জেমস ওয়াট এর জীবনী
James Watt Biography in Bengali
জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali : নতুন – নতুন জিনিসের আবিষ্কারের দ্বারা বিশ্বসভ্যতায় যারা অপরিমেয় অবদান রেখেছেন , মানুষের জীবন হয়েছে গতিময় , সুন্দর , জেমস ওয়াটতাদের মধ্যে অন্যতম । বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক হিসাবে জেমস ওয়াট (James Watt) অমর হয়ে আছেন । আধুনিক যন্ত্রযুগ জেমস ওয়াট (James Watt) এর কাছে বিশেষভাবে ঋণী ।
বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট এর জীবনী একটি সংক্ষিপ্ত জীবনী । জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali বা জেমস ওয়াট এর আত্মজীবনী বা জেমস ওয়াট (James Watt) এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
জেমস ওয়াট কে ছিলেন ? Who is James Watt ?
স্কটিশ প্রকৌশলী, উদ্ভাবক জেমস ওয়াট অমর হয়ে আছেন বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবনের কারণে। বাষ্পীয় ইঞ্জিনের কথা উঠলে জেমস ওয়াটের কথাও ওঠে। কিন্তু জেমস ওয়াট (James Watt বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেননি বরং বলা ভালো তিনি উন্নততর করেছেন।
বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কারক জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali :
নাম (Name) | জেমস ওয়াট (James Watt) |
জন্ম (Birthday) | ১৯ জানুয়ারী ১৭৩৬ (19 January 1736) |
জন্মস্থান (Birthplace) | গ্রীনোক, Renfrewshire, স্কটল্যান্ড |
বাসস্থান | গ্লাসগো পরে Handsworth, গ্রেট ব্রিটেন |
জাতীয়তা | স্কটিশ |
কর্মক্ষেত্র | উদ্ভাবক এবং যন্ত্র-প্রকৌশলী |
প্রতিষ্ঠান | গ্লাসগো বিশ্ববিদ্যালয়
Boulton and Watt |
পরিচিতির কারণ | বাষ্প চালিত ইঞ্জিনের আবিষ্কারক |
মৃত্যু (Death) | ২৫ আগস্ট ১৮১৯ (25th August 1819) |
জেমস ওয়াট এর জন্ম – James Watt’s Birthday :
জেমস ওয়াট (James Watt) ১৭৩৬ সালের ১৯ শে জানুয়ারি স্কটল্যান্ডের অন্তর্গত গ্রীনক এর এক ছােট বণিক পরিবারে জেমস ওয়াট জন্মগ্রহণ করেন ।
ছােটবেলা থেকেই তিনি ছিলেন খুব চিন্তাশীল । পড়াশুনা বেশিদূর করতে পারেননি জেমস ওয়াট । তার আগেই তাকে জীবিকার পথ অর্ষেণ করতে হয় ।
জেমস ওয়াট এর কর্মজীবন – James Watt’s Work Life :
জেমস ওয়াট (James Watt) এর বয়স যখন উনিশ , তখন তিনি লন্ডনের এক বস্ত্র তৈরির কারখানায় শিক্ষানবিশ হিসাবে কাজ শুরু করেন ।
জেমস ওয়াট সম্বন্ধে একটা ঘটনা প্রচলিত আছে । একবার ছােটবেলায় একদিন মায়ের সাথে রান্নাঘরে বসে আছেন । মা উনুনে চা জ্বাল দিচ্ছেন একটা কেটলিতে । কেটলির ঢাকনা বন্ধ । জল টব করে ফুটে উঠে এক সময় ঢাকনাটাকে ফেলে দিলাে ।
অমনি ওয়াটভাবতে লাগলাে এমন হলাে কেন ? ভাবলেন নিশ্চয়ই জল গরম হয়ে যে বাষ্পের সৃষ্টি করছে এটা তারই কাজ । এ বাষ্প তাে দেখা যায় বেশ শক্তিশালী । এই শক্তিকে কী কোনাে কাজে লাগানাে যায় না ?
ওয়াট একসময় গ্লাসগাে বিশ্ববিদ্যালয়ে চাকরি নিলেন । সেখানে তার কাজ হলাে বিশ্ববিদ্যালয়ে ব্যবহার – উপযােগী গাণিতিক যন্ত্রপাতি নির্মাণ করা । বৈজ্ঞানিক জোসেফ ব্ল্যাকতখন গ্লাসগাে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক । তাপবিজ্ঞান সম্বন্ধে আলােচনা উঠলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞানীরা বাষ্পের বিভিন্ন তথ্যাদি নিয়ে আলােচনা করতেন ।
জেমস ওয়াট মন দিয়ে সেইসব আলােচনা শুনতেন । তার মনের গভীরে গ্রোথিত ছােটবেলাকার সেই জলের কেটলির বাষ্প সম্পর্কিত ঘটনাটা ।
জেমস ওয়াট এর আবিষ্কার – James Watt’s Invention :
এ সময় ব্রিটিশ কয়লাখনির মালিকগণ তাদের খনির কাজে ১৭১২ সালে ইংরেজ বিজ্ঞানী টমাস নিউকোমনের এক ধরনের বাষ্পচালিত পাম্পিংইঞ্জিন ব্যবহার করে আসছিলেন , যা দিয়ে কেবল কয়লাখনি থেকে জল উত্তোলন করা সম্ভব ছিলাে । নিউকোমনের আবিষ্কৃত যন্ত্রটিতে ছিলাে পৃথক একটি বয়লার এবং ইঞ্জিন । তাতে স্বাভাবিকভাবে বাষ্প ঘনীভূত করার ব্যবস্থা ছিলাে না । ইঞ্জিনটিতে প্রচুর কয়লা পােড়াতে হয় । বিষয়টি জেমস ওয়াটকে ভাবিয়ে তুললাে । তিনি এর প্রতিকারের চিন্তা করতে লাগলেন ।
মস্তিষ্ক ও হাত এই দুইয়ের সাহায্যে জেমস ওয়াট কাজ করতেন । ওয়াট বাপের ধর্ম ও গুণাগুণ সম্পর্কে গবেষণা শুরু করে দিলেন । আর এভাবেই একটি বাষ্পচালিত ইঞ্জিন নির্মাণের পরিকল্পনা তার মাথায় জেগে উঠলাে ।
জেমস ওয়াট এর বস্পচালিত ইঞ্জিনের পেটেন্ট লাভ – Patent gain for Steam engine :
একদিন ওয়াট – পরিকল্পিত ইঞ্জিন বাস্তবে রূপ পেল । ১৭৬৯ সালের জানুয়ারি মাসে জেমস ওয়াট এই বাষ্পচালিত ইঞ্জিন নির্মাণের পেটেন্ট লাভ করলেন ।
সেট গীয়ার আবিষ্কার – Invention Of Set Gear :
জেমস ওয়াট ১৭৮১ সালে এক সেট গীয়ার আবিষ্কার করেন । গীয়ারের সাহায্যে বাষ্পীয় ইঞ্জিন ব্যবহারের ব্যাপকতা আরও বৃদ্ধি পায় ।
[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]
বাষ্পচালিত ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি :
১৭৮৮ সালে তিনি সেন্ট্রিফিউগাল গভর্নর যন্ত্র আবিষ্কার করেন । ১৭৯০ সালে প্রেসার গেজ , এরপর একটা কাউন্টার বা গণক , ইন্ডিকেটর বা নির্দেশক এবং গ্লুটুল ভাল্ব উদ্ভাবন করেন , যার ফলে । তার বাষ্পচালিত ইঞ্জিনের উত্তরােত্তর কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
জেমস ওয়াট এর স্টিম ইঞ্জিন – James Watt’s Steam engine :
১৮০৪ সালে প্রথম লােকোমােটিভ স্টীম ইঙিন নির্মিত হয় । এর কয়েক দশকের মধ্যেই জেমস ওয়াটের পথ ধরেই ইঞ্জিনচালিত স্টীমার এবং রেল জলপথে ও স্থলপথে বিপ্লব সাধন করে ।
১৮০০ সালে জেমস ওয়াট চৌষট্টি বছর বয়সে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন এবং তার দুই পুত্র জেস ও গ্রেগরীকে তাঁর সবকিছু বুঝিয়ে দেন।
জেমস ওয়াট এর মৃত্যু – James Watt’s Death :
১৮১৯ সালের ১৯ শে আগস্ট জেমস ওয়াট ৮৩ বছর বয়সে । পরলােকগমন করেন ।
[আরও দেখুন, দীনবন্ধু মিত্র জীবনী – Dinabandhu Mitra Biography in Bengali]
জেমস ওয়াট এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – James Watt Biography in Bengali (FAQ):
- জেমস ওয়াট এর জন্ম কবে হয় ?
উ:- ১৯ জানুয়ারি ১৭৩৬ সালে ।
- জেমস কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
উ:- গ্রীনোক, Renfrewshire, স্কটল্যান্ড এ।
- জেমস ওয়াট এর প্রতিষ্ঠান এর নাম কী ?
উ:- গ্লাসগো বিশ্ববিদ্যালয় Boulton and Watt
- জেমস ওয়াট কোথায় বসবাস করতেন ?
উ:- গ্লাসগো পরে Handsworth, গ্রেট ব্রিটেন এ ।
- জেমস ওয়াট প্রথম কোথায় কাজ শুরু করেন ?
উ:- লন্ডনের এক বস্ত্র তৈরির কারখানায় ।
- জেমস ওয়াট কত সালে স্টিম ইঞ্জিন এর পেটেন্ট লাভ করেন ?
উ:- ১৭৬৯ সালে ।
- কত সালে প্রথম স্টিম ইঞ্জিন চালু হয় ?
উ:- ১৮০৪ সালে ।
- জেমস ওয়াট কত বছর বয়সে অবসর গ্রহণ করেন ?
উ:- ৬৪ বছর বয়সে ।
- সেট গীযার কত সালে আবিষ্কার হয় ?
উ:- ১৭৮১ সালে ।
- জেমস ওয়াট কবে মারা যায় ?
উ:- ১৮১৯ সালের ১৯ শে আগস্ট ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali
আরও দেখুন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর জীবনী – Ustad Allauddin Khan Biography in Bengali
আরও দেখুন, নবীন চন্দ্র সেন জীবনী – Nabinchandra Sen Biography in Bengali
আরও দেখুন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জীবনী – Dakshinaranjan Mitra Majumder Biography in Bengali]
🔘 প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন 🔘 | |
Join Our Telegram Channel | Click Here |
Subscribe Our YouTube Channel | Click Here |
Like Our Facebook Page | Click Here |
জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।