ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ | South Central Railway Recruitment 2023
ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ | South Central Railway Recruitment 2023

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ

South Central Railway Recruitment 2023

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ | South Central Railway Recruitment 2023 : আপনি কি সরকারি বা বেসরকারি চাকরি খুঁজছেন? তাহলে Indian Railway Recruitment Board আপনার জন্য নিয়ে এসেছে গ্র্যাজুয়েট বিএসসি, Civil Engineering এ স্নাতক বা ডিপ্লোমা চাকরি-প্রার্থীদের জন্য ভারতীয় রেলের South Central Railway ডিভিশনে Junior Technical Associate (Works) পদ ও Junior Technical Associate S&T (Drawing) পদ এর চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনি আগ্রহী হন তাহলে ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ | South Central Railway Recruitment 2023 সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।

    ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ – South Central Railway Recruitment 2023 (Job Notification – South Central Railway Recruitment 2023) সম্পর্কে কিছু তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ | Indian Railway Recruitment 2023 | South Central Railway Recruitment 2023

প্রতিষ্ঠান (Job Organize) Indian Railway Recruitment Board
পদের নাম (Name of the Job Post) Junior Technical Associate (Works),

Junior Technical Associate S&T (Drawing)

শূন্যপদ (Vacancy) প্রচুর সংখ্যক শূন্যপদ
যােগ্যতা (Eligibility) গ্র্যাজুয়েট বিএসসি, Civil Engineering এ স্নাতক বা ডিপ্লোমা
বয়সসীমা (Age Limit) 18 বছর থেকে 33 বছর
বেতনক্রম (Salary) প্রায় 25,700/- টাকা থেকে 32,500/- টাকা
নির্বাচন প্রক্রিয়া (Selection Process) ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক
আবেদনের পদ্ধতি (Application Procedure) অনলাইন (Online) ও অফলাইন (Offline)
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) https://scr.indianrailways.gov.in/

প্রতিষ্ঠানের নাম : 

Indian Railway Recruitment Board।

পদের নাম :

Junior Technical Associate (Works) পদ ও Junior Technical Associate S&T (Drawing) পদ

শূন্যপদ :  

প্রচুর সংখ্যক শূন্যপদে ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) নিয়োগ করা হবে। 

যােগ্যতা : 

ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট বিএসসি, Civil Engineering এ স্নাতক বা ডিপ্লোমা পাস থাকতে হবে। 

বয়সসীমা : 

18 বছর থেকে 33 বছরের বেশি বয়স হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পাবেন। তবে সংশ্লিষ্ট প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে 1 লা জুলাই 2023 অনুযায়ী সর্বোচ্চ 33 বছরের মধ্যে। কিন্তু যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তারা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবেন।

বেতনক্রম : 

ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে যারা যারা চাকরি করবেন তাদের প্রতি মাসে প্রায় 25,700/- টাকা থেকে 32,500/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামোর রয়েছে।

নির্বাচন প্রক্রিয়া : 

ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে। ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক পরীক্ষা। প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে, পাস করলে সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ সিলেকশন হলে পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশন করে চাকরিপ্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হবে।

কর্মসংস্থান প্রকার : 

ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে কর্মসংস্থান প্রকার হলো ফুল টাইম ।

South Central Railway Recruitment 2023 অনলাইনে আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য : 

ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে নিয়োগ-এ আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অথবা আবেদন পত্র ই-মেইল আইডির মাধ্যমে পাঠাতে হবে। এ সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে নিচে আবেদন পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করা হলো-

  • প্রথমেই চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অথবা Email করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইট হলো – https://scr.indianrailways.gov.in/
  •  এরপর চাকরিপ্রার্থীদের apply online অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন- নাম, বাবার নাম, বাড়ির ঠিকানা, ইত্যাদি অন্যান্য তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • এরপর চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে।
  • সবশেষে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো অফিসের নোটিফিকেশনে উল্লেখ করা রয়েছে সেগুলো আপলোড করতে হবে
  • অবশেষে আবেদন ফি জমা করতে হবে
  • আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

[আরও দেখুন, মাধ্যমিক পাশে ১ লক্ষ ৩০ হাজার CRPF কনস্টেবল নিয়োগ ২০২৩ | CRPF Constable Recruitment 2023]

South Central Railway Recruitment 2023 অফলাইন আবেদন পদ্ধতি :

উল্লিখিত পদগুলিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা এই প্রতিবেদনের নীচে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
  • এরপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
  • এরপর যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে মুখবন্ধ খামে ভরতে হবে।
  • এরপর সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।
  • খামের উপরে অবশ্যই “Application for the post of JTA on Contract Basis” লেখাটি উল্লেখ করতে হবে।

South Central Railway Recruitment 2023 আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :

Secretary to Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), office of Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin:- 500025

ডকুমেন্টস এর প্রয়োজন:

আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে নিম্ন লিখিতি ডকুমেন্টস গুলি নিয়ে হাজির থাকতে হবে। যেমন –

  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র। যেমন – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি পাসের মার্কসীটGল ও সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • পাসপোর্ট সাইজের ফটোকপি।
  • চাকরি প্রার্থী নিজস্ব সিগনেচার।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • অন্যান্য।

আবেদন শুরু ও শেষের তারিখ :

প্রতিটি পদের জন্যই ই-মেইল এর মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। এবং তা চলবে আগামী 30.06.2023 পর্যন্ত। সুতরাং যারা আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন।

অনলাইনে আবেদন ও নোটিফিকেশন :

নিচের বাটনে ক্লিক করে ডাউনলোড করেন সম্পূর্ণ বিজ্ঞপ্তি।

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ | South Central Railway Recruitment 2023
Notification Click Here to Download
Apply Online https://scr.indianrailways.gov.in/

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ – South Central Railway Recruitment 2023 FAQ : 

  1. ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে নিয়োগের প্রতিষ্ঠান এর নাম কি?

Ans: Indian Railway Recruitment Board।

  1. পদের নাম কি ?

Ans: ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing)।

  1. ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদের শূন্যপদ কত ?

Ans: প্রচুর সংখ্যক পদ।

  1. ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে যোগ্যতা কী ?

Ans: গ্র্যাজুয়েট বিএসসি, Civil Engineering এ স্নাতক বা ডিপ্লোমা।

  1. ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে বয়সসীমা কত?

Ans: 18 বছর থেকে 33 বছর।

  1. ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে বেতনক্রম কত? 

Ans: প্রায় 25,700/- টাকা থেকে 32,500/- টাকা।

  1. ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে নির্বাচন প্রক্রিয়া কি? 

Ans: ১) লিখিত পরীক্ষা, ২) মৌখিক।

  1. ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে কর্মসংস্থান প্রকার কি? 

Ans: ফুল টাইম ও চুক্তি ভিত্তিক।

  1. ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে আবেদন ফি কত? 

Ans: SC/ ST/ OBC/ Women/ EWS/ Minorities – 250/- টাকা। অন্যান্য প্রার্থী – 500/- টাকা।

  1. ভারতীয় রেলের Junior Technical Associate (Works) & Junior Technical Associate S&T (Drawing) পদে আবেদন কিভাবে করবো? 

Ans: প্রার্থীদের অনলাইনের মাধ্যমে https://scr.indianrailways.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অথবা অফলাইন-এ আবেদন করতে হবে।

[আরও দেখুন, নারায়ণ ভান্ডার প্রকল্পে প্রত্যেক ব্যক্তিকে 2000 টাকা করে দেবে সরকার | West Bengal Narayan Bhandar Scheme 2023

আরও দেখুন, 6000 শূন্য পদে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ও সুপারভাইজার নিয়োগ

আরও দেখুন, পোস্ট অফিসে 12828 টি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ | Gramin Dak Sevak Recruitment 2023]

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ – South Central Railway Recruitment 2023

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ – South Central Railway Recruitment 2023  ” পােস্টটি পড়ার জন্য। ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ – South Central Railway Recruitment 2023 পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ – South Central Railway Recruitment 2023 পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।