Daily GK – General knowledge

ইউরোপ মহাদেশ



1. প্রশ্ন: ইউরোপের আয়তন কত ?
২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি ।

2. প্রশ্ন: ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত ?
উত্তর গোলার্ধে ।

3. প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ ?
দ্বিতীয় ।

4. প্রশ্ন: ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১৫.৭% ।

5. প্রশ্ন: আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম ?
তৃতীয় ।

6. প্রশ্ন: ইউরোপের মোট উপকূল রেখা কত ?
৪১,২০৪ কি.মি. ।

7. প্রশ্ন: আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান ?
পাচ ভাগের একভাগ ।

8. প্রশ্ন: ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান ?
ক্যাম্পিয়ান সাগর ।

9. প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ?
ভলগা ।

10. প্রশ্ন: ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি ?
ভিসুুভিয়াস(ইটালি), ইটনা(সিসিলি) ।

11. প্রশ্ন: আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি ?
রাশিয়া (১,৬৯,৯৫,৮০০ বর্গ কি. মি.) ।

12. প্রশ্ন: লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
রাশিয়া ।

13. প্রশ্ন: ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি ?
দানিউব , ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন ।

14. প্রশ্ন: দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় ?
ব্ল্যাক ফরেস্ট থেকে ।

15. প্রশ্ন: ভলগা নদী কোথায় পতিত হয়েছে ?
ক্যাম্পিয়ান সাগর ।

16. প্রশ্ন: কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ?
টেমস ।

17. প্রশ্ন: পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি ?
ডগার্স ব্যাংক ।

18. প্রশ্ন: ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি ?
রাশিয়া ।

19. প্রশ্ন: ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন ?
আর্দ্র ।

20. প্রশ্ন: ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত ?
পিরেনীজ পর্বত ।
21. প্রশ্ন: ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায় ?
ভলদাই পর্বত (রাশিয়া) ।

22. প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সড়ঙ্গ পথ কোনটি ?
ইউরো টানেল ।

23. প্রশ্ন: ইউরো তথা পৃথিবীর বৃহত্তম সমভুমি কোনটি ?
মধ্য ইউরোপের সমভুমি ।

24. প্রশ্ন: ইউরোপের উচ্চতা পর্বতশ্রেনী কোনটি ?
আল্পাস ।

25. প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
আল্পস পর্বতমালা ।

26. প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
মাউন্ট ব্ল্যাঙ্ক (৪৮০৭ মিটার) ।

27. প্রশ্ন: ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি ?
এলবুর্জ (৫৬৪১.৮মিটার) ।

28. প্রশ্ন: ইউরোপের দ্বার বলা হয় কাকে ?
ভিয়েনা ।

29. প্রশ্ন: ইউরোপের ককপিট বলা হয় কাকে ?
বেলজিয়াম ।

30. প্রশ্ন: ইউরোপের প্রধান বস্ত্র শিল্প অঞ্চল কোনটি ?
ভিয়েনা ।

31. প্রশ্ন: বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত ?
বলকান ।

32. প্রশ্ন: ইউরোপের বৃহত্তম উপসাগর সাগর কোনটি ?
স্ক্যান্ডিনেভিয়া ।

33. প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি ?
ভূমধ্যসাগর ।

34. প্রশ্ন: যুক্তরাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
বেননেভিস ।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে.        আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ.




নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে