Daily GK – General knowledge


সহজে জেনে নিন কে কিসের জনক

০১) অর্থনীতির জনক কে ছিলেন?
উঃ- এডাম স্মিথ।
০২) আধুনিক অর্থনীতির জনক কে ছিলেন?
উঃ- পল স্যামুয়েলসন।
০৩) অপরাধ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- ল্যামব্রাসো।
০৪) অলিম্পিকের জনক কে ছিলেন?
উঃ- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে।
০৫) রাষ্ট্র বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- এরিস্টটল।
০৬) আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।
০৭) সমাজ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- অগাস্ট কোঁৎ।
০৮) গণতন্ত্রের জনক কে ছিলেন?
উঃ- জন লক।
০৯) জীব বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- এরিস্টটল।
১০) প্রাণী বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- এরিস্টটল।

১১) রসায়ন শাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- জাবের ইবনে হাইয়ান।
১২) আধুনিক রসায়নের জনক কে ছিলেন?
উঃ- জন ডাল্টন।
১৩) আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- ল্যাভয়সিয়ে।
১৪) পদার্থ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- আইজ্যাক নিউটন।
১৫) আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- আলবার্ট আইনস্টাইন।
১৬) হিসাব বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- লুকাপ্যাসিওলি।
১৭) চিকিৎসা বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- ইবনে সিনা।
১৮) মেডিসিনের জনক কে ছিলেন?
উঃ- হিপোক্রেটিস।
১৯) হোমিও শাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- ড.স্যামুয়েল হ্যানিম্যান।
২০) টেস্ট টিউব বেবির জনক কে ছিলেন?
উঃ- আর জে এডওয়ার্ড।

২১) দর্শনশাস্ত্রের আদি জনক কে ছিলেন?
উঃ- থেলিস।
২২) আধুনিক দর্শনশাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- রেনে ডেকার্টেস।
২৩) দর্শন শাস্ত্রের জনক কে ছিলেন?
উঃ- সক্রেটিস ।
২৪) ইতিহাসের জনক ছিলেন?
উঃ- হেরোডোটাস।
২৫) ভূগোলের জনক কে ছিলেন?
উঃ- ইরাটস থেনিস।
২৬) বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- থ্যালিস।
২৭) আধুনিক বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- রজার বেকন।
২৮) গণিতের জনক কে ছিলেন?
উঃ- আর্কিমিডিস।
২৯) বীজ গণিতের জনক কে ছিলেন?
উঃ- আল –খাওয়ারেজমী।
৩০) জ্যামিতির জনক কে ছিলেন?
উঃ- ইউক্লিড।

৩১) ক্যালকুলাসের জনক কে ছিলেন?
উঃ- আইজ্যাক নিউটন।
৩২) জীবাণু বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- লুই পাস্তুর।
৩৩) বিবর্তনবাদ তত্ত্বের জনক কে ছিলেন?
উঃ- চার্লস ডারউইন।
৩৪) সামাজিক বিবর্তনবাদের জনক কে ছিলেন?
উঃ- হার্বাট স্পেন্সর।
৩৫) বংশগতি বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- গ্রেডার জোহান মেনডেল।
৩৬) শ্রেণীকরণ বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- কারোলাস লিনিয়াস।
৩৭) শরীর বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- উইলিয়াম হার্ভে।
৩৮) মনোবিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- উইলহেম উন্ড।
৩৯) আধুনিক শিক্ষার জনক কে ছিলেন?
উঃ- সক্রেটিস।
৪০) আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে ছিলেন?
উঃ- জর্জ বার্নার্ড শ।

৪১) ইংরেজী কবিতার জনক কে ছিলেন?
উঃ- জিওফ্রে চসার।
৪২) বাংলা গদ্য ছন্দের জনক কে ছিলেন?
উঃ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৩) বাংলা ছোট গল্পের জনক কে ছিলেন?
উঃ- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৪) সনেটের জনক কে ছিলেন?
উঃ- পের্ত্রাক (ইতালি)।
৪৫) রুশ সনেটের জনক কে ছিলেন?
উঃ- আলেকজান্ডার পুশকিন।
৪৬) রুশ সাহিত্যের জনক কে ছিলেন?
উঃ- ম্যাক্সিম গোর্কি।
৪৭) বাংলা সনেটের জনক কে ছিলেন?
উঃ- মাইকেল মধুসুদন দত্ত।
৪৮) বাংলা কবিতায় সনেট (অমিত্রাক্ষর ছন্দের) জনক কে ছিলেন?
উঃ- মাইকেল মধুসুদন দত্ত।
৪৯) বাংলা কবিতার জনক কে ছিলেন?
উঃ- মাইকেল মধুসুদন দত্ত।
৫০) আধুনিক বাংলা কবিতার জনক কে ছিলেন?
উঃ- সৈয়দ আলী আহসান।

৫১) আধুনিক বাংলা নাটকের জনক কে ছিলেন?
উঃ- মাইকেল মধুসুদন দত্ত।
৫২) বাংলা চলচ্চিত্রের জনক কে ছিলেন?
উঃ- হীরালাল সেন।
৫৩) বাংলাদেশ চলচ্চিত্র এর জনক কে ছিলেন?
উঃ- আব্দুল জব্বার খান।
৫৪) বাংলা গদ্যের সাহিত্যের জনক কে ছিলেন?
উঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
৫৫) বাংলা উপন্যাসের জনক কে ছিলেন?
উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫৬) বাংলা নাটকের জনক কে ছিলেন?
উঃ- দীন বন্ধু মিত্র।
৫৭) বাংলা মুক্ত ছন্দের জনক কে ছিলেন?
উঃ- কাজী নজরুল ইসলাম।
৫৮) বাংলা গজলের জনক কে ছিলেন?
উঃ- কাজী নজরুল ইসলাম।
৫৯) বাংলা টপ্পাগানের জনক কে ছিলেন?
উঃ- নিধু বাবু।
৬০) উপমহাদেশের সুরসংগীত কে ছিলেন?
উঃ- ওস্তাদ আলাউদ্দিন খান।

৬১) বাংলাদেশের সংবিধানের জনক কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
৬২) মুসলিম জাতির জনক কে ছিলেন?
উঃ- হযরত ইব্রাহীম (আ:)।
৬৩) মানব জাতির জনক কে ছিলেন?
উঃ- হযরত আদম (আঃ)।
৬৪) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে ছিলেন?
উঃ- ফ্রেডরিক উইনসল টেইলর।
৬৫) ব্যবস্থাপনার জনক কে ছিলেন?
উঃ- হেনরী ফেওল।
৬৬) প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে ছিলেন?
উঃ- হেনরী ফেওল।
৬৭) আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে ছিলেন?
উঃ- ম্যাক্স ওয়েবার।
৬৮) মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে ছিলেন?
উঃ- জর্জ এলটন ম্যায়ো।
৬৯) গতি বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- গ্যালিলিও।
৭০) তেজস্ক্রিয়তার জনক কে ছিলেন?
উঃ- হেনরি বেকরেল।

৭১) পারমানবিক বোমার জনক কে ছিলেন?
উঃ- ওপেন হাইমার।
৭২) হাইড্রোজেন বোমার জনক কে ছিলেন?
উঃ- অ্যাডওয়ার্ড টেলর।
৭৩) কম্পিউটারের জনক কে ছিলেন?
উঃ- চার্লস ব্যাবেজ।
৭৪) আধুনিক ল্যাপটপের জনক কে ছিলেন?
উঃ- বাল মেগারিজ।
৭৫) ই-মেইল এর জনক কে ছিলেন?
উঃ- রে টমলিনসন।
৭৬) লেজার এর জনক কে ছিলেন?
উঃ- মেইম্যান।
৭৭) www বা world wide web এর জনক কে ছিলেন?
উঃ- টিম বার্ণাস লি।
৭৮) মাইক্রোসফটের জনক কে ছিলেন?
উঃ- বিল গেটস।
৭৯) মোবাইল ফোনের জনক কে ছিলেন?
উঃ- মার্টিন কুপার।
৮০) ইন্টারনেটের জনক কে ছিলেন?
উঃ- ভিন্টন গ্রে কার্ফ।

৮১) গুগলের জনক কে ছিলেন?
উঃ- সার্জেই বিন।
৮২) ফেসবুকের জনক কে ছিলেন?
উঃ- মার্ক জুকারবার্গ।
৮৩) টুইটারের জনক কে ছিলেন?
উঃ- জ্যাক ডোরসেই।
৮৪) সমাজ বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- অগাস্ট কোৎ।
৮৫) সমাজ কর্মের জনক কে ছিলেন?
উঃ- জন অ্যাডামস।
৮৬) কমিউনিজমের জনক কে ছিলেন?
উঃ- কার্ল মার্কস।
৮৭) ফ্যাসিজমের জনক কে ছিলেন?
উঃ- মুসোলীনি।
৮৮) পরিসংখ্যানের জনক কে ছিলেন?
উঃ- রোনাল্ড আলমার ফিশার।
৮৯) ATM-এর জনক কে ছিলেন?
উঃ- জন শেফার্ড ব্যারন।
৯০) এনাটমির জনক কে ছিলেন?
উঃ- আঁদ্রে ভেসালিয়াস।

৯১) ফিনান্সের জনক কে ছিলেন?
উঃ- এ্যারোরা।
৯২) হিসাব বিজ্ঞানের জনক কে ছিলেন?
উঃ- লুকা প্যাসিওলি।
৯৩) ব্যাংকিং এর জনক কে ছিলেন?
উঃ- আলেকজেন্ডার হ্যামিলটন।
৯৪) মার্কেটিং এর জনক কে ছিলেন?
উঃ- ফিলিপ কোটলার।
৯৫) ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে ছিলেন?
উঃ- হেনরী ফাওল।
৯৬) রেডিও বা বেতারের জনক কে ছিলেন?
উঃ- মার্কনী।
৯৭) বাই সাইকেলের জনক কে ছিলেন?
উঃ- কার্ল ভ্যান ড্রেইস।
৯৮) আমেরিকার জনক কে ছিলেন?
উঃ- জর্জ ওয়াশিংটন।
৯৯) বাংলাদেশের জনক কে ছিলেন?
উঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০০) আধুনিক জ্যোতির্বিদ্যার জনক কে ছিলেন?
উঃ- নিকোলাস কোপার্নিকাস।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        “ জেনারেল নলেজ ( General knowledge – GK )  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে  প্রতিদিন জেনারেল নলেজ ( Daily GK – General knowledge ) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর ) সফল হবে ।

       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।


নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে