গুলিয়েলমো মার্কনির জীবনী - Guglielmo Marconi Biography in Bengali
গুলিয়েলমো মার্কনির জীবনী - Guglielmo Marconi Biography in Bengali

গুলিয়েলমো মার্কনির জীবনী

Guglielmo Marconi Biography in Bengali

গুলিয়েলমো মার্কনির জীবনী – Guglielmo Marconi Biography in Bengali : পৃথিবীকে জ্ঞান বিজ্ঞানে যাঁরা অগ্রসর করে গেছেন তাঁদের অন্যতম বেতার আবিষ্কারক গুগলিয়েলমো মার্কোনি। বেতারের জনক মার্কোনি নামেই যিনি সমধিক পরিচিত। রেডিও আবিষ্কার করে পৃথিবীকে বদলে দিয়েছেন বিজ্ঞানী মার্কোনি। মার্কোনি ছিলেন ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী যিনি বেতার যন্ত্রের সম্প্রচার পদ্ধতি উদ্ভাবনের জন্য বিখ্যাত হয়ে আছেন। গুলিয়েলমো মার্কনি (Guglielmo Marconi) একটি ব্যবহারিক রেডিওগ্রাফ পদ্ধতি তৈরি করেছিলেন। এই উদ্ভাবনকে কেন্দ্র করেই বিশ্বের অসংখ্য ব্যবসায়িক ও প্রাযুক্তিক প্রতিষ্ঠান গড়ে উঠে। ১৯০৯ সালে কার্ল ফের্ডিনান্ড ব্রাউনের সঙ্গে যৌথ ভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। বেতার সম্প্রচার পদ্ধতির ভিত্তি স্থাপনের জন্যই তাদের এই পুরস্কার দেওয়া হয়। 

  বেতার যন্ত্রের জনক গুলিয়েলমো মার্কনি এর একটি সংক্ষিপ্ত জীবনী । গুলিয়েলমো মার্কনি এর জীবনী – Guglielmo Marconi Biography in Bengali বা গুলিয়েলমো মার্কনি এর আত্মজীবনী বা (Guglielmo Marconi Jivani Bangla. A short biography of Guglielmo Marconi. Guglielmo Marconi Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) গুলিয়েলমো মার্কনি এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

গুলিয়েলমো মার্কনি কে ছিলেন ? Who is Guglielmo Marconi ?

গুলিয়েলমো মার্কনি (Guglielmo Marconi) ছিলেন ইতালিয়ান উদ্যোক্তা, রেডিও ইঞ্জিনিয়ার। পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ী একজন মহান আবিষ্কারক হিসাবে পরিচিত।

বিমানবন্দরের নাম তার জন্মভূমিতে গুগলিয়েলমো মার্চেস মার্কোনি নামকরণ করা হয়েছে। বিখ্যাত পদার্থবিদ অনেক সম্মানজনক পুরষ্কার এবং শিরোনামের মালিক ছিলেন। 

বেতার যন্ত্রের জনক গুলিয়েলমো মার্কনির জীবনী – Guglielmo Marconi Biography in Bengali :

নাম (Name) গুলিয়েলমো মার্কনি (Guglielmo Marconi)
জন্ম (Birthday) এপ্রিল ২৫ ১৮৭৪ (25th April 1874)
জন্মস্থান (Birthplace) বোলগনা, ইতালি
অভিভাবক (Parents)/পিতামাতা জিউশেপ মার্কনি (পিতা)

এ্যানি জেমসন (মাতা)

বাসস্থান  ইতালী, যুক্তরাজ্য
জাতীয়তা ইতালীয়
কর্মক্ষেত্র তড়িৎ প্রকৌশলী
প্রতিষ্ঠান মার্কোনি ওয়্যারলেস টেলিগ্রাফ কোম্পানি লিমিটেড
পরিচিতির কারণ বেতার যন্ত্র
উল্লেখযোগ্য পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯০৯)
মৃত্যু (Death) জুলাই ২০ ১৯৩৭ (20th July 1937)

গুলিয়েলমো মার্কনি এর জন্ম – Guglielmo Marconi Birthday :

 বেতারযন্ত্রের জনক গুলিয়েলমাে মার্কনি ১৮৭৪ খ্রীস্টাব্দের ২৫ শে এপ্রিল গুগলিয়েলমাে মার্চেজ মার্কনি ইটালীর বেলেগনা শহরে জন্মগ্রহণ করেন ।

গুলিয়েলমো মর্কনির পিতামাতা – Guglielmo Marconi Parents :

 পিতার নাম জিউশেপ মার্কনি , ইটালীয় । মায়ের নাম এ্যানি জেমসন । তিনি স্কচ পরিবারের মেয়ে ছিলেন । মার্কনির বাবা জিউশেপ ছিলেন পন্টেসিও এলাকার একজন ধনী জমিদার । 

গুলিয়েলমো মার্কিনের শৈশবকাল – Guglielmo Marconi Childhood :

 জন্মস্থানেই মার্কনির ছেলেবেলা কাটে । শৈশবে কোনাে প্রাতিষ্ঠানিক শিক্ষা – দীক্ষা তার হয়নি । শুধুমাত্র গৃহশিক্ষকের কাছেই তিনি নানা বিষয়ে জ্ঞান লাভ করেছিলেন ।

  শীতকালে মার্কনিদের এলাকায় খুব শীত নামতাে । এই সময় তার বাবা – মা ছেলে – মেয়েদের সঙ্গে নিয়ে ইটালীর ফ্লোরেন্স বা লিভর্নোতে চলে যেতেন । 

গুলিয়েলমো মার্কনির পদার্থবিজ্ঞান শিক্ষা – Guglielmo Marconi Physics Education :

 ছােটবেলা থেকেই অন্যান্য বৈজ্ঞানিক আবিষ্কারকদের মতাে মার্কনিরও বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রতি অপরিসীম আগ্রহ লক্ষ্য করা । যেতাে । শীতকালে একবার নিভর্নোতে থাকার সময় সেনতৃসসা রােসা । নামক এক বিজ্ঞানের অধ্যাপকের সাথে মার্কনির আলাপ হয় । তখন তার বয়স মাত্র দশ বছর । মার্কনি ইতিমধ্যে বৈদ্যুতিক শক্তি সম্পর্কে অনেক বই পড়ে ফেলেছিলেন । এতাে কম বয়সে বৈদ্যুতিক শক্তি সম্পর্কের্তার আগ্রহ দেখে রােসা অবাক হয়ে গেলেন । তিনি মার্কনিকে পদার্থবিজ্ঞান শেখাতে শুরু করলেন ।

গুলিয়েলমো মার্কনির শিক্ষাজীবন – Guglielmo Marconi Education Life :

 মার্কনি পড়াশুনা খুব পছন্দ করতেন । বিজ্ঞানের নানা বিষয়ক বই পড়ে এবং গৃহশিক্ষকের কাছে বিজ্ঞানের নানা তথ্য জেনে নিয়ে অল্প বয়সেই অসাধারণ জ্ঞানার্জন করেন । তিনি বাড়িতে বসেনানা । বিষয়ে একা – একা পরীক্ষা – নিরীক্ষা চালাতেন এবং ভবিষ্যতে বড় বিজ্ঞানী হবার স্বপ্ন দেখতেন ।

 যৌবনে পদার্পণ করে প্রথমে মার্কনি ফ্লোরেন্সের কতেরাে ইনস্টিটিউট এবং পরে লেংহর্ন টেকনিক্যাল ইনস্টিটিউটে গিয়ে হাতে – কলমে শিক্ষা গ্রহণ করেন ।

 বিশ বছর বয়সে মার্কিন বিজ্ঞানী হার্জের একটা প্রবন্ধ থেকে জানতে পারেন যে , সদ্যপ্রয়াত ঐ বৈজ্ঞানিক এমন একটা বৈকি যন্ত্র বের করতে পেরেছেন যার সাহায্যে ঘরের একদিক থেকে প্রেরিত বৈদ্যুতিকতরঙ্গবিনা তারে ঘরের অন্যদিকে আগুনের ফুলকিনিতে দেয় । হাতের লিখিত তত্বে এই মত প্রকাশ করা হয়েছিতো যে , বাতাসকেই তড়িৎ পরিবহনের মাধ্যম হিসাবে ব্যবহার করা যেতে পারে ।

গুলিয়েলমো মার্কনি বৈদ্যুতিক যন্ত্র তৈরি – Guglielmo Marconi Electronic machine :

 পন্টেসিওতে নিজের দেশের বাড়িতে ফিরে এসে মারর্কনি লােকান্তরিত চার্জের মতাে বৈদ্যুতিক যন্ত্র তৈরির চিন্তায় বিভোর হয়ে থাকলেন । তিনি নিজেদের বাড়ির চার তলায় একটা গবেষণার গড়ে তােলেন । সেখানে তিনি তার বড় ভাইয়ের সাথে গবেষণা চালিয়ে যেতে থাকেন । 

 তিনি ইংরেজ বিজ্ঞানী প্রফেসর ব্রনলি এবং প্রয়াত হার্জের পদয়ে অনুসরণ করে এমন একটা যন্ত্র তৈরি করতে পারলেন , যারা এক মাইল দূর পর্যন্ত বিনা তারে তিনি সংকেত পাঠাতে পারতেন । তার পিতা ছেলের এই সাফল্যে খুব খুশি হলেন । ছেলেকে তিনি সব রকম আর্থিক সহায়তা দিতে লাগলেন ।

গুলিয়েলমো মার্কনি পেটেন্ট লাভ – 

 ১৮৯৬ খ্রীস্টাব্দে মার্কনি ইটালী থেকে ইংল্যান্ডে চলে এলেন এবং তার আবিষ্কৃত যন্ত্রটির পেটেন্ট লাভ করলেন । 

কোম্পানী প্রতিষ্ঠান :

 ১৮৯৭ খ্রীস্টাব্দে তিনি লন্ডনে মার্কনি কোম্পানী নামে এটা প্রতিষ্ঠান খুললেন ।

গুলিয়েলমো মার্কনি আবিষ্কার – Guglielmo Marconi Invention :

 ১৮৯৯ খ্রীস্টাব্দে ইংলিশ চ্যানেলের এপার থেকে ওপার পর্যন্ত বিনাতারে সংবাদ আদান – প্রদান করতে সক্ষম হলেন । পরবর্তীতে দ্রুতগতিতে মার্কনির আবিষ্কৃত বেতারযন্ত্রের ব্যবহার বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

গুলিয়েলমো মার্কনি সন্মান :

 ১৯০২ খ্রীস্টাব্দে আমেরিকান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পক্ষ থেকে মার্কনিকে সম্মানিত করা হয় । 

[আরও দেখুন, জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali]

গুলিয়েলমো মার্কনি নোবেল পুরস্কার – Guglielmo Marconi Nobel prize :

 ১৯০৯ খ্রীস্টাব্দে মাত্র ৩৫ বছর বয়সে মার্কনি পদার্থবিজ্ঞানে নােবেল পুরস্কারের দুর্লভ সম্মান লাভ করেন ।

 এর পরবর্তী বছর ১৯১০ খ্রীস্টাব্দে ছয় হাজার মাইল দূরত্বে বেতারের মাধ্যমে সংবাদ প্রেরণ করা সম্ভব হয় ।

1912 সালের টাইটানিক জাহাজ দুর্ঘটনা :

 বিশ্বের বৃহত্তম জাহাজ টাইটানিক প্রথম মহাযুদ্ধের পূর্বেই ১৯১২ সালে দুর্ঘটনায় পতিত হয়ে সমুদ্রের বক্ষে ডুবে যায় । মার্কনি আবিষ্কৃত বেতার যন্ত্রের সাহায্যে সংবাদ পাঠিয়ে প্রায় সাতশাে যাত্রীর প্রাণ রক্ষা করা সম্ভব হয় ।

 ১৯২০ খ্রীস্টাব্দ থেকে আটলান্টিক মহাসাগরের এপার – ওপারে । কথাবার্তা বলা শুরু হয় এবং এই রেডিও যন্ত্রটি ক্রমে ক্রমে সংবাদ আদান – প্রদান ও গান – বাজনা ইত্যাদির মাধ্যমে মানুষকে বিনােদন যােগাতেও সক্ষম হয় ।

গুলিয়েলমো মার্কনি বিবাহ জীবন – Guglielmo Marconi Marriage Life :

 ১৯২৭ খ্রীস্টাব্দে মার্কনি ৫৩ বছর বয়সকালে ২৩ বছরের কাউন্টেস ম্যারিয়া ক্রিসটিনাকে বিয়ে করেন ।

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

গুলিয়েলমো মার্কনি মারকুইস খেতাব :

 ১৯২৯ খ্রীস্টাব্দে ইটালীর তৎকালীন রাজা তাকে ‘ ‘ মারকুইস ‘ খেতাব দানে – সম্মানিত করেন । ১৯৩৩ খ্রীস্টাব্দে মার্কনি সস্ত্রীক বিশ্বভ্রমণে বের হন । 

 মার্কনি শুধুইটালীরই নাগরিক নন , বরং নিজেকে সারা বিশ্বের নাগরিক মনে করতেন । তিনি একাধারে ইংরেজী , ল্যাটিন এবং ফরাসী ভাষায় কথা বলতে পারতেন । মধুর ব্যবহার দ্বারা সবার মন জয় করতেন । বিশ্বের সেরা আবিষ্কারক টমাস আলভা এডিসন ছিলেন মার্কনির একজন অন্তরঙ্গ বন্ধু । 

গুলিয়েলোমো মার্কনি মৃত্যু – Guglielmo Marconi Death :

 মার্কনি ১৯৩৯ খ্রীস্টাব্দের ১৮ ই জুলাই ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।

গুলিয়েলমো মার্কনি জীবনী (প্রশ্ন ও উত্তর) – Guglielmo Marconi Biography in Bengali (FAQ):

  1. গুলিয়েলমো মার্কনি জন্ম কবে হয় ?

Ans: এপ্রিল ২৫ ১৮৭৪ সালে ।

  1. গুলিয়েলমো মার্কনি পিতার নাম কী ?

Ans: জিউশেপ মার্কনি ।

  1. গুলিয়েলমো মার্কনি মাতার নাম কী ?

Ans: এ্যানি জেমসন ।

  1. গুলিয়েলোম মার্কনি জন্ম কোথায় হয় ?

Ans: ইতালীর বলগনা ।

  1. গুলিয়েলমো মার্কনি কবে নোবেল পুরস্কার পান ?

Ans: ১৯০৯ সালে ।

  1. গুলিয়েলমো মার্কনি কে ছিলেন ?

Ans: বেতার যন্ত্র আবিষ্কারক ।

  1. গুলিয়েলমো মার্কনি স্ত্রীর নাম কী ?

Ans: ম্যারিয়া ক্রিসটিনা ।

  1. গুলিয়েলমো মার্কনি কবে মারা যান ?

Ans: ১৯৩৯ খ্রীস্টাব্দের ১৮ ই জুলাই ।

[আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali

আরও দেখুন, আর্কিমিডিস এর জীবনী – Archimedes Biography in Bengali

আরও দেখুন, রোনাল্ড রস এর জীবনী – Ronald Ross Biography in Bengali

আরও দেখুন, উইলবার রাইট এবং অরভিল রাইট এর জীবনী – Wilbur and Orville Wright Biography in Bengali

আরও দেখুন, আগাথা ক্রিস্টি এর জীবনী – Agatha Christie Biography in Bengali]

গুলিয়েলমো মার্কনি এর জীবনী – Guglielmo Marconi Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” গুলিয়েলমো মার্কনি এর জীবনী – Guglielmo Marconi Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। গুলিয়েলমো মার্কনি এর জীবনী – Guglielmo Marconi Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই গুলিয়েলমো মার্কনি এর জীবনী – Guglielmo Marconi Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।