Daily GK – General knowledge

Most important 100 General Knowledge Questions and Answers

1. বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উঃ) আয়নো স্তর থেকে I
2. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও I
উঃ) ধানের খড় I
3. ডিগ্রি শিট (ভূবৈচিত্রসূচক) মানচিত্রের স্কেল কতো ?
উঃ) 1:2,50,000
4. ভারতের রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লিখ I
উঃ) পেরাম্বুর I
5. যে সীমারেখার নীচে তুষার গলে জল হয় তাকে কী বলে ?
উঃ) হিমরেখা I
6. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম লিখ I
উঃ) হিমাচল প্রদেশ I
7. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কী বলে ?
উঃ) লোয়েস I
8. বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি ?
উঃ) নাইট্রোজেন I
9. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী ?
উঃ) সিয়াচেন I
10. ‘ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি’ তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে ?
উঃ) হিমবাহের সঞ্চয় কার্যের ফলে I
11. ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত ?
উঃ) স্তূপ পর্বত I
12. কোন মাটিতে জলাধারন ক্ষমতা সবথেকে কম ?
উঃ) মরু মাটিতে I
13. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক ?
উঃ) গম I
14. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবথেকে বেশী ?
উঃ) উত্তর ভারতে I
15. আশ্বিনের ঝড় দেখাযায় কোন রাজ্যে ?
উঃ) পশ্চিমবঙ্গে I
16. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে ?
উঃ) পর্যায়ন I
ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে কোন রং দ্বারা দেখানো হয় ?
উঃ) ঘন লাল (Dark Red) I
18. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক ?
উঃ) পলিমৃত্তিকা I
19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উঃ) আনাইমুদি I
20. নদী খাতে সৃষ্ট গর্তকে কী বলে ?
উঃ) মন্থকূপ I
21. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে ?
উঃ) 1911 সালে, এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিঃমিঃ গতিপথে I
22. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কী ?
উঃ) Air India Ltd. যা গঠিত হয় – 1953 সালে I
23. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে I
24. ভারতের প্রথম বস্ত্রবয়ন শিল্প কোথায় গড়ে ওঠে ?
উঃ) 1854 সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving Com. Ltd এর প্রচেষ্টায় I
25. Inland Waterways Authority of India কবে গঠিত হয় ?
উঃ) 1986 সালের 27 সে অক্টোবর I
26. গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প ‘নমামী গঙ্গে’ কবে অনুমোদিত হয় ?
উঃ) 2015 সালের 13 ই মে I
27. কোন পরিকল্পনায় ভারতীয় সড়কপথকে চার ভাগে ভাগ করা হয় ?
উঃ) 1943 সালে নাগপুর পরিকল্পনায় I
28. ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি ?
উঃ) Family Planning Association Of India, এর জন্ম – 1949 সালে বোম্বাইয়ে I
29. ভারতীয় জনগণা পদ্ধতিতে ‘Dejure’ পদ্ধতি কবে গ্রহণ করা হয় ?
উঃ) 1941 সালের আদমশুমারিতে I
30. ভারতের আধুনিক আদমশুমারির জনক কে ?
উঃ) ডব্লু. ডব্লু. হান্টার I
31. ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনক কে ?
উঃ) ডক্টর মনমোহন সিং I
32. ভারতে National Horticulture Mission চালু হয় কবে ?
উঃ) 2005-06 সালে I
33. ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উত্পাদন কেন্দ্রের নাম কী ?
উঃ) নলধারী I
34. ‘তিন বিঘা করিডর’ কোথায় অবস্থিত ?
উঃ) ভারত-বাংলাদেশ সীমান্তে I
35. ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কী ?
উঃ) হিমাচল প্রদেশ I
36. ভারতের বৃহত্তম নদীদ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়র্ল্ড হেরিটেজ সাইট হিসাবে মনোনীত করে ?
উঃ) 2004 সালে I
37. ভারতে কবে যোজনা আয়োগ (Planning Comission) স্থাপিত হয় ?
উঃ) 1950 সালে I
38. ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন কোন বাঁধ গঠিত হয় ?
উঃ) মেতুর, হীরাকুন্দ ও ভাকরা।
39. ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?
উঃ) 1948 সালে I
40. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কী ?
উঃ) ডলফিন I
41. অতি সূক্ষ বা হালকা তুষারকণা কি নামে পরিচিত ?
উঃ) নেভ I
42. নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে ?
উঃ) স্ফীর্ণ I
43. কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত ?
উঃ) সিয়াচেন হিমবাহ I
44. পৃথিবীর গভীরতম ফিয়র্ড এর নাম কী ?
উঃ) নরওয়ের সজনে ফিয়র্ড I
45. একটি সম্পূর্ণ জলচক্রের সময়কাল কতো ?
উঃ) 2.5 বছর I
46. পৃথিবীর জলনিকাশি ব্যবস্থার কত অংশ এশিয়ায় বিকশিত হয়েছে ?
উঃ) 1/4 অংশ I
47. বদ্রীনাথ পাহাড়ের নিকট নীলকণ্ঠ শৃঙ্গ কিরূপ ভূমিরূপের উদাহরণ ?
উঃ) পিরামিড চূড়ার উদাহরণ I
48. হিমসিঁড়ির অগ্রবর্তী প্রান্তভাগকে কী বলে ?
উঃ) রাইজার I
49. বদ্বীপ গঠনের আদর্শ ঢাল এর মান কত ?
উঃ) .05ডিগ্রি -1ডিগ্রি I
50.এস্কিমো ভাষায় ‘নুনাটাক্স’ এর বাংলা অর্থ কি ?
উঃ) ‘তুষার মুক্ত ভূমি’ I
51. আইরিশ শব্দ ‘গাইজার’ এর অর্থ কি ?
উঃ) গর্জন করা I
52. ব্লো আউট ভারতে কি নামে পরিচিত ?
উঃ) ধান্দ I
53. ক্রিকমে ক্ষয়চক্রে গঠিত সমভূমিকে কি নামে অভিহিত করেন ?
উঃ) ‘Pan Plane’ নামে I
54. আচরণগত ভূগোলের প্রধান প্রবক্তা কে ?
উঃ) কেটস্ I
55. ভূমির উলম্ব কোন্ মাপা হয় কোন যন্ত্রে ?
উঃ) অ্যাবনি লেভেল এ I
56. কোন অভিক্ষেপে গ্রীনল্যান্ডের সঠিক অবস্থান দেখানো যায় ?
উঃ) অর্থমরফিক অভিক্ষেপে I
57. 2012 সালের জীববৈচিত্র সম্মেলন কোথায় সংঘটিত হয় ?
উঃ) হায়দ্রাবাদে I
58. Vital Statistics এর জনক কে ?
উঃ) ক্যাপ্টেন জন গ্রাউন্ট I
59. সার্বজনীন ক্লাইমোগ্রাফের জনক কে ?
উঃ) গ্রিফিথ টেলর (1949) I
60. সামাজিক সমস্যার সমাধানে ফলিত ভূগোলের ব্যবহারকে কি বলে I
উঃ) আরগন (Ergon) I
61. 1999 সালে প্রেরিত IRS-P5 উপগ্রহের নাম কি ?
উঃ) CARTOSAT-1
62. কে সর্বপ্রথম বায়ু ফটোচিত্র তোলেন ?
উঃ) Gaspard Felix Tournachor (1858)
63. অভিসারী ফটোচিত্রে কয়টি ক্যামেরা ব্যবহার করা হয় ?
উঃ) দুটি I
64. CAC এর পুরা নাম কি ?
উঃ) Computer Assisted Cartography.
65. বায়ুযান থেকে ভূপৃষ্ঠের কোন একটি বিশেষ বস্তুর উলম্ব বা তির্যক ফটোচিত্র গ্রহণকে কি বলে ?
উঃ) পিন-বিন্দু ফটোগ্রাফি I
66. ‘ব্যবহারিক’ ভূগোল শব্দের প্রবক্তা কে ?
উঃ) এ.জে.হার্বার্টসন I
67. ব্যবহারিক ভূগোলে ‘মেগাজিওগ্রাফিক্যাল’ শব্দ কে ব্যবহার করেন ?
উঃ) পিটার নংস I
68. ভারতে ব্যবহারিক ভূগোলের শুভারম্ভ কোন সালে হয় ?
উঃ) 1951 এর পর I
69. WGS এর সম্পূর্ণ নাম কি ?
উঃ) World Geographic Society .
70. GIS এর জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় সফটওয়্যারটির নাম কি ?
উঃ) Arc View Software
71. আধুনিক GIS এর সূত্রপাত কবে ঘটে ?
উঃ) 1964 সালে কানাডায় I
72. Arc/info সফটওয়্যার এর প্রস্তুতকারক সংস্থার নাম কি ?
উঃ) ESRI .
73. Resolution কয় প্রকারের হয় ?
উঃ) চার প্রকারের I
74. LANDSAT 1,2,3 এর Temporal Resolution এর সময়সীমা কত ?
উঃ) 18 দিন I
75. ভারতে মিথ্যা রং হিসেবে বসতিকে কি রঙে দেখানো হয় ?
উঃ) Greenish Blue রঙে I
76. রাষ্টার ডাটার মৌলিক উপাদানের নাম কি ?
উঃ) পিক্সেল I
77. ভারত কবে IRS কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে ?
উঃ) 1988 সালে I
78. উপগ্রহ থেকে প্রাপ্ত আকাশচিত্রের ত্রিমাত্রিক ব্যখ্যা করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উঃ) স্টিরিও স্কোপ I
79. GDES কোন দেশের কৃত্রিম উপগ্রহ ?
উঃ) ইউ এস এ I
80. সানসিনক্রোনাস উপগ্রহ কোন অঞ্চল বরাবর আবর্তিত হয় ?
উঃ) মেরু অঞ্চল বরাবর I
81. Natural Milieux ধারণার প্রবর্তক কে ?
উঃ) ভিদাল দ্যা লা ব্লাশ I
82. নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে ?
উঃ) গ্রিফিথ টেলর I
83. নিয়ন্ত্রণবাদের সম্পূর্ণ বিপরীত ভৌগোলিক তাত্বিক পদ্ধতি কোন টি ?
উঃ) সম্ভাবনাবাদ I
84. মাত্রিক বিপ্লবের সূচনা পর্ব কোন দশক ?
উঃ) 1950-60 এর দশক I
85. অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা কে ?
উঃ) জন লক I
86. লেবেনস্ রাউম তত্বের প্রবক্তা কে ?
উঃ) র‌্যাটজেল I
87. ভূগোলে প্রণালীবদ্ধতা কয় প্রকার ?
উঃ) দুই প্রকার I
88. দৈশিক স্বাতন্ত্র্যবাদের অর্থ কি ?
উঃ) দেশ হল বিশেষ নিয়ন্ত্রণকারী সম্পন্ন স্বাধীন এক পৃথক বিষয় I
89. ডেভিড হার্ভে তার কোন গ্রন্থে ‘সামন্ধীক দেশ’ এর ধারণা দেন ?
উঃ) ‘Social Justice and The City’ নামক গ্রন্থে (1973) I
90. এক বা একাধিক সম ধর্মী বৈশিষ্ট সম্পন্ন দৈশিক একক কে কি বলে ?
উঃ) অঞ্চল I
91. গোর্খাল্যান্ড আন্দোলন ভূগোলের দৃষ্টিতে কোন বোধের ভিত্তিতে সংগঠিত ?
উঃ) আঞ্চলিকতা বোধ I
92. জাতীয়তাবাদের ক্ষুদ্র সংস্করণ কি ?
উঃ) আঞ্চলিকতবাদ I
93. কালিক ভূগোলের প্রবক্তা কে ?
উঃ) হ্যাগার স্ট্রেণ্ড I
94. মূলক ভূগোলের উত্তোরক কোন মার্কসীয় দার্শনিক পরিচিত ?
উঃ) ডেভিড হার্ভে I
95. কোন দশকে নারীবাদ ভূগোলের পটভূমি তৈরী হয় ?
উঃ) 1970 দশকের মাঝামাঝি I
96. নৃতাত্ত্বিক ক্লদ-লেভিস্ট্রাউস ভূগোলের কোন মতবাদের সঙ্গে যুক্ত ?
উঃ) ভূগোলের গঠণবাদ I
97. ‘A Geographical Introduction to History'(1924) গ্রন্থের রচয়িতা কে ?
উঃ) লুসিয়েন ফেবর I
98. কোন দেশ ভূগোলের ধ্রুপদী পর্যায়ের আঁতুড় ঘর ?
উঃ) জার্মানী I
99. ভূগোলের ধ্রুপদী পর্যায়ের অবসানের সূচনা হয় কবে ?
উঃ) 1859 সালে I
100. জিওক্র্যাটিক মতবাদের মূল বক্তব্য কি ?
উঃ) মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতিদ্বারা নিয়ন্ত্রিত I



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে