সুকান্ত ভট্টাচার্য জীবনী
Sukanta Bhattacharya Biography in Bengali
সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali : একটি ছােট ছেলে বয়স মাত্র ন – দশ বছর তখন সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya) প্রাথমিক বিদ্যালয়ে পড়েন । এই বয়সেই সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya) ছড়া লিখতে আরও করেন ।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটি সংক্ষিপ্ত জীবনী । সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali বা সুকান্ত ভট্টাচার্যের আত্মজীবনী বা সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
সুকান্ত ভট্টাচার্য কে ছিলেন ? Who is Sukanta Bhattacharya ?
সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya) ছিলেন বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
অন্নবয়স থেকেই তিনি কৃষকের , শ্রমিকের , সর্বহারার কথা ভাবতেন । ধনীর অত্যাচারে নিপীড়িত , যারা দুবেলা খেতে পায় না , উদয়া পরিশ্রম করেও যারা ছেলেমেয়েকে আহার , বস্ত্র দিতে পারে , তাদের কথাই ছেলেটি সব সময় চিন্তা করত । তাদের নিয়েই তাত্ব ছড়া , কবিতা ও আলােচনা ।
কে এই ছেলেটি ? এই ছেলেটিই কিশাের কবি সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya) ।
তার এত অল্পবয়সের লেখা দেখে তার পরিবারের সবাই খুব প্রশংসা করত । সুকান্তের কবি প্রতিভা দেখে সকলে বিস্ময় প্রকাশ |
এই কিশাের কবির সুমহান চিন্তা একমাত্র মনীষীদের মধ্যে দেখা যায় । তিনি অল্পদিনের
মধ্যে দেশকে অনেক কিছু দিয়ে গেছেন ।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali :
নাম (Name) | সুকান্ত ভট্টাচার্য (Sukanta Bhattacharya) |
জন্ম (Birthday) | ১৫ আগস্ট ১৯২৬ (15th August 1926) |
জন্মস্থান (Birthplace) | কলকাতা, ভারত |
অভিভাবক (Parents)/পিতামাতা | নিবারণ চন্দ্র ভট্টাচাৰ্য্য ও সুনীতি দেবী |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
সময়কাল | ১৯৪০ – ১৯৪৭ |
উল্লেখযোগ্য রচনাবলী | ছাড়পত্র (১৯৪৭) পূর্বাভাস (১৯৫০) ঘুম নেই (১৯৫০) |
মৃত্যু (Death) | ১৩ মে ১৯৪৭ (13th May 1947) |
সুকান্ত ভট্টাচার্যের জন্ম – Sukanta Bhattacharya Birthday :
সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয় ১৯২৬ খ্রীঃ ১৫ ই আগস্ট ( ১৩৩৩ বঙ্গাব্দের ৩০ শে শ্রাবন ) । তিনি কলকাতায় কালিঘাটে মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন ।
সুকান্ত ভট্টাচার্যের পিতামাতা – Sukanta Bhattacharya Parents :
বাবার নাম ছিল নিবারণচন্দ্র ভট্টাচাৰ্য্য ও মাতার নাম সুনীতি দেবী। তার নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালিপাড়ায় । তার পূর্বপুরুষরা ভাগ্যান্বেষণে কলকাতায় এসে বেলেঘাটা অঞ্চলে বসবাস করেন । যজন – যাজন ছিল পারিবারিক বৃত্তি ।
সুকান্ত ভট্টাচার্যের শৈশব – Sukanta Bhattacharya Childhood :
সুকান্ত অনেক বাইরের বই পড়তেন । কিন্তু তার মধ্যে বহু ছড়ার বইও পড়তেন।তার মাতাকে রামায়ণ , মহাভারত পড়ে শুনাতেন । তিনি মন দিয়ে তা শুনতেন।
সুকান্ত ভট্টাচার্যের শিক্ষাজীবন – Sukanta Bhattacharya Education Life :
বেলেঘাটায় কমলা বিদ্যামন্দির ’ নামে একটি প্রাথমিক বিদ্যালয়ে সুকান্তকে ভর্তি করে দেওয়া হল । এখানে তিনি পড়াশুনা করতে লাগলেন । শীঘ্রই মেধাবী ছাত্র বলে তিনি শিক্ষকদের স্নেহভাজন হন ।
সুকান্ত ভট্টাচার্যের প্রথম কবিতা – Sukanta Bhattacharya First poetry :
সুকান্ত যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়েন তখনই তিনি কবিতা ছড়া লিখতে আরম্ভ করেন । সেই সময় তিনি “সঞ্চয় ” নামে একটি হাতে লেখা পত্রিকা প্রকাশ করলেন । তাঁর লেখা কবিতা ওই সময় ‘ শিখা ‘ নামে একটি পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল ।
ছাপাঅক্ষরের্তার প্রথম প্রকাশিত রচনা “ বিবেকানন্দের জীবনী ” প্রকাশিত হয়েছিল শিখা পত্রিকায় ।
[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]
সুকান্ত ভট্টাচার্যের গীতিচিত্র রচনা – Sukanta Bhattacharya Lyric composition :
সুকান্তের বয়স যখন মাত্র দশ – এগারাে বছর তখন ‘ রাখাল ছেলে ’ নামক একটি রূপক – গীতি চিত্র রচনা করলেন । এছাড়াও মধুমালতী ’ ও ‘ সূর্যপ্রণাম ‘ নামক দুটি গীতিচিত্রও রচনা করেছিলেন ।
সুকান্ত ভট্টাচার্যের পত্রিকা প্রকাশ – Sukanta Bhattacharya Magazine :
প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ হলে সুকান্ত বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুলে ভর্তি হলেন । এই স্কুলে যখন সপ্তম শ্রেণীতে পড়েন তখন । তিনি ছাত্রদের লেখা ও ছবি নিয়ে হাতে লেখা একটি পত্রিকা বার করেন তার নাম ছিল ‘ সপ্তমিকা ‘।
শিক্ষকেরা সুকান্তের সাহিত্য সাধনায় বিশেষ উৎসাহ দান করতেন । এর মধ্যে সুকান্ত ভারতের কম্যুনিস্ট পার্টিতে যােগ দেন ।
সুকান্তের সাহিত্য সাধনায় দারুণ অনুরাগ ছিল । তার মধ্যেই তিনি নানা সমাজসেবামূলক কাজে হাত দিয়েছিলেন । ছােট ছােট ছেলেমেয়েদের কোচিং ক্লাস খুলে পড়াতেন ।
দ্বিতীয় মহাযুদ্ধের সময় বিভীষিকাময় বিভ্রান্ত জনগণকে সতর্ক করে দিয়ে সুকান্ত অনেক গান রচনা করেন ।
সুকান্ত ভট্টাচার্যের কর্মজীবন – Sukanta Bhattacharya Work Life :
তিনি কম্যুনিস্ট পার্টির কাগজ বিক্রি করতেন । এই কাগজ বিক্রি করতে গিয়ে অনেক বিপদে পড়েন তিনি । এই সময়ই তার সত্যিকারের কবি জীবন শুরু হয় ।
ভারতবর্ষ তখন পরাধীন । দেশের মানুষের দুঃখদুর্দশা ও অপমান বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন ।
” অবাক পৃথিবী অবাক করলে তুমি।
জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি ।।
এ দেশে জন্মে পদাঘাতি ই শুধু পেলাম।
অবাক পৃথিবী ! সেলাম তামাক সেলাম ।।“
শুধু যুদ্ধনয় , মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠল ব্রিটিশ সরকার ও তৎকালীন কিছু ধনী সমাজের সৃষ্ট ১৩৫০ খ্রি: তার সাথে ছিল ঝড় , বন্যা ও মহামারী । হাজার হাজার অসহায় মানুন না সে পেয়ে রাস্তায় মারা গেল । অত্যাচার । ব্রিটিশ সরকার তাদের দিকে ফিরেও তাকায় নি সেই সময় সুকান্তের কলম ঝলসে উঠল । তিনি দৃঢ়প্রতিজ হয়ে লিখলেন –
” শােনরে মালিক , শােনরে মজুতদার
তােদের প্রাসাদে জমা হলাে কত মৃত মানুষের হাড়
আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই
স্বজন হারানাে শশ্মশানে তোদের চিতা
আমি তুলবই।”
সুকান্ত তার সংক্ষিপ্ত জীবনকালের মধ্যে যা দেশকে দিয়ে গেছেন তা আজ সকলের কাছেই বিস্ময় ।
কিছুদিনের মধ্যে কিশাের ‘ বাহিনী ‘নামে এক প্রতিষ্ঠান গড়ে তােলেন । অনেক ছেলেমেয়ে এই প্রতিষ্ঠানের সদস্য হয়েছিল । সুকান্ত এইসব ছেলেমেয়েদের স্বাধীনতার আদর্শে ও অন্যান্য বিভিন্ন বিষয়ে অনুপ্রাণিত করেছিলেন ।
কমুনিস্ট পার্টির দৈনিক পত্রিকা ছিল ‘ স্বাধীনতা ‘ । এই পত্রিকায় ‘ কিশাের সভা ‘ বিভাগের সম্পাদক ছিলেন সুকান্ত । কিশাের সম্ভার সব ছড়াগুলিই ছিল সুকান্তের লেখা । সুকান্তের লেখা গান ‘ রানার ‘ আমাদের সুপরিচিত । তিনি শ্রমিক ও কৃষক আন্দোলনে নিজেকে সামিল করেছিলেন ।
সুকান্তের ‘ বিদ্রোহ ‘ কবিতাটি পড়ে আজও অনেকে অনুপ্রাণিত হন ।
সুকান্তের জীবন অতিবাহিত হয়েছিল অত্যন্ত আর্থিক অনটন ও পারিবারিক বিপর্যয়ের মধ্যে । তিনি স্কুলের গণ্ডী পার হতে চেয়েছিলেন ।
কিন্তু অংকেকমনম্বর পাওয়ায় পরীক্ষা দিয়েও কৃতকার্য হতে পারেন নি । সংসারের চরম অনটনের মধ্যে থেকেও তার কলম থেমে থাকেনি।
সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য রচনাবলী – Sukanta Bhattacharya Noteble Works :
ভারতের দ্রুত রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী সুকান্ত । তাই তার কবিতা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে রচিত । আত্মবিশ্বাস , ঘৃণা , ক্ষোভ , ভবিষ্যতের আশা ও স্বপ্ন মিশ্রিত তার কবিতা প্রত্যেকের কাছেই প্রিয় । সুকান্ত আগামী দিনের ইতিহাসের প্রবক্তা । সুকান্তের কাব্যগ্রন্থ তার মৃত্যুর পরে প্রকাশিত হয় । তাঁর ছাড়পত্র ১৯৪৭ – এ , ঘুম নেই । ১৯৫০ – এ , পূর্বরাগ ১৯৫০ – এ , গীতিগুচ্ছ । ১৩৭২ বঙ্গাব্দে , মিঠেকড়া ১৩৫৮ বঙ্গাব্দে , অভিযান ১৩৮৪ বঙ্গাব্দে , হরতাল ১৩৬৯ বঙ্গাব্দে প্রকাশিত হয় । তার কতকগুলাে কবিতা যথা রানার , সিঁড়ি , ছাড়পত্র , হে মহাজীবন , বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ ।
সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু – Sukanta Bhattacharya Death :
তিনি টি . বি . রােগে আক্রান্ত হয়ে যাদবপুর টি . বি . হাসপাতালে । ভর্তি হন । তার লেখা শেষ কবিতার বই ‘ ছাড়পত্র ’ তখন ছাপা । হচ্ছিল । কিন্তু দুর্ভাগ্যবশত ছাপা অক্ষরে ঐ বই আর দেখে যেতে পারেননি ।
১৯৪৭ খ্রিঃ ১৩ ই মে মাত্র ২১ বছর বয়সে কিশাের কবি সুকান্ত অমৃতলােকে যাত্রা করেন ।
বাংলা কাব্যের চিরায়ত ঐতিহ্যের শ্রেষ্ঠ সুফল । তিনি তার কবিতায় আত্মসাৎ ও অন্তরস্থ করে নিতে পেরেছিলেন তার গ্রহিষ্ণু প্রতিভার দ্বারা সামাজিক অন্যায় ও অবিচার , শােষণ ও বঞ্চনা , সাম্রাজ্যবাদীদের শােষণ ও পীড়ন , ফ্যাসিবাদী সন্ত্রাস ও অত্যাচারের বিরুদ্ধে তার কবিতা ছিল সােচ্চার । প্রতিবাদ ও প্রতিরােধের বাণী তার রচনাতে তিনি উচ্চকণ্ঠেই সর্বদা লিপিবদ্ধ করেছেন ।
সুকান্ত ভট্টাচার্যের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Sukanta Bhattacharya Biography in Bengali (FAQ) :
- সুকান্ত ভট্টাচার্যের জন্ম কবে হয় ?
Ans : ১৫ আগস্ট ১৯২৬ সালে ।
- সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কী?
Ans : নিবারণ চন্দ্র ভট্টাচার্য ।
- সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কী?
Ans : সুনীতি দেবী ।
- সুকান্ত ভট্টাচার্য কী কাজ করতেন ?
Ans : কমিউনিস্ট পার্টির কাগজ বিক্রি করতেন ।
- সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য রচনাবলী কী কী ?
Ans : ছাড়পত্র (১৯৪৭) পূর্বাভাস (১৯৫০) ঘুম নেই (১৯৫০)।
- সুকান্ত ভট্টাচার্য কী রোগে মারা যান ?
Ans : টি. বি রোগে ।
- সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায় ?
Ans : কলকাতা ।
- ছারপত্র কবে প্রকাশ হয় ?
Ans : ১৯৪৭ সালে ।
- সুকান্ত ভট্টাচার্যের ছোটবেলার স্কুলের নাম কী?
Ans : বেলেঘাটায় কমলা বিদ্যামন্দির ।
- সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু কবে হয় ?
Ans : ১৯৪৭ সালে ১৩ মে ।
[আরও দেখুন, জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali
আরও দেখুন, জীবনানন্দ দাশ জীবনী – Jibanananda Das Biography in Bengali
আরও দেখুন, দীনবন্ধু মিত্র জীবনী – Dinabandhu Mitra Biography in Bengali]
🔘 প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন 🔘 | |
Join Our Telegram Channel | Click Here |
Subscribe Our YouTube Channel | Click Here |
Like Our Facebook Page | Click Here |
সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।