Daily GK – General knowledge

১. সুষম খাদ্যের উপাদান কয়টি – ৬ টি

২. চা পাতায় কি থাকে — ভিটামিন বি কমপ্লেক্স।

৩. প্রোটিন বেশি থাকে কোন খাদ্যে — মসুর ডালে।

৪. কচুশাক বিশেষভাবে মূল্যবান কিসের জন্য? — লৌহ উপাদানের জন্য।

৫. গলগল্ড রোগ হয় কিসের অভাবে? – আয়োডিনের অভাবে।

৬.  মানবদেহ গঠনে প্রয়োজন সবচেয়ে বেশি— আমিষের।

৭.  আয়োডিন বেশি থাকে কিসে? — সমুদ্রের মাছে

৮.  কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে –ক্যালসিয়াম অক্সালেট।

৯.  রাতকানা রোগ হয় কিসের ফলে? — ভিটামিন- এ এর অভাবে।

১০. হাড় ও দাতকে মজবুত করে কোন্ খনিজ– ক্যালসিয়াম ও ফসফরাস।


১১.  ম্যালিক এসিড কিসে পাওয়া যায়? — টমেটোতে পাওয়া যায়।

১২.  কোন্ ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? — ভিটামিন K।

১৩. Natural Protein এর কোড নাম — Protien – P 49

১৪. ভিটামিন সি হলো — অ্যাসকরবিক এসিড

১৫.  তাপে নষ্ট হয় কোন্ ভিটামিন? — ভিটামিন সি।

১৬.  কিসে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? — শুটকী মাছ।

১৭. হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হল? — করমচা

১৮.  লেবুতে বেশি থেকে কোন্ ভিটামিন? — ভিটামিন সি

১৯.  আমলকী, লেবু, পেয়ারা ভিটামিনের উৎস? –ভিটামিন সি।

২০.  সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান কিসে? — দুধে।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে