Daily GK – General knowledge


১. প্রশ্ন: যৌগিক পদার্থ নয় কোনটি ?
উত্তর: বায়ু
২. প্রশ্ন: নিষ্ক্রিয় মৌল কোনটি ?
উত্তর: জেনন
৩. প্রশ্ন: কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
উত্তর: জিপসাম

৪.প্রশ্ন: ভারতের কোন কোন প্রতিবেশী রাষ্ট্রে যেতে গেলে পাসপাের্ট দরকার হয় না?
উত্তর: নেপাল ও ভুটান।
৫.প্রশ্ন: ব্রহ্মদেশের প্রধান নদী কোনটি?
উত্তর: ইরাবতী।
৬. প্রশ্ন: রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?
উত্তর: অনু
৭. প্রশ্ন: পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি ?
উত্তর: ইলেকট্রন
৮. প্রশ্ন: পরমানুতে কি সমান থাকে ?
উত্তর: ইলেকট্রন প্রোটনের সংখ্যা
৯. প্রশ্ন: নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?
উত্তর: ১
১০. প্রশ্ন: প্রতিটি কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা
উত্তর: 2n^2
১১. প্রশ্ন: পরমানুর প্রোটনের সংখ্যাকে কি বলে?
উত্তর: পারমানবিক সংখ্যা
১২. প্রশ্ন: সংকর ধাতু পিতলের উপাদান—
উত্তর: তামা ও দস্তা
১৩. প্রশ্ন: কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
উত্তর: সূর্যরশ্মি
১৪. প্রশ্ন: প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?
উত্তর: জন ডাল্টন
১৫. প্রশ্ন: ১ মোল বস্তুতে অনুর সংখ্যাকে বলে—
উত্তর: অ্যাভোগেড্রো সংখ্যা
১৬. প্রশ্ন: অ্যাভোগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তর: N
১৭. প্রশ্ন: আইসোটোপে কি ভিন্ন থাকে ?
উত্তর: ভর সংখ্যা
১৮. প্রশ্ন: আইসোটনে কি সমান থাকে ?
উত্তর: নিউট্রন
১৯. প্রশ্ন: আইসোবারে কি ভিন্ন থাকে ?
উত্তর: প্রোটন সংখ্যা
২০. প্রশ্ন: আইসোবারে সমান থাকে কোনটি ?
উত্তর: ভর সংখ্যা


© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।


       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে