Daily Current Affairs – 26 April 2019
1 . World Intellectual Property Day পালন করা হয় ২৬শে এপ্রিল,এবারের থিম ছিল “Reach Gold-Intellectual Property (IP) And Sports“.
2.মিলিটারী পুলিশে মহিলাদেরকেও জওয়ান হিসাবে অভিষিক্ত করার পদ্ধতি শুরু করা হলো।
3.২০১৯ দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন সেলিম খান, দিভা হেলেন এবং মাধুর ভান্ডারকার।
4.ভারত সরকার ওষুধের গায়ে ইংরাজির পাশাপাশি আঞ্চলিক ভাষাও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
5.Shooting World Cup-এ সোনা জিতলেন মানু ভাকর এবং সৌরভ চৌধুরী।
2.মিলিটারী পুলিশে মহিলাদেরকেও জওয়ান হিসাবে অভিষিক্ত করার পদ্ধতি শুরু করা হলো।
3.২০১৯ দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন সেলিম খান, দিভা হেলেন এবং মাধুর ভান্ডারকার।
4.ভারত সরকার ওষুধের গায়ে ইংরাজির পাশাপাশি আঞ্চলিক ভাষাও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
5.Shooting World Cup-এ সোনা জিতলেন মানু ভাকর এবং সৌরভ চৌধুরী।
6.WHO প্রথমবার ৫ বছরের নিচে শিশুদের জন্য screen time বেঁধে দিল ১ ঘন্টারও কম।
7.Easter Attacks-এর পর পদত্যাগ করলেন শ্রীলংকার প্রতিরক্ষা সচিব(Defence Secretary) Hemasiri Fernando.
8.2019 Tagore Literary Prize পেলেন রানা দাশ গুপ্ত।
9.নাসার ইনসাইট প্রথম মঙ্গল গ্রহের ‘ভূমিকম্প’ সনাক্ত করলো।
10.Asian Snooker Tour title জিতলেন পঙ্কজ আদভানি।
7.Easter Attacks-এর পর পদত্যাগ করলেন শ্রীলংকার প্রতিরক্ষা সচিব(Defence Secretary) Hemasiri Fernando.
8.2019 Tagore Literary Prize পেলেন রানা দাশ গুপ্ত।
9.নাসার ইনসাইট প্রথম মঙ্গল গ্রহের ‘ভূমিকম্প’ সনাক্ত করলো।
10.Asian Snooker Tour title জিতলেন পঙ্কজ আদভানি।
তথ্যসূত্রঃ- স্বপ্ন
© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।
নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে