুদ্রযাত্রার উদ্যোগ সপ্তসিন্ধুপারে। জলপথে কবির যাত্রা, তাই নৌকা প্রস্তুত রেখেছেন। সেই নৌকায় সারাজীবনের সঞ্চয় বোঝাই করেছেন, মাস্তুলে পাল বেঁধেছেন, হাতের মুঠোয় ধরেছেন দাঁড়। -“পাড়ি দিতে দূর সিন্ধুপারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে।”কিন্তু নিজের অজান্তে কখন তটের কিনারে নোঙর পড়ে গেছে। কবির সমদূরপিয়াসী মন বাঁধা পড়ে গেছে অদৃশ্য জাগতিক বন্ধনে। গতিশীল জীবনধর্মে দীক্ষিত আশাবাদী কবি থেমে থাকতে চান না, প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে তিনি অবিরত জীবনতরীর দাঁড় টানেন। যাত্রার মুহূর্তে দাঁড় বাইতে গিয়ে কবি অনুভব করেন নিজেরই অজান্তে কখন নোঙর পড়ে গেছে তটের কিনারে। কিন্তু তাঁর মন এই বন্ধনকে মেনে নিতে চায় না। তাই কবি সারারাত মিছে দাঁড় টানেন। জোয়ারভাটায় বাঁধা জীবনের এ তটে কবি নিশ্চল হয়ে পড়ে থাকেন। তাঁর চোখের সামনে ঢেউগুলি দুরন্ত গতির বার্তা নিয়ে আসে আর সাড়া না পেয়ে ফিরে যায়। চঞ্চল স্রোত কবির স্থবিরতাকে বিদ্রুপ করে। নিস্তব্ধ রাতে কবি অবিরাম দাঁড় টেনে চলেন। বারবার ব্যর্থ হয়েও তিনি গন্তব্যে পৌঁছোনোর আশা ও চেষ্টা ত্যাগ করেন না। কিন্তু তিনি জানেন এই দাঁড় টানা মিছে বা বৃথা। অসহায়, নিরুপায় কবির মন ব্যর্থতার বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে।
5.“নােঙর গিয়েছে পড়ে তটের কিনারে” — ‘নােঙর’ এখানে কীসের প্রতীক? কবি নৌকা নিয়ে কোথায় যেতে চান? কবির আকাঙ্ক্ষা ও আক্ষেপ কীভাবে প্রকাশিত হয়েছে?
Ans: কবি অজিত দত্ত রচিত ‘নােঙর’ কবিতায় নােঙর হল জীবনের বিভিন্ন বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক। কবি নৌকা নিয়ে যেতে চান সুদূর সাতসাগরের পাড়ে৷ বাস্তব জীবনের বাধাবন্ধন থেকে অনেক দূরে কল্পনালােকে পাড়ি দিতে চান কবি। মধ্যযুগের সওদাগরদের মতাে কবি ভাসিয়ে দিতে চান তার সৃষ্টিসম্পদে ভরা নৌকা। রােজকার একঘেয়ে জীবনযাপন থেকে ছুটি নিয়ে তার কল্পনাপ্রবণ মন দূর অচেনা অজানা দেশে পাড়ি দিতে চায়।। কবির আকাঙ্ক্ষা সাতসমুদ্রপাড়ে পাড়ি দেওয়ার। কবির ভাবুক মন সংসারের দায়িত্ব কর্তব্যের বাঁধন মানতে চায় না। কর্মময়, সাংসারিক জীবনের বাঁধন তাকে কঠিনভাবে বেঁধে রাখে। স্রোতের গতি কবির এই দায়িত্বের বন্ধনকে বিদ্রুপ করে, কিন্তু কবি নিরুপায়, অসহায়। এই দাঁড় টানা বৃথা জেনেও তিনি অবিরাম দাড় টেনে চলেন। তাই কবির তীব্র আক্ষেপ
“তরী ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধুপারে,
নােঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে।
সারারাত তবু দাঁড় টানি, তবু দাড় টানি।।”
এভাবেই ‘নােঙর’ কবিতাটি কবির আকাঙ্ক্ষার অপূর্ণতা ও আক্ষেপের বেদনায় ধূসর হয়ে উঠেছে।
6. “সারারাত তবু দাড় টানি”—কবি সারারাত দাড় টানেন কেন? ‘দাড়’ কথাটি বলার কারণ কী? এই দাঁড় টানার মধ্য দিয়ে কবির কোন্ মানসিক অবস্থার পরিচয় ফুটে ওঠে?
Ans: কবি অজিত দত্ত ‘নােঙর’ কবিতায় বলেছেন যে নৌকাভরা পণ্য নিয়ে তিনি সাতসাগরের পাড়ে পাড়ি দিতে চান। তাই তিনি সারারাত দাঁড় টানেন।
‘তবু’ শব্দের অর্থ ‘তা সত্ত্বেও’ পণ্যভরা নৌকা নিয়ে সাতসাগরপারে যাওয়ার বাসনা ছিল কবির। কিন্তু কখন তটের কিনারে নােঙর পড়ে গেছে তিনি বুঝতেও পারেননি। নৌকা যে আর তট ছেড়ে যাবেনা কখনও, তা তিনি জানেন। তবু মন যেন এই সত্য মানতে চায় না। কঠিন সত্যটি জানা সত্ত্বেও কবি সারারাত দাঁড় টেনে চলেন। এই কারণেই ‘তবু কথাটি বলা হয়েছে। এই দাঁড় টানার মধ্য দিয়ে কবির অদম্য মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি জানেন, সমাজ-সংসারের নানা বন্ধন তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। তবু তার কল্পনাবিলাসী মন বাঁধনহারা জীবনের স্বাদ পেতে চায়। তার চারপাশ বাস্তব। বলে এই দাঁড় টানা বৃথা, কিন্তু তার অবচেতন মন আশা-স্বপ্নের জাল বুনে চলে। তাই তিনি অবিরাম দাড় টেনে চলেন। কবি জানেন, তার বাসনা হয়তো কোনােদিনই পূরণ হবে না, তবু স্বপ্নময় জীবনের অনুসন্ধানে তার ক্লান্তি নেই। দূর সাগরে পাড়ি দেওয়ার স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখে।
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – West Bengal Class 9th Bengali Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
নবম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪
আরোও দেখুন:-
Class 9 Bengali Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 English Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Geography Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 History Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Life Science Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Mathematics Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 Physical Science Suggestion 2024 Click here
আরোও দেখুন:-
Class 9 All Subjects Suggestion 2024 Click here
FILE INFO : নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link 1 | Click Here To Download |
Download Link 2 | Click Here To Download |
নোঙর (কবিতা) অজিত দত্ত অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
Info : নোঙর (কবিতা) অজিত দত্ত নবম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 9 Bengali Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Bengali Question and Answer Suggestion
” নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর বাংলা সাজেশন / নবম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 9 Bengali Suggestion / Class 9 Bengali Nongor Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Bengali Suggestion / Bengali Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Bengali Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Bengali Suggestion / Class 9 Bengali Nongor Question and Answer / Class 9 Bengali Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Bengali Exam Guide / Class 9 Bengali Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।
নোঙর (কবিতা) অজিত দত্ত প্রশ্ন ও উত্তর
নোঙর (কবিতা) অজিত দত্ত – প্রশ্ন ও উত্তর | নোঙর (কবিতা) অজিত দত্ত Class 9 Bengali Nongor Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত প্রশ্ন ও উত্তর।
নোঙর (কবিতা) অজিত দত্ত MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর বাংলা
নোঙর (কবিতা) অজিত দত্ত MCQ প্রশ্ন ও উত্তর | নোঙর (কবিতা) অজিত দত্ত Class 9 Bengali Nongor Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত MCQ প্রশ্ন উত্তর।
নোঙর (কবিতা) অজিত দত্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা
নোঙর (কবিতা) অজিত দত্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নোঙর (কবিতা) অজিত দত্ত Class 9 Bengali Nongor Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
নোঙর (কবিতা) অজিত দত্ত MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি বাংলা | Class 9 Bengali Nongor
নবম শ্রেণি বাংলা (Class 9 Bengali Nongor) – নোঙর (কবিতা) অজিত দত্ত – প্রশ্ন ও উত্তর | নোঙর (কবিতা) অজিত দত্ত | Class 9 Bengali Nongor Suggestion নবম শ্রেণি বাংলা – নোঙর (কবিতা) অজিত দত্ত প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত প্রশ্ন উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer Question and Answer, Suggestion
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত | নবম শ্রেণীর বাংলা সহায়ক – নোঙর (কবিতা) অজিত দত্ত – প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali Nongor Question and Answer, Suggestion | Class 9 Bengali Nongor Question and Answer Suggestion | Class 9 Bengali Nongor Question and Answer Notes | West Bengal Class 9th Bengali Question and Answer Suggestion.
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Bengali Question and Answer, Suggestion
নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | নোঙর (কবিতা) অজিত দত্ত । Class 9 Bengali Nongor Question and Answer Suggestion.
WBBSE Class 9th Bengali Nongor Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত
WBBSE Class 9 Bengali Nongor Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । নোঙর (কবিতা) অজিত দত্ত | Class 9 Bengali Nongor Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 9 Bengali Nongor Question and Answer Suggestions | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
Class 9 Bengali Nongor Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 9 Bengali Nongor Question and Answer নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Bengali Nongor Suggestion | নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 9 Bengali Nongor Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – নোঙর (কবিতা) অজিত দত্ত MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Bengali Nongor Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 9 Bengali Suggestion Download WBBSE Class 9th Bengali short question suggestion . Class 9 Bengali Nongor Suggestion download Class 9th Question Paper Bengali. WB Class 9 Bengali suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 9 Bengali Nongor Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com
Class 9 Bengali Nongor Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Bengali Suggestion with 100% Common in the Examination .
Class Nine IX Bengali Nongor Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam
Class 9 Bengali Nongor Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Bengali Suggestion is provided here. Class 9 Bengali Nongor Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” নোঙর (কবিতা) অজিত দত্ত – নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 9 Bengali Nongor Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।