Current Affairs in Bengali January 2021 Part-2 | কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ থেকে ২৩ জানুয়ারি ২০২১
Current Affairs in Bengali January 2021 Part-2 | কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ থেকে ২৩ জানুয়ারি ২০২১

Current Affairs in Bengali January 2021

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১

Current Affairs in Bengali January 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ : কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs January 2021 পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি চাকরীর পরীক্ষাতে এটি (কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021) খুবি গুরুত্বপূর্ণ একটি টপিক। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ থেকে  কি কি প্রশ্ন আসতে পারে, কোথা থেকে প্রশ্ন আসবে, কি কি ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সব দিক বিবেচনা করে পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 বিষয়টি প্রকাশ করলাম।

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 PDF ফাইলের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

Current Affairs in Bengali January 2021 All Competitive exam Question and Answer in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা জানুয়ারি ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর

Current Affairs in Bengali January 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিকী ঘটনা জানুয়ারি ২০২১ : বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নউত্তর (All Competitive exam Question and Answer in Bengali) :- কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই প্রশ্নোত্তর গুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি এর জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

Bengali Current Affairs January 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ থেকে ২৩ জানুয়ারি ২০২১ 

  1. বিশ্বখ্যাত সোমনাথ মন্দির এর পরিচালনা ট্রাস্টের নতুন চেয়ারম্যান পদে কাকে নিচের কাকে নিযুক্ত করা হয়েছে?

Ans.নরেন্দ্র মোদী

  1. ডাঃ হর্ষ বর্ধন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডিজিটালভাবে ডাব্লুএইচও এক্সিকিউটিভ বোর্ডের _________ তম অধিবেশনটির মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন।

Ans.148

  1. খেলো ইন্ডিয়া জাংসকার শীতকালীন খেলাধুলা এবং যুব উত্সব 2021 এর উদ্বোধনী সংস্করণটি কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে?

Ans.লাদাখ

  1. ‘Gorewada International Zoo’এর নাম পরিবর্তন করে ‘Balasaheb Thackeray International Zoological Park’ করা হলো , এটা কোন রাজ্যে অবস্থিত ?

Ans. মহারাষ্ট্র

  1. National Road safety month হিসেবে কবে পালিত হচ্ছে ?

Ans. 18 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি

  1. National Disaster Response Force (NDRF) 18 জানুয়ারি কততম প্রতিষ্ঠা দিবস পালন করল ?

Ans. 16 তম

  1. জো বিডেন আমেরিকা যুক্তরাষ্ট্রের _____ রাষ্ট্রপতি হন।

Ans. 46 তম

  1. ফ্লাইট লেফটেন্যান্ট ___________ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে প্রথম মহিলা যোদ্ধা পাইলট হয়ে উঠবে।

Ans. ভাওয়ানা কণ্ঠ

  1. বালাসাহেব ঠাকরের নাম অনুসারে মহারাষ্ট্র সরকার সম্প্রতি কোন চিড়িয়াখানাটির নামকরণ করেছেন।

Ans. গোরওয়াদা আন্তর্জাতিক চিড়িয়াখানা

  1. ইন্ডিয়া ডিজিটাল শীর্ষ সম্মেলন 2021 সম্প্রতি শুরু হয়েছিল। নীচের মধ্যে কোনটি এর প্রধান ?

Ans. ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া

  1. ভারত সরকার বিমানবাহিনীর জন্য 21 টি মিগ -29  এবং 12 টি সুখোই -30MKI   যুদ্ধবিমান সংগ্রহের জন্য কোন দেশের সাথে চুক্তি করার পরিকল্পনা করেছে?

Ans. রাশিয়া

  1. ‘মনোহর পরিকর- দ্য রেকর্ড’ বইটির লেখকের নাম বলুন।

Ans. ওমান সুভা প্রভু

  1. নীচের মধ্যে কাকে আয়ুশ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে?

Ans. কিরেন রিজিজু

  1. নিম্নলিখিত IT  জায়ান্ট ভারতের কোনটি ডেটা এবং বিশ্লেষণ স্পেসে গুগল ক্লাউড পার্টনার স্পেশালাইজেশন দ্বারা স্বীকৃত হয়েছে?

Ans. ইনফোসিস

  1. ইন্ডিয়া ইনোভেশন সূচক 2.0  বা দ্বিতীয় সংস্করণটি নিতি আইয়োগ ভাইস-চেয়ারম্যান __________ প্রকাশ করবেন।

Ans. রাজীব কুমার

  1. পদ্ম পুরষ্কার বিজয়ী ডাঃ ভি শান্তার পেশাটি কী ছিল, যিনি সম্প্রতি মারা গেছেন?

Ans. ক্যান্সার বিশেষজ্ঞ

  1. ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন সুপার 1000 ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2021-এ মহিলাদের একক শিরোপা জিতেছে কে ?

Ans.ক্যারোলিনা মেরিন

  1. ভারতের প্রথম শ্রম আন্দোলন যাদুঘরটি কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে?

Ans.কেরালা

  1. সম্প্রতি ডিআরডিও দ্বারা নির্মিত বাইক অ্যাম্বুলেন্সগুলির নাম কী যা সম্প্রতি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) অন্তর্ভুক্ত হয়েছিল?

Ans.Rakshita

  1. বিশ্ববীর আহুজা __________ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পুনরায় নিয়োগ পেয়েছেন।

Ans.RBL Bank

  1. ভারত থেকে সেই দেশে দক্ষ শ্রমিকদের চলাফেরার প্রচারের জন্য ভারত কোন দেশের সাথে একটি নির্দিষ্ট দক্ষ কর্মী (MoC) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?

Ans.জাপান

  1. নাগি-নাক্টি পাখির অভয়ারণ্যটিতে  রাজ্যের প্রথমবারের মতো পাখির উত্সব ‘কালরাভ’ শুরু হয়েছে। অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত?

Ans.বিহার

  1. কমল মোরারকা, যিনি সম্প্রতি মারা গিয়েছেন , তিনি  কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত?

Ans.রাজনীতি

24.’দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট’ গ্রন্থটির রচয়িতা কে?

Ans.রামচন্দ্র গুহ

  1. ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 51 তম সংস্করণতে ভারতীয় ব্যক্তিত্বের বর্ষ পুরস্কার প্রদান করা হয় কাকে ?

Ans.বিশ্বজিৎ চ্যাটার্জী

  1. কোন দেশ সম্প্রতি দুবাই শাসককে 2020-21 এর শিকার মৌসুমে হুবার বাস্টার্ড শিকারের জন্য বিশেষ অনুমতি জারি করেছে?

Ans.পাকিস্তান

27.নীচের কোন রাজ্যে সম্প্রতি ‘ওয়ানস্কুল ওয়ান IAS’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে যা বৈধিক ইরুডাইট ফাউন্ডেশনস বৃত্তি প্রোগ্রামের আওতায় আনা হয়েছে?

Ans.কেরালা

28.ভারতের প্রথম কোভিড ভ্যাকসিন প্রাপক কে?

Ans.মনীষ কুমার

29.সরকার সিদ্ধান্ত নিয়েছে 23 শে জানুয়ারী নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মবার্ষিকীটি ____________ হিসাবে উদযাপন করবেন।

Ans.পরাক্রম দিবস

30.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের কেভাদিয়ায় স্ট্যাচু অফ ইউনিটির সংযোগকারী _________ টি ট্রেন  চালু  করেছেন।

Ans.8

31.কিংবদন্তি ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং পদ্ম বিভূষণ পুরষ্কার প্রাপ্ত , _______________ সম্প্রতি মারা গিয়েছেন ।

Ans.ওস্তাদ গোলাম মোস্তফা খান

32._____________ সম্প্রতি বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতকে (সংযুক্ত আরব UAE) দেশের “প্রধান কৌশলগত অংশীদার” হিসাবে মনোনীত করেছে।

Ans.যুক্তরাষ্ট্র

33.প্রথমবারের জাতীয় সড়ক সুরক্ষা মাসটি নিম্নলিখিত ব্যক্তির দ্বারা উদ্বোধন করা হয়েছিল?

Ans.নিতিন গডকরি

  1. 2021 সালের জন্য নিচের মধ্যে কে UN মানবাধিকার কাউন্সিলের সভাপতি পদে নিযুক্ত হয়েছেন?

Ans.নাজহাত শামীম খান

  1. ভারতীয়-আমেরিকান গরিমা ভার্মা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে ___________ হিসাবে নিয়োগ পেয়েছিলেন।

Ans.অফিস অফ ফার্স্ট লেডি তে ডিজিটাল ডিরেক্টর

36.ঘোষণা করা হয়েছিল যে এই বছর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে কোনও বিদেশি নেতা থাকবেন না। 1950 সালে প্রজাতন্ত্র দিবসের  প্রথম প্রধান অতিথি কে ছিলেন?

Ans.সুকর্ণো, ইন্দোনেশিয়া

37.প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন শহরের জন্য ভারতের প্রথম ‘ড্রাইভারহীন মেট্রো গাড়ি’ উন্মোচন করেছেন?

Ans.বেঙ্গালুরু

  1. Life Insurance company এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন ? 

Ans. সিদ্ধার্থ মোহান্তি

  1. ভারত সরকার নেতাজির জন্মদিনকে কি দিবস হিসেবে ঘোষণা করল ?

Ans. পরাক্রম দিবস

  1. কোন রাজ্য সরকার কলরব নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করলেন  ?

Ans. বিহার

  1. Yoweri Museveni কোন দেশের ষষ্ঠ বারের জন্য রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন ?

Ans. উগান্ডা

42.টেলিকম সরঞ্জাম ও পরিষেবা রফতানি প্রচার কাউন্সিলের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হন?

Ans.সন্দীপ আগরওয়াল

43.পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সবুজ এবং পরিষ্কার জ্বালানি সম্পর্কে সচেতনতা প্রচারের জন্য কোন প্রচার শুরু করেছে?

Ans.SAKSHAM

44.ইয়েস ব্যাংক ‘ইয়েস ব্যাংক ওয়েলনেস’ এবং ‘ইয়েস ব্যাংক ওয়েলনেস প্লাস’ লঞ্চ করতে আদিত্য বিড়লা ওয়েলেন্সের সাথে অংশীদারি করেছে। এই প্রোডাক্টটি কি?

Ans.Credit cards

45.নিম্নলিখিত শহরগুলির মধ্যে ভারতের প্রথম বিমান ট্যাক্সি চালু করা হয়েছিল কোথায় ?

Ans.চণ্ডীগড়

46.USIBC  এর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত মহিলার নাম কি ?

Ans.Kiran Mazumdar Shaw

47.ICICI ব্যাংক MSME গুলিতে প্রিপেইড কার্ড ইস্যু করার জন্য কোন ফিনটেকের সাহায্য নিচ্ছে ?

Ans.Niyo

  1. কোথাকার বহু মূল্যবান   ‘Gucchi Mushroom’ “Geographical Indication” ট্যাগ পেল ?

Ans. জন্মু কাশ্মীর

  1. হাওড়া-কালকা মেলের নাম বদলে কি রাখা হলো ?

Ans. নেতাজি  এক্সপ্রেস

  1. কে বিহারের ড্রাগ বিরোধীর প্রোগ্রাম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলেন ?

Ans. জ্যোতি কুমারী।

FILE INFO : Download PDF of Current Affairs 2021 | কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali with PDF Download Link

File Details: 

PDF Name : কারেন্ট অ্যাফেয়ার্স  – Current Affairs in Bengali PDF Book

Organized by : BhugolShiksha.com 

Prepared by : Experienced Teachers

No. of Pages : 04

Download Link : Click Here To Download

Current Affairs in Bengali : January 2021 | Today Current Affairs in Bengali | Bangla Current Affairs 2021 – All Competitive exams Question and Answer | কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ –  বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্রশ্ন ও উত্তর

         ” কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক।  বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা এবং সমস্ত (সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কোম্পানির চাকরি) চাকরীমূলক পরীক্ষায় (যেমন : WBPSC, WBSSC, WBCS, School Service TET, Police etc) এখান থেকে বা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (GK – for all Competitive exams) প্রশ্ন ও উত্তর বা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 / বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ : January 2021 / সাম্প্রতিক ঘটনা – January 2021 / খুব সাম্প্রতিক ঘটনা – January 2021 / সাম্প্রতিক বিষয়াবলি – January 2021 / January 2021 সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান / এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী – January 2021 / January 2021 Top Stories in সাম্প্রতিক ঘটনা / সাম্প্রতিক ঘটনা ২০২১ ভারত / সাম্প্রতিক ঘটনা January 2021 ভারত / সাম্প্রতিক ঘটনা January 2021 ভারত PDF / সাম্প্রতিক ঘটনা January 2021 ভারত PDF Download for Free / পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলী – January 2021 / আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলী January 2021 / সারা মাসের সাম্প্রতিক ঘটনা / GK Today Current Affairs January 2021 / Bengali Current Affairs PDF / Bangla Today Current Affairs PDF January 2021 / Latest Current Affairs and News – Current Affairs Today January 2021 / GK and Current Affairs Questions January 2021 in Bengali / বাংলা Current Affairs Archives – বাংলা কুইজ / West Bengal Current Affairs PDF – January 2021 / Daily Current Affairs January 2021 in Bengali / Monthly Current Affairs Pdf – Download Monthly Current Affairs Pdf in Bengali January 2021 / Current Affairs January 2021 in bengali language pdf download / monthly current affairs pdf in bengali / current affairs in bengali 2021 pdf / কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা, বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, bangla কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী, আজকের গুরুত্ত্বপূর্ণ খবর, সাম্প্রতিক ঘটনাবলী প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, current অ্যাফেয়ার্স, কারেন্ট affairs, কারেন্ট অ্যাফেয়ার্স 2021, 2021 কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর, আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স ২০২১, current affairs 2021 bangla, bangla current affairs, current affairs in bengali, karent afairs, karent afers / current world / Current World 2021 / Current affairs World 2021 / gktoday in bengali language / current affairs 2021 in bengali pdf download / current affairs for wbcs 2021 pdf / Current affairs in bengali language pdf download) সফল হবে।

Current Affairs in Bengali : January 2021 – for all Competitive exams GK in Bengali | কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর জানুয়ারি ২০২১ – বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জিকে প্ৰশ্ন ও উত্তর

        আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ – Current Affairs in Bengali : January 2021 | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (for all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল ছাড়াও সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।