Daily GK – General knowledge

 কিছু গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্পের নাম


1. বন্দিপুর – কর্ণাটক ।
2. করবেট – উত্তরাখন্ড ।
3. কানহা – মধ্যপ্রদেশ ।
4. মানস – আসাম ।
5. রণথম্বর – রাজস্থান ।
6. সিমলিপাল – উড়িষ্যা ।
7. সুন্দরবন – পশ্চিমবঙ্গ ।
8. পেরিয়ার – কেরালা ।
9. সরিষ্কা – রাজস্থান ।
10. বক্সা – পশ্চিমবঙ্গ ।
11. নাগার্জুন সাগর – অন্দ্রপ্রদেশ ।
12. নামধাপা – অরুণাচল প্রদেশে ।
13. দুধওয়া – উত্তরপ্রদেশ ।
14. বাল্মীকি – বিহার ।
15. বান্ধবগর – মধ্যপ্রদেশ ।
16. কাজিরাঙ্গা – আসাম ।

⭕ ভারতে 53 টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র আছে , অন্ধপ্রদেশ এর নাগার্জুন সাগর সর্ববৃহৎ ও মহারাষ্টের পঞ্চা ক্ষুদ্দ্রতম । ও প্রথম কর্ণাটকের বন্দিপুর (1973-74) ।


© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।


       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে