Daily GK – General knowledge
কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট প্রশ্ন ও উত্তর
2. সম্প্রতি কোন দুটি দেশের প্রধানমন্ত্রীর নাম 2019 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নথিভুক্ত করা হয়েছে?
3. সম্প্রতি কোন দেশ প্লাস্টিক শপিং ব্যাগ বন্ধ করার কথা ঘোষণা করেছে?
উত্তরঃ নিউজিল্যান্ড।
4. 2022 সালের হকি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
5. সম্প্রতি কোন হাইকোর্ট ই-ফার্মেসির উপর নিষেধাজ্ঞা জারি করেছে?
6. সম্প্রতি ইসরো GSAT-11 নামক ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাইট লঞ্চ করলো,এর অপর নাম কি?
7. সম্প্রতি RBI কাকে”Economic Capital Framework”কমিটির চেয়ারম্যান নিযুক্ত করলেন?
উত্তরঃ বিমল জালান।
8. ভারতের নতুন প্রধান বক্সিং কোচ নিযুক্ত হলেন কে?
9. 2018 সালের মিস ইউনিভার্স কে নির্বাচিত হলেন?
10. 2018 সালের মিসেস ইন্ডিয়া টাইটেল জিতলেন কে?
11.ভারতের চিফ ইনফর্মেশন কমিশনার(CIC)কে নিযুক্ত হলেন?
উত্তরঃ সুধীর ভার্গব।
12.”Early Indians:The Story of our Ancestors and Where We came From”বইটির লেখক কে?
উত্তরঃ টনি জোসেফ।
15. 1ডিসেম্বর পালিত হওয়া 2018 সালের ‘বিশ্ব এইডস দিবসের’ থিম কী ছিল?
উত্তরঃ Know Your Status.
16. কোন কোম্পানি বিশ্বের প্রথম GST ক্যালকুলেটর চালু করলো?
উত্তরঃ Casio India.
17.প্রথম গ্লোবাল অ্যভিয়েশন সামিট কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তরঃ ️মুম্বাইয়ে(Aims:Flying For All).
18. কতগুলি ভারতীয় ভাষায় স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য “ভাষা সঙ্গম স্কিম” চালু হলো?
উত্তরঃ 22 টি।
19. স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কোথায় 19 তম “হর্ন বিল উৎসব” চালু করলেন?
উত্তরঃ নাগাল্যান্ড এ।
20. 2018 সালের “গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সামিট” কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তরঃ ঝাড়খন্ডে।
21. এ.এস.রাজীব কোন ব্যাংকের এমডি ও সিইও নিযুক্ত হলেন?
উত্তরঃ ব্যাঙ্ক অব মহারাষ্ট্র।
22.”Hand in Hand”নামক যৌথ সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?
উত্তরঃ ভারত ও চীনের মধ্যে।
23. 2018 সালের 4 ডিসেম্বর নাসা নীচের কোন রকেটটি উৎক্ষেপণ করলো?
উত্তরঃ ️VISION-2.
24. 2018 সালের “ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স” কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তরঃ পোল্যান্ডে।
25.5 ডিসেম্বর পালিত হওয়া 2018 সালের “বিশ্ব মৃত্তিকা দিবস”-এর থিম কি ছিল?
উত্তরঃ ️Stop Soil Pollution.
26.”SHINYUU Maitri-18″নামক দ্বিপাক্ষিক বিমান মহড়া কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হলো?
উত্তরঃ ভারত ও জাপান।
27. সম্প্রতি কোন কোর্ট ভারতে প্রথম “ই-পেমেন্ট” শুরু করেছে?
উত্তরঃ পুনে কোর্ট।
28.2019 সালের “খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম” কোথায় আয়োজিত হল?
উত্তরঃ পুনেতে।
29. সম্প্রতি প্রকাশিত”The New Wealth of Nations”গ্রন্থের লেখক কে?
উত্তরঃ সুজিত ভাল্লা।
30.সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তরঃ শক্তিকান্ত দাস (25 তম)।
31. সম্প্রতি 2018 সালের “বলকন অ্যাথলিট অব দ্য ইয়ার” পুরস্কার কে জিতেছেন?
উত্তরঃ লুকা মড্রিক (ক্রোড়েশিয়া)।
32. সম্প্রতি কে ভারতের অর্থ সচিব হিসেবে নিযুক্ত হলেন?
উত্তরঃ অজয় নারায়ণ ঝা।
33.সম্প্রতি বিশ্বের প্রথম 3D Printed e-bike তৈরি করলো কোন দেশ?
উত্তরঃ জার্মানি।
34. সম্প্রতি কাকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (FTII) চেয়ারম্যান নিযুক্ত করা হলো?
উত্তরঃ বিজেন্দ্র পাল সিং।
35. সম্প্রতি প্রয়াত হলেন অরুণ কুমার সাউ,তিনি কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ সাঁতারু (প্রথম সাঁতারু যিনি অর্জুন পুরস্কার পান)।
36. সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত 15 তম আগা খান গোল্ডকাপ টুর্নামেন্ট কে জিতলো?
উত্তরঃ ️Sail Hockey Academy(আগা খান কাপ হকির সাথে যুক্ত)।
37. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম(WEF)অনুযায়ী ‘Gender Gap Index’ ভারতের স্থান কত?
উত্তরঃ 108 (প্রথম আইসল্যান্ড)।
38.পাঞ্জাবে অনুষ্ঠিত 106 তম “ভারতীয় বিজ্ঞান কংগ্রেস” এর থিম কি ছিল?
উত্তরঃ ️Future India.
39.কোন রাজ্য সরকার বরিষ্ঠ নাগরিক দের সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করার জন্য “মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা” চালু করলো?
উত্তরঃ দিল্লি সরকার।
40. “বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস” কবে পালিত হয়?
উত্তরঃ 2 ডিসেম্বর।
41. আন্দ্রে ম্যানুওল লোপেজ আদ্রার কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হলেন?
উত্তরঃ মেক্সিকো।
42. সম্প্রতি প্রকাশিত “Changing India”নামক গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ডঃ মনমোহন সিং।
43. স্টক মার্কেটে ভারতের স্থান কত?
উত্তরঃ সপ্তম।
44.”Misperception Index”-এ ভারতের স্থান কত?
উত্তরঃ 12.
45. মধ্য প্রদেশ সরকার কর্তৃক 2018 সালের “তানসেন সম্মান” পুরস্কার পেলেন কে?
উত্তরঃ মঞ্জু মেহতা।
“ জেনারেল নলেজ ( General knowledge – GK ) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।