মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব – Continental Drift Theory

1 . মহাদেশীয় সঞ্চারণ এর বিষয়ে প্রথম ধারনা কে দেন ?

Ils nous prémunissent d'être payés à la fois par la consommation d'un produit et de l'acheteur d'un producteur. Un ejemplar del https://bsmsummit.com/minakimes cactus con el que comprar el tabaco de manera económica, según la leyenda. Tadalafil dapoxetine hcl tablet from the best online supplier and save money.

Cytotec is the brand name of the medicine, and is available as an over-the-counter medicine. After a few hours of trying Gembu buy Seroquel 300mg different things, i finally figured it out. Common side effects of clomiphene citrate over the counter include headache, nausea and other side effects.

উত্তরঃ ফ্রান্সিস বেকন ( 1620 সালে ) ।
2 . ফ্রান্সিস বেকনের লেখা কোন বই থেকে মহাদেশীয় সঞ্চারণ বিষয়ে ধারণা পাওয়া যায় ?
উত্তরঃ নােভাম অর্গানাম ।
3 . দক্ষিণ আমেরিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূল এবং আফ্রিকার আটলান্টিক উপকূলের মধ্যে কিছুটা সাদৃশ্য প্রথমে খুঁজে পান কোন বিজ্ঞানী ?
উত্তরঃ ফ্রান্সিস বেকন ।
4 . আটলান্টিক মহাসাগর এর দুই প্রান্তের মধ্যে সাদৃশ্য প্রথম চিহ্নিত করেন কোন বিজ্ঞানী ?
উত্তরঃ আলেকজান্ডার ভন হামবােল্ট ।
5 . আটলান্টিকের উভয় পাশের উপকূল ভাগ সরে যাওয়ার বা সঞ্চরণের ধারণা প্রথম কে দেন ?
উত্তরঃ অ্যান্টনিও স্নাইডার পেলিগ্রিনি ( La creation et ses mysteries devoiles , 1858 ) .
6 . ” The faces of the Earth ” _ গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ এডওয়ার্ড সুয়েস ।
7 . ” পৃথিবীর কঠিনীভবন প্রক্রিয়া বন্ধ হয়নি এবং অপেক্ষাকৃত হালকা আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা ক্রমশ ভূপৃষ্ঠের উপর দিকে উঠে আসছে ” , এ কথা বলেন কোন ভূবিজ্ঞানী ?
উত্তরঃ এডওয়ার্ড সুয়েস ।
8 . সিয়াল ও সীমা স্তর দুটির প্রথম ধারণা কোন বিজ্ঞানী দেন ?
উত্তরঃ সুয়েজ ।
9 . ” মহাদেশ গুলি হল হােস্ট বা উখিত অংশ এবং মহাসাগর গুলি চ্যুতির ভূত্বকের অবনমিত অংশ ” কে বলেন ?
উত্তরঃ সুয়েস ।
10 . সুয়েসের ধারণা অনুযায়ী প্রাচীন মহাদেশের নাম কি ?
উত্তরঃ গন্ডােয়ানাল্যান্ড ।
11 . প্রাচীন গন্ডােয়ানাল্যান্ড এর ভূভাগে কোন যুগের প্রাণী লক্ষ করা যায় ?
উত্তরঃ প্যালিওজোয়িক ।
12 . সুয়েস গন্ডােয়ানাল্যান্ড বলতে কী বুঝিয়েছেন ?
উত্তরঃ মধ্য ও দক্ষিণ আফ্রিকা , মাদাগাস্কার ও ভারতীয় উপদ্বীপ ।
13 . এফ . বি . টেলর মহীসঞ্চরণ তত্ত্বের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে ?
উত্তরঃ টার্শিয়ারি যুগে পর্বতমালার গঠনকে ।
14 . টেলরের মতে কানাডা ও উত্তর ইউরােপ চ্যুতির ফলে আলাদা হয়ে গিয়ে কোন প্রাচীন ভূখণ্ডের সৃষ্টি করেছে ?
উত্তরঃ গ্রিনল্যান্ড ।
15 . মহাদেশ গুলির অনুভূমিক সঞ্চারনের কারণেই পার্শ্বচাপে ভঙ্গিল পর্বতের উত্থান ঘটেছে – কোন বিজ্ঞানী বলেন ?
উত্তরঃ 1910 , এফ . বি . টেলর টার্শিয়ারি যুগের ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে বলে ।
16 . টেলর এর মতে মহীসঞ্চরণ এর জন্য কোন বল দায়ী ?
উত্তরঃ জোয়ারী শক্তি ।
17 . মহীসঞ্চরণ সম্পর্কে কোন বিজ্ঞানী সুসংবদ্ধ মতামত প্রকাশ করেন ?
উত্তরঃ 1912 , জার্মান আবহাওয়া ও জলবায়ুবীদ আলফ্রেড ওয়েগনার ।
18 . আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কিত জার্মান ভাষায় প্রকাশিত পুস্তকের নাম কি ?
উত্তরঃ ” Die Entstehung der kontinente and ozeane ” .
19 . আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদ সম্পর্কিত ইংরেজি ভাষায় অনুবাদ করা পুস্তক এর নাম কি ?
উত্তরঃ ” The origin of continents and ocean ” .
20 . মহাদেশীয় পাতের অনুভূমিক সঞ্চালন বা গতির কথা কোন বিজ্ঞানী বলেন ?
উত্তরঃ ওয়েগনার ।
22 . ওয়েগনারের মতে চারটি মহাদেশের ভূখণ্ডের অবস্থান একত্রে ছিল , এই চারটি ভূখণ্ড কি ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা , দক্ষিণ আফ্রিকা , ভারত ও অস্ট্রেলিয়া ।
23 . ওয়েগনারের মতে কোন সময়ে চারটি মহাদেশের অংশ একত্রে ছিল ?
উত্তরঃ পার্মোকার্বনিফেরাস ।
24 . কার্বনিফেরাস যুগের আগে অর্থাৎ এখন থেকে প্রায় 25 থেকে 30 কোটি বছরেরও বেশি আগে মহাদেশ গুলি একসঙ্গে সংযুক্ত হয়ে একটি বিরাট স্থলভাগ রূপে অবস্থান করত । তিনি বৃহৎ মহাদেশের নাম কি দেন ?
উত্তরঃ প্যানজিয়া ( Pangaea ) .
25 . প্যানজিয়া কথার অর্থ কি ?
উত্তরঃ পৃথিবীর সমস্ত মহাদেশীয় ভূখণ্ড ( all lands ) ।
26 . প্যানজিয়াকে বেষ্টন করে একটি বিশালতার মহাসমুদ্র রয়েছে তার নাম কি ?
উত্তরঃ প্যানথালাসা ( panthalasa ) .

27 . প্যানথালাসা কথার অর্থ কি ?
উত্তরঃ সমস্ত সমুদ্র ( all seas )
28 . প্যানজিয়া ও প্যানথালাসা ধারণা কোন বিজ্ঞানী দেন ?
উত্তরঃ আলফ্রেড ওয়েগনার ।
29 . প্যানজিয়া প্রাথমিক অবস্থায় কোন গােলার্ধে অবস্থিত ছিল ?
উত্তরঃ দক্ষিণ গােলার্ধে মধ্য অক্ষাংশ ।
30 . ওয়েগনারের মতে প্যানজিয়ার ভাঙ্গন শুরু হয় কোন যুগ থেকে ?
উত্তরঃ মেসােজোয়িক যুগ ।

31 . প্যানজিয়ার উত্তর অংশ কি নামে পরিচিত ?
উত্তরঃ লরেসিয়া বা অঙ্গারাল্যান্ড । লরেসিয়া কথাটির উৎপত্তি কানাডার লরেন্সিয়া ভূখন্ড এবং ইউরােপ ও এশিয়ার সংযুক্ত নাম ইউরেশিয়া ।
32 . লরেসিয়া কোন কোন মহাদেশ নিয়ে গঠিত হয়েছে ?
উত্তরঃ উত্তর আমেরিকা , ইউরােপ এবং এশিয়া ।
33 . প্যানজিয়ার দক্ষিণের অংশটি কি নামে পরিচিত ?
উত্তরঃ গন্ডােয়ানাল্যান্ড । গনডােয়ানাল্যান্ড নামটি এসেছে মধ্য ভারতে গণ্ড উপজাতিদের বাসভূমি থেকে পাওয়া এক প্রকার জীবাশ্মের জন্য । ওই জীবাশ্ম একই সঙ্গে অস্ট্রেলিয়া আফ্রিকা , দক্ষিণ আমেরিকা ও আন্টার্টিকায় পাওয়া গেছে ।
34 . গন্ডােয়ানাল্যান্ড কোন কোন মহাদেশ নিয়ে গঠিত হয়েছে ?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা আফ্রিকা উপদ্বীপীয় ভারত , অস্ট্রেলিয়া এবং আন্টার্টিকা ।
35 . লরেশিয়া ও গন্ডােয়ানাল্যান্ড একটি সংকীর্ণ সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন ছিল , তার নাম কি ?
উত্তরঃ টেথিস সাগর ।

36 . কোন যুগের পর টেথিস সাগরের উৎপত্তি হয়েছে ?
উত্তরঃ টার্শিয়ারি ।
37 . প্যানজিয়ার কেন্দ্রস্থলে কোন মহাদেশ অবস্থান করত ?
উত্তরঃ বর্তমানের আফ্রিকা মহাদেশ ।
38 . প্যানজিয়া ভাঙ্গন এর পূর্বে দক্ষিণ মেরু – র অবস্থান কোথায় ছিল ?
উত্তরঃ আফ্রিকার 45 ডিগ্রী পূর্ব দ্রাঘিমা এবং 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার সংযােগস্থলে ।
39 . ওয়েগনারের মতে মহাদেশ গুলাের সঞ্চারনের অভিমুখ লেখ ।
উত্তরঃ উত্তর দিকে – ইউরােপ , এশিয়া ও আফ্রিকা মহাদেশ । পশ্চিম দিকে – উত্তর ও দক্ষিণ আমেরিকা ।
40 . দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মহাদেশ কোন উপযুগে একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে ?
উত্তরঃ ক্রিটাশিয়াস উপযুগে ।
41 . ওয়েগনারের মতে উত্তর আমেরিকা ও ইউরােপ কোন যুগ পর্যন্ত একত্রে অবস্থান করত ?
উত্তরঃ প্লিস্টোসিন যুগ ।
42 . ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বের দক্ষিণ গােলার্ধের মধ্য অক্ষাংশ থেকে মহাদেশগুলির সঞ্চরণ কোন দিকে হয় ?
উত্তরঃ দক্ষিণ ও নিরক্ষরেখার দিকে ।
43 . মহাদেশীয় সঞ্চালন এ কোন কোন মহাসাগরে সৃষ্টি হয় ?
উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর ।
44 . আটলান্টিক , ভারত ও প্রশান্ত মহাসাগর কোন কোন মহাদেশের সঞ্চরনের ফলে সৃষ্টি হয়েছে ?
উত্তরঃ দুই আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের ফলে আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয় । অস্ট্রেলিয়া পূর্বদিকে সঞ্চারিত হওয়ায় ভারত মহাসাগর । প্যানথালাসার অবশিষ্টাংশ প্রশান্ত মহাসাগর রূপে বিরাজ করে ।
45 . মহীসঞ্চরণ এর ফলে কি কি পর্বত এর উত্থান ঘটেছে ?
উত্তরঃ মধ্য এশিয়ার স্থলভাগ ও উপদ্বীপীয় ভারত কাছাকাছি আসায় মধ্যবর্তী টেথিস সাগরের পলিতে চাপ পড়ে তার ফলে আল্পস্ ও হিমালয় পর্বতের উত্থান ঘটে । দুই আমেরিকার পশ্চিম দিকে সঞ্চালনের সময় পশ্চিম প্রান্ত ভূগর্ভস্থ ভারী সীমা বাধাপ্রাপ্ত হওয়ায় ওই অংশে ভাঁজ পড়ে আন্দিজ ও রকি পর্বতমালা সৃষ্টি করে ।
46 . ওয়েগনারের ধারণায় ” মেরু থেকে যাত্রা ” বা ” flight from pole ” বলতে কী বােঝানাে হয়েছে ?
উত্তরঃ যেহেতু সবকটি মহাদেশের দক্ষিণ মেরু থেকে শুরু করেছিল তাই তিনি এ কে মেরু থেকে যাত্রা নামে চিহ্নিত করেছেন ।
© ভূগোল শিক্ষা

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে