Daily GK – General knowledge

 বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল থেকে 25 টি গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর



Read about prednisone and all other medications, including those you may take with prednisone. Sildenafil heftily https://bournesociety.org.uk/getting-a-divorce-5-things-to-think-about-first is used by millions of men worldwide to treat erectile dysfunction, with most using the drug for the first time to improve their sex lives. Our online store is always a one stop shopping for all of your needs, all you have to do is choose the one that best suits you and get the price that suits you!

This drug works by blocking the cell cycle and is given as an injection into the vein and into the muscle where it travels. We also https://abliance.com/produits/anticorps-secondaires-polyclonaux/anticorps-secondaires-anti-rat unconformably know you have questions about the insurance company, or how to navigate the insurance process. Puedes encontrar las células más de dos teras de los órganos de las células.

1.কোন শিল্প কে উদীয়মান শিল্প বলা হয় ?
A. পাট
B.কার্পাশ্বয়ন
C. মোটরগাড়ি নির্মাণ
D. পেট্রোলিয়াম
Ans- D. পেট্রোলিয়াম

2.SAIL এর মুখ্য কার্যালয় অবস্থিত ?
A. মুম্বাই
B. চেন্নাই
C.দিল্লিতে
D.কোলকাতাতে
AnsD.কোলকাতাতে

3.ভারতের কোন রাজ্যে পাটকলের সংখ্যা বেশি ?
A. অসম
B. বিহার
C. পশ্চিমবঙ্গ
D. ত্রিপুরা
Ans-C. পশ্চিমবঙ্গ ।

4.দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত ?
A.কোয়েম্বাটুর
B. মাদুরাই
C. চেন্নাই
D. কোনোটিই নয়
Ans- A.কোয়েম্বাটুর

5.নিচের কোন জোড় টি সঠিক নয়?
A.দুর্গাপুর – ভারতের রূঢ়
B.বেঙ্গালুরু – ভারতের সিলিকন ভ্যালি
C. চেন্নাই-ভারতের ডেট্রটয়েট
D. আমদাবাদ -ভারতের শেফিল্ড
Ans-D. আমদাবাদ -ভারতের শেফিল্ড ।

6. ভারতের বৃহতম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র?
A.ব্যাঙ্গালুরু
B. হায়দ্রাবাদ
C.পুনে
D.জামশেদপুর
Ans-A.ব্যাঙ্গালুরু

7. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
A.হিন্দমোটর
B. গুরগাঁও
C.পুনে
D.জামশেদপুর
Ans-B. গুরগাঁও এ

8. কোন শিল্প কে শিকড় আলগা শিল্প বলা হয় ?
A.লোহা-ইস্পাত শিল্প
B. কার্পাস বয়ন শিল্প
C. তথ্যপ্রযুক্তি শিল্প
D. পেট্রোরাসায়ন শিল্প
AnsB. কার্পাস বয়ন শিল্প ।

9. উপকূলভাগে অবস্থিত একমাত্র লোহা ইস্পাত কেন্দ্র ?
A.ভদ্রাবতী
B. ভিলায়
C.বিশাখাপত্তনম
D.বিজয়নগর
Ans-C.বিশাখাপত্তনম

10. ভারত এর বৃহতম তৈলখনিটি হলো ?
A.নাহারকটিকা
B.বোম্বে হাই
C. দিগ্বলয়
D.আঁকলেশ্বর
Ans-B.বোম্বে হাই ।
11.ভারতের প্রথম পাট-কলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
A. অন্ধ্রপ্রেদেশের গুন্টুরে
B.ত্রিপুরায় অরুন্ধুতীতে
C. পশ্চিমবঙ্গের রিষড়ায়
D. অসমের শিলঘাট
Ans- C. পশ্চিমবঙ্গের রিষড়ায়

12. ভারতের প্রথম সুতা কল স্থাপিত হয় ?
A. আমদাবাদ
B. বিজয়যারা
C.ঘুসিটিএ
D.কোয়েম্বাটুর
AnsC.ঘুসিটিএ

13.বোকারো কারখানাতে যে নদীর জল ব্যবহত হয় ?
A. সুর্বণরেখা
B. অজয়
C. ভদ্রাবতী
D. দামদর
Ans-D. দামদর ।

14. সালেম ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত ?
A. তামিলনাড়ু
B. অন্ধ্রেপদেশ
C. কর্ণাটক
D. ওড়িশা
Ans- A. তামিলনাড়ু

15.কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় ?
A.কার্পাশ্বয়ন
B. ইঞ্জিনিয়ারিং
C. লোহা ও ইস্পাত
D. পাট
Ans-C. লোহা ও ইস্পাত।

16. কত সালে ভারতের চিনি শিল্পের সূচনা হয় ?
A.১৯০০
B. ১৯০৩
C.১৯০৭
D.১৯০৬
Ans-B. ১৯০৩ সালে

17. ভারতে প্রথম সিমেন্ট কারখানা কোথায় গড়ে ওঠে ?
A.মুম্বাইয়ে
B. কলকাতাই
C.ব্যাঙ্গালুরুতে
D.চেন্নাইতে
Ans-D.চেন্নাইতে

18. দুর্গাপুর ইস্পাত কারখানা যে নদীর তীরে অবস্থিত ?
A.মহানদী
B. রূপনারায়ণ
C. গোদাবরী
D. দামদর
AnsD. দামদর ।

19. বর্তমানে ভারতের কটি রাষ্ট্রত্ব ক্ষেত্রে রাসায়নিক সার উৎপাদন হয় ?
A.৫ টি
B. ৭টি
C.৯টি
D.৬ টি
Ans-C.৯টি

20. বিশিখাপত্তনম ইস্পাত কারখানায় উৎপাদন শুরু হয় ?
A. ১৯৫৬ সালে
B. ১৯৬৪ সালে
C. ১৯৯২ সালে
D. কোনোটিই নয়
Ans-C. ১৯৯২ সালে ।
21. ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত ?

A.তামিলনাড়ুর পেরাম্বুতে
B. কর্ণাটকের বেঙ্গালুরু
C.মহারাষ্ট্রের নাসিকে
D.পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন
Ans-A.তামিলনাড়ুর পেরাম্বুতে

22. প্শ্চিমবঙ্গের জেসপ এন্ড কোং নাম কোন সরকারি সংস্থা তৈরি হয় ?
A.বিমানপোত
B. মোটরগাড়ি
C.জাহাজ নির্মাণ সামগ্রী
D.মালগাড়ি ও যাত্রীইবাহী গাড়ির কোচ
Ans-D.মালগাড়ি ও যাত্রীইবাহী গাড়ির কোচ

23. ভারতের বৃহত্তম তাম্র কারখানা কোথায় অবস্থিত ?
A.যদুগোড়ায়
B. মোভান্ডার
C. রামগড়
D. আত্তরং
Ans-B. মোভান্ডার ।

24. সর্ববৃহৎ রাসায়ানিক সার তৈরির কারখানা অবস্থিত ?
A. টুন্ডুতে
B. ধানবাদ
C. সিন্ধিতে
D. গাঙপুরে
Ans-C. সিন্ধিতে

25. উত্তর প্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র হলো ?
A. কানপুর
B. লখনউ
C. এলাহাবাদ
D. কোনোটিই নয়
Ans-A. কানপুর।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।


       আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে