Biogeochemical Cycles - GK Question and Answer in Bengali
Biogeochemical Cycles - GK Question and Answer in Bengali

জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল MCQ প্রশ্নউত্তর

Biogeochemical Cycles – World Geography MCQ

জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ in Bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর – Biogeochemical Cycles – World Geography MCQ  । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC etc) এই জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ or Quiz in Bengali  পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ 

MCQ | জৈবরসায়নিক চক্রসমূহ  – বিশ্ব ভূগোল  প্রশ্ন ও উত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ Question and Answer :

  1. জৈবরসায়নিক চক্র বলতে কী বোঝায়?
    (A) শক্তির প্রবাহ
    (B) জীব ও পরিবেশের মধ্যে মৌলের চক্র
    (C) বায়ুর চলাচল
    (D) খাদ্য শৃঙ্খল
    Ans: (B) জীব ও পরিবেশের মধ্যে মৌলের চক্র
    Explanation: Elements circulate between biotic and abiotic components.
  2. নিচের কোনটি জৈবরসায়নিক চক্রের উদাহরণ?
    (A) জলচক্র
    (B) শিলাচক্র
    (C) শিলাবৃষ্টি
    (D) বায়ুপ্রবাহ
    Ans: (A) জলচক্র
    Explanation: Water cycle involves movement through biosphere and environment.
  3. কার্বন চক্রের প্রধান গ্যাস কোনটি?
    (A) CO
    (B) CO₂
    (C) CH₄
    (D) O₂
    Ans: (B) CO₂
    Explanation: Carbon dioxide is the main atmospheric carbon form.
  4. কার্বন উদ্ভিদে প্রবেশ করে—
    (A) শ্বাস-প্রশ্বাসে
    (B) আলোকসংশ্লেষে
    (C) বাষ্পীভবনে
    (D) পচনে
    Ans: (B) আলোকসংশ্লেষে
    Explanation: Plants absorb CO₂ during photosynthesis.
  5. প্রাণীর শ্বাস-প্রশ্বাসে কী নির্গত হয়?
    (A) অক্সিজেন
    (B) নাইট্রোজেন
    (C) কার্বন ডাই-অক্সাইড
    (D) হাইড্রোজেন
    Ans: (C) কার্বন ডাই-অক্সাইড
    Explanation: Respiration releases CO₂ back to atmosphere.
  6. নাইট্রোজেন চক্রের প্রধান গ্যাস—
    (A) CO₂
    (B) O₂
    (C) N₂
    (D) NH₃
    Ans: (C) N₂
    Explanation: Atmospheric nitrogen is the largest nitrogen reservoir.
  7. বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন সরাসরি উদ্ভিদ ব্যবহার করতে পারে?
    (A) পারে
    (B) পারে না
    (C) আংশিক পারে
    (D) শুধু শৈবাল পারে
    Ans: (B) পারে না
    Explanation: Nitrogen must be fixed into usable forms.
  8. নাইট্রোজেন স্থায়ীকরণ কে করে?
    (A) ছত্রাক
    (B) ব্যাকটেরিয়া
    (C) শৈবাল
    (D) পোকা
    Ans: (B) ব্যাকটেরিয়া
    Explanation: Rhizobium and other bacteria fix nitrogen.
  9. অ্যামোনিফিকেশন হলো—
    (A) অ্যামোনিয়া থেকে নাইট্রেট
    (B) জৈব নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া
    (C) নাইট্রেট থেকে N₂
    (D) N₂ থেকে অ্যামোনিয়া
    Ans: (B) জৈব নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া
    Explanation: Decomposers convert organic nitrogen to ammonia.
  10. নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় কী তৈরি হয়?
    (A) N₂
    (B) NH₃
    (C) নাইট্রাইট ও নাইট্রেট
    (D) ইউরিয়া
    Ans: (C) নাইট্রাইট ও নাইট্রেট
    Explanation: Ammonia is oxidized by bacteria.
  11. ডিনাইট্রিফিকেশন হলো—
    (A) N₂ স্থায়ীকরণ
    (B) নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস
    (C) অ্যামোনিয়া উৎপাদন
    (D) ফসফরাস মুক্তি
    Ans: (B) নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস
    Explanation: Returns nitrogen to atmosphere.
  12. অক্সিজেন চক্রের প্রধান উৎস—
    (A) আগ্নেয়গিরি
    (B) আলোকসংশ্লেষ
    (C) শ্বাস-প্রশ্বাস
    (D) বৃষ্টি
    Ans: (B) আলোকসংশ্লেষ
    Explanation: Plants release oxygen.
  13. ফসফরাস চক্রে বায়ুমণ্ডলের ভূমিকা—
    (A) প্রধান
    (B) আংশিক
    (C) নেই
    (D) ঋতুভিত্তিক
    Ans: (C) নেই
    Explanation: No significant gaseous phase.
  14. ফসফরাস উদ্ভিদে প্রবেশ করে—
    (A) বায়ু থেকে
    (B) মাটি থেকে
    (C) সূর্য থেকে
    (D) জল থেকে
    Ans: (B) মাটি থেকে
    Explanation: Roots absorb phosphate ions.
  15. সালফার চক্রে সালফারের একটি উৎস—
    (A) আগ্নেয়গিরি
    (B) নদী
    (C) বন
    (D) মরুভূমি
    Ans: (A) আগ্নেয়গিরি
    Explanation: Volcanic eruptions release sulfur gases.
  16. জলচক্রে বাষ্পীভবন হলো—
    (A) মেঘ তৈরি
    (B) জল বাষ্পে রূপান্তর
    (C) বৃষ্টি
    (D) বরফ গলন
    Ans: (B) জল বাষ্পে রূপান্তর
    Explanation: Solar heat converts water to vapor.
  17. সংহতি (Condensation) কী?
    (A) বৃষ্টি
    (B) বাষ্প থেকে তরল
    (C) বরফে রূপান্তর
    (D) বাষ্পীভবন
    Ans: (B) বাষ্প থেকে তরল
    Explanation: Forms clouds.
  18. কার্বন চক্রে সমুদ্রের ভূমিকা—
    (A) CO₂ উৎপাদন
    (B) CO₂ শোষণ
    (C) O₂ শোষণ
    (D) N₂ উৎপাদন
    Ans: (B) CO₂ শোষণ
    Explanation: Oceans act as carbon sink.
  19. জীবাশ্ম জ্বালানি পোড়ালে—
    (A) O₂ বাড়ে
    (B) CO₂ বাড়ে
    (C) N₂ বাড়ে
    (D) জল বাড়ে
    Ans: (B) CO₂ বাড়ে
    Explanation: Releases stored carbon.
  20. ডিকম্পোজারদের কাজ—
    (A) অক্সিজেন তৈরি
    (B) মৃত পদার্থ ভেঙে মৌল মুক্ত করা
    (C) বৃষ্টি ঘটানো
    (D) নাইট্রোজেন কমানো
    Ans: (B) মৃত পদার্থ ভেঙে মৌল মুক্ত করা
    Explanation: Recycle nutrients to soil and air.
  21. কার্বন চক্রে বনভূমির ভূমিকা—
    (A) CO₂ শোষণ
    (B) CO₂ উৎপাদন
    (C) N₂ উৎপাদন
    (D) সালফার মুক্তি
    Ans: (A) CO₂ শোষণ
    Explanation: Trees store carbon via photosynthesis.
  22. বিদ্যুৎ চমক নাইট্রোজেন চক্রে সাহায্য করে—
    (A) ডিনাইট্রিফিকেশনে
    (B) নাইট্রোজেন স্থায়ীকরণে
    (C) নাইট্রিফিকেশনে
    (D) অ্যামোনিফিকেশনে
    Ans: (B) নাইট্রোজেন স্থায়ীকরণে
    Explanation: Lightning converts N₂ into nitrates.
  23. মাটির উর্বরতা বেশি নির্ভর করে—
    (A) অক্সিজেন চক্র
    (B) কার্বন চক্র
    (C) নাইট্রোজেন ও ফসফরাস চক্র
    (D) সালফার চক্র
    Ans: (C) নাইট্রোজেন ও ফসফরাস চক্র
    Explanation: Essential nutrients for plants.
  24. কার্বন চক্রে আগ্নেয়গিরির ভূমিকা—
    (A) CO₂ শোষণ
    (B) CO₂ নির্গমন
    (C) O₂ নির্গমন
    (D) N₂ শোষণ
    Ans: (B) CO₂ নির্গমন
    Explanation: Adds carbon to atmosphere.
  25. গ্রীনহাউস প্রভাব মূলত কোন চক্রের সাথে যুক্ত?
    (A) কার্বন চক্র
    (B) নাইট্রোজেন চক্র
    (C) অক্সিজেন চক্র
    (D) ফসফরাস চক্র
    Ans: (A) কার্বন চক্র
    Explanation: CO₂ traps heat.
  26. প্রাণীরা অক্সিজেন ব্যবহার করে—
    (A) আলোকসংশ্লেষে
    (B) শ্বাস-প্রশ্বাসে
    (C) পচনে
    (D) বাষ্পীভবনে
    Ans: (B) শ্বাস-প্রশ্বাসে
    Explanation: Oxygen used in respiration.
  27. ফসফরাস চক্র ধীর কারণ—
    (A) সূর্য কম
    (B) জল কম
    (C) বায়ুমণ্ডলীয় ধাপ নেই
    (D) ব্যাকটেরিয়া নেই
    Ans: (C) বায়ুমণ্ডলীয় ধাপ নেই
    Explanation: Moves mainly through rocks.
  28. সালফার ডাই-অক্সাইড থেকে তৈরি হয়—
    (A) ওজোন
    (B) কার্বন মনোক্সাইড
    (C) অ্যাসিড বৃষ্টি
    (D) মিথেন
    Ans: (C) অ্যাসিড বৃষ্টি
    Explanation: Forms sulfuric acid in atmosphere.
  29. মৃতদেহ পচলে কার্বন চক্রে—
    (A) CO₂ মুক্তি
    (B) O₂ মুক্তি
    (C) N₂ মুক্তি
    (D) H₂ মুক্তি
    Ans: (A) CO₂ মুক্তি
    Explanation: Decomposition releases carbon dioxide.
  30. জলচক্রে প্রবাহ (Runoff) হলো—
    (A) বাষ্পীভবন
    (B) জল স্থলভাগ থেকে নদীতে যাওয়া
    (C) মেঘ তৈরি
    (D) বৃষ্টি
    Ans: (B) জল স্থলভাগ থেকে নদীতে যাওয়া
    Explanation: Surface water movement.
  31. কার্বন চক্রে শ্বাস-প্রশ্বাসের ভূমিকা—
    (A) O₂ উৎপাদন
    (B) CO₂ শোষণ
    (C) CO₂ নির্গমন
    (D) নাইট্রোজেন মুক্তি
    Ans: (C) CO₂ নির্গমন
    Explanation: Respiration releases CO₂.
  32. ফসফরাস চক্রে ক্ষয়প্রক্রিয়া—
    (A) ফসফরাস ধ্বংস
    (B) শিলা থেকে ফসফেট মুক্তি
    (C) CO₂ মুক্তি
    (D) N₂ মুক্তি
    Ans: (B) শিলা থেকে ফসফেট মুক্তি
    Explanation: Weathering releases phosphorus.
  33. অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারে—
    (A) বায়ু পরিষ্কার
    (B) জল দূষণ
    (C) মাটি শক্ত
    (D) CO₂ কমে
    Ans: (B) জল দূষণ
    Explanation: Leads to eutrophication.
  34. অক্সিজেন ও কার্বন চক্র—
    (A) আলাদা
    (B) পরস্পর নির্ভরশীল
    (C) বিপরীত
    (D) সম্পর্কহীন
    Ans: (B) পরস্পর নির্ভরশীল
    Explanation: Photosynthesis and respiration link them.
  35. জৈবরসায়নিক চক্রের শক্তির উৎস—
    (A) চাঁদ
    (B) আগ্নেয়গিরি
    (C) সূর্য
    (D) বায়ু
    Ans: (C) সূর্য
    Explanation: Solar energy drives cycles.
  36. ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাজ করে—
    (A) মেঘে
    (B) বায়ুতে
    (C) মাটিতে
    (D) সমুদ্রে
    Ans: (C) মাটিতে
    Explanation: Convert nitrates to nitrogen gas.
  37. সমুদ্র উষ্ণ হলে কার্বন চক্রে—
    (A) CO₂ শোষণ বাড়ে
    (B) CO₂ শোষণ কমে
    (C) O₂ বাড়ে
    (D) N₂ বাড়ে
    Ans: (B) CO₂ শোষণ কমে
    Explanation: Warm water holds less CO₂.
  38. সালফার চক্রে সমুদ্রের ভূমিকা—
    (A) সালফার ধ্বংস
    (B) সালফার সঞ্চয়
    (C) অক্সিজেন উৎপাদন
    (D) নাইট্রোজেন উৎপাদন
    Ans: (B) সালফার সঞ্চয়
    Explanation: Oceans are sulfur reservoirs.
  39. জীবমণ্ডল কোন চক্রে অংশগ্রহণ করে?
    (A) শুধু কার্বন
    (B) শুধু নাইট্রোজেন
    (C) সব জৈবরসায়নিক চক্রে
    (D) শুধু জলচক্রে
    Ans: (C) সব জৈবরসায়নিক চক্রে
    Explanation: Life drives nutrient movement.
  40. রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে—
    (A) পাতায়
    (B) কাণ্ডে
    (C) শিকড়ের গুটিতে
    (D) ফলে
    Ans: (C) শিকড়ের গুটিতে
    Explanation: Fix nitrogen symbiotically.
  41. জলচক্রে বাষ্পীভবনের শক্তির উৎস—
    (A) আগ্নেয়গিরি
    (B) সূর্য
    (C) চাঁদ
    (D) বায়ু
    Ans: (B) সূর্য
    Explanation: Solar heat evaporates water.
  42. পৃথিবীর বৃহত্তম কার্বন ভাণ্ডার—
    (A) বন
    (B) মাটি
    (C) সমুদ্র
    (D) বায়ুমণ্ডল
    Ans: (C) সমুদ্র
    Explanation: Oceans store most carbon.
  43. ফসফরাস চক্রে প্রাণীর ভূমিকা—
    (A) শিলা ভাঙা
    (B) খাদ্য শৃঙ্খলে স্থানান্তর
    (C) CO₂ উৎপাদন
    (D) O₂ শোষণ
    Ans: (B) খাদ্য শৃঙ্খলে স্থানান্তর
    Explanation: Moves phosphorus through trophic levels.
  44. বন উজাড় হলে অক্সিজেন চক্রে—
    (A) O₂ বাড়ে
    (B) O₂ কমে
    (C) CO₂ কমে
    (D) N₂ বাড়ে
    Ans: (B) O₂ কমে
    Explanation: Less photosynthesis.
  45. জৈবরসায়নিক চক্রের ভারসাম্য নষ্ট হলে—
    (A) পরিবেশ স্থিতিশীল
    (B) পরিবেশ সমস্যা বাড়ে
    (C) বৃষ্টি বাড়ে
    (D) আগ্নেয়গিরি বাড়ে
    Ans: (B) পরিবেশ সমস্যা বাড়ে
    Explanation: Causes ecological imbalance.
  46. নাইট্রিফাইং ব্যাকটেরিয়া—
    (A) নাইট্রেট → N₂
    (B) অ্যামোনিয়া → নাইট্রেট
    (C) CO₂ → O₂
    (D) সালফার → ফসফরাস
    Ans: (B) অ্যামোনিয়া → নাইট্রেট
    Explanation: Oxidation of ammonia.
  47. জীবাশ্ম জ্বালানি হলো—
    (A) নতুন উদ্ভিদ
    (B) প্রাণীর হাড়
    (C) প্রাচীন জৈব কার্বন ভাণ্ডার
    (D) সমুদ্রের লবণ
    Ans: (C) প্রাচীন জৈব কার্বন ভাণ্ডার
    Explanation: Coal, oil, gas store carbon.
  48. সালফার চক্রে আগ্নেয়গিরি—
    (A) অক্সিজেন ছাড়ে
    (B) সালফার গ্যাস ছাড়ে
    (C) নাইট্রোজেন ছাড়ে
    (D) কার্বন শোষণ করে
    Ans: (B) সালফার গ্যাস ছাড়ে
    Explanation: Adds sulfur to atmosphere.
  49. সংহতি ঘটলে কী তৈরি হয়?
    (A) বৃষ্টি
    (B) মেঘ
    (C) বরফ
    (D) নদী
    Ans: (B) মেঘ
    Explanation: Condensed water vapor forms clouds.
  50. জৈবরসায়নিক চক্র বোঝা জরুরি কারণ—
    (A) শুধু কৃষির জন্য
    (B) পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য
    (C) নদী বোঝার জন্য
    (D) পাহাড় বোঝার জন্য
    Ans: (B) পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য
    Explanation: Essential for ecosystem sustainability.

◆ পরীক্ষার প্রস্তুতি: বিনামূল্যে নোটস, সাজেশন, PDF ও সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp Group এ Join হয়ে যাও।

Exam Groups Click Here to Join

আরোও দেখুন:-

1000 Geography Question and Answer in Bengali PDF Click Here

আরোও দেখুন:-

পৃথিবী – ভূগোল জিকে প্রশ্ন ও উত্তর | Earth – Geography GK Click Here

আরোও দেখুন:-

দেশ এবং তাদের সীমানা – জিকে প্রশ্ন ও উত্তর | Countries and their Borders – GK Click Here

আরোও দেখুন:-

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা – সাধারণ জ্ঞান | General Knowledge in Bengali Click Here

আরোও দেখুন:-

৫০০০ জেনারেল নলেজ | 5000+ General Knowledge Question and Answer Click Here

জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ Free PDF Download

File Details: 

File Name জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ PDF Download
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link  Click Here To Download
Download PDF Click Here To Download

Important General Knowledge GK For All Competitive Exam | Biogeochemical Cycles – World Geography MCQ in Bengali | জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর

         ” জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | GK Biogeochemical Cycles – World Geography MCQ “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান জিকে কুইজ / সাধারণ জ্ঞান জিকে 2023 / সাধারণ জ্ঞান জিকে প্রশ্ন ও উত্তর / সাধারণ জ্ঞান MCQ / সাধারণ জ্ঞান জিকে Part-8 / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / সাধারণ জ্ঞান জিকে চাকরির পরীক্ষার জন্য / জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর / সাধারণ জ্ঞান  জেনারেল নলেজ কোশ্চেন / সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর Part-8 / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / সাধারণ জ্ঞান জেনারেল নলেজ (General Knowledge MCQ – General Knowledge – GK Quiz / Biogeochemical Cycles – World Geography MCQ / Biogeochemical Cycles – World Geography MCQ / General Knowledge QNA Quiz – General Knowledge General Knowledge Quiz / Biogeochemical Cycles – World Geography MCQ in Bengali / Biogeochemical Cycles – World Geography MCQ in Bangla / General Knowledge MCQ / Biogeochemical Cycles – World Geography MCQ quiz / common General Knowledge GK questions and answers Quiz / Biogeochemical Cycles – World Geography MCQ / GK Quiz / Biogeochemical Cycles – World Geography MCQ)  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস (জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ) সফল হবে।

Biogeochemical Cycles – World Geography MCQ | জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর

Biogeochemical Cycles – World Geography MCQ | জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর : Biogeochemical Cycles – World Geography MCQ | জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর । GK Biogeochemical Cycles – World Geography MCQ | জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর উপরে দেওয়া রয়েছে।

জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ

জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ : এই জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ । জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | Biogeochemical Cycles – World Geography MCQ উপরে দেওয়া রয়েছে।

Info : জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – Biogeochemical Cycles – World Geography MCQ 

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জৈবরসায়নিক চক্রসমূহ – বিশ্ব ভূগোল  MCQ প্রশ্নউত্তর | জেনারেল নলেজ – Biogeochemical Cycles – World Geography MCQ ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই সাধারণ জ্ঞান শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, সাধারণ জ্ঞান ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now