জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 248
জিকে প্রশ্ন ও উত্তর | GK Question and Answer in bengali Part - 248

জিকে প্রশ্ন ও উত্তর

GK Question and Answer in bengali

জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali : বন্ধুরা, আজকে আপনাদের জন্য আলোচনা করা হলো জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 248 । পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য (All Comparative exam: WBPSC, WBCS, WBP SI, WBP Constable, SSC, School Service, Railway exam etc) জিকে খুবি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জিকে বা জেনারেল নলেজ বা জিকে প্রশ্নউত্তর (GK Question and Answer in Bengali) Part – 248 পড়লেই নিশ্চিত কমন পাবেন।

 আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য জিকে প্রশ্ন ও উত্তর – জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর – GK Question and Answer in bengali Part – 248 Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

জিকে প্রশ্ন ও উত্তর | সাধারণ জ্ঞান – জেনারেল নলেজ : GK Question and Answer | Part – 248

  1. Security Council সংগঠনের সদর দপ্তর কোথায় আছে ? 

Ans : নিউ ইয়র্ক । 

2 অর্থনীতির জনক কাকে বলা হয় ?

Ans : অ্যাডাম স্মিথ । 

  1. ‘জয় জওয়ান জয় কিষান , জয় বিজ্ঞান ’ – উক্তিটি কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর ?

Ans : অটল বিহারী বাজপেয়ী । 

  1. ‘মিকি মাউসের’ কুকুরের নাম কি ?

Ans : প্লুটো।

  1. ‘নাসিক ’ শহরটি কোন্ নদীর তীরে অবস্থিত ? 

Ans :  গােদাবরী । 

  1. ‘মানুষের হাত’ কোন্ শ্রেণীর লিভার ?

Ans :  প্রথম।

  1. গােবর গ্যাসের মধ্যে কি থাকে ?

Ans : মিথেন।

  1. ‘গিটার ’ – এ ক’টি তার থাকে ?

Ans : ৬টি।

  1. শব্দ দ্রুত যায় কোন্ মাধ্যমে ?

Ans :  ইস্পাতে ।

  1. বাংলাদেশের কোন্ কৰি যুদ্ধে গিয়েছিলেন ? Ans : নজরুল ইসলাম । 
  2. বিশ্বকাপ চলাকালীন কোন্ পাকিস্তান ক্রিকেটার একদিনের ক্রিকেট ম্যাচ থেকে অবসর নেন ? 

Ans : ইনজামাম।

  1. ভারত থেকে বর্মা অর্থাৎ মায়ানমারকে কবে আলাদা করা হয় ? 

Ans : ১৯৩৭ সালে ।

  1. বিবর্তনবাদের জনক কাকে বলা হয় ?

 Ans : চালর্স ডারউইন ।

  1. ‘কল্লোল ‘ নাটকটির লেখক কে ? 

Ans :  উৎপল দত্ত । 

  1. পিটুইটারি গ্রন্থির ওজন কত ?

Ans :   ৫০০ গ্রাম । 

  1. ‘পাের্ট ব্লেয়ার ‘ কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী ?

Ans : আন্দামান ও নিকোবর ।

  1. নেপালের পার্লামেন্টের নাম কি ?

Ans : প্রতিনিধিসভা । 

  1. অলিম্পিক পতাকার পাঁচটা বৃত্ত কিসের প্রতীক? Ans : মহাদেশ।
  2. ( ? ) চিহ্নে কোন্ সংখ্যা বসবে ?

২ ৪ ২০ ৩ ৯ ৯০ ৪ ?

Ans : ৬৫।

  1. বিশ্ব তামাক দিবস কবে পালিত হয় ?

Ans : ৩১শে মে । 

  1. লাতিন আমেরিকার মােট দেশের সংখ্যা কয়টি ? Ans : ১৩ টি । 
  2. ‘বংশগতির সূত্র ’ কে প্রবর্তন করেন ? 

Ans : মেন্ডেল।

  1. আয়তনের দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে ? 

Ans : ১৩ তম।

  1. গােবি মরুভূমি কোথায় ? 

Ans : মঙ্গোলিয়া।

  1. পৃথিবীর উচ্চতম নাব্য সরােবর কোনটি ? 

Ans :  টিটিকাকা। 

আরোও দেখুন:-

জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Click Here

আরোও দেখুন:-

কারেন্ট অ্যাফেয়ার্স – Current Affairs in bengali Click Here

Important GK For All Competitive Exam | GK Question and Answer in bengali | জেনারেল নলেজ জিকে প্রশ্ন ও উত্তর | জিকে প্রশ্ন ও উত্তর

         ” জেনারেল নলেজ জিকে (GK) – জিকে প্রশ্ন ও উত্তর ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) জেনারেল নলেজ (GK) – জিকে প্রশ্ন ও উত্তর থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে প্রশ্ন ও উত্তর / জিকে কুইজ / জিকে 2021 / জিকে ২০২১ / জিকে MCQ / জিকে PDF / জিকে চাকরির ইন্টারভিউয়ে জন্য / জিকে চাকরির পরীক্ষার জন্য / জিকে প্রশ্ন ও উত্তর / জেনারেল নলেজ কোশ্চেন / জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর pdf / জেনারেল নলেজ খেলা / জেনারেল নলেজ Group D / জেনারেল নলেজ কুইজ / বাচ্চাদের জেনারেল নলেজ / জেনারেল নলেজ (GK – GK / GK Question and Answer in bengali / GK Question and Answer in bengali /  GK in hindi / GK question and answer in bengali / GK 2020 / GK quiz / common GK questions and answers / GK questions and answers pdf / GK 2021 / 2022 / 2023 / 2024 / 2025 pdf / GK questions in english )  প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (জেনারেল নলেজ GK – GK প্রশ্ন ও উত্তর – জিকে প্রশ্ন ও উত্তর) সফল হবে।

Info : জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 248

   আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “জিকে প্রশ্ন ও উত্তর | জেনারেল নলেজ – GK Question and Answer in bengali Part – 248” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।