Railway Recruitment Board ( RRB )


ভারতীয় রেলে ১ লক্ষ ৩০ হাজার কর্মী নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মােট ৭টি Group এ নিয়ােগ করা হবে , সেগুলি যথাক্রমে . .

Non – Technical Popular Categories ( NTPC ) ( আবেদন শুরু 28th February 2019 )
Para – Medicalstaff ( আবেদন শুরু 4th March2019 )
Ministerial And Isolated categories ( আবেদন শুরু 28th March 2019 )
Level – 1 Posts ( আবেদন শুরু 12th March 2019 )

আবেদন ফি : ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, রূপান্তরকামী, সংখ্যালঘু ও আর্থির দিক থেকে পিছিয়ে পড়া ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা। পরীক্ষায় বসলে অসংরক্ষিত ও ওবিসি ক্যাটেগরির পুরুষ প্রার্থীদের ৪০০ টাকা এবং মহিলা ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির সব প্রার্থীদের ফি বাবদ জমা দেওয়া পুরো টাকাই ফেরত দেওয়া হবে। সবক্ষেত্রেই ব্যাঙ্ক চার্জ কেটে টাকা ফেরত দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। যে-কোনো একটি আরআরবি বা আরআরসির শূন্যপদের জন্য আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য এখনও জানানো হয়নি, জানানো হলে আমাদের ওয়েব পোর্টালেও বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

এনটিপিসির ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ২৮ ফেব্রয়ারি সকাল ১০টা থেকে।

প্যারা মেডিকেল স্টাফের আবেদন করা যাবে ৪ মার্চ ২০১৯ থেকে।

মিনিস্টেরিয়াল ও আইসোলেটেড ক্যাটেগরির জন্য আবেদন করা যাবে ৮ মার্চ ২০১৯ থেকে।

লেভেল ১-এর ক্ষেত্রে আবেদন করা যাবে ১২ মার্চ ২০১৯ থেকে।

আরআরবির ওয়েবসাইটগুলি হল:

কলকাতা: www.rrbkolkata.gov.in

শিলিগুড়ি: www.rrbsiliguri.org

মালদা: www.rrbmalda.gov.in

আহমেদাবাদ: www.rrbahmedabad.gov.in

আজমের: www.rrbajmer.gov.in

এলাহাবাদ: www.rrbald.gov.in

বেঙ্গালুরু: www.rrbbnc.gov.in

ভোপাল: www.rrbbpl.nic.in

ভুবনেশ্বর: www.rrbbbs.gov.in

বিলাসপুর: www.rrbbilaspur.gov.in

চণ্ডীগড়: www.rrbcdg.gov.in

চেন্নাই: www.rrbchennai.gov.in

গোরক্ষপুর: www.rrbgkp.gov.in

গুয়াহাটি: www.rrbguwahati.gov.in

জম্মু ও কাশ্মীর: www.rrbjammu.nic.in

মুম্বই: www.rrbmumbai.gov.in

মুজাফফরপুর: www.rrbmuzaffarpur.gov.in

পাটনা: www.rrbpatna.gov.in

রাঁচি: www.rrbranchi.gov.in

সেকেন্দ্রাবাদ: www.rrbsecunderabad.nic.in

তিরুবনন্তপুরম: www.rrbthiruvananthapuram.gov.in

আরআরসি–র ওয়েবসাইটগুলি হল:

সেন্ট্রাল রেলওয়ে: www.rrccr.com

ইস্টার্ন রেলওয়ে: www.rrcer.com

ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: www.rrcecr.gov.in

ইস্ট কোস্ট রেলওয়ে: www.rrcecor.org

নর্দার্ন রেলওয়ে: www.rrcnr.org

নর্থ সেন্ট্রাল রেলওয়ে: www.rrcald.org

নর্থ ইস্টার্ন রেলওয়ে: www.ner.indianrailways.gov.in

নর্থইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে: www.nfr.indianrailways.gov.in

নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে: www.nwr.indianrailways.gov.in

সার্দার্ন রেলওয়ে: www.rrcmas.in

সাউথ সেন্ট্রাল রেলওয়ে: www.scr.indianrailways.gov.in

সাউথ ইস্টার্ন রেলওয়ে: www.ser.indianrailways.gov.in

সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে: www.secr.indianrailways.gov.in

সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে: www.rrchubil.in

ওয়েস্টার্ন রেলওয়ে: www.rrc-wr.com

ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে: www.wcr.indianrailways.gov.in

© ভূগোল শিক্ষা

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করাে বন্ধুদের মাঝে