
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Bharater Aronno Question and Answer
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Aronno Question and Answer : ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Aronno Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBCHSE Class 11th Geography Bharater Aronno Question and Answer, Suggestion, Notes | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 11th Eleven XI Geography Examination – পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন (ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Aronno Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Aronno Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State) | পশ্চিমবঙ্গ (West Bengal) |
বোর্ড (Board) | WBCHSE, West Bengal |
শ্রেণী (Class) | একাদশ শ্রেণী (WB Class 11th) |
বিষয় (Subject) | একাদশ শ্রেণীর ভূগোল (Class 11 Geography) |
ভারতের ভূগোল (Indian Geography) | ভারতের অরণ্য (Bharater Aronno) |
[একাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBCHSE Class 11th Geography Bharater Aronno Question and Answer
সংক্ষিপ্ত | ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 11 Geography Bharater Aronno SAQ Question and Answer:
- ঝুমচাষ কীভাবে বনভূমি ধ্বংস করে?
Ans; পাহাড়ি অঞ্চলে বনভূমি পুড়িয়ে জমি উদ্ধার করে সেই জমিতে চাষ করার পদ্ধতিকে ঝুমচাষ বলে। কয়েক বছর চাষাবাদ করার পর ওই মৃত্তিকার উর্বরতা কমে গেলে বনের মধ্যেই অন্য এক স্থানের জঙ্গল পুড়িয়ে সেখানে আবার চাষাবাদ শুরু হয়। এইভাবে যত বেশি ঝুমচাষ করা হবে ততই বৃক্ষচ্ছেদনের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বনভূমির পরিমাণও হ্রাস পাবে।
- ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল দেখা যায় কেন?
Ans; ম্যানগ্রোভ অরণ্যের বৃক্ষগুলি নদী মোহানার সূক্ষ্ম কাদাযুক্ত পলিমাটিতে জন্মায়। এই মাটিতে সচ্ছিদ্রতার পরিমাণ খুব কম। এ ছাড়া, এই মাটি বেশিরভাগ সময় সমুদ্রের লবণাক্ত জলে প্লাবিত থাকে। তাই বায়ু থেকে অক্সিজেন শোষণের জন্য উদ্ভিদের মূলগুলি মাটির ওপরে শ্বাসমূল হিসেবে উঠে আসে।
- হিমালয় পার্বত্য অঞ্চলে উদ্ভিদের বৈচিত্র্য বেশি কেন?
Ans; হিমালয়ের পার্বত্য অঞ্চলের বনভূমিতে উষ্ণতা এবং উচ্চতা উভয়েরই | প্রাধান্য লক্ষ করা যায়। যেহেতু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা এবং বৃষ্টিপাত কমে যায়, তাই হিমালয় পার্বত্য অঞ্চলে উদ্ভিদের চারিত্রিক পরিবর্তন দেখা যায়।
- ভারতের কোথায় কোথায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়?
Ans; ভারতের পূর্ব উপকূলে গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদীর বদ্বীপসংলগ্ন এলাকায় উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। এর মধ্যে গঙ্গা বদ্বীপের দক্ষিণাংশে অবস্থিত পশ্চিমবঙ্গের সুন্দরবন হল ভারতের বৃহত্তম ও ওডিশার মহানদী বদ্বীপের ভিতরকণিকা হল দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল।
- অরণ্য সংরক্ষণ কাকে বলে?
Ans; অরণ্য সংরক্ষণ বলতে বোঝায়, যথেচ্ছভাবে ও নির্বিচারে গাছ না কেটে এমনভাবে বিচারবিবেচনা করে ও সংযতভাবে অরণ্য ব্যবহার করা যাতে অরণ্যের সম্ভাব্য বিকাশ পরিপূর্ণ হয় এবং তার ফলে যেমন বর্তমানে অরণ্য সম্পদের উৎপাদন অব্যাহত থাকবে, তেমন ভবিষ্যতেও প্রয়োজনমতো অরণ্যজাত দ্রব্যগুলি পাওয়া যাবে।
- স্বাভাবিক উদ্ভিদ বলতে কী বোঝ?
Ans; কোনো স্থানের নির্দিষ্ট বৃষ্টিপাত, উষ্ণতা ও মৃত্তিকার প্রভাবে কোনোরূপ পরিচর্যা ছাড়াই স্বাভাবিকভাবে যে উদ্ভিদ জন্মায় ও বড়ো হয়, তাকেই বলে স্বাভাবিক উদ্ভিদ। এই স্বাভাবিক উদ্ভিদই বনভূমি বা অরণ্য তৈরি করে।
- ভারতের কোথায় কোথায় আর্দ্র পর্ণমোচী অরণ্য আছে?
Ans; অসমের সমভূমি অঞ্চল, ঝাড়খণ্ড মালভূমি ও গঙ্গা সমভূমির পূর্বাংশ, পশ্চিমবঙ্গের সমভূমি ও মালভূমি অঞ্চল, মধ্যভারত এবং ওডিশার মালভূমি ও উপকূল অঞ্চল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালের বৃষ্টিচ্ছায় অঞ্চল বাদে সমগ্র দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য আছে। এই অরণ্যের অপর নাম মৌসুমি অরণ্য।
- কয়েকটি চিরসবুজ বৃক্ষের নাম ও ব্যবহার লেখো।
Ans; শিশু, গর্জন, তুন, পুন, আবলুস, মেহগনি, রবার প্রভৃতি।
ব্যবহার: এই বৃক্ষগুলির কাঠ খুব শক্ত ও ভারী। তাই রেলপথের স্লিপার, বাড়ির আসবাবপত্র, গৃহনির্মাণ প্রভৃতি কাজে এই কাঠ ব্যবহার করা হয়।
- আল্লীয় উদ্ভিদ বলতে কী বোঝায়?
Ans; পূর্ব হিমালয়ের 4000 মিটার এবং পশ্চিম হিমালয়ের 3200 মিটার উচ্চতার ওপর অর্থাৎ সরলবর্গীয় অরণ্যের আরও ওপরে জুনিপার, রডোডেনড্রন, লার্চ, ভুর্জ প্রভৃতি গাছ ছাড়াও নানারকমের তৃণ এবং গুল্ম জন্মায়। এইসব উদ্ভিদকে একসঙ্গে আল্লীয় উদ্ভিদ বলে। এখানকার উদ্ভিদগুলি খুব ছোটো ছোটো। ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের বিস্তৃত অঞ্চল জুড়ে এই ধরনের উদ্ভিদ দেখা যায় বলে এদের আল্লীয় উদ্ভিদ বলা হয়।
- ম্যানগ্রোভ অরণ্য বলতে কী বোঝ?
অথবা, বদ্বীপের লবণাক্ত মাটিতে কী জাতীয় অরণ্য দেখা যায়? উদাহরণ দাও।
Ans; সমুদ্রোপকূলসংলগ্ন বদ্বীপের নোনা বা লবণাক্ত মাটিতে এক বিশেষ ধরনের জরায়ুজ অঙ্কুরোদগম-সমন্বিত এবং শ্বাসমূল ও ঠেসমূলবিশিষ্ট চিরসবুজ উদ্ভিদের অরণ্য দেখা যায়, যা ম্যানগ্রোভ অরণ্য নামে পরিচিত। যেমন-সুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল প্রভৃতি ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ।
উদাহরণ: গঙ্গা বদ্বীপের দক্ষিণভাগে অবস্থিত সুন্দরবন ও মহানদী বদ্বীপের ভিতরকণিকা ভারতের দুটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল।
- সামাজিক বনসৃজন (Social forestry) কী?
Ans; সামাজিক মানুষ দ্বারা রেললাইন, রাস্তা, ফুটপাত, খাল, পুকুর, বাঁধ, [উপকূলবর্তী অঞ্চল, ধর্মস্থান, বিদ্যায়তন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খোয়াই, মরুভূমি, শ্মশান, কবরস্থান, বাগিচা ইত্যাদির ফাঁকা জমিতে মূলত মহুয়া, কুসুম, বট, ইউক্যালিপ্টাস, বাঁশ, নারকেল, বকুল, আকাশমণি, নিম, শিরীষ, পাইন ইত্যাদি বৃক্ষরোপণের প্রক্রিয়াকে ‘সামাজিক বনসৃজন’ বলা হয়। NCA (National Commission of Agriculture) 1976 সালে সামাজিক বনসৃজন শুরু করে অব্যবহৃত ও পরিত্যক্ত জমিতে। মুখ্য উদ্দেশ্য দুটি হল (ⅰ) মাটি ও জলসংরক্ষণ এবং স্থানীয় মানুষের জ্বালানি, পশুখাদ্য ও কাঠের চাহিদা পূরণ। (ii) পতিত ও পরিত্যক্ত জমিগুলিকে পুনরুদ্ধার করা।
রচনাধর্মী | ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 11 Geography Bharater Aronno Question and Answer:
1. সামাজিক বনসৃজন কাকে বলে?
Ans; সামাজিক বনসৃজন: প্রধানত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের আর্থিক সাহায্যের লক্ষ্যে যখন নির্ধারিত অরণ্যসীমার বাইরে, অব্যবহৃত জমি বা পতিত জমিতে বিশেষ বিশেষ বৃক্ষরোপণের মাধ্যমে অরণ্য সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে সামাজিক বনসৃজন বলে।
সামাজিক বনসৃজনের জন্য উপযুক্ত ভূমি: (i) খাল ও নদীর পাড়ের জমি, (ii) রেলপথ ও সড়কপথের দু-পাশের ফাঁকা জমি, (iii) পুকুর বা দিঘির পাড়, (iv) খনি এলাকার অব্যবহৃত জমি, (v) বিদ্যালয়, অফিস, ধর্মস্থান প্রভৃতির উন্মুক্ত জায়গা, (vi) পতিত জমি প্রভৃতি।
উদ্দেশ্য: (i) অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির মানুষদের সহায়তা করা, (ii) দেশে বিভিন্ন ধরনের কাঠের উৎপাদন বাড়ানোর মধ্য দিয়ে অব্যবহৃত, পতিত ও পরিত্যক্ত জমিকে লাভজনক কাজে ব্যবহার করা, (iii) পরিবেশের ভারসাম্য রক্ষা করা, (iv) ভূমিক্ষয় রোধ করা, (v) ফলমূলের উৎপাদন বাড়ানো ইত্যাদি।
2. কৃষি বনসৃজন কাকে বলে?
Ans; কৃষি বনসৃজন: কৃষি বনসৃজন সামাজিক বনসৃজনের পরিমার্জিত রূপ। ICARF (India Council of Agricultural & Forest Research)-এর প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী কৃষি বনসৃজন হল এমন একধরনের ভূমির ব্যবহার যেখানে একই ভূমিতে শস্য উৎপাদন ও পশুপালনের সাথে সাথে কাষ্ঠল বৃক্ষরোপণ করা হয়। কৃষি বনসৃজনে জমি কৃষিকাজে, গাছ লাগানোয় এবং পশুপালনের কাজে ব্যবহার হওয়ায় প্রথাগত বনসৃজনের চেয়ে কৃষি বনসৃজন অনেক বেশি সুবিধাজনক।
বৈশিষ্ট্য: কৃষি বনসৃজনের বৈশিষ্ট্যগুলি হল-
(i) সমন্বয় নির্বাচন কৃষি: কৃষি বনসৃজনের ক্ষেত্রে কৃষি বনসৃজন, কৃষি-পশুপালন, বা কৃষি-বনসৃজন-পশুপালন এই তিনপ্রকার সমন্বয় লক্ষ করা যায়। প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য মেনে যে-কোনো একটি সমন্বয় নির্বাচন করা হয়।
(ii) উপযোগিতা: এর মাধ্যমে বহুসংখ্যক কর্মসংস্থান হয়। জ্বালানি, পশুখাদ্য, খাদ্যবস্তু, ভক্ষ বা অভক্ষ তেল, শস্য, তসর, লাক্ষা, ইত্যাদির প্রয়োজন মেটানোর উপযোগী উদ্ভিদ রোপণ করা হয়।
3. অরণ্য ধ্বংসের কারণগুলি আলোচনা করো।
Ans; অরণ্য ধ্বংসের কারণ: অরণ্য ধ্বংসের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় – [1] প্রাকৃতিক কারণ এবং [2] মানুষের ক্রিয়াকলাপ।
[1] প্রাকৃতিক কারণ: যেসব প্রাকৃতিক কারণে অরণ্যভূমি ধ্বংস হয়, সেগুলি হল-
(i) দাবানল: গাছের শুকনো ডালে ঘষা লেগে বা বজ্রপাতের মাধ্যমে অরণ্যে বিধ্বংসী আগুন লাগে, যাকে দাবানল বলে। ছোটোনাগপুর মালভূমি অঞ্চলের অনেক অরণ্য এইভাবে ধ্বংস হয়েছে।
(ii) ঝড়ঝঞ্ঝা: টর্নেডো বা সাইক্লোনের মতো বিধ্বংসী ঝড়ের প্রকোপে অরণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
(iii) ভূমিধস: ভূমিধস অরণ্য বিনাশের অন্যতম কারণ। হিমালয় পার্বত্য অঞ্চলের বহু অরণ্য ভূমিধসের জন্য ধ্বংস হয়ে গেছে।
(iv) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেও বহু অরণ্য ধ্বংসপ্রাপ্ত হয়। আন্দামানের উত্তরে ব্যারেন দ্বীপে অগ্ন্যুৎপাতের কারণে অরণ্যের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে।
(v) কীটপতঙ্গের আক্রমণ: কীটপতঙ্গ ও পঙ্গপালের আক্রমণে উত্তর-পশ্চিম ভারতের বহু অরণ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
[2] মানুষের ক্রিয়াকলাপ :-
(i) নির্বিচারে গাছ কাটা: কাঠের বিভিন্ন প্রয়োজন মেটাতে নির্বিচারে গাছ কাটা হয় এবং এর ফলে অরণ্য ধ্বংস হয়।
(ii) বনভূমিকে কৃষিভূমিতে রূপান্তর: ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল পরিমাণ খাদ্য ও অন্যান্য ফসলের চাহিদা মেটাতে ক্রমাগত অরণ্যভূমি ধ্বংস করে তাকে কৃষিভূমিতে পরিণত করা হচ্ছে। ফলে অরণ্যের পরিমাণ ক্রমশই কমে আসছে।
(iii) জনবসতির বিস্তার: দ্রুত বৃদ্ধি পাওয়া জনসংখ্যার প্রয়োজনীয় বাসস্থান ও রাস্তাঘাট নির্মাণের জন্য প্রতি বছর ব্যাপকহারে অরণ্য বিনষ্ট করা হয়।
(iv) স্থানান্তর কৃষি: উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পার্বত্য অঞ্চলে স্থানান্তর কৃষির (যেমন-ঝুমচাষ) মাধ্যমে বিপুল পরিমাণ অরণ্য ধ্বংস হয়।
(v) জ্বালানির চাহিদা: গৃহস্থালির জ্বালানির চাহিদা মেটানোর জন্য অরণ্য ধ্বংস করা হয়।
(vi) পশুচারণ ক্ষেত্রের সম্প্রসারণ: গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যের বহু জায়গায় অরণ্যভূমি পরিষ্কার করে নতুন নতুন পশুচারণ ক্ষেত্র গড়ে তোলা হয়েছে এবং বহু সংরক্ষিত অরণ্যেও পশুচারণের অনুমতি দেওয়া হচ্ছে। এসবের ফলেও অরণ্যের বিনাশ ঘটে চলেছে।
4. অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো।
অথবা, ভারতে অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় সংক্ষেপে আলোচনা করো।
Ans; ভারতে অরণ্য সংরক্ষণের উপায়: বর্তমানে ভারতের ক্ষেত্রমানের বিচারে বনাবৃত ভূমির পরিমাণ প্রায় 21.73 শতাংশ (সূত্র: India State of Forest Report ’21)। অথচ সমগ্র দেশের মোট আয়তনের 33 শতাংশ বনভূমি থাকা বাঞ্ছনীয়। তাই নানা পদ্ধতিতে অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। যেমন-
[1] অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন রোধ: অপ্রয়োজনীয় বৃক্ষচ্ছেদন রোধ করতে হবে। বনভূমি ও যে-কোনো স্থান থেকে অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা নিষিদ্ধ করতে হবে।
[2] অপরিণত বৃক্ষচ্ছেদন হ্রাস: গাছ কাটার খুব প্রয়োজন হলে কেবল পরিণত বৃক্ষই যেন ছেদন করা হয়। অপরিণত এবং চারাগাছের রক্ষণাবেক্ষণের প্রতি সজাগ দৃষ্টি দিতে হবে এবং তাদের যাতে ক্ষতি না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।
[3] জ্বালানি কাঠের পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি: গ্রাম এবং শহরে জ্বালানি হিসেবে কাঠের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস, জৈবগ্যাস, সৌর শক্তি ইত্যাদি বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এতে জ্বালানি কাঠের ব্যবহার কমবে এবং অরণ্যের সংরক্ষণ হবে।
[4] দাবানল প্রতিরোধ: বনভূমিতে দাবানল যাতে না লাগে তার দিকে দৃষ্টি রাখতে হবে এবং দাবানল লাগলে যাতে দ্রুত তা নিবারণ করা যায় তার ব্যবস্থা করতে হবে।
[5] পশুচারণ নিয়ন্ত্রণ: অরণ্যকে রক্ষা করার জন্য পশুচারণ ক্ষেত্র নির্দিষ্ট করে দিতে হবে। অরণ্যভূমিতে পশুর দল চারাগাছ খেয়ে ফেলে এবং গাছকে নষ্ট করে দেয়। তাই পশুচারণ নিয়ন্ত্রণ করা জরুরি।
[6] বনসৃজন ও পুনর্বনসৃজ্জন: যেসব স্থান উদ্ভিদহীন সেখানে নতুন করে বনসৃজন করা যেতে পারে এবং বনভূমিতে যেখানে পশুচারণের ফলে বা মানুষের নিজের প্রয়োজনে অরণ্যচ্ছেদনের ফলে গাছের অস্তিত্ব বিপন্ন হয়েছে সেখানে পুনর্বনসৃজন ঘটিয়ে অরণ্য পুনরুদ্ধার করতে হবে।
[7] অরণ্য ব্যবস্থাপনার কর্মসূচি গ্রহণ: রাস্তা নির্মাণ, খাল খনন প্রভৃতি উন্নয়নমূলক কাজের সময় কেবল পরিণত ও নির্বাচিত বৃক্ষই কাটতে হবে। এজন্য অরণ্য ব্যবস্থাপনার যথাযথ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।
[৪] মানুষের অংশগ্রহণ: বর্তমানে উদ্ভিদের স্বল্পতার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষই দায়ী। তাই সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে বনসংরক্ষণ কর্মসূচিকে এগিয়ে নিতে হবে। সেজন্য যৌথ বন পরিচালনা (Joint Forest Management) ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে।
5. ভারতের ম্যানগ্রোভ অরণ্যের বণ্টন, প্রধান বৃক্ষ ও বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো।
Ans; ম্যানগ্রোভ অরণ্য:
আঞ্চলিক বণ্টন: পশ্চিমবঙ্গের দক্ষিণে গঙ্গানদীর বদ্বীপ, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর বদ্বীপ অঞ্চলে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বহু অংশে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে।
বৈশিষ্ট্য: (i) গাছগুলির উচ্চতা কম। (ii) এদের পাতা পুরু। (iii) এরা শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য চালায়। (iv) গাছগুলিতে ঠেসমূল থাকে। (v) এদের পাতাগুলি মোম-জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে। (vi) গাছগুলির শ্বাসমূল থাকে ও জরায়ুজ অঙ্কুরোদগম ঘটে।
প্রধান উদ্ভিদ: সুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল, হোগলা প্রভৃতি।
6. ভারতে স্বাভাবিক উদ্ভিদের বণ্টন জলবায়ুর দ্বারা কীভাবে প্রভাবিত হয় তা আলোচনা করো।
Ans; ভারতে স্বাভাবিক উদ্ভিদের বণ্টনে জলবায়ুর প্রভাব: ভারতে স্বাভাবিক উদ্ভিদের বণ্টন উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, সূর্যকিরণ, আর্দ্রতা ইত্যাদি জলবায়ুর উপাদানগুলি দ্বারা প্রভাবিত হয়। ভারতের বিভিন্ন অংশে এই জলবায়ুর উপাদানগুলির তারতম্যের ফলে পাঁচ প্রকার স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। যথা- [1] ক্রান্তীয় চিরসবুজ উদ্ভিদ, [2] ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, [3] ক্রান্তীয় মরু উদ্ভিদ, [4] পার্বত্য উদ্ভিদ এবং [5] ম্যানগ্রোভ। নীচে ভারতের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের বণ্টনের সম্পর্ক আলোচনা করা হল।
[1] ক্রান্তীয় চিরসবুজ উদ্ভিদ :-
অবস্থান: পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পূর্ব হিমালয়ের তরাই অঞ্চল, পূর্বাচল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যেসব অংশে বার্ষিক 250 সেমি বা তার বেশি বৃষ্টিপাত হয়, সেখানে ক্রান্তীয় চিরসবুজ উদ্ভিদ দেখা যায়।
সৃষ্টির কারণ: [a] এইসব অঞ্চলে সারাবছর ধরে প্রচুর বৃষ্টিপাত হয় এবং বার্ষিক উষ্ণতার গড় থাকে প্রায় 27° সে। এরূপ উন্ন ও আর্দ্র আবহাওয়ায় অত্যন্ত দীর্ঘ (30-35 মি) চিরসবুজ গাছ জন্মায়। ঘন অরণ্যে সূর্যালোক পাওয়ার আশায় গাছগুলি ওপরের দিকে ক্রমশ বেড়ে ওঠে। [৮] এই গাছগুলি থেকে সারাবছর ধরে অল্প অল্প করে পাতা ঝরে পড়ে। তাই গাছগুলি কখনোই সম্পূর্ণরূপে পত্রশূন্য হয়ে পড়ে না ও অরণ্য চিরসবুজ দেখায়।
উদাহরণ: শিশু, গর্জন, তুন, পুন, লোহাকাঠ, গোলাপকাঠ প্রভৃতি গাছ এখানে দেখা যায়।
[2] পর্ণমোচী উদ্ভিদ
অবস্থান: আর্দ্র পর্ণমোচী-অসম সমভূমি, পশ্চিমবঙ্গ সমভূমি, ওডিশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ প্রভৃতি অঞ্চল। শুষ্ক পর্ণমোচী-বিহারের পশ্চিমাংশ, উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিমাংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ, মহারাষ্ট্রের পূর্বাংশ, তামিলনাড়ুর পশ্চিমাংশ প্রভৃতি অঞ্চল।
সৃষ্টির কারণ: মোটামুটিভাবে ভারতের মাঝারি বৃষ্টিপাতযুক্ত (50 সেমি-200 সেমি) স্থানসমূহে পর্ণমোচী উদ্ভিদ জন্মায়। বৃষ্টিপাতের পরিমাণভেদে এগুলির মধ্যেও বৈচিত্র্য দেখা যায়। এর ভিত্তিতে পর্ণমোচী উদ্ভিদ দুই প্রকার [a] আর্দ্র পর্ণমোচী-100 সেমি 200 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মায়। যেমন-শাল, সেগুন, বাদাম, মহুয়া, আম, জাম, কাঁঠাল, তেঁতুল, বাঁশ ইত্যাদি উদ্ভিদ। [b] শুষ্ক পর্ণমোচী-50 সেমি- 100 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মায়। যেমন-কুল, খয়ের, আকন্দ, বট, কেন্দু, পলাশ, বেল ইত্যাদি।
[3] ক্রান্তীয় মরু উদ্ভিদ
অবস্থান: ভারতে বার্ষিক 50 সেমির থেকে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে (যেমন-রাজস্থানের মধ্য ও পশ্চিমভাগ, গুজরাতের উত্তরাংশ প্রভৃতি) ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যায়।
সৃষ্টির কারণ: [a] বৃষ্টিপাতের স্বল্পতার জন্য এখানে উদ্ভিদের পরিমাণ কম। এখানে বেশিরভাগই কাঁটাযুক্ত জেরোফাইট শ্রেণির উদ্ভিদ জন্মায়। [b] গাছের কাণ্ড পুরু ছালে ঢাকা থাকে। [c] দেহ থেকে জল যাতে বেরোতে না পারে সেই জন্য পাতায় মোমের মতো আবরণ থাকে এবং [d] গাছের শিকড় সুদীর্ঘ হয় ও পাতা কাঁটাযুক্ত হয়।
উদাহরণ: ফণীমনসা, বাবলা, খেজুর বিভিন্ন প্রকার কাঁটাগাছ, ঘাস প্রভৃতি উদ্ভিদ এখানে দেখা যায়।
[4] পার্বত্য উদ্ভিদ: পূর্ব ও পশ্চিম হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় বলে নানা ধরনের উদ্ভিদ জন্মায়। যেমন- (i) উন্ন ও আর্দ্র আবহাওয়ায় চিরসবুজ উদ্ভিদ জন্মায়, যেমন-শিশু, চাপলাস প্রভৃতি বৃক্ষ: (ii) পর্বতের পাদদেশীয় অঞ্চলের উপরে চিরসবুজ ও পাতাঝরা বৃক্ষের মিশ্র অরণ্য; (iii) মিশ্র অরণ্যের উপরে তুষারপাত অধ্যুষিত এলাকাসমূহে পাইন, ফার প্রভৃতি নরম কাঠের বৃক্ষের সরলবর্গীয় অরণ্য এবং (iv) অতিশীতল জলবায়ুতে রডোডেনড্রন, জুনিপার, লার্চ, ভুজ প্রভৃতি আল্লীয় উদ্ভিদ জন্মায়।
[5] ম্যানগ্রোভ: গঙ্গা বদ্বীপের দক্ষিণাংশে সুন্দরবন অঞ্চলে, মহানদী, গোদাবরী, কুন্না, কাবেরী প্রভৃতি নদীর বদ্বীপ এলাকায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে উন্ন-আর্দ্র আবহাওয়া, নিয়মিত জোয়ারভাটা, জলময় পরিবেশ ও লবণাক্ত মৃত্তিকার জন্য শ্বাসমূল ও ঠেসমূলযুক্ত বিশেষ এক ধরনের উদ্ভিদ জন্মায়। এদের জরায়ুজ অঙ্কুরোদগম হয় এবং সারাবছর গাছে সবুজ পাতা থাকে। এদের বলে ম্যানগ্রোভ উদ্ভিদ।
উদাহরণ: সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা প্রভৃতি উদ্ভিদ এখানে জন্মায়।
7. স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে জলবায়ু, ভূপ্রকৃতি ও মৃত্তিকার সম্পর্ক আলোচনা করো।
Ans; স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে জলবায়ু, ভূপ্রকৃতি ও মৃত্তিকার সম্পর্ক: স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে জলবায়ু অর্থাৎ উষ্ণতা ও বৃষ্টিপাত এবং ভূপ্রকৃতি ও মৃত্তিকার সম্পর্ক খুবই নিবিড়। যেমন-
স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে জলবায়ুর সম্পর্ক: (i) সারাবছরব্যাপী অধিক উষ্ণ-আর্দ্র ও বৃষ্টিসমন্বিত নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ উদ্ভিদের বনভূমি সৃষ্টি হয়েছে। (ii) গ্রীষ্মে উষ্ণ-আর্দ্র এবং শীতে শুষ্ক-শীতল ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের বনভূমি দেখা যায়। (iii) শুষ্ক মরু অঞ্চলে কাঁটা-জাতীয় উদ্ভিদ জন্মায়। আবার, (iv) অল্পবৃষ্টিযুক্ত অঞ্চলে সৃষ্টি হয় তৃণভূমি।
স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে ভূপ্রকৃতির সম্পর্ক: ভূপ্রকৃতির ক্ষেত্রে দেখা যায় (1) পার্বতের পাদদেশ থেকে ক্রমশ ওপরের দিকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে বলে যথাক্রমে চিরসবুজ, পাতাঝরা, সরলবর্গীয় ও আল্পীয় উদ্ভিদ জন্মায়। এ ছাড়া, (ii) জলাভূমিতে জন্মায় জলজ উদ্ভিদ।
স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে মৃত্তিকার সম্পর্ক: আবার, মৃত্তিকার সাথেও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক লক্ষ করা যায়- (i) লবণাক্ত মৃত্তিকায় ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ-জাতীয় উদ্ভিদ, (ii) পডসল মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ, (iii) চারনোজেম মৃত্তিকায় তৃণভূমি এবং (iv) লোহিত ও ল্যাটেরাইট মৃত্তিকায় ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ জন্মায়।
8. হিমালয় পার্বত্য অঞ্চলে কী কী স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?
Ans; হিমালয় পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বণ্টন: হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য হয় বলে পর্বতের পাদদেশ থেকে ক্রমশ ওপরের দিকে স্বাভাবিক উদ্ভিদের অনেক বৈচিত্র্য লক্ষ করা যায়, যথা-
চিরসবুজ অরণ্য: আঞ্চলিক বণ্টন: পূর্ব হিমালয়ের পাদদেশ অঞ্চলে অর্থাৎ 1000-2000 মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। প্রধান প্রধান উদ্ভিদ: শিশু, চাপলাস, গর্জন প্রভৃতি এই অঞ্চলের প্রধান উদ্ভিদ। সৃষ্টির কারণ: উষ্ণতা ও বৃষ্টিপাতের আধিক্য (উষ্ণতা 30°-35° সে, বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির অধিক) এই অরণ্যের বিকাশে সহায়ক।
মিশ্র বনভূমি: আঞ্চলিক বণ্টন: পূর্ব হিমালয়ের 1000-2500 মি এবং পশ্চিম হিমালয়ের 500-2000 মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। প্রধান প্রধান উদ্ভিদ: পপলার, ওক, ম্যাপল, বার্চ, লরেল প্রভৃতি এই অঞ্চলের প্রধান উদ্ভিদ। সৃষ্টির কারণ: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের কারণে নাতিশীতোয় পর্ণমোচী এবং নাতিশীতোয় চিরসবুজ উভয়প্রকার বৃক্ষের একত্র সমাবেশ দেখা যায়।
সরলবর্গীয় বনভূমি: আঞ্চলিক বণ্টন: পূর্ব হিমালয়ের 2500-4000 মি এবং পশ্চিম হিমালয়ের 2000-3000 মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। প্রধান প্রধান উদ্ভিদ: পাইন, ফার, স্পুস, লরেল প্রভৃতি এই অঞ্চলের প্রধান উদ্ভিদ। সৃষ্টির কারণ: প্রবল তুষারপাতের হাত থেকে আত্মরক্ষার তাগিদে এখানে বিশেষ ধরনের অভিযোজনগত (শঙ্কু আকৃতির বৃক্ষ) বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ জন্মায়।
আঞ্চলিক উদ্ভিদ: আঞ্চলিক বন্টন: পূর্ব ও পশ্চিম হিমালয়ের সর্বোচ্চ বনভূমি অঞ্চলের আরও উপরে প্রায় ৪৫০০ মি উচ্চতায় বিস্তৃত অঞ্চল।
প্রধান প্রধান উদ্ভিদ: জুনিপার, বেটুলা স্মিথিয়ানা, লার্চ, ধূপি-সহ নামমাত্র কিছু ঘাস ও গুল্ম প্রজাতির উদ্ভিদ জন্মায়।
সৃষ্টির কারণ: গ্রীষ্মে কিছু সময় মাটি বরফমুক্ত থাকায় পরিস্ফুটনকাল বর্ষা কালে গিয়ে মৃদু শীতল আবহাওয়ায় এই ধরনের উদ্ভিদ জন্মায়।
9. ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পত্রঝরা উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করো।
অথবা, ভারতের চিরহরিৎ ও পত্রঝরা অরণ্যের মধ্যে পার্থক্য করো।
Ans; ভারতের ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রঝরা অরণ্যের মধ্যে পার্থক্য—
বিষয় | চিরহরিৎ অরণ্য | পত্রঝরা অরণ্য |
ধারণা | যে সমস্ত অঞ্চলে সারাবছর সুষম বৃষ্টিপাত হয় এবং শীত প্রধান নয়, সেখানে একসাথে বহু প্রজাতির সারাবছর সবুজ পত্রবিশিষ্ট উদ্ভিদ জন্মে। | যে সমস্ত অঞ্চলে গ্রীষ্মকাল স্পষ্ট এবং শীতকাল শুষ্ক, সেখানে বৃক্ষেরা শীতের আগে পাতা ঝরিয়ে ফেলে। |
অবস্থানের তাপমাত্রা | চিরহরিৎ অরণ্যের অবস্থানগুলির তাপমাত্রা ২৫°সে.–৩৫°সে. হয়ে থাকে। | পত্রঝরা অরণ্যের অবস্থানগুলির তাপমাত্রা ২৩°সে.–৩০°সে. হয়ে থাকে। |
বৃষ্টিপাত | চিরহরিৎ বা চিরসবুজ অরণ্যের উদ্ভিদ ২০০ সেমি বা তার বেশি বৃষ্টিপাতযুক্ত স্থানে জন্মায়। | পত্রঝরা অরণ্যের উদ্ভিদ সাধারণত ১০০–২০০ সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মে। |
পাতা ঝরার সময়কাল | চিরহরিৎ অরণ্যে পাতাগুলি সারাবছর অল্প অল্প করে ঝরে। | পত্রঝরা অরণ্যে একবারে বিশেষ খরার সময় একসাথে পাতা ঝরে যায়। |
গাছের ঘনত্ব | চিরসবুজ অরণ্যে গাছের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি এবং সূর্যালোক কম প্রবেশ করে। | পত্রঝরা অরণ্যে বৃক্ষের ঘনত্ব অপেক্ষাকৃত কম। |
বনভূমির তলদেশ | বনভূমির তলদেশে শ্যাডি ও লতা-গুল্মে পরিপূর্ণ থাকে। | বনভূমির তলদেশ অপেক্ষাকৃত পরিষ্কার থাকে। |
গাছের উচ্চতা | চিরসবুজ অরণ্যের গাছগুলির উচ্চতা পত্রঝরা অরণ্যের উদ্ভিদের তুলনায় বেশি। | পত্রঝরা অরণ্যের গাছগুলির উচ্চতা তুলনামূলকভাবে কিছুটা কম। |
উদাহরণ | রোডোডেনড্রন, অ্যারেকানাট, মহগনি, বাবলা, সিকোয়া, এবোনি প্রভৃতি। | শাল, সেগুন, অর্জুন, ধউরা, পালাশ, বট, অশ্বত্থ, আম, জাম, খয়ের, ইমলি। |
10. অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব (Economic significance)-গুলি লেখো।
Ans; অরণ্যের উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্ব: অরণ্য অর্থনৈতিকভাবে ভীষণই গুরুত্বপূর্ণ। ব্যাবহারিক উপযোগিতা বাড়ার সাথে অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব দ্রুত বাড়ছে। উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্বগুলি হল –
[1] শক্ত ও নরম কাঠের মুখ্য ব্যবহার: অরণ্যের শক্ত কাঠ (সেগুন, মেহগনি, রোজউড, আয়রন উড, আবলুস, শাল) আসবাবপত্র, ওয়াগন, রেলের স্লিপার, বিভিন্ন যন্ত্রাংশ ও যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার হয়। নরম কাঠ (দেবদারু, পপলার, পাইন, ফার, সিডার প্রভৃতি) গৃহনির্মাণে, কাগজ, কাগজের বোর্ড, নিউজপ্রিন্ট, লেখার কাগজ, মোড়ক, প্যাকিং প্রভৃতির জন্য ব্যবহার হয়।
[2] তৃণ, বাঁশ ও বেতের মুখ্য ব্যবহার: সাবাই, ভাবর, এলিফ্যান্ট ইত্যাদি তৃণগুলি কাগজ প্রস্তুতিতে ব্যবহার হয়। খুস তৃণ খসখস তৈরিতে, মুঞ্জ তৃণ চেয়ার, টুল ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। বাঁশের ব্যবহার বহুবিধ। বাড়ি এবং বাড়ির নানান আসবাব বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশের নরম কান্ড ও বীজ খাদ্য হিসেবে গৃহীত হয়। কাগজ শিল্পের কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহার করা হয়। বেত থেকে দড়ি, কাছি, মাদুর, ব্যাগ, ঝুড়ি, আসবাব, ছড়ি, ছাতার হাতল, খেলার সরঞ্জাম তৈরিতে বেতের বহুল ব্যবহার দেখা যায়।
[3] উপজাত দ্রব্য: বনভূমি থেকে রবার, আঠা, মধু, মোম লাক্ষা, রজন ইত্যাদি পাওয়া যায়। এগুলিও স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করে।
Class 11 First (1st) Unit Test Question and Answer :
- Class 11 Bengali 1st Semester Question Click here
- Class 11 English 1st Semester Question Click here
- Class 11 Geography 1st Semester Question Click here
- Class 11 History 1st Semester Question Click here
- Class 11 Education 1st Semester Question Click here
- Class 11 Political Science 1st Semester Question Click here
- Class 11 Philosophy 1st Semester Question Click here
- Class 11 Sociology 1st Semester Question Click here
- Class 11 Sanskrit 1st Semester Question Click here
- Class 11 All Subjects First Semester Question Click here
Class 11 Second (2nd) Unit Test Question and Answer :
- Class 11 Bengali 2nd Semester Question Click here
- Class 11 English 2nd Semester Question Click here
- Class 11 Geography 2nd Semester Question Click here
- Class 11 History 2nd Semester Question Click here
- Class 11 Education 2nd Semester Question Click here
- Class 11 Political Science 2nd Semester Question Click here
- Class 11 Philosophy 2nd Semester Question Click here
- Class 11 Sociology 2nd Semester Question Click here
- Class 11 Sanskrit 2nd Semester Question Click here
- Class 11 All Subjects 2nd Semester Question Click here
Class 11 Suggestion 2025 – একাদশ শ্রেণীর সাজেশন ২০২৫
আরোও দেখুন:-
Class 11 Bengali Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 English Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Geography Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 History Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Political Science Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Education Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Philosophy Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Sociology Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 Sanskrit Suggestion 2025 Click here
আরোও দেখুন:-
Class 11 All Subjects Suggestion 2025 Click here
◆ একাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি, বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।
Class 11 WhatsApp Groups | Click Here to Join |
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 11th Geography Question and Answer / Suggestion / Notes Book
আরোও দেখুন :-
একাদশ শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here
FILE INFO : ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Aronno Question and Answer with FREE PDF Download Link
PDF File Name | ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Aronno Question and Answer PDF |
Prepared by | Experienced Teachers |
Price | FREE |
Download Link | Click Here To Download |
Download PDF | Click Here To Download |
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
Update
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
Info : ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Suggestion | West Bengal WBCHSE Class Eleven XI (Class 11th) Geography Question and Answer Suggestion
” ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক একাদশ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eleven XI / WB Class 11 / WBCHSE / Class 11 Exam / West Bengal Council of Higher Secondary Education – WB Class 11 Exam / Class 11th / WB Class 11 / Class 11 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( একাদশ শ্রেণীর ভূগোল সাজেশন / একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class-11 Geography Suggestion / Class 11 Geography Bharater Aronno Question and Answer / Class 11 Geography Suggestion / Class-11 Pariksha Geography Suggestion / Geography Class 11 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 11 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 11 Geography Suggestion / West Bengal Eleven XI Question and Answer, Suggestion / WBCHSE Class 11th Geography Suggestion / Class 11 Geography Bharater Aronno Question and Answer / Class 11 Geography Suggestion / Class 11 Pariksha Suggestion / Class 11 Geography Exam Guide / Class 11 Geography Suggestion 2025, 2026, 2027, 2028, 2029, 2030 / Class 11 Geography Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class-11 Geography Suggestion FREE PDF Download) সফল হবে।
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর | ভারতের অরণ্য (ভারতের ভূগোল) Class 11 Geography Bharater Aronno Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর।
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণীর ভূগোল
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের অরণ্য (ভারতের ভূগোল) Class 11 Geography Bharater Aronno Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন উত্তর।
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির ভূগোল
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের অরণ্য (ভারতের ভূগোল) Class 11 Geography Bharater Aronno Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন উত্তর – একাদশ শ্রেণি ভূগোল | Class 11 Geography Bharater Aronno
একাদশ শ্রেণি ভূগোল (Class 11 Geography Bharater Aronno) – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর | ভারতের অরণ্য (ভারতের ভূগোল) | Class 11 Geography Bharater Aronno Suggestion একাদশ শ্রেণি ভূগোল – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর।
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | একাদশ শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর | Class 11 Geography Bharater Aronno Question and Answer Question and Answer, Suggestion
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) | পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) | একাদশ শ্রেণীর ভূগোল সহায়ক – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন ও উত্তর । Class 11 Geography Bharater Aronno Question and Answer, Suggestion | Class 11 Geography Bharater Aronno Question and Answer Suggestion | Class 11 Geography Bharater Aronno Question and Answer Notes | West Bengal Class 11th Geography Question and Answer Suggestion.
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 11 Geography Question and Answer, Suggestion
একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের অরণ্য (ভারতের ভূগোল) । Class 11 Geography Bharater Aronno Question and Answer Suggestion.
WBCHSE Class 11th Geography Bharater Aronno Suggestion | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল)
WBCHSE Class 11 Geography Bharater Aronno Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ভারতের অরণ্য (ভারতের ভূগোল) | Class 11 Geography Bharater Aronno Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 11 Geography Bharater Aronno Question and Answer Suggestions | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Bharater Aronno Question and Answer একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 11 Geography Bharater Aronno Question and Answer একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 11 Geography Bharater Aronno Suggestion | একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class 11 Geography Bharater Aronno Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের অরণ্য (ভারতের ভূগোল) MCQ প্রশ্ন ও উত্তর । Class 11 Geography Bharater Aronno Question and Answer Suggestion একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।
West Bengal Class 11 Geography Suggestion Download WBCHSE Class 11th Geography short question suggestion . Class 11 Geography Bharater Aronno Suggestion download Class 11th Question Paper Geography. WB Class 11 Geography suggestion and important question and answer. Class 11 Suggestion pdf.পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। একাদশ শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 11 Geography Bharater Aronno Question and Answer by Bhugol Shiksha .com
Class 11 Geography Bharater Aronno Question and Answer prepared by expert subject teachers. WB Class 11 Geography Suggestion with 100% Common in the Examination .
Class Eleven XI Geography Bharater Aronno Suggestion | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 Exam
Class 11 Geography Bharater Aronno Question and Answer, Suggestion Download PDF: West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) Class 11 Eleven XI Geography Suggestion is provided here. Class 11 Geography Bharater Aronno Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Aronno Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের অরণ্য (ভারতের ভূগোল) একাদশ শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 11 Geography Bharater Aronno Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।