Daily GK – General knowledge

  ইতিহাস বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নউত্তর


১. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে
২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়? ১৭৮২ সালে
৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ডাফরিন
৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? অশ্বত্থ
৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে? দোঁহা
৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মর্লেমিন্টো
৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? ফার্সি
৮. অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত
৯. জামা মসজিদ কে নির্মান করেন? শাহজাহান
১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র
১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেব
১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজী
১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে
১৪. মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি
১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? হরিহর
১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান
১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়? ১৮৭৬ সালে
১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? অরবিন্দ ঘোষ
১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়
২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়? ১৭৬৪ সালে
২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল
২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে? ১৯২৮ সালে
২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা
২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি
২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন
২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? ১৯৪৬ সালে
২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু
২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার
২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু
৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? ১৯৩১ সালে
৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল
৩২. প্রিয়দর্শীকা কে লিখেন? হর্ষবর্ধন
৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন
৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের
৩৫. মেঘদুত এর রচয়িতা কে? কালিদাস
৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম নরসিংহ বর্মন
৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? ৩২০ সালে
৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ
৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুক
৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত.


© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।


       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে