Daily GK – General knowledge

বিভিন্ন স্থানের ভৌগলিক উপনাম


1. সূর্যোদয়ের দেশ – জাপান.
2. ভূ-স্বর্গ – কাশ্মীর.
3. নিষিদ্ধ দেশ – তিব্বত.
4. নিষিদ্ধ নগরী – লাসা.
5. মুক্তার দ্বীপ – বাহরাইন।
6. সমুদ্রের বধু – গ্রেট বিটেন.
7. নিশীথ সূর্য্যের দেশ – নরওয়ে.
8. সাদা হাতির দেশ – থাইল্যান্ড.
9. বাজারের শহর – কায়রো.
10. নীল নদের দেশ – মিশর।
11. আগুনের দ্বীপ – আইসল্যান্ড.
12. প্রাচ্যের ডান্ডি – নারায়ণগঞ্জ.
13.বজ্রপাতের দেশ – ভূটান.
14. সোনালী তোরণের শহর–সানফ্রান্সিসকো.
15. ইউরোপের ককপিট – বেলজিয়াম।
16. স্কাই স্ক্রাপার্সের শহর – নিউইয়র্ক.
17. ব্রিটেনের বাগান – কেন্ট(ইংল্যান্ড).
18. মসজিদের শহর – ঢাকা.
19. সাদা শহর – বেলগ্রেড(যুগোস্লাভিয়া).
20. মুক্তার দেশ – কিউবা।
21. বাতাসের শহর – শিকাগো.
22. হাজার দ্বীপের দেশ – ফিনল্যান্ড.
23. মন্দিরের শহর – বেনারস.
24. মরুভুমির দেশ – আফ্রিকা.
25. নীরব শহর – রোম।
26. পবিত্র ভুমি – প্যালেস্টাইন.
27. ভূমিকম্পের দেশ – জাপান.
28. সাত পাহাড়ের শহর – রোম.
29. দক্ষিণের গ্রেট ব্রিটেন –নিউজিল্যান্ড.
30. প্রাচ্যের গ্রেট ব্রিটেন – জাপান।
31. শ্বেতাঙ্গদের কবরস্থান – গিনিকোস্ট.
32. পান্না দ্বীপ – আয়ারল্যান্ড.
33. চির সবুজের দেশ – নাটাল.
34. পোপের শহর – রোম.
35. উত্তরের ভেনিস – স্টকহোম।
36. স্বর্ণ নগরী – জোহেন্সবার্গ.
37. ল্যান্ড অব মার্বেল – ইতালি.
38. পবিত্র পাহাড় – ফুজিয়ামা (জাপান).
39. গোলাপি শহর – রাজস্থান (ভারত).
40. দ্বীপের নগরী – ভেনিস।
41. আফ্রিকার সিংহ – ইথিওপিয়া.
42. সকাল বেলার শান্তি – কোরিয়া.
43. ইউরোপের রণক্ষেত্র – বেলজিয়াম.
44. চির বসন্তের নগরী– কিটো(দ.আমেরিকা).
45. চীনের দুঃখ – হোয়াংহো নদী।
46. ভূ-মধ্য সাগরের প্রবেশদ্বার –জিব্রাল্টার.
47. ম্যাপল পাতার দেশ – কানাডা.
48. দক্ষিণের রাণী – সিডনি.
49. প্রাচ্যের ভেনিস – ব্যাংকক.
50. পিরামিডের দেশ- মিশর।



© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে