HS 3rd Semester Bengali Question Paper 2025 with Answer
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা ২০২৫ প্রশ্নপত্র উত্তর সহ
HS 3rd Semester Bengali Question Paper 2025 with Answer: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) পরিচালিত উচ্চমাধ্যমিক বাংলা (HS Class 12 Bengali) তৃতীয় সেমিস্টার পরীক্ষা 8 সেপ্টেম্বর 2025 তারিখে সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীরা এখন সবচেয়ে বেশি খুঁজছেন – HS 3rd Semester Bengali 2025 Question Paper with Answer অর্থাৎ প্রশ্নপত্র ও উত্তর সমাধান।
এই আর্টিকেলে “HS 3rd Semester Bengali Question Paper 2025 with Answer | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা ২০২৫ প্রশ্নপত্র উত্তর সহ” আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তরসহকারে বিশ্লেষণ, যা ভবিষ্যতের প্রস্তুতিতে বিশেষভাবে সহায়ক হবে।
West Bengal HS 3rd Semester Bengali 2025 Question Solution WBCHSE Class 12th | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা ২০২৫ প্রশ্নপত্র উত্তর সমাধান
পরীক্ষার নাম (Exam Name) | HS Class 12 (WBCHSE) 3rd Semester |
বিষয় (Subject) | বাংলা (Bengali) |
বছর (Year) | 2025 |
পরীক্ষার তারিখ (Exam Date) | 8 সেপ্টেম্বর 2025 |
পরীক্ষা পদ্ধতি | লিখিত (Subjective + MCQ মিলিত) |
আয়োজন | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
সময় (Exam Time) | ১ ঘণ্টা ১৫ মিনিট (1 Hour 15 Miners) |
পূর্ণমান (Full Marks) | ৪০ নম্বর (40 Marks) |
HS 3rd Semester Bengali Question Paper 2025 with Answer
নীচে প্রশ্নপত্র থেকে সম্ভাব্য উত্তর করে দেওয়া হলো:
- কবীরের ধর্ম ছিল –
Ans: সত্যের বয়ান
- শাণিত ইস্পাতদণ্ড | অভঙ্গুর | নাম –
Ans: ভালোবাসা
- নিশ্চিত পৌঁছুবো সেই …. খর্জুরের দ্বীপে।
Ans: তৃষ্ণাহর
- যাঁরা …. এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।
Ans: লোকহিতায়
- দূরপত মারী-আই-কে ভোগের সঙ্গে দিত –
Ans: নারকেল
- প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে –
Ans: নাসিক্য ধ্বনি
- স্টাইল হল ব্যাকরণের সম্ভাবনার বিশেষ –
Ans: নিষ্কাশন
- ‘সংস্কৃত’ শব্দটি ক’টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে?
Ans: চারটি
- খণ্ডধ্বনির নাম –
Ans: বিভাজ্য ধ্বনি
- বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা –
Ans: ২০০ টির বেশি
- আমরা আমাদের চার হাত চার ….. একে যুঝবোই।
Ans: চোখে
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা –
Ans: চারটি
- রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট রচনা করেছেন –
Ans: ৭৭ টি ধ্রুপদ
- ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো –
Ans: 1. ডালপালা প্রভৃতি মামুলী খাদ্য শেষ হইলে, মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন।
2. আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল।
3. আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না।
4. আদরিণীর সেই নবজলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে – তাহা আজ নিশ্চল-নিস্পন্দ।
- সত্য ও মিথ্যা নির্ণয় করো –
- আমাদের ভাষা সংস্কৃতর গদাই-প্রস্করি চাল ঐ এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। 👉 সত্য
- কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, সে কথাই হচ্ছে। 👉 মিথ্যা
- সমস্ত দেশের যাতে কুল্যাণ, সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে। 👉 মিথ্যা
- যেটা ভাবহীন, প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনও কাজের নয়। 👉 সত্য
- বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী ‘তোমাকে চাই’ অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক –
Ans: কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)
- ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ গড়ে তোলেন –
Ans: মেঘনাদ সাহা
- ‘বেটন কাপ’ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট?
Ans: হকি
- ‘আদর’ যাও মা …… মেলা দেখে এসো।
Ans: বামুনহাটের
- অত্যাচারিত …… গরীব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন।
Ans: উৎপীড়িত
- জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন?
Ans: ১৭০০ টাকা
- আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন?
Ans: দুই মাস
- আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল –
Ans: পাঁচ টাকা
- জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন?
Ans: দুই হাজার
- ‘ধর্ম’ কবিতাটির মূল গ্রন্থ –
Ans: অন্ধকার লেখাগুচ্ছ
- স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প –
- জয়রাম মুখোপাধ্যায় 👉 মোক্তার
- কুঞ্জবিহারী বাবু 👉 জুনিয়ার উকিল
- নগেন 👉 ডাক্তার
- উমাচরণ লাহিড়ী 👉 জমিদার
- স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প –
- আবদুল করিম খাঁ 👉 সংগীত শিল্পী
- আইনস্টাইন 👉 বিজ্ঞানী
- ভ্যান গঘ 👉 চিত্রশিল্পী
- গার্সিয়া লোরকা 👉 কবি ও নাট্যকার
- স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প –
- ঝুলন গোস্বামী 👉 ক্রিকেট
- দিব্যেন্দু বড়ুয়া 👉 দাবা
- গোষ্ঠ পাল 👉 ফুটবল
- আরতি সাহা 👉 সাঁতার
- বিবৃতি (Assertion) ও কারণ (Reason) –
বিবৃতি (A): গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারী-আই-এর কুনজরে পড়েছে।
কারণ (R): গ্রামের মানুষেরা মারী আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল।
Ans: (A) ভুল, (R) ঠিক
- সমার্থকতার উদাহরণ হিসেবে সঠিক শব্দ –
Ans: পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ এবং আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা
- ‘পোটরাজ’ গল্পটি অনুবাদ করেছেন –
Ans: সুনন্দন চক্রবর্তী
- আমাদের দু’জনের হাতগুলোই লাগবে –
Ans: ধুয়ে মুছে আগুন বানানোর জন্য
- ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলে –
Ans: স্পর্শধ্বনি
- ‘মিঠু কাল স্কুলে যাবে’ এবং ‘মিঠু কাল স্কুলে যাবে?’ এই দুটি বাক্যের উচ্চারণ –
Ans: সুরতরঙ্গ
- ‘দারুণ’ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠনির্মিত। পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’।
Ans: এটি শব্দার্থ পরিবর্তনের রূপান্তর নিয়মে হয়েছে।
- ‘দিগ্বিজয়ে যেতে হবে’ – দিগ্বিজয়ের জন্য সাজিয়ে দিলেন –
Ans: দুয়োরানী
- ‘খজুরের দ্বীপ’ আসলে কী?
Ans: যেখানে কবি পৌঁছতে চান
- ‘চলিতভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না?’ – ‘চলিতভাষা’ বলতে বোঝায় –
Ans: মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা
- সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন –
Ans: মরা ভাষা
- দুটো চলিতভাষায় যে ভাবরাশি আসবে, তাই পাওয়া যাবে না –
Ans: দু’হাজার ছাঁদি বিশেষণে।
HS 3rd Semester Bengali Question Paper 2025 Download | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা ২০২৫ প্রশ্নপত্র ডাউনলোড
File Details:
PDF File Name | WB HS 3rd Semester Bengali Question Paper 2025 with Answer | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা ২০২৫ প্রশ্নপত্র উত্তর সহ |
Board | WBCHSE |
Download Link | Click Here To Download |
[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]
[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]
HS 3rd Semester Bengali 2025 FAQ :
Q1. HS Bengali 3rd Semester 2025 Question Paper কোথায় পাওয়া যাবে?
👉 BhugolShiksha.com-এ উত্তরসহ পাওয়া যাবে।
Q2. HS Bengali 2025 উত্তর কিভাবে মিলিয়ে নেব?
👉 আমাদের দেওয়া Answer Key ও Explanation দেখে যাচাই করতে পারবেন।
Q3. HS 3rd Semester Bengali পরীক্ষার ধরণ কেমন ছিল?
👉 প্রশ্নগুলো ছিল রচনা, ব্যাখ্যা, কবিতা ও ব্যাকরণের মিশ্রণ।
কেন এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ?
- পরীক্ষার্থীরা সহজে প্রশ্নপত্র উত্তরসহ পাবে।
- প্রতিটি প্রশ্নের সংক্ষিপ্ত ও ব্যাখ্যাসহ সমাধান দেওয়া আছে।
- ভবিষ্যতের প্রস্তুতির জন্য Model Question ও Suggestion হিসাবে উপযোগী।
WBCHSE Class 12 Bengali 3rd Semester Question Paper with Answer | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা উত্তরপত্র 2025
- HS 3rd Semester Bengali Question Paper 2025 with Answer
- HS Bengali 2025 Question Paper PDF
- WBCHSE Class 12 Bengali 2025 Answer Key
- উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2025 সমাধান
- HS Bengali 3rd Semester Model Question 2025
HS 3rd Semester Bengali Question Paper 2025 with Answer | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা ২০২৫ প্রশ্নপত্র উত্তর সহ
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” HS 3rd Semester Bengali Question Paper 2025 with Answer | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা ২০২৫ প্রশ্নপত্র উত্তর সহ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।