
Daily GK – General knowledge
রাশিয়া৷
২৷ আয়তনে ইউরোপের সবচেয়ে বৃহত্তম
দেশ- রাশিয়া৷
৩৷ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে
বৃহত্তম দেশ- কানাডা৷
৪৷ এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ- চীন৷
৫৷ দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম
দেশ- ব্রাজিল৷
৬৷ ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ-
অষ্ট্রেলিয়া৷
৭৷ আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ-
আলজেরিয়া৷
৮৷ আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম
দেন- ভারত৷
৯৷ মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ-
সৌদিআরব৷
১০৷ আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয়
বৃহত্তম দেশ- কানাডা৷
দেশ- কাজাখস্তান৷
১২৷ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলীম
দেশ- ইন্দোনেশিয়া৷
১৩৷ আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম
দেশ- মোনাকো৷
১৪৷ ইউরোপের ক্ষুদ্রতম দেশ-
ভ্যাটিকান৷
১৫৷ আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ-
সিচেলিস৷
১৬৷ দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের
নাম- সুরিনাম৷
১৭৷ এশিয়ার ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ৷
১৮৷ আয়তনে মুসলীম বিশ্বের ক্ষুদ্রতম
দেশ- মালদ্বীপ৷
১৯৷ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে
ছোট দেশ- সেন্টকিটস এন্ড নেভিস৷
২০৷ ওশেনিয়ার সবচেয়ে ছোট দেশ-
নাউরু৷
ভ্যাটিকান৷
২২৷ আয়তনে বৃহত্তম মহাদেশ- এশিয়া৷
২৩৷ আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ-
ওশেনিয়া৷
২৪৷ জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ-
এশিয়া৷
২৫৷ জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশ-
এন্টাকটিকা৷
২৬৷ পৃথিবীর জনশুন্য মহাদেশ-
এন্টাকটিকা৷
২৭৷ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ-
চীন৷
“ জেনারেল নলেজ ( General knowledge – GK ) ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।