বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর - অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer
বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর - অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer : বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Bengali Bojhapora Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Bengali Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) অষ্টম শ্রেণী (WB Class 8)
বিষয় (Subject) অষ্টম শ্রেণীর বাংলা (Class 8 Bengali)
কবিতা (Kobita) বোঝাপড়া (Bojhapora)
লেখক (Writer) রবীন্দ্রনাথ ঠাকুর

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Bengali Bojhapora Question and Answer 

MCQ | বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Bojhapora MCQ Question and Answer :

  1. ‘দিপালিকা’ -এর কোন্‌ প্রতিশব্দ ‘বোঝাপড়া’ কবিতায় আছে-

(A) দ্বীপ 

(B) প্রদীপ 

(C) কুডুল 

(D) অস্তাচলে

Ans: (B) প্রদীপ।

  1. আঁধার ঘরে কি জ্বালাতে বলছেন কবি?

(A) মশাল 

(B) বিজলী বাতি 

(C) প্রদীপ জ্বালাও 

(D) কোনটাই নয়

Ans: (C) প্রদীপ জ্বালাতে বলছেন কবি।

  1. আকাশ তবু কেমন থাকে?

(A) সুবিমল 

(B) নির্মল 

(C) নাতিদীর্ঘ

(D) সুনীল

Ans: (D) সুনীল থাকে।

  1. কোন্‌ গ্রন্থের জন্য রবীন্দ্রনাথের নোবেল পান?

(A) The Song 

(B) Gitanjali 

(C) The Song offers 

(D) Song Offerings

Ans: (D) Song Offerings।

  1. শঙ্কা যেখানে নেই সেখানে কী হতে পারে?

(A) ভরাডুবি 

(B) জাহাজডুবি 

(C) নৌকাডুবি 

(D) মৃত্যু 

Ans: (B) জাহাজডুবি হতে পারে।

  1. বিশ্বভুবন কেমন?

(A) সুন্দর 

(B) অসুন্দর 

(C) মস্ত-ডাগর 

(D) নাতিদীর্ঘ

Ans: (C) মস্ত-ডাগর।

  1. সত্যকে মেনে নিতে হবে –

(A) তর্কসাপেক্ষে 

(B) শর্তসাপেক্ষে 

(C) সহজে 

(D) কঠিনভাবে

Ans: (C) সহজে।

  1. পাহাড় ছিল কোথায় মাথা তুলে?

(A) জলের উপর মাথা তুলে 

(B) জলের তলায় মাথা তুলে 

(C) জলে ধারে ডাঙায় মাথা তুলে 

(D) নদীর পাশে

Ans: (B) জলের তলায় মাথা তুলে।

  1. ‘তোমারি কি এমন ভাগ্য/ বাঁচিয়ে যাবে সকল ______!’

(A) ধকল 

(B) জখম 

(C) ক্ষত 

(D) বদল

Ans: (B) জখম!’

  1. ‘বোঝাপড়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে –

(A) পুনশ্চ 

(B) খেয়া 

(C) শেষলেখা 

(D) ক্ষণিকা 

Ans: (D) ক্ষণিকা কাব্যগ্রন্থে রয়েছে ।

অতি সংক্ষিপ্ত | বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Bojhapora SAQ Question and Answer :

  1. ‘বোঝাপড়া’ কবিতার মূল বক্তব্য একটি বাক্যে লেখো। 

Ans: জীবনে ভালো-মন্দ যাই ঘটুক সেটাই সত্য এবং এই সত্যকে সহজেই মেনে নেওয়াটাই মানুষের কর্তব্য।

  1. ‘এলে সুখের বন্দরেতে’ – সুখের বন্দরে কীভাবে আসতে হয়? 

Ans: অনেক ঝঞ্জা অর্থাৎ বাধা- বিপত্তি অতিক্রম করে সুখের বন্দরে আসতে হয়।

  1. জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন?

Ans: জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ‘ভারতী’ ও ‘বালক’ পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন।

  1. বিধির সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ কী করে? 

Ans: বিধির সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ নিজের পায়েই কুড়ুল মারে।

  1. ভারতের কোন প্রতিবেশী দেশে তাঁর লেখা গান জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়?

Ans: ভারতের প্রতিবেশী বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘আমার সােনার বাংলা’ জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়।

  1. কোথায় জাহাজডুবি সম্ভাবনা দেখা যায়?

Ans: যেখানে কোনো আশঙ্কার সম্ভাবনা থাকে না, সেখানেই জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়।

  1. ‘মনরে আজ কহ যে’ – ‘মন’-রে কবি কী বলতে বলেছেন? 

Ans: কবি মনকে বলতে বলেছেন যে, ভালো-মন্দ যাই আসুক না কেন সত্যকে সহজেই গ্রহণ করতে হবে।

সংক্ষিত বা ব্যাখ্যাভিত্তিক | বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Bojhapora Question and Answer :

  1. কীভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে?

Ans: জীবনে এমন অনেক কিছুই ঘটে, যা সহজে মেনে নেওয়া যায় না। তবুও মেনে নিতে হয়। কোনাে কোনাে ক্ষেত্রে ব্যক্তিকে নিজের মনের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। সেখানে কারও সঙ্গে পার্থক্য না থাকাই উচিত। জগতে সবাই একরকম হয় না, তাদের মধ্যে পার্থক্য থাকে। আর এই পার্থক্য ও বৈষম্য নিয়েই জীবন এগিয়ে চলে। তাই জীবনে চলার পথে সব কিছুকে সহজে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। 

  1. “দোহাই তবে এ কার্যটা /যত শীঘ্র পারো সারো।” – কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন?

Ans: জীবনে চলার পথে প্রয়ােজনমতাে মনের বিপক্ষে দাঁড়িয়ে চোখের জল ফেলে সহজ-সত্যিকে মেনে নিয়ে আলাের প্রদীপ জ্বালানাের কথাই কবি এখানে বলেছেন।

মানুষ দুঃখ পায়, আঘাত পায়, তবু আকাশ কিন্তু সুনীল থাকে। আপনজনের মৃত্যুর কঠিন আঘাতে জীবন আপাতত স্তব্ধ হবে বলে মনে হলেও, কিছু সময় পর স্বাভাবিক গতিতে সে সামনে এগিয়ে যায়। সুতরাং, মনের সঙ্গে বােঝাপড়া করে নিজের সমূহ কর্তব্য সারার জন্যই কবি মনের সঙ্গে বােঝাপড়ার ব্যাপারটি শীঘ্র সারতে বলেছেন।

  1. কখন আঁধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব?

Ans: একটা প্রদীপ যেমন একটা অন্ধকার ঘরকে আলােকজ্জল করতে পারে, তেমনই দুঃখভারাক্রান্ত মন ও ভেঙে পড়া কান্নার মধ্য দিয়ে গুমরে থাকা কষ্টকেও লাঘব করতে পারে। কবির কথানুসারে, নিজের দুঃখকে বড়াে করে দেখলে নিজের জীবনই ভারাক্রান্ত হয়। সুতরাং, দুঃখ ভুলে, কারও সঙ্গে নিজের পার্থক্য বিবেচনা না-করে সহজে সব মেনে নিলেই আঁধার ঘরে প্রদীপ জ্বালানাে সম্ভব হবে।

  1. “ভুলে যা ভাই, কাহার সঙ্গে / কতটুকুন তফাত হলো।” – এই উদ্ধৃতির মধ্যে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে?

Ans: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘বোঝাপড়া’ কবিতা থেকে গৃহীত উদ্ধৃত পঙক্তির মাধ্যমে সার্বিক সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন। মনের ঔদার্যে সবাই একাসনে বসতে পারে। সেখানে কারও সঙ্গে পার্থক্য না থাকাই উচিত। জগতে একরকম হয় না,তাদের মধ্যে পার্থক্য থাকে। আর এই পার্থক্য ও বৈষম্য নিয়েই জীবন এগিয়ে চলে। তাই কারও সঙ্গে বিবাদ না করে বরং সব কিছুকে সহজে অতিক্রম করে জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে।

  1. “অনেক ঝঞ্ধা কাটিয়ে বুঝি / এলে সুখের বন্দরেতে,” – “ঝঞ্জা কাটিয়ে আসা” বলতে কী বোঝো?

Ans: জীবনে চলার পথে হাজারও বাধা-বিপত্তির সৃষ্টি হয়। তবুও সেইসব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে হয়। বাধাবিঘ্ন, দুঃখ-যন্ত্রণায় কাতর হলে মন দুর্বল হয়ে পড়ে, লক্ষ্য অর্জন সম্ভব হয় না। দুঃখকে অতিক্রম করেই সুখের সন্ধান মেলে। সাফল্য লাভের পথে আলাে, দুঃখ-যন্ত্রণা, ব্যথা-বেদনা-সহ সমস্ত বিরুদ্ধ পরিস্থিতিকে জয় করাকেই ‘ঝা কাটিয়ে আসা’ বলে উপলদ্ধি করা যায়।

  1. ‘বোঝাপড়া’ কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলতে চেয়েছেন? 

Ans: আলোচ্য কবিতা ‘বোঝাপড়া’ রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতা আসলে আমাদের আবেগি মানব হৃদয়কে বাস্তবের আয়নার সামনেই যেন দাঁড় করিয়ে দেয়। জীবনের বাস্তব অনেক বেশি সহজ। দুঃখ-সুখ আসলে এই জীবনের দুটো দিক, তাই উভয় ক্ষেত্রে মন যেন সেই সত্যকে গ্রহণ করতে পিছ পা না হয়, তারই ‘বোঝাপড়া’র কথা এই কবিতায় কবি ব্যক্ত করেছেন।

  1. “সেইটে সবার চেয়ে শ্রেয়।” – কোনটি সবার চেয়ে শ্রেয়?

Ans: জীবন নদীর স্রোতের মতোই বয়ে চলে। জীবনের গতিপথে বাঁধা, টানাপোড়ন, ঝঞ্ঝা–ঝামেলা লেগেই থাকে। সুখের সাগরে পৌঁছতে হলে জীবনের এই সমস্ত প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যেতে হবে। সমস্ত ভালো–মন্দ, অন্যের সঙ্গে বিবাদ–ঝগড়া, সুখ–দুঃখ সবকিছুকে মেনে নিয়ে টিকে থাকতে হবে। আর সেটিই হবে উপযুক্ত, সংগত ও শ্রেয়।

  1. “ঘটনা সামান্য খুবই।” – কোন ঘটনার কথা বলা হয়েছে?

Ans: জীবনে চলার পথে আমরা অনেক বিষয়কে ভাবনা চিন্তার মধ্যে আনি না। যার থেকে কোনাে ভয় নেই মনে করি, দেখা যায়, সে-ই আমাদের সমূহ বিপত্তির কারণ। কবি সেই আপাত তুচ্ছ বলে বিবেচ্য বিষয়কে, গভীর চিন্তা না-করে অগ্রাহ্য ও অবহেলার যােগ্য ঘটনাকে বােঝানাে হয়েছে। সামান্য ঘটনা বলেছেন।

  1. “তেমন করে হাত বাড়ালে / সুখ পাওয়া যায় অনেকখানি।” – উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো।

Ans: মানুষ মাত্রই আত্মস্বার্থপরায়ণ। সে বিনা স্বার্থে এক পা ফেলতেও রাজি নয়। আবার এই ব্যক্তিই যখন পরার্থে সব কিছু বিসর্জন দিয়ে আত্মসুখ খুঁজে নেয়, হয়ে ওঠে পরম বন্ধু, তখন সে-ই খুঁজে পায় অনেক মন্দের মাঝে ভালাের খোঁজ। মন ভরে ওঠে তৃপ্তিতে। তবে এর জন্য পারস্পরিক ত্যাগ স্বীকার দরকার হয়। প্রত্যেকেই যদি নিজের সামান্য স্বার্থ ত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়ালেই জীবনে খুঁজে পাওয়া যায় অনেকটা সুখ।

  1. “তাহারে বাদ দিয়েও দেখি / বিশ্বভুবন মস্ত ডাগর।” – উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে?

Ans: পার্থিব মােহে আচ্ছন্ন জীবন সব সময় সুখের সন্ধানে ব্যাপৃত রয়েছে। মাঝে মাঝে এই আসক্তি এতটাই প্রবল হয়ে ওঠে যে, সে মনে করে নির্দিষ্ট কাউকে ছাড়া তার জীবন শূন্য। এই মানসিকতা তাকে তার অপ্রাপ্তি গুলিকে বড়াে করে দেখায়। যতই দুঃখ-শােক-ব্যথাবেদনা মানুষকে ব্যথিত করুক না কেন, তা ক্ষণিকের। পরক্ষণেই দুঃখ ভুলে মানুষ আগামীর স্বপ্নে নিজেকে সাজিয়ে তার স্বাভাবিক জীবন শুরু করে। জগৎ তখন বিশাল অস্তিত্ব নিয়ে মানুষের মনে অনুভূত হয়।     

  1. ‘সুখ পাওয়া যায় অনেকখানি’ – কীভাবে এই সুখ পাওয়া সম্ভব?

Ans: আলোচ্য পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বোঝাপড়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি একটি জীবনমুখী কবিতা। মানুষ বিশ্বের সবথেকে উন্নত প্রাণী। জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, চেতনা, মানবিকতার বিকাশ একমাত্র এই মানুষের মধ্যেই লক্ষ্যনিয়। মানুষ তার অপরিসীম চাহিদা মেটাতে গিয়ে হিংসা, হানাহানি, বিবাদ, ঝগড়ায় জড়িয়ে পড়ে। কিন্তু, বাস্তবে মানুষ তার বন্ধুত্বের হাত যদি বাড়ায় তবে এত হিংসা হানাহানি হয়না। সেই বন্ধুত্বের সম্পর্কে সুখ পাওয়া যায়। যা কখনই বিবাদ-বিরোধে পাওয়া যায়না।

  1. “মরণ এলে হঠাৎ দেখি / মরার চেয়ে বাচাই ভালো।” – ব্যাখ্যা করো।

Ans: মানুষ দুঃখভীতু জীব। দুঃখের স্পর্শে সে জীবন সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে পড়ে। তখন সে মনে করে, মরে যাওয়াই ভালাে। এ এক ধরনের পলায়নপ্রবৃত্তি। কবির কাছে তা আসলে ভয়ানক মিথ্যে। কেননা মানুষ মৃত্যুভীতুও বটে। তারা মৃত্যুর কাছ থেকেও পালিয়ে বেড়ায়। ‘মরলেই বাঁচি’ তাহলে বুঝতে হবে—‘দুঃখে আনন্দ পেয়ে/পরম তৃপ্তিতে ঢেউ তােলা কথা সব।

বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Bojhapora Question and Answer : 

1. “তেমন করে হাত বাড়ালে / সুখ পাওয়া যায় অনেকখানি।” — “তেমন করে” কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন — লেখো।

Ans: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বোঝাপড়া’ কবিতা থেকে উদ্ভূত অংশটি গৃহীত হয়েছে। সাধারণভাবে ‘তেমন করে কথাটির অর্থ ‘সেই ভাবে’ হলেও বিস্তৃত অর্থে বলা যায় আন্তরিকতার সঙ্গে, মনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে কোনো কিছু করা বা চাওয়া। যদি পারস্পরিক সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া যায়, তবে অনেকটাই সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যায়।

কবির মতে পার্থিব সুখ তথা ধন-দৌলত-অর্থ প্রধান নয়। আসল হল মানসিক প্রশান্তি। মানসিক সুখই জীবনকে সহজ-সাবলীল-ছন্দময় করে তােলে। এখানে মানসিক সুখ-শান্তির ইঙ্গিত দিয়েছেন। 

2. “ভালো মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে” – তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কীভাবে অতিক্রম করতে চাও?

Ans: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বোঝাপড়া’ কবিতা থেকে উদ্ভূত অংশটি গৃহীত হয়েছে। আমি কবির এই কথার সঙ্গে সহমত পােষণ করছি।

জীবনে সুখ–দুঃখ  একটি অপরটির পরিপূরক। একটির সঙ্গে অপরটি লেগেই থাকে। তাই সুখে যেমন অতি উচ্ছ্বসিত হতে নেই, তেমনই দুঃখেও ভেঙে পড়তে নেই। সুখ–দুঃখ দুই পরিস্থিতিকে যে মানিয়ে নিতে পারে, সেই জীবন যুদ্ধে জয়ী হতে পারে। জীবন কখনই সহজ পথে প্রবাহিত হয় না, প্রতি পদক্ষেপেই আসবে কোনাে না কোনাে প্রতিবন্ধকতা। কিন্তু তাতে যদি আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, তাহলে জীবনযুদ্ধে হেরে যাব। সেজন্য উপস্থিত বুদ্ধি দিয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে জীবনের ময়দানে টিকে থাকতে হবে।

3. “মনেরে আজ কহ যে, / ভালো মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে।” – কবির মতো তুমি কি কখনও মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কীভাবে বোঝাবে — একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো।

Ans: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বোঝাপড়া’ কবিতা থেকে উদ্ভূত অংশটি গৃহীত হয়েছে। নিজের মনের সাথে আত্মকথনের অর্থ হল— নিজের মধ্যে নিজেকে হারিয়ে নিজেকেই খুঁজে পাওয়া। কবির মতাে আমিও নিজের মনের সঙ্গে কথা বলি। আসলে মনের সঙ্গে এই কথা বলা একধরনের আত্মবিশ্লেষণের প্রক্রিয়া। নিজের ত্রুটিগুলিকে খুঁজে বের করে তাকে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে যাচাই করে নেওয়া।

জীবনে চলার পথে নানারকম বাধার সম্মুখীন হতে হয়। তাই বলে থমকে গেলে চলে না। আমি পড়াশুনায় ভালাে। আমি পরীক্ষায় ভালো নম্বর বরাবরই পাই। হঠাৎ যদি ফল খারাপ হয় কিংবা নম্বর কম পাই, তবে আমি ভেঙে পড়ব না। মনকে বােঝাব এটি সাময়িক। তারপর খুঁজে বের করব, কী কারণে আমার রেজাল্ট খারাপ হল। মনকে বােঝাব, আমি সাধ্যমতাে পরিশ্রম করিনি বলেই এমন হল। তা ছাড়া এটিই তাে জীবনের একমাত্র পরীক্ষা নয়। সুতরাং, হতাশ না-হয়ে পূর্ণ উদ্যমে আবার পড়ায় মন দেব। মনের সব হতাশা ঝেড়ে ফেলে আগামী পরীক্ষার জন্য নিজেকে আরও ভালােভাবে তৈরি করব।

4. নীচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো :

আঁধার, সত্য, দোষ, আকাশ, সুখ।

আলো–আঁধার: গোধূলিবেলায় প্রকৃতি আলো–আঁধার নিয়ে খেলছে।

সত্য–মিথ্যা: সত্য–মিথ্যা মিলে মিশে কথা তৈরি হয়।

দোষ–গুন: মানুষ মাত্রই দোষ–গুন থাকবে।

আকাশ–পাতাল: কাজ শুরু না করেই আকাশ–পাতাল ভেবো না।

সুখ–দুঃখ: মানবজীবনে সুখ–দুঃখ নিত্যসঙ্গী।

5. নীচের শব্দগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও বুদ্ধ দল চিহিনত করো :

বোঝাপড়া > বাে – ঝা – প – ড়া (মুক্তদল— বাে, ঝা, প, ড়া)৷

কতকটা > ক – তক্ – টা (মুক্তদল— ক, টা; রুদ্ধদল— তক্)৷

সত্যেরে > সত্ – ত – রে (মুক্তদল— ত, রে; রুদ্ধদল— সত্)৷

পাঁজরগুলো > পাঁ – জর্ – গু – লো (মুক্তদল— পা, গু, লো; রুদ্ধদল— জর্)।

বিশ্বভুবন > বিশ্ – শ (ব) – ভু – বন্ (মুক্তদল— শ (ব), ভু; রুদ্ধদল— বিশ্, বন্)।   

অশ্রুসাগর > অশ্ – রু – সা – গর্ (মুক্তদল— রু, সা, রুদ্ধদল— অশ্, গর্)৷

6. নীচের প্রতিটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লেখো :

মন – দিল, হৃদয়, চিত্ত

জখম – ক্ষত, আঘাত, চোট

ঝঞ্জা – ঝড়, তুফান, ঝটিকা

ঝগড়া – বিবাদ, কলহ, দ্বন্দ্ব 

সামান্য – অল্প, কম, ক্ষণিক

শঙ্কা – ভয়, ভীত, আশঙ্কা

আকাশ – গগন, ব্যোম, অম্বর

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Bengali Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

অষ্টম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

 অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩ – Class 8 Suggestion 2023

আরোও দেখুন:-

Class 8 Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Physical Science Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Life Science Suggestion 2023 Click here

FILE INFO : বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer with FREE PDF Download Link

PDF File Name বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

Info : বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 8 Bengali Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Bengali Question and Answer Suggestion 

” বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন / অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 8 Bengali Suggestion / Class 8 Bengali Bojhapora Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Bengali Suggestion / Bengali Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Bengali Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Bengali Suggestion / Class 8 Bengali Bojhapora Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Bengali Exam Guide / Class 8 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2030 / Class 8 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন ও উত্তর 

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – প্রশ্ন ও উত্তর | বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Class 8 Bengali Bojhapora Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন ও উত্তর।

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর বাংলা 

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন ও উত্তর | বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Class 8 Bengali Bojhapora Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন উত্তর।

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা 

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Class 8 Bengali Bojhapora Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা | Class 8 Bengali Bojhapora 

অষ্টম শ্রেণি বাংলা (Class 8 Bengali Bojhapora) – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – প্রশ্ন ও উত্তর | বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | Class 8 Bengali Bojhapora Suggestion অষ্টম শ্রেণি বাংলা – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | অষ্টম শ্রেণীর বাংলা সহায়ক – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Bojhapora Question and Answer, Suggestion | Class 8 Bengali Bojhapora Question and Answer Suggestion | Class 8 Bengali Bojhapora Question and Answer Notes | West Bengal Class 8th Bengali Question and Answer Suggestion. 

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Bengali Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর । Class 8 Bengali Bojhapora Question and Answer Suggestion.

WBBSE Class 8th Bengali Bojhapora Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর

WBBSE Class 8 Bengali Bojhapora Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | Class 8 Bengali Bojhapora Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 8 Bengali Bojhapora Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর 

Class 8 Bengali Bojhapora Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 8 Bengali Bojhapora Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 8 Bengali Bojhapora Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 8 Bengali Bojhapora Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Bojhapora Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 8 Bengali Suggestion Download WBBSE Class 8th Bengali short question suggestion . Class 8 Bengali Bojhapora Suggestion download Class 8th Question Paper Bengali. WB Class 8 Bengali suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 8 Bengali Bojhapora Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 8 Bengali Bojhapora Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Bengali Suggestion with 100% Common in the Examination .

Class Eight VIII Bengali Bojhapora Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam 

Class 8 Bengali Bojhapora Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Bengali Suggestion is provided here. Class 8 Bengali Bojhapora Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বোঝাপড়া (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Bojhapora Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।